মেন্যু
pordanshin meyeti

পর্দানশীন মেয়েটি

পৃষ্ঠা: ১১২
কভার: হার্ড কভার

পরিমাণ

120  200 (40% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

1 রিভিউ এবং রেটিং - পর্দানশীন মেয়েটি

5.0
Based on 1 review
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    Sabiha Jannat:

    ✽ বই- পর্দানশীন মেয়েটি
    ◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍

    পর্দা নারীকে যেন কোন অন্ধকারে আবৃত করে না বরং এ আবৃত হওয়ার দরুন সে তার আলোকচ্ছটা গুলো সামলে রাখে, নিজের কাছে নিজ অস্তিত্বকে সযত্নে গুছিয়ে রাখে, সবার থেকে আড়াল করে রাখে তার সকল রত্নসমতুল্য গুণগুলো।
    ,
    কিন্তু কিছু তথাকথিত সভ্য সমাজের লোকজন উচ্চশিক্ষিত হওয়ার তাজ মাথায় পরে কেন যেন নারীদের সে আব্রু, ভূষণ, সম্মানের ছায়া থেকে টেনে হিচড়ে বের করে আনতে চায় দুনিয়ার মানুষের সামনে। ভোগের বস্তু হিসেবে নারীকে দুনিয়ার সামনে নানান রঙে উপস্থাপন ও উন্মুক্ত করেই যেন আসল তৃপ্তি পায় তারা। এরাই কি আসলে শিক্ষিত? নাকি শিক্ষিতের আড়ালে লুকিয়ে থাকা দানবদল?
    ,
    এমনই এক দানবদলের সাথে সংগ্রামের মাধ্যমে বেরিয়ে আসা এক পর্দানশীন নারীর গল্প- “পর্দানশীন মেয়েটি”।

    ▣ বই-আলাপনঃ-
    ——————
    বইটি মূলত একটি উপন্যাস। এর শুরুর দিকে আমরা একটি মেয়ের গল্প দেখব যে দীনের পথে আসতে মাত্র শুরু করলেও হঠাৎ হারাম সম্পর্কে জড়িয়ে যায়, যা ছিল তার জীবনের মস্তবড় অন্ধকার গলি। যে গলিতে হাটতে গিয়ে সে চলে যায় এক ঘোরতর অন্ধকার জঙ্গলে, যেখানে নারী খেকো হায়নাদের অভাব থাকে না। মা বাবার বাধা যেন তার কাছে বিষের মতো মনে হয় যেমনটা বর্তমান সমাজের তরুণ তরুণীরা মনে করে তাদের বাবা-মার উপদেশ সম্পর্কে।
    এ যেন আমাদের সমাজের প্রতিটি ঘরের আজকালকার নিত্য নৈমিত্তিক এক সমস্যা। যে সমস্যা সৃষ্টি হয় মূলত টিনএজ ছেলে মেয়েদের থেকে। পরে আস্তে আস্তে তা দূষিত করে দেয় পুরো পরিবার তথা সমাজকে। উপন্যাসটিতে সমাজের এই দিকটিও যেন ফুঁটে উঠেছে স্পষ্ট ভাবে।
    ,
    তবে শেষ পরিণতি কি হয় মেয়েটির? সে কি আটকা পরে যায় সেই পাশ্চাত্য সভ্যতার অসভ্য জালে? নাকি বের করে আনতে পারে নিজেকে সে জাল ছিড়ে পুনরায় সেই স্নিগ্ধ আবরণে? তা জানতে অবশ্যই বইটি হাতে নিতে হবে পাঠককে।
    ,
    ▣ ভালো ও মন্দ লাগাগুলোঃ-
    ——————————
    বইএর প্রচ্ছদটা মাশা আল্লাহ এত ভালো লেগেছে যে যেকোনো বোন দেখলে জানতে ইচ্ছে করবে বইএর ভেতরের কাহিনীটা কি। এ প্রচ্ছদের প্রতি ভালোলাগা থেকেই বইটি কেনা।

    তবে বই এ ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক চোখে এসেছে যেমন ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে কিছু অশ্লীল শব্দাবলী ব্যবহার করা হয়েছে যা একজন ইসিলামি বইএর পাঠিকা হিসেবে অনেকটাই দৃষ্টিকটূ লেগেছে। তবে বইয়ে ইসলামি ফ্লেভার অবশ্যই আছে সেটা নিশ্চিত বুঝবেন পাঠক।
    ,
    তাছাড়া ক্ষণে ক্ষণে কিছু ইংরেজি শব্দের ব্যবহার রয়েছে যা ঘটনার প্রেক্ষাপটে আসলেও আমার ব্যক্তিগত ভাবে তা অতিরঞ্জিত লেগেছে।

    ▣ পাঠ্যানুভূতিঃ-
    —————-
    সব মিলিয়ে বলতে গেলে যারা উপন্যাস প্রেমী পাঠক তাদের পড়তে ভালোই লাগবে বইটি। কিছু ক্ষেত্রে এমন এমন টুইস্ট আসবে পড়ার সময় যে এর পরের কাহিনী কি তা জানতে পাঠক বেশ আগ্রহী হয়ে পড়তে পারেন। তাই বেশিক্ষণ লাগবেনা হয়তো বইয়ের শেষ পাতায় পৌছাতে যেমনটি হয়েছে আমার ক্ষেত্রে।
    ,
    তাছাড়া সমাজের নারী নির্যাতনের যে করুণ চিত্র ফুটে উঠেছে বইয়ে তা পাঠকদের অনেক নাড়া দিতে পারে। তবে অনেকটা আক্ষেপও হয়েছে বর্তমান তরুণ-তরুণীদের প্রতি। মনে হয়েছে যে, যদি তারা ইসলামকে ভালোবেসে সঠিক দিশায় অগ্রসর হতো! তাহলে হয়তো বেচে যেত কতশত প্রাণ!!
    ——————–

    লেখক- মুহাম্মাদ সিদ্দিকুর রহমান
    প্রকাশনা- আবিদ প্রকাশন

    বুক লিংক- https://www.wafilife.com/shop/books/pordanshin+meyeti/

    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top