অভিশপ্ত রঙধনু
সমসাময়িক যে সমস্যাগুলো উম্মাহ মোকাবেলা করছে তার মধ্যে অন্যতম এই ‘সমকামিতা’। যে কোনো ফিতনাকে মোকাবেলা করার জন্য তার ইতিহাস, দর্শন, যুক্তি এবং কেন তা ফিতনা, তার ফিকহ জানা দরকার। আপনি ঘরের দরজা খুললেই দেখবেন এসব ফিতনা দাঁড়িয়ে। যা ঘৃণার জিনিস ছিল, দেখবেন তা হবে উপহাসের জিনিস, এরপর উপহাস থেকে হবে জাস্ট ঠাট্টা-তামাশার জিনিস, এরপর তা হবে স্বাভাবিক একটা জিনিস। একেই ফিতনা বলে। যা একসময় ঘৃণা করতাম, তা এখন আর ঘৃণা করছি না, হাদিসে এসেছে তার মানে সে ফিতনায় নিপতিত।
সেদিন দেখলাম, মুক্তচিন্তা আর ব্যক্তিস্বাধীনতার দেশ আমেরিকায় এক মুসলিম বাবাকে জেলে আটকে রেখেছে। কারণ, সে তার সন্তানকে ‘সমকাম স্বাভাবিক ভাবার’ ক্লাসে যেতে দিতে চায় না। নাটক সিনেমায় সমকামী চরিত্র রাখা হচ্ছে। বসে নেই এনজিওরা। বাঙালি ছেলেমেয়েরা বিয়ে করছে সমলিঙ্গের বিদেশীদের। খোলা হচ্ছে সমকামীদের মসজিদ। মিডিয়া এগুলো প্রচার করছে ফলাও করে। চুপ করে থাকলে সমাধান, যার আলোচনা নেই তা দাফন হয়ে যায়, এ কথা এই মিডিয়া আগ্রাসনের যুগে খাটেনা।
এটা এই ফিতনার ব্যাপারে একটা ‘বিশ্বকোষ’। সমকাম নামক ফিতনার দর্শন, ইতিহাস, ষড়যন্ত্র, যুক্তি-প্রতিযুক্তি, বায়োলজি, ইসলামের দৃষ্টিকোণ, শাস্তি সব উঠে এসেছে বইটিতে। কীভাবে আপনার আমার সন্তানকে এই মহামারী থেকে বাঁচাব, তারও কিছু ‘এদিক-সেদিক’ উঠে এসেছে। প্রতিটি সচেতন মুসলিমের শেলফের একটু আড়ালে বইটির জায়গা পাওয়া উচিত।
Out of stock
-
-
featureপ্যারাডক্সিক্যাল সাজিদ
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স225 ৳কভার: হার্ড কভার পৃষ্ঠা: ১৬৮ বর্তমান যুগ হলো ...
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotডাবল স্ট্যান্ডার্ড
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আযহার400 ৳280 ৳কিছু লোক ইসলামকে সে শত্রু হিসেবে ...
-
hotপ্রত্যাবর্তন
লেখক : সমকালীন সংকলন টিমপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳মুসলিমের ঘরে জন্ম নিয়েও আমি হয়ে ...
-
hotআরজ আলী সমীপে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন260 ৳182 ৳আরজ আলী মাতুব্বর। জন্মেছেন বরিশালে। প্রাতিষ্ঠানিক ...
-
hotজবাব (পেপার ব্যাক)
লেখক : আরিফ আজাদ, জাকারিয়া মাসুদ, ডা. শামসুল আরেফীন, মহিউদ্দিন রূপম, মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার, রাফান আহমেদ, শিহাব আহমেদ তুহিনপ্রকাশনী : সমকালীন প্রকাশন315 ৳220 ৳আমরা হয়ত অনেকেই জানি না, জনপ্রিয় ...
-
hotকষ্টিপাথর
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আযহার360 ৳252 ৳আরবীতে একটা প্রবাদ আছে, كل شيء يرجع ...
-
সংশয়বাদী
লেখক : ড্যানিয়েল হাকিকাতজুপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন260 ৳ড্যানিয়েল হাক্বিকাতযু। হালের একজন দা'ঈ ইলাল্লাহ। ...
-
hotহোমো স্যাপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরি
লেখক : রাফান আহমেদপ্রকাশনী : সন্দীপন প্রকাশন392 ৳286 ৳মোট পৃষ্ঠা : ১৮৪ (৪ কালার) কভার: ...
