অন্তিম মুহূর্ত
অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ
বইটির পৃষ্ঠা সংখ্যা : ৮৮
‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।’ পবিত্র কুরআনের এ আয়াতটি আমরা প্রায় সকলেই মুখস্থ পারি, কিংবা এর অর্থটুকু হলেও জানি। কিন্তু কতটুকু আমরা মৃত্যুর মর্ম অনুধাবন করি? মৃত্যু নিয়ে কি আদৌ আমরা ভাবি? কিন্তু একটা সময় আসবে, যখন আমাদের মৃত্যু নিয়ে ভাবতে হবে; ভাবতে হবে মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে। সে জীবনে নিজের অবস্থা কেমন হবে—এমন সকল প্রশ্ন নিয়ে আমরা ভাবব; ভাবতে বাধ্য হবো। সে সময়টাই আমাদের এ জীবনের অন্তিম মুহূর্ত।
–
এ দুনিয়া থেকে যতজন বিদায় নিয়েছে, সবাইকে অন্তিম মুহূর্তের কষ্ট-যন্ত্রণা সয়ে যেতে হয়েছে। নবি-রাসুল আলাহিমুস সালাম-এর জন্যও কষ্ট-যন্ত্রণার এ অন্তিম মুহূর্তটি এসেছিল। এসেছিল সালাফে সালেহিনের জীবনেও। জীবন সায়াহ্নে আসা সে সময়টা নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্ন, নবি-রাসুল ও সালাফে সালেহিনের শেষ সময়ের চিত্রগুলো উঠে এসেছে ‘অন্তিম মুহূর্ত’ বইটিতে। এটি শাইখ আব্দুল মালিক আল-কাসিমের الأنفاس الأخيرة গ্রন্থের সরল অনুবাদ।
-
-
hotপরকালের প্রস্তুতি
লেখক : শাইখ খালিদ আল হুসাইনান রহঃপ্রকাশনী : রুহামা পাবলিকেশন115 ৳85 ৳অনুবাদ : হাসান মাসরুর দুনিয়া, ক্ষণিকের সফর...। ...
-
save offমৃত্যু থেকে কিয়ামাত
লেখক : ইমাম বায়হাকীপ্রকাশনী : মাকতাবাতুল বায়ান265 ৳185 ৳কুরআনে পরকালের বিস্তারিত বিবরণ আছে; তবে ...
-
save offজীবনের ওপারে
প্রকাশনী : রুহামা পাবলিকেশন534 ৳395 ৳অনুবাদক: মুফতি তারেকুজ্জামান পৃষ্ঠা সংখ্যা: ৪০৮ ধরণ: হার্ড ...
-
hotওপারেতে সর্বসুখ: জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনা
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সমকালীন প্রকাশন172 ৳126 ৳ক্ষণিকের এ দুনিয়ায় সুখী হবার জন্য ...
-
hotমৃত্যুর ওপারে: অনন্তের পথে
লেখক : ইমাম কুরতুবী (রহঃ)প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন430 ৳314 ৳অনুবাদ : আবদুন নুর সিরাজি সম্পাদনা : ...
-
save offমহাপ্রলয়
প্রকাশনী : হুদহুদ প্রকাশন600 ৳300 ৳অনুবাদ: উমাইর লুৎফর রহমান পৃষ্ঠা: ২৯২ (রঙিন ছবি) কিয়ামত ...
-
save offকেয়ামত
লেখক : মাওলানা শাহ রফীউদ্দীন (রহঃ), শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ:), হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শফিপ্রকাশনী : মাকতাবাতুল ইসলাম590 ৳295 ৳রাসূল ﷺ পