মেন্যু
paribarik biporjoy

পারিবারিক বিপর্যয়ের কারণ

অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ সম্পাদক : মুফতি তারেকুজ্জামান বইটির পৃষ্ঠা সংখ্যা : ৬৪ প্রতিনিয়ত আমাদের সমাজে পারিবারিক বিপর্যয়ের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। পত্রিকা আর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অধিকাংশ সংবাদই দেখা যায়,পরিবারকেন্দ্রিক নানান... আরো পড়ুন
পরিমাণ

60  80 (25% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

4 রিভিউ এবং রেটিং - পারিবারিক বিপর্যয়ের কারণ

4.8
Based on 4 reviews
5 star
75%
4 star
25%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    কামরুননাহার মীম:

    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার অসংখ্য নিয়ামতের মাঝে এক নিয়ামত হলো পরিবার। অথচ আজকাল এই পরিবারকে ঘিরেই আমাদের যত সমস্যা! পারিবারিক ভাঙনের চিত্র কেবল নাটক-সিনেমা জুড়েই সীমাবদ্ধ নয়; বরং প্রতিনিয়ত এই পারিবারিক ভাঙনের চিত্রের মুখোমুখি হচ্ছি আমরা বাস্তব জীবনেই। আর এই ভাঙনের উপসংহারটা ডিভোর্স, হত্যা, আত্নহত্যার পর্যায়ে গিয়েও ঠেকছে। প্রশ্ন হতে পারে, এই বিপর্যয়ের কারণ কী? আমরা কীভাবেই বা এ থেকে বের হতে পারি? আমাদের উত্তর খোঁজার কাজটা সহজ হতে পারে “পারিবারিক বিপর্যয়ের কারণ” বইটির মাধ্যমে।

    শাইখ মুহাম্মদ সালিহ আল মুনাজ্জিদের বই সম্পর্কে আমরা পাঠকমহল প্রায় সবাই অবগত। গুরুত্বের বিচারে তার লিখিত এই ছোটো বইটিও উল্লেখযোগ্য। উল্লেখিত বইটিতে আমাদের পারিবারিক বিপর্যয়ের কয়েকটি কারণ টু দ্যা পয়েন্টে আলোচনা করেছেন লেখক – এবং কারণের পাশাপাশি প্রতিকারগুলোও ১১টি উপদেশ আকারে সংযোজন করা হয়েছে বইটিতে। আজকাল স্বামীর অনুপস্থিতি গাইরে মাহরামের সাথে স্ত্রীর অবাধ মেলামেশার কারণে পারিবারিক বন্ধনের নাজুকতার হার যে কতটা বেড়েছে তা বেশ সহজেই বুঝিয়ে দিয়েছেন লেখক তার আলোচনায়। বিশেষ করে দেবরের সাথে স্ত্রী লোকের মেলামেশার কারণে আজকের সমাজের চিত্রটা ঠিক কই গিয়ে ঠেকছে তা বেশ চমৎকার করেই তুলে ধরেছেন লেখক। “দেবর কেন মৃত্যুতুল্য”– তা এই বইয়ের প্রথম উপদেশটা পড়লেই পাঠক বুঝতে পারবেন। আমরা অনেকেই পরিচারিকা রাখি বাড়িতে। কিন্তু এদের মাধ্যমেও যে ফিতনা-ফাসাদের দুয়ার উন্মোচিত হচ্ছে তা কি কখনো আমরা ভেবে দেখেছি? জাদু-টোনা সহ আরও অনেক ভয়াবহ পরিণতি ঘটছে এই পরিচারিকা ইস্যুকে কেন্দ্র করেই। মোবাইলের ধ্বংসাত্নক প্রভাব, টিভি সহ অন্যান্য সোশ্যাল সাইটের মাধ্যমে আক্বিদাগত ক্ষতি, সামাজিক অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়ের যে বিষয়গুলো প্রতিনিয়ত ঘটছে তাও তুলে ধরা হয়েছে বইটিতে। এরকম আরও কিছু বিপর্যয় সংক্রান্ত সমস্যা তুলে ধরে এ থেকে পরিত্রাণের উপদেশ বাতলে দিয়েছেন লেখক এই বইটিতে।

    সোশ্যাল সাইট, পত্রিকা, নিউজ জুড়ে শুধু ভাঙনের খবর। পরিবারের এই যে ভাঙন তার পেছনে দায়ী কি আমরাই নই? আমাদের পরিবারগুলো হতে পারতো এক টুকরো জান্নাত! রাসুলের জীবনের গতিপথ অনুসরণ করলেই আমরা পেতে পারতাম সুন্দর একটা সংসার। কিন্তু ইসলাম থেকে দূরে গিয়ে আমরা পাশ্চাত্যের আধুনিকতার মাঝে ডুবে গিয়ে হারিয়ে ফেলছি সংসার নামক সুখকে৷ আর এই পারিবারিক বন্ধনের দৃঢ়তায় ফিরে যেতে হবে ইসলামের দিকেই।