-
muhammadfahad649015 – :
কিছু বই থাকে যেগুলো নিজের পার্সোনাল কালেকশনে থাকা চাই। এই পার্সোনাল কালেকশনে রাখার মতো একটা বই এবং রাখা জরুরী এমন একটা বই হলো “অভিশপ্ত রঙধনু”।
“রঙধনু” সে তো একটা ঝাক্কাস জিনিস, তা আবার “অভিশপ্ত” হয় কেমন করে? এটাই মাথায় আসে আগে, কিন্তু এই বিশেষ “রংধনু”টি অভিশপ্তই! বইয়ের কোনো স্পয়লার দেয়া যাবে না (আমি পার্সোনালি দিব না। আমি চাই সবাই যার যার পার্সোনাল কালেকশনে এনে কিনে পড়ুক)। তবে হিন্টস দিবো ইনশাআল্লাহ।
বইটা এক কথায় বললে ‘জোস!’ আর আরেক কথায় একটু কঠিন। এই বইয়ের সার্বিক আলোচ্য বিষয় “সমকামিতা : কারণ ও করণীয়” এই শিরোনামের মধ্যে রেখে দেয়া যায়। তবে বিষয়টা এর থেকেও বিস্তৃত।
এই বইয়ে পাবেন “ইসলামের আলোকে সমকামিতার শাস্তি”, মুক্তমনা শায়খদের (!) বলা ” সমকামিতা জন্মগত! ” এই ভুল কথার ব্যাখ্যা, মেডিকেল সাইন্স সমকামিতার ব্যাপারে কি বলে, আমাদের (মুসলিমদের) করণীয় কি? ইত্যাদি ইত্যাদি। ধরতে গেলে “সমকামিতার আগা টু গোড়া” সবই উঠে এসেছে এই বইয়ে। এছাড়াও বাংলাদেশে এইসব কুলাংগারদের এজেন্ডার কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোন কোন প্রতিষ্ঠান এতে সম্পৃক্ত আছে – এসব ব্যাপারে মোটামুটি একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ।
বইটা কিছুটা একাডেমিক বইয়ের মতো। তথ্য দিয়ে ঠাসা একটা বই।বইটার মধ্যে কিছু থ্রিলার পাবেন একটা চ্যাপ্টারে – “ভয়ের জগৎ”।এরপরই আছে কিছু ডিবেট যা পড়তে আমার একটু কষ্ট হয়েছে এবং বুঝতেও। তবে তাত্ত্বিক বই পড়ার যাদের অভ্যাস নাই তাদের একটু কষ্ট হবে কিন্তু পড়াটা “জরুরী”।
আল্লাহ ভাইদের খিদমত কবুল করুন। আমাদের ও আমাদের সমাজ, সংস্কৃতিকে এইসব কুলাংগারদের কবল থেকে মুক্ত করুন। আমীন।
aslamhossain2499 – :
আর তাইতো সীমালংঘনকারী এসব সমকামীদের ইসলামের আলোয় ফিরিয়ে আনতে এবং মুসলমানদেরও সমকামীতার ভয়াবহতা সম্পর্কে জানাতে অন্যতম একটি বই হলো “অভিশপ্ত রংধনু”। বইটি প্রকাশ করেছে দারুল ইহদা।
কি আছে বইতেঃ-
২৪৮ পৃষ্ঠাব্যাপী বিস্তৃত ” অভিশপ্ত রংধনু” বইটি মোট ১৯ টি পাঠের মাধ্যমে আলোচনা করা হয়েছে। এতে স্থান পেয়েছে বর্তমান সময়ের একঝাক লেখকের মূল্যবান লেখনী।
এর মাঝে প্রথম ৯টি পাঠ মাওলানা জাফিরুদ্দিন এর। যেগুলো অনুবাদ করেছেন মুহাম্মদ শাকিল হোসাইন। এখানে লেখক তুলে ধরেছেন সমকামিতার অতীত বর্তমান, ক্ষতিকর দিক, সমকামিতা নিয়ে ইসলামের সতর্কবাণী, সমকামিতায় আসক্তদের জন্য মূল্যবান কিছু উপদেশ ইত্যাদি।
এভাবে বইতে স্থান পেয়েছে সমকামিতা নিয়ে ড্যানিয়েল হাকিকাতজু, আবু আমিনাহ বিলাল ফিলিপস, ডা. শামসুল আরেফিন, মাওলানা জাফিরুদ্দিন, জেমস পার্কার, আসিফ আদনান প্রমুখ লেখকগণের সমকামিতা নিয়ে বেশকিছু লেখা। এছাড়াও লস্ট মডেস্টি ব্লগের একটি লেখাও বইতে স্থান পেয়েছে। প্রত্যেক লেখায় লেখকগণ সমকামিতা নিয়ে কখনো বিজ্ঞান, কখনো ধর্ম, আবার কখনো যুক্তি, দর্শন, ও ইতিহাসের সাহায্যে তথ্যগুলোকে উপস্থাপন করেছেন।
বইটি কেন পড়বেনঃ-
বর্তমান সময়ে দিন দিন যেন আমরা অস্থির সময়ের দিকে ধাবিত হচ্ছি। সমকামিতার বিষবাম্প আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। তাই এই সমকামিতার ভয়াবহ ক্ষতিকর দিক গুলো সম্পর্কে জানতে এবং সমকামিতা থেকে সমাজ ও রাষ্ট্রকে কলুষমুক্ত করতে বইটি সকলের পড়া জরুরি।
ব্যক্তিগত অনূভুতিঃ-
সত্যি কথা বলতে বইটি পড়ার পর আমি যেন নির্বাক হয়ে গেছি। আগে জানতাম সমকামিতা একটি গর্হিত অপরাধ ও গুনাহের কাজ। কিন্তু বইটি পড়ার পর বুঝেছি পর্ণগ্রাফি ও সমকামিতা কিভেবে দ্রুতগতিতে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ছে। বইটি পড়ে যেকোন পাঠক আশ্চর্য হবে এই ভেবে যে- যেই কাজ করার জন্য আল্লাহ তায়ালা অতীতে একটি জাতি ধ্বংস করে দিলেন অথচ বর্তমানে সেই কাজ করাটাও নাকি তাদের অধিকার।
লেখকগণ শুধুমাত্র সমকামিতা নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করেই ক্ষ্যান্ত হননি বরং এতে আসক্তদের জন্যও দিয়েছেন মূল্যবান উপদেশ ও দিক-নির্দেশনা। যা বইটিকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা।
তাই সকলের প্রতি অনুরোধ বইটি একবার হলেও পড়ুন।
Montasir Mamun – :
লেখক : মাওলানা জাফিরুদ্দিন, ড্যানিয়েল হাকিকাতজু, আসিফ আদনান, ডা. শামসুল আরেফীন,
প্রকাশনী : দারুল ইহদা
গায়ের দামঃ ৩৫৪ টাকা।
পৃথিবীতে যতগুলো জঘন্য, ঘৃণার কাজ আছে তার মধ্যে সমকামিতা অন্যতম। এটি ধর্ষনের চেয়েও খারাপ। মানুষের স্বভাবগত আচরন, প্রাকৃতিক বৈশিষ্ট্যের বিপরীতে যাওয়ার কারনে এটি অত্যন্ত নিকৃষ্ট ধরনের অপরাধ যা সুস্থ মস্তিস্কের মানুষ করতে পারা উচিৎ নয়। কেউ কেউ এখনকার যুগে এটিকে জীনগত সমস্যা, হরমোনাল কারনে হতে পারে ব্যাখ্যা নিয়ে সমকামীদের প্রতি সহানুভূতির কথা বলে আসছে, একাত্মতা প্রকাশ করছে, সাপোর্ট করছে। এই বিষয়ে ভুল ভাঙ্গানোর জন্য সক্ষম পূর্নাংগ এই বইটি সমসাময়িক বিতর্ক সম্পর্কে জ্ঞান রাখার জন্য আদর্শ এক উপহার।
বইটি কেন পড়বেন?
