ওপারেতে সর্বসুখ: জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনা
লেখক : আরিফুল ইসলাম
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম
পৃষ্ঠা : 120, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Edition
ভাষা : বাংলা
ক্ষণিকের এ দুনিয়ায় সুখী হবার জন্য কতই না তোড়জোড় আমাদের! সুখের খোঁজে আমরা ঠিক যেন যন্ত্রের মতো ছুটে চলি সারাদিন সারাবেলা। বিলাসবহুল বাড়ি, দৃষ্টিনন্দন গাড়ি আর অফুরান অর্থকড়ি—সত্যিই কি আমাদের জীবনে সুখ এনে দিতে পারে? না, কখনোই নয়। দুনিয়া কখনো পরম সুখপ্রাপ্তির স্থান নয়। আসল সুখের ঠিকানা একমাত্র জান্নাত। কেবল সেখানে গেলেই ঘুচে যাবে সব অভাব-অনটন, দূর হবে সকল দুঃখ-কষ্ট আর না-পাওয়ার বেদনা।
কী আছে সেই জান্নাতে? কেন জান্নাত এত বেশি আকাঙ্ক্ষিত? কীভাবে যাওয়া যাবে সেখানে? কারা যেতে পারবে? কারা পারবে না?—এসব নিয়েই আমাদের এবারের আয়োজন ‘ওপারেতে সর্বসুখ’ বইটি।
ক্ষণিকের এ দুনিয়ায় সুখী হবার জন্য কতই না তোড়জোড় আমাদের! সুখের খোঁজে আমরা ঠিক যেন যন্ত্রের মতো ছুটে চলি সারাদিন সারাবেলা। বিলাসবহুল বাড়ি, দৃষ্টিনন্দন গাড়ি আর অফুরান অর্থকড়ি—সত্যিই কি আমাদের... আরো পড়ুন
-
-
hotপরকালের প্রস্তুতি
লেখক : শাইখ খালিদ আল হুসাইনান রহঃপ্রকাশনী : রুহামা পাবলিকেশন115 ৳85 ৳অনুবাদ : হাসান মাসরুর দুনিয়া, ক্ষণিকের সফর...। ...
-
save offমৃত্যু থেকে কিয়ামাত
লেখক : ইমাম বায়হাকীপ্রকাশনী : মাকতাবাতুল বায়ান265 ৳185 ৳কুরআনে পরকালের বিস্তারিত বিবরণ আছে; তবে ...
-
save offজীবনের ওপারে
প্রকাশনী : রুহামা পাবলিকেশন534 ৳395 ৳অনুবাদক: মুফতি তারেকুজ্জামান পৃষ্ঠা সংখ্যা: ৪০৮ ধরণ: হার্ড ...
-
save offঅন্তিম মুহূর্ত
লেখক : আবদুল মালিক আল কাসিমপ্রকাশনী : রুহামা পাবলিকেশন115 ৳85 ৳অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ বইটির পৃষ্ঠা সংখ্যা ...
-
hotমৃত্যুর ওপারে: অনন্তের পথে
লেখক : ইমাম কুরতুবী (রহঃ)প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন430 ৳314 ৳অনুবাদ : আবদুন নুর সিরাজি সম্পাদনা : ...
-
save offমহাপ্রলয়
প্রকাশনী : হুদহুদ প্রকাশন600 ৳300 ৳অনুবাদ: উমাইর লুৎফর রহমান পৃষ্ঠা: ২৯২ (রঙিন ছবি) কিয়ামত ...
-
save offকেয়ামত
লেখক : মাওলানা শাহ রফীউদ্দীন (রহঃ), শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ:), হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শফিপ্রকাশনী : মাকতাবাতুল ইসলাম590 ৳295 ৳রাসূল ﷺ পৃথিবীতে আগমন করে আবার ...
-
hotওপারের সুখগুলো
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : পথিক প্রকাশন300 ৳150 ৳অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ একদিন স্বল্পকালীন এই ...
-
save offদুনিয়া এক ধূসর মরীচিকা
লেখক : আবদুল মালিক আল কাসিমপ্রকাশনী : রুহামা পাবলিকেশন150 ৳111 ৳অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ ভাষা সম্পাদনা : ...
-
hotজাহান্নাম : দুঃখের কারাগার
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : পথিক প্রকাশন300 ৳150 ৳অনুবাদ: আম্মার মাহমুদ সম্পাদনা : সাইফুল্লাহ আল ...