    যেহেতু বইটি অনুবাদ করা হয়েছে, সুতরাং অনুবাদ নিয়ে জানানোটা আবশ্যিক। বইয়ের অনুবাদ বেশ সহজ-সরল; যার কারণে পড়তে কষ্ট হবেনা আমার মতন পাঠকের। বইয়ের প্রচ্ছদও সুন্দর। ছোটো বই হলেও বইটিতে পরিবার বিষয়ক যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তা অনুসরণ করলে আমরা অনেকগুলো পরিবারকেই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারব ইন শা আল্লাহ৷ বিবাহিতরা অবশ্যই বইটা পড়ে দেখবেন। আর যারা পরিবার শুরু করার নিয়তে আছেন, তারাও বইটি পড়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগেভাগে জেনে রাখলে খুব একটা মন্দ হয়না ইনশাআল্লাহ।

    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    SUMMA JAHAN:

    #ওয়াফিলাইফ_পাঠকের_ভাল_লাগা_জুন_২০২০

    ব‌ই:পারিবারিক বিপর্যয়ের কারণ
    লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
    প্রকাশনী : রুহামা পাবলিকেশন
    বিষয় : পরিবার ও সামাজিক জীবন, সন্তান প্রতিপালন
    অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ
    বইটির পৃষ্ঠা সংখ্যা : ৬৪
    মূল্য:৮০ টাকা-২৫% ছাড়=৬০ টাকা

    জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ পরিবারেই থাকে। পরিবারের সদস্যদের আদর-শাসনে বড় হয়। কিন্তু পরিবারের সুখের দিন শেষ হয় পরিবারের সদস্যদের মনোমালিন্য দিয়ে।

    পারিবারিক বিপর্যয়ের কিছু কারণ
    ————————————————-
    যে ভাইবোনেরা ছোট থেকে এক‌ই সাথে মিলে মিশে বড় হয়,তারাই হঠাৎ বদলে যেতে শুরু করে।আত্বসার্থ সামনে চলে আসে।সবার মনেই ক্ষোব জন্মে। মনে হয়, আমি অন্য ভাইবোনদের থেকে বেশি সেক্রিফাইস করছি পরিবারের জন্য, আমি বেশি অর্থ দিচ্ছি, আমি বেশি শ্রম দিচ্ছি, আমার মূল্যায়ন কম পরিবারের কাছে।এই যে আমি আমি কতো গুলো প্রশ্নের উত্তর সহজে মিলে না। মনের জটিলতা বাড়তেই থাকে।
    আজকাল যৌথপরিবার দেখাই যায় না, ছোট পরিবারেও অশান্তির শেষ নেই। স্বামী-স্ত্রী, ভাই-ভাই, শ্বাশুড়ি-বৌ,জা-জা,ননদ-ভাবী কেউ কার একবিন্দু ছাড় দিবে না, পারিবারিক কলহ, ঝগড়া বিবাদ সৃষ্টি হতেই থাকে।সবার মনেই এক‌ই চিন্তা,এটা প্রমাণ করতেই হবে, আমি তার থেকে বড়, আমি মহান,আমার‌ও অধিকার আছে, আমি কেন ছেড়ে দিব? আমি বেশি শিক্ষিত,স্যালারী বেশি তাই আমিই বেশি সম্মান পাওয়ার অধিকার রাখি,হ‌ই আমি পরিবারের ছোট কিম্বা বড়!!!!এমন হাজার হাজার কারণ আছে যেগুলো লিখে শেষ করা সম্ভব না।
    ফলে পরিবারে ভাঙ্গন, আলাদা হয়ে যাওয়া,আত্বীয়তার সম্পর্ক না রাখা, ডিভোর্সের মতো নিন্দনীয় কাজের সাক্ষী আমারা প্রতিনিয়তই হচ্ছি।
    প্রতিনিয়ত আমাদের সমাজে পারিবারিক বিপর্যয়ের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। পত্রিকা আর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অধিকাংশ সংবাদই দেখা যায়,পরিবারকেন্দ্রিক নানান জটিলতা নিয়ে।স্বামী-সন্তানদের রেখে স্ত্রীর উধাও হয়ে যাওয়া, পরিবারের সদস্যদের বিবাদের কারণে হত্যা কিংবা আত্মহত্যার,তুচ্ছ কারণে বিবাহ বিচ্ছেদ তো আজকের সমাজের নিত্যনৈমিত্তিক ঘটনা। এ ছাড়াও নানান বিষয়ে পরিবারগুলোতে অশান্তি আর কলহ-বিবাদ লেগেই থাকে।
    পারিবারিক এসব বিপর্যয় নিয়ে আমরা শঙ্কিত হলেও, কখনো ভেবে দেখি না বা চিন্তা-ভাবনা করার প্রয়োজনও বোধ করি না।
    এসব বিপর্যয় সৃষ্টির মৌলিক কারণগুলো কী?
    আর কীভাবে এর প্রতিরোধ কিংবা প্রতিকার করা যায়?
    পারিবারিক আলোচনা করতে আমারা ভুলেই গেছি।সবাই ব্যাস্ত,কেউ কার সময় দেয় না, কিম্বা আত্ম‌অহংকার,আমি কেন বলবো?সে বলুক আমাকে।।।।।