* সমকামিতা এত জঘন্য অপরাধ যে তা সাধারন মানবিকতা, ন্যাচারাল চাহিদা ও মানসিকতার বিপরীতে এক বিকৃত, নির্লজ্জ রুচি। এর ইতিহাস, অপকারিতা, বিভিন্ন ধর্মে এটিকে খারাপ চোখে দেখা, সমকামিতার শাস্তি ও গযব সম্পর্কে বর্ননা পাওয়া যাবে বইটি থেকে। সমকামিদের বর্তমান এজেন্ডা বাস্তবায়নের নানা আয়োজন ও পরিকল্পনার সাথে সাথে বাস্তব অগ্রগতি সম্পর্কে জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে বইয়ের প্রতিটি অধ্যায়।
* সমকামী এজেন্টদের কুযুক্তি, কুতর্ক এর অসারতা সম্পর্কে জানতে ও তাদের জবাব দেয়ার জন্য এই বইটি গাইডবুক হিসাবে কাজ করবে।
বইয়ের মূল কথাঃ
এক কথায় বলতে গেলে সমকামিতা সম্পর্কে এটি একটি মাস্টারপিস। মোট ১৯ টি পাঠে বিভক্ত করা হয়েছে বইটিকে।
সমকামিতার ইতিহাস থেকে শুরু করে সেই জঘন্য কাজ আজও থামেনি। এর ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে বইতে। যৌন চাহিদা ও মানবিক আচার এর পরিশুদ্ধতা সহ সব বিষয়েই একটি ভারসাম্য পূর্ন জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম কেন এই সমকামীতাকে নিষিদ্ধ করেছে এবং তা বন্ধে আইন ও শাস্তির বিধান রেখেছে তা এসেছে এই বইয়ে। সমকামীতার নানা কুফল, ফলাফল বর্ননা করে এ থেকে নিজেকে বাঁচার ও অন্যকে এ থেকে দূরে রাখার জন্য মোটিভেশন চালানো হয়েছে বইয়ের পাতায় পাতায় যা একজন মুসলিমকে এই বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ থেকে অন্য ভাইকে দূরে রাখার জন্যও সহায়ক।
আল কুরআন ও হাদিসের আলোকে সমকামিতার সরূপ বিশ্লেষন করে একে কুফরী হিসাবে বর্ননা করেছে এবং শাস্তি এর বিষয়ে মতামত দিয়েছে।
বায়োলজিকালি ব্যতিক্রম, ব্যক্তিস্বাধীনতার মোড়কে মোড়ানো যুক্তি ও এর পিছনে বিপুল অঙ্কের অর্থ এর এজেন্ডায় জড়িত হয়ে আছে পাশ্চাত্য সভ্যতার কালো দিক। আছা অনেক অজানা তথ্য, অধিকার আদায়ের মুভমেন্ট এর নামে বিকৃত এজেন্ডা, ষড়যন্ত্র; বইয়ে এইসব বিষয় খুব সুন্দরভাবে বিশ্লেষন করে যুক্তির খন্ডন করা হয়েছে। আতশ কাঁচ, ছুরি কাঁচি এর নিচে ফেলে বিশ্লেষন করা হয়েছে সমকামিতার নানা দিক, খুটে খুটে বের করা হয়েছে এর তত্ত্ব, আলোচনা, প্রচার, ষড়যন্ত্র ইত্যাদি।
সমকামীদের দৃষ্টি থেকে শিশুরাও রেহাই পায় না। তাই এই বিষয়ে সচেতনতা জরুরী। আমাদের বাংলাদেশ ও সমকামিতা এর ভয়াল ছোবল থেকে নিরাপদ নয়।
সমকামী হবার সম্ভাব্য সকল পথ রুদ্ধ করতে হবে। নারীদের পুরুষসুলভ আচরন আবার পুরুষদের নারী সুলভ আচরন এর বিপরীতে প্রচারনা ও পদক্ষেও গ্রহণ করতে হবে। পুরুষদের ছোট বেলা থেকেই পুরুষালী মনোভাব ও নারীদের নারীসুলভ কোমল মনোভাব গঠনে কাজ করতে হবে।
পাঠ্যানুভুতিঃ
অনেক অজানা তথ্য জানা হয়েছে বই থেকে। মাঝে মাঝে শিউরে উঠেছি, অবাক হয়ে ভাবতে বসিয়ে দিয়েছে পাঠগুলো। চিন্তার জগতে হারিয়ে গিয়ে ভারসাম্যহীন হওয়া নয় বরং সচেতন হয়ে এই বিষবাস্পের বিরুদ্ধে কাজে লেগে যেতে উৎসাহ দিয়েছে এই বই। নানা দ্বিধা, ভয়, সংকোচ দূরে ঠেলে সচেতনতা সংগ্রহ করে অন্যকেও সচেতন করার প্রত্যয় ব্যক্ত করার শিক্ষা পাওয়া যায় এর পাতায় পাতায়।
কাদের জন্য এই বই?