-
Amit Hasan – :
ক্ষণস্থায়ী জীবনের পালাবদলে আমরা ছুটি চলি নিরন্তর আমাদের লক্ষ্যপানে। কিন্তু আমরা ভুলে যাই আমাদের আসল গন্তব্য। দুদিনের এই জীবনে ব্যস্ত হয়ে পড়ি দুনিয়ার রসদ জোগাতে। অথচ আমাদের আসল ঠিকানা আমাদের নিশ্চিত গন্তব্যের পাথেয় সংগ্রহের কথা বিস্মৃত হই। আমাদের সেই নিশ্চিত গন্তব্য যদি জান্নাত হয়! তাহলে তো কথাই নেই। অফুরান চির অম্লান সব নেয়ামতের ঘেরা আল্লাহর প্রতিশ্রুত জান্নাত প্রতীক্ষায় আছে অভিবাদন জানাতে সেই কাঙ্ক্ষিত সৌভাগ্যবানদের যারা এই দুনিয়ার সকল কষ্টকে আপন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে।
“কষ্টের মাধ্যমেই জান্নাতকে বেষ্টিত করে রাখা হয়েছে।”[১]
■ বইটির বিষয়বস্তু-
মানব মন কৌতুহলপ্রবণ। জান্নাতকে ঘিরে অজস্র স্বপ্ন গাঁথুনি ছুয়ে যায় হৃদয়। আল্লাহর প্রশান্তচিও বাণী সেই স্বপ্নীল হৃদয়কে করে আরো উদ্বেলিত।
“যার পাদদেশে নদী প্রবাহিত, যার ফল ও ছায়া চিরস্থায়ী।”[২]
নতুন স্বপ্নের দোলায় আনচান করে মন। আরও জানতে ইচ্ছে করে সেই প্রতিশ্রুত জান্নাতে আর কি কি থাকবে? কেমন হবে সেখানকার পরিবেশ? কেমন হবে সেখানকার খাবার? সেখানকার প্রাসাদ ইত্যাদি। জান্নাত অসংখ্য নেয়ামতে ভরপুর।
“আমি আমার নেককার বান্দাদের জন্য এমন বস্তু প্রস্তুত করে রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি।” [৩]
৪২ টি পরিচ্ছদে সাজানো বক্ষ্যমাণ গ্রন্থ “ওপারেতে সর্বসুখ” এ উঠে এসেছে জান্নাতের এমনই কিছু নেয়ামতের কথা এবং সেই সকল নেয়ামতের ভাগীদার হতে আমাদের করণীয় কি? তা এই ছোট্ট বইটিতে কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করা হয়েছে।
■ পাঠ পরবর্তী পর্যালোচনা-
বইটির প্রতিটি পাতায় আছে ভিন্ন স্বাদের ভিন্ন সব নেয়ামতের কথা। যা পাঠক বা পাঠিকার কল্পনাতীত হৃদয়ে জান্নাতকে অবলোকন করাবে। আমাদের ভাবলেশহীন অনুভূতি গুলোকে জাগিয়ে তুলে নতুন স্বপ্নের আলোকচ্ছটায় জাগ্রত হবে অন্তর আত্না। জান্নাতকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে একটু হলেও বাড়িয়ে দেবে। মন চাইবে জান্নাতে একটা প্রাসাদ হোক,যার নিচে থাকবে নদী, মন চাইবে পাখির মতো মুক্ত হয়ে সেই অনাবিল সীমাহীন আনন্দে নিজেকে অবগাহন করাতে।
বইটির বিষয়বস্তুর সাথে বইটির নামকরণ যথার্থ হয়েছে। কারণ ওপারেতে অর্থাৎ আখিরাতের পর জান্নাতই কেবল চিরস্থায়ী সুখের আবাস। মৌলিক ধরনার বইটির ভাষা ও শব্দচয়ন সরলও সাবলীল লেগেছে। বইটির প্রচ্ছদ দৃষ্টিনন্দন মনে হয়েছে। অল্প বিস্তর বইটি পেপারব্যাকেই মানানসই মনে হয়েছে।
■ শেষ কথা-
আখিরাত চিরন্তন সত্য। জান্নাতই সকল সুখের উৎস। সেখানে থাকবে না দুঃখ-কষ্ট ,জরা-ক্লান্ত। আমরা যদি আমাদের জীবনে জান্নাতকে প্রাধান্য দেই, জান্নাতের অফুরন্ত নেয়ামতের আস্বাদন পেতে মরিয়া হই তাহলে দুদিনের এই দুনিয়ার সকল দুঃখ কষ্ট আমাদের কাছে তুচ্ছ মনে হবে। আর সেটিই করা উচিত নয় কি?