    যাহোক, পারিবারিক অনেক বিপর্যয় ও অঘটন রোধে শাইখ সালেহ আল-মুনাজ্জিদের গ্রন্থটির বাংলা অনুবাদ ‘পারিবারিক বিপর্যয়ের কারণ ও প্রতিকার’। গ্রন্থটি থেকে পরিবারের প্রতিটি ব্যক্তি যথেষ্ট শিক্ষা গ্রহণ করতে পারবেন, ইনশাআল্লাহ।

    6 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 4 out of 5

    ফারজানা আশরাফী:

    পরিবার দুনিয়ার বুকে মানুষের সব থেকে নিরাপদ আশ্রয়স্থল।সমাজের সুস্থ বিকাশে পরিবারের বিকল্প নেই।পরিবার-ই পরিচর্যার মাধ্যমে একটি মানবশিশুকে ‘মানুষ’ হিসেবে তৈরি করে।পরিবারে শান্তি থাকলে সেখানে জান্নাতি আবেশ বিরাজ করে।আর অশান্তি হলে মানুষের জীবনকে বিপর্যস্ত, ছিন্ন-ভিন্ন করে দেয়।
    সময়ের সাথে সাথে পরিবার গুলোতে অশান্তি বৃদ্ধি পাচ্ছে।পারিবারিক বিপর্যের ফলাফল হিসেবে পরকীয়া, বিবাহবিচ্ছেদ,গৃহবিবাদ,হত্যা, আত্মহত্যা দিন কে দিন বেড়েই যাচ্ছে….
    যে কোন সমস্যার সমাধানের জন্য প্রথমে সমস্যার উৎসটাকে চিন্হিত করতে হয়।পারিবারিক বিপর্যয়ের কারণ গুলোকে চিন্হিত করে তার সমাধান কল্পে কত গুলো পরামর্শ দিয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ।শাইখ তাঁর লেখায় পারিবারিক বিপর্যয়ের কারণ এবং কোরআন হাদীসের আলোকে তার সমাধান নির্ণয়ের চেষ্টা করেছেন।
    শাইখের সেই প্রচেষ্টাকেই ‘পারিবারিক বিপর্যয়ের কারণ ও প্রতিকার’ শিরোনামে বাংলায় ভাষান্তর করেছেন আবদুল্লাহ ইউসুফ।সম্পাদনা করেছেনমুফতি তারেকুজ্জামান।প্রকাশ করেছে রুহামা পাবলিককেশন।

    সাতটি অনুচ্ছেদে বিভক্ত মাত্র ৬২ পৃষ্ঠার পুস্তিকাটি।শাইখ প্রথমে তাঁর অভিজ্ঞতা লব্ধ জ্ঞান আর সুক্ষ পর্যবেক্ষনের মাধ্যমে পরিবারে বিপর্যয় সৃষ্টিকারী বিষয় গুলোর প্রতি আলোকপাত করেছেন।তারপর ঐশী জ্ঞানের আলোকে তার সমাধান বিবৃত করেছেন।
    আমাদের পরিবার গুলোকে সুস্থ পরিবেশ দিতে এবং বিপর্যয় থেকে রক্ষা করতে হলে কি করতে হবে বইটি তার একটি ভালো গাইড লাইন।বিবাহিত,অবিবাহিত সকলের পড়া উচিৎ।

    পেপার ব্যাক বাঁধাই বইটির গায়ের দাম ৮০ টাকা।বেশ সুন্দর প্রচ্ছদ।প্রাঞ্জল অনুবাদ।

    6 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    Jubaer:

    অল্প কথায় অনেক উপকারিতা পাওয়া যায়।এক কথায়,বইটি এখনকার প্রেক্ষাপটে সব পরবিবারেই দরকার। মা শা আল্লাহ!
    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top