মূলত সবার জন্যই। এই জ্ঞান এখন নারী পুরুষ নির্বিশেষে সকলের দরকার। এর ভয়াল গ্রাস থেকে নিস্তার পেতে সচেতনতার বিকল্প নেই কারন এর প্রচার, প্রসারে অনেক অর্থ ঢালা হচ্ছে। এর বিপরীতে চুপচাপ বসে থাকলে এর শক্তিশালী ঢেউ ভাসিয়ে নিয়ে যাবে অনৈতিকতা, বিকৃত মানসিকতার নর্দমায়।
বই নিয়ে মতামতঃ
বইয়ের প্রচ্ছদ, বাইন্ডিং, ভাল। বইয়ের সাথে জড়িত সকলের জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া। উম্মাহর এই ক্রান্তিলগ্নে এই ধরনের বই উপহার দিয়ে চিন্তার পরিধিকে বাড়ানো ও সচেতনতার মাধ্যমে এর বিরুদ্ধে সোচ্চারে জোরালো ভূমিকা রাখার জন্য।
রেটিং ৯/১০
Shahed Sadik – :
আসলেই একটা অসাধারণ যাত্রা শেষ করলাম৷ সমসাময়িক বিষয়ের ওপর দারুন একটা বই । আগামী কয়েক বছর তৈরী হবে এমন কিছু বাংলা নাটক, সিনেমা, সংবাদের হেড লাইন যেগুলো সমকামিতার পক্ষে বিভিন্ন (মাকাল)যুক্তি দিবে, সাথে নাস্তিকরা সেটাকে উন্নীত করবে এবং অধিকাংশ বাঙালী তাদের ফাদে পা দিয়ে সমর্থন করবে(আল্লাহ মালুম)। এই সকল ভিত্তিহীন বানোয়াট বৈজ্ঞানিক, দার্শনিক,সম অধিকার বিষয়ক সকল যুক্তি আগে থেকেই খন্ডন করে দেওয়া হয়েছে। যাতে নিরীহ বাঙালীরা পথভ্রষ্ট না হয়। আলহামদুলিল্লাহ।
তবে আমার ব্যক্তিগত ধারণা ভবিষ্যতে বাংলাদেশের সমকামিতা বিরোধী সংবিধানের ৩৭৭ নং ধারা তুলে নেওয়া হবে ও বাংলাদেশে সমকামিতা বৈধ করা হবে (নাউযুবিল্লাহ)।
যাত্রাটা শুরু হয়েছিলো ধর্ম দিয়েই। বেশ গুরুগম্ভীর আলোচনাতে আবিষ্কার করলাম ইসলামে আল্লাহর দেওয়া কিছু নিয়ম যেগুলো সম্পর্কে এতদিন ভেবে এসেছি যে, এত কঠিন করার কি দরকার ছিলো! এত নিয়ম কেন!
আসলে এ পাঠে জানতে পারবো :
১। কি হয়েছিলো লূত আ. এর কওমের সাথে?
২। দাড়িহীন বালকের ফেতনা সম্পর্কে,
৩। সাহাবায়ে কেরাম, তাবেয়ী ও সলফে সালেহীনদের দৃষ্টির হেফাজত কোন পর্যায়ে ছিলো,
৪। ইসলাম সমকামিতাকে কিভাবে একদম শিকড় পর্যায়ে গিয়ে উপড়ে ফেলে দিয়েছে।
হঠাৎ এ ধর্ম উদ্যান থেকে বেরিয়ে আলোচনা মোড় নিলো বিজ্ঞানের জগতে, কিন্তু এ জগতে এসে আমি বিনোদন খুজে পেয়েছি, মনে হচ্ছিলো বিজ্ঞানের সাথে প্রহসন পড়ছি। আসলে ওদের যুক্তিগুলো এমনই হাস্যকর! তবে এ পাঠত্রয়ে পাঠক আবিষ্কার করবেন আল্লাহর সুনিপুণ কারিগরি । সুবহা-নাল্ল-হ।
পাঠ ১০+১১+১২ ছিলো আমার বেশি পছন্দের।
এরপর প্রবেশ ঘটে ভয়ের জগতে। হঠাৎ মুখের হাসিগুলো হারিয়ে যায়,মুখ ভারী হয়ে যায়। একসময় মনো হলো মুক্ত বাতাসের খোজে বইটারই দ্বিতীয় সিরিজ। ভয়ের কারণ আশেপাশের ঘটমান অপসংস্কৃতি।
আরেকটা কারণ এই সমকামীরাই শিশুকামী। দেশে শীঘ্রই শিশুপাচার ভয়ংকর রুপ ধারণ করবে যদি সমকামিতা কায়েম হয়ে যায়(নাউযুবিল্লাহ)।
আরো বড় ভয়ের কারণ এটা নয় যে সত্য চাপা পড়েছে বা সত্য অজানা। সত্য আসলে প্রতিষ্ঠিত হতে পারছেনা কোনো এক অদৃশ্য শক্তির গায়ের জোরে আর সম্ভবত হবেও না।
ভয়ের জগৎ শেষ করে উঠলাম ড্যানিয়েল হাকিকাতজুর নাগরদোলাতে। এ যেন কুমিরের মুখ থেকে বেরিয়ে বাঘের সামনে পড়ার মতো। আবিষ্কার করলাম পাঠক হিসেবে নিজের দূর্বলতা। যেন পিথাগোরাসদের উপপাদ্য না জেনেই দশম শ্রেণিতে উঠে পড়লাম। এই পাঠটি অন্যগুলা থেকে একটু কঠিন, ২-৩ বার পড়া লাগবে। তবুও বহু কষ্টে ১ বার শেষ করা!