ফুটনোট:
১. সূরা আর রাদ-৩৫
২. সহিহ মুসলিম- ২৮২৩
৩. সহিহ বুখারি- ৭৪৯৮
rakibulhasan307090 – :
পার্থিব জীবনে প্রতিটি মানুষই সফল হতে চায়। সফলতার মালা গলায় জড়াতে চায়। তাই হন্যে হয়ে আমরণ ছুটে চলে সফলতা পিছে। তবে সকলের কাছে সফলতার মানেটা এক নয়। জন ভেদে সফলতার সংজ্ঞা আসে ভিন্নতা। কিন্তু আশ্চর্যজনকভাবে যখনই মানুষের কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হয়ে যায়, তখনই সফলতার সংজ্ঞায় আসে পরিবর্তন।
মূলত পার্থিব কোনো সফলতাই স্থায়ী নয়। প্রতিটি পার্থিব সফলতার আনন্দ ধীরে ধীরে ম্লান হতে থাকে। আর এই পরিবর্তনশীল সফলতা মানুষলকে কখনো পরিতৃপ্তও করতে পারে না। তাই মানুষ ছুটতে থাকে নতুন কোনো সাফল্যের পিছনে। তবে মানুষের চূড়ান্ত সফলতা কোনটি?
চূড়ান্ত সফলতা তো সেটি যার কথা স্বয়ং আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। তিনি মানুষকে তার চূড়ান্ত সফলতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন:
“যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে। যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই হলো মহাসাফল্য। [সূরা নিসা, আয়াতঃ ১৩]
বই পর্যালোচনা:
জান্নাত, আমাদের একমাত্র গন্তব্য। আমাদের একমাত্র লক্ষ্য। তাই আমাদেরকে পথ চলতে হবে জান্নাত কে সামনে রেখে এবং সঙ্গী করে নিতে হবে প্রবল উৎসাহ ও উদ্দীপনাকে। আর এই পথ চলায় উৎসাহ-উদ্দীপনার এক বিরাট উৎস হবে আরিফুল ইসলাম ভাইয়ের রচিত “ওপারেতে সর্বসুখ” নামের এই বইটি।
এই বইটির প্রধান দুটি বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে – এই বইটি জান্নাতের একটি পারফেক্ট প্রিভিউ। কেননা কোন পণ্যের প্রিভিউ যেমন পণ্যটি ক্রয়ের ব্যপারে ক্রেতার হৃদয়ে আগ্রহ সৃষ্টি করে, ঠিক তেমনিভাবে এই বইটিও পাঠক হৃদয়ে জান্নাত লাভের উদ্দীপনাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। লেখক এই বইটিতে জান্নাতের নেয়ামতসমূহ এতটাই মনোমুগ্ধকরভাবে বর্ণনা করেছেন যে, যেকোনো হৃদয়ই জান্নাতের প্রতি ম্যাগনেটের ন্যায় আকর্ষিত হবে। এই বইটিতে বর্ণিত এক একটি নেয়ামত যেকোন দুনিয়ামুখী হৃদয়ের মোড় ঘুরিয়ে দিবে। যেকোনো হোঁচট প্রাপ্ত হৃদয়কে উঠে দাঁড়ানোর শক্তি জোগাবে।
তাছাড়া বইটির অপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে – এই বইটিতে কেবল জান্নাতের জাঁকজমকপূর্ণ নেয়ামতের কথায়ই বর্ণনা করেননি বরং সেই নিয়ামত অর্জনে করণীয় সকল পন্থাই বাতলে দিয়েছেন।
শেষের কথা:
আত্নপ্রয়োজনে কখনো আমরা বই থেকে মোটিভেশন নিয়েছি। কখনো সেলফ ডেভেলাপমেন্টের উপায় বাতলে নিয়েছি। কিন্তু কখনো কি বইকে জিজ্ঞাসা করা হয়েছে আমাদের প্রকৃত গন্তব্যের ঠিকানা? কখনো কি জিজ্ঞাসা করা হয়েছে, দিনশেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন আমরা ফিরবো কোথায়? কোথায় হবে আমাদের প্রত্যাবর্তন? বস্তুত সকল বইই আমাদের এই জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম নয়। তাই আমাদের বাছাইয়ের তালিকার রাখততে হবে ঐ সমস্ত বই, যেগুলো আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং আমাদের গন্তব্যের ব্যাপারে রিমাইন্ড করবে। আর এই বাছাই তালিকায় জায়গা করে নিতে পারে—”ওপারেতে সর্বসুখ”।
Raihan Kaisar রিফাত – :
বইটির নেগেটিভ রিভিউ করার ইচ্ছা নাই আমার, সসম্পূর্ণ ব্যক্তিগত মতামত। একটানা বইটি পড়ে আমার এরকমই অনুভূতি হয়েছিল।
Mahira – :
রিভিউকারী- মাহিরা ইশক
বই: ওপারেতে সর্বসুখ
সুপ্রিয় পাঠক, রিভিউ পর্বে যাওয়ার আগে, চলুন আপনাদের নিয়ে এক মনোহর কল্পনাপর্ব সেরে আসি! কল্পনা করুন, এমন এক জান্নাতি মজলিসের কথা! যেখানে অগণিত নিয়ামাতের মধ্যে থেকে বাছাইকৃত কিছু সৃষ্টি তার স্রষ্টা সত্ত্বাকে একপলক দেখার অভিপ্রায় নিয়ে উন্মুখ হয়ে আছে। তিঁনি আসবেন, তাঁর পক্ষ থেকে সালাম নিবেদিত হবে জান্নাতবাসীর কাছে! মজলিসের কোনো এক কোণায়-কানায় থাকার সৌভাগ্য হয়েছে আপনারও! সেই মধুর অপেক্ষা, আপন রবের দীদারের মত শ্রেষ্ঠ উপহার পেতে চলেছেন আর একটু পরেই….
আহ! কল্পনাতেও কি সুন্দর মুহূর্ত, সত্যিটা না জানি কতটা সুন্দর হয়। মন কেমনের গল্পে, চিবুক ছুঁয়ে যাওয়া তপ্ত অশ্রু আর ভাঙা হৃদয়ের টুকরোগুলো তখন নস্যি হয়ে যাবে সেই অপার্থিব সুখের নিকট। প্রিয় মানুষের অপ্রিয় প্রস্থান আর ভালোবাসার বিশ্বাসঘাতকতা তখন কতোই না ঠুনকো! না বলা শত অনুযোগ, না পাওয়ার অভিযোগ কিংবা দাঁতে দাঁত চেপে রাখা ধৈর্য্যের বিনিময়ে আর কিছু চাওয়ার থাকবেনা মনুষ্য অন্তরসমূহের।
এমন হাজারো নিয়ামাতে ভরপুর জান্নাতের সাথে স্বল্পদৈর্ঘ্য জীবনের ওপারেই মোলাকাত। এপারের যবণিকায় নিজের ঈমান-আমল ঠিক রেখে, আল্লাহর সন্তুষ্টি কুড়োঁতে পারলেই, ওপারের অফুরন্ত সুখ। রবের সৃজিত জান্নাত, যা কোনো চর্মচক্ষু কখনো দেখেনি, না পেরেছে কোনো অন্তর্চক্ষু কল্পনা করতে! ওপারের জান্নাতের হাজারো নিয়ামাহ, অনন্ত সুখের বর্ণনায় রচিত আমাদের আলোচ্য ‘ওপারেতে সর্বসুখ’ বইটি।
▪️লেখক বৃত্তান্ত :
বইটির লেখক আরিফুল ইসলাম। ইসলামি সাহিত্যাঙ্গনে যার বিচরণ খুব বেশিদিনের না হলেও, যারা এখন এই ফরম্যাটের জনপ্রিয়তার শীর্ষে আছেন, তাদের মধ্যে তিনি অন্যতম একজন। নাস্তিক্যবাদের খন্ডন নিয়ে ‘আর্গুমেন্ট অফ আরজু’ লিখে বেশ পাঠকপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপরে প্রদীপ্ত কুটির, চার তারা, তারা ঝলমল ইত্যাদি বইগুলো লিখে উত্তরোত্তর সমাদৃত হচ্ছেন ইসলামি পাঠক পাড়ায়।
–
▪️বই পর্যালোচনা :
দু’দিনের দুনিয়ায় সুখী হওয়ার কতই না আয়োজন আমাদের! চাহিদার সাথে সুখী হওয়ার সমানুপাতিকতা আমরা জুড়ে দিয়েছি পার্থিব বেড়াজালের বন্দীত্ব গ্রহণ করে। দুনিয়ার সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের চাহিদার নেই। যার লাখ টাকা আছে, তার কোটি চাই, যার একটা ফ্ল্যাট আছ, তার দু’টো চাই। মন তৃপ্ত হয়না। কারণ প্রকৃতপক্ষে তৃপ্ত হওয়ার জায়গা দুনিয়া নয়। অ্যাকুরিয়ামে হাজার সুবিধা দেওয়ার পরেও যেমন মাছেরা তৃপ্ত হয়না, তেমনি মানুষও দুনিয়ার সাময়িক স্বাচ্ছন্দ্যে তৃপ্ত হয়না। কারণ তৃপ্ত হওয়ার জায়গা তো কেবলই জান্নাত।
কি আছে সেই জান্নাতে? কিভাবে অর্জিত হবে সেই কাঙ্ক্ষিত জান্নাত? কি নিয়ামাতে ভরপুর জান্নাতি একেকটা মঞ্জিল?