এরপর সমকামিতার কারণ,কুফল আর সমাধান দিয়েই যাত্রা শেষে ফিরে এলাম নিজ ভুবনে৷
শয়তানের দূরদর্শিতা
লূতের আ. কওমকে শয়তান সুদর্শন বালক সেজে এই পথে সর্বপ্রথম নিয়ে গেছিলো যার ইতি ঘটে জর্ডানের ডেড সির তীরে। এখন সময় বদলেছে,ইবলিস বদলায়নি। তবে তার আক্রমণের ধরণ বদলেছে।
আজ আমাদের দেশে সমকামিতা কায়েম হয়ে গেলে আমাদের কিন্তু তেমন সমস্যা নেই কারণ আমরা এটাকে মন থেকে ঘৃনা করি। কিন্তু সমস্যা দুই জায়গাতে।
১। কাউকে যদি মৌনভাবে বা কথা দিয়ে সমকামিতে সাপোর্ট করতে হয়ে তাহলে তাকে আল কুরআন এর ওপর দিয়ে হেটে গিয়ে ( কুরআন এর মিনিমাম ১ টা আয়াত অস্বীকার করা) সমকামিতাকে সাপোর্ট করতে হবে। আর যখনই আপনি এটা করবেন তখন আপনি হয়ে যাবেন অস্বীকারকারী, আরবিতে কাফের৷
২। এই প্রজন্ম যদিও সমকামিতাকে ঘৃনা করবে বাট সমকামিতা বিষয়ে মিডিয়া সরব থাকবে। পরের দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মে গিয়ে বাচ্চারা এটাকে স্বাভাবিকভাবে দেখেই বড় হবে। এরা সমকামিতার সাথে অভ্যস্ত হয়ে যাবে, অনেকে সমকামি হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় এরা যখন পরে ইসলামের দাওয়াত পাবে তখন দেখবে সমকামিতা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তারা তখন সমকামিতা প্রশ্নবিদ্ধ না করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা শুরু করবে। নাস্তিকতার বীজ অলরেডি বোপন করা আছে। ফলাফল বুঝতে আশা করি বাকি নেই। দেখেন ইবলিস কত দুরদর্শী?
আল্লাহর দূরদর্শিতা
আলহামদুলিল্লাহ। আল্লাহ রোগ সৃষ্টির আগেই রোগের সমাধান জানিয়ে দিয়েছেন আল কুরআন ও হাদিসের মাধ্যমে। নিশ্চয় তিনি সুক্ষ্মদর্শী এবং সম্যক অবগত৷ সুবহা-নাল্ল-হ!
সীমিত পাঠ সমালোচনা
পাঠ ১১ তে প্রচুর বানান ভুল পেয়েছি। পরেও অল্প কিছু বানান ভুল পেয়েছি৷
পাঠ ১৬ টা বেশ কঠিন লেগেছে,আরেকটু সহজ হলে ভালো হতো(পাঠক সমালোচনা)
লকডাউনে পারবেন না বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যেতে কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছেন ঘরে বসেই আসিফ ভাই,শক্তি ভাইদের সাথে ভ্রমণ করার। ঘুরে আসতে পারেন। জার্নি বাই বুক।
ইসলাম নাকি আজ বয়ষ্ক
ওরে বিকৃত মস্তিষ্ক।
অভিশপ্ত রংধনু
ধ্বংস হোক তোর প্রতিটি অনু।
– শাহেদ সাদিক
emonhowlader320 – :