এই প্রশ্নগুলোরই উত্তর পাওয়ার জন্য আপনাদের পাড়ি দিতে হবে ‘ওপারেতে সর্বসুখ’ বইয়ের সাথে। ১১৭ পৃষ্ঠার নাতিদীর্ঘ যাত্রায়। জান্নাতের একেকটা নিয়ামাত, জান্নাতের সুখ-সৌন্দর্যের মনোমুগ্ধকর আয়োজনের বর্ণনায় মলাটবন্দী হয়েছে বইটি। জান্নাতের আঁতিপাঁতি বর্ণনায় মোট ৪৩টি অধ্যায়ের আন্ডারে কয়েকটি পরিচ্ছেদে আলোচনা হয়েছে পুরো বইয়ের।
জান্নাতি জীবনের মৌলিক বিষয়াদি সহ আরো অনেক কিছুই স্থান পেয়েছে বইটিতে। চূড়ান্ত সফলতা, জান্নাতের নিয়ামাহ্, জান্নাতের দুয়ার, জান্নাতিদের কৃতজ্ঞতা, কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, কারা পেয়েছেন জান্নাতের সুসংবাদ, জান্নাতে যাওয়া আমল, জান্নাতের আহার,ঝর্ণাধারা, জান্নাতের হাট, জান্নাতের সুগন্ধ, হুরদের কথা প্রায় সব মুখ্য ও আনুষঙ্গিক যুগপৎ আলোচনাই উঠে এসেছে এক মলাটে। কেবল কাঠখোট্টা শব্দবিন্যাসেই শেষ নয়, বরং বাস্তবিকভাবেই আমাদের পথচলার অসংগতিগুলোকে তুলে ধরে, লেখক আলোচনায় প্রবেশ করেছেন। মনকাড়া বর্ণনা তাতে দিয়েছে আরেক চামচ বাড়তি বিশেষত্ব। অসাধারণ বর্ণনআভঙ্গি অথচ সহজবোধ্য শব্দচয়ন। মাখোমাখো সাহিত্য নেই, তবুও কি ভীষণ ভাবে পাঠক ধরে রাখার ক্ষমতা আছে একেকটা লিখায়, না পড়লে বোঝানো সম্ভব নয়।
▪️ভালোমন্দ :
বাংলাভাষী পাঠকদের জন্য জান্নাত বিষয়ক বহু বই অনূদিত হলেও, এ বিষয়ে বিশুদ্ধতার মান বজায় রেখে মৌলিক বই লিখাটা এ’কালে অনেকটাই চ্যালেঞ্জিং বাঙালি লেখকের জন্য। সেদিক থেকে লেখকের মুন্সিয়ানার প্রশংসা না করলেই নয়।
লেখকের লিখার ধাঁচটাও সুন্দর! অনেকটা সম্মুখ আলোচনার মতো। বাহুল্যতা আর স্বল্পতা দু’টোর মধ্যিখানে থেকে লেখক আলোচনা করেছেন প্রত্যেকটা টপিক। পাঠের একটা ধারা আর সাবলীলতা বজায় থাকায় বইটি অনন্যতা লাভ করেছে৷ আলোচনার ভেতর কুরআনের আয়াত, হাদীসের রেফারেন্স এসেছে প্রয়োজনমাফিক। বিশুদ্ধতা নিয়ে পাঠকদের খুঁতখুঁতানিও কমলো বৈকি!
বাহ্যিক সাজসজ্জাও ভালো লেগেছে। তবে, প্রচ্ছদে বইয়ের নাম আর লেখকের নামের ফন্ট আরেকটু উজ্জ্বল হতে পারতো! এমনিতেও নীলের সাথে কালো রঙের কম্বিনেশন খুব একটা জমেনা। তার উপর কালোটাও খুবই হালকা। কেমন যেন ফুঁটে উঠেনি। আর, বানান ভুল, টাইপিং মিস্টেক, স্পেসজনিত সমস্যাগুলো চোখে লাগছে। আশা করি, পরবর্তী সংস্করণে খেয়াল রাখা হবে।
▪️বইটির প্রয়োজনীয়তা :
একজন মুসলিম হিসেবে ইসলামের মৌলিক বিষয়গুলো জানা আমাদের জন্য সন্দেহাতীতভাবে গুরুত্বপূর্ণ। এই দিক বিবেচনায় বক্ষ্যমাণ বইটির গুরুত্ব অনস্বীকার্য। কুরআনের বিশাল একটা অংশজুড়ে জান্নাতের বর্ণনা পাওয়া যায়। কিন্তু আমরা কেবল বিচ্ছিন্ন কিছু আয়াত, কিংবা বিচ্ছিন্ন কিছু হাদীস সম্পর্কেই জেনেছি। অথবা কারো জান্নাত সম্পর্কে ধারণা শুধু পাঠ্যবইয়ের ‘আটটি জান্নাত’-ওইটুকুতেই সীমাবদ্ধ রয়ে গেছে দিনশেষে। তাদের জন্য এই বইটি জান্নাত সম্পর্কে জানার জন্য সবদিক দিয়েই পারফেক্ট।
তাছাড়া, আমরা প্রতিযোগিতামূলক এই দুনিয়াতে কেবল আউটপুট আর পুরস্কারের লোভেই ছুটে চলেছি অহর্নিশ। দিনের পর দিন। মাইলের পর মাইল। পড়াশোনা করি ভালো রেজাল্টের জন্য, চাকরি করি ভালো ফিউচারের জন্য, ভালো রেজাল্ট করি হাই স্ট্যাটাসের জন্য। পুরস্কার জানা আছে বলেই, আমরা কাজের দিকে অধিক মনোযোগ দিই। তেমনই দুনিয়ায় আমরা যে ত্যাগ করবো, তার পুরস্কার ‘জান্নাত’ এর খুঁটিনাটি নিয়ামাহ সম্পর্কে জানলে, স্বভাবতই আমাদের আমলে, আখলাকে, লেনদেনে পরিবর্তন আসতে বাধ্য। হোক সেটা অতিক্ষুদ্র কিংবা বৃহৎ! সেক্ষেত্রে, জান্নাতের নিয়ামাত সম্পর্কে বিশদভাবে জানতে, বইটির প্রয়োজনীয়তা নিঃসন্দেহে অধিক কার্যকর এবং সুন্দর অপশান।
.
▪️পাঠ্যাভিমত :
যুহদ অর্জনের জন্য জাহান্নামের প্রতি অধিক ভয় আর জান্নাতের প্রতি তীব্র আকর্ষণ থাকাটা জরুরী। দুনিয়াবী হাজারো কষ্টে-অপ্রাপ্তিতে ‘আশার আলো’ দেখাতে রাব্বে কারীম তাই কুরআনে বর্ণনা করেছেন জান্নাতের অসংখ্য নিয়ামাতের কথা। এপারে চলতে চলতে যেন আমরা ওপারের সর্বসুখের কথা ভুলে না যাই। জান্নাতের বর্ণনা পড়ে নিজেকে বারংবার রিমাইন্ডার দেওয়ার জন্য হলেও, বক্ষ্যমাণ বইটি পড়ার জরুরত ইগ্নোর করা যায়না।
এ বিষয়ে বাংলায় অনূদিত অনেক বই-ই আছে। তবে, এই মৌলিক বইটির মনোহর চিত্রায়ণ আমাকে বিমোহিত করেছে আক্ষরিক অর্থেই। কর্মমুখর যান্ত্রিক আটপৌরে জীবনে একটুখানি প্রশান্তি পেতে, রবের দেওয়া আশ্বাসে প্রত্যেকটা সুবহে সাদিকে বুকভর্তি আশা নিয়ে জাগতে কিংবা কল্পনার বাতায়ন দিয়ে জান্নাতের আকাশে একটু উঁকিঝুঁকি দিতে, বইটা পড়েতে পারেন ইন শা আল্লাহ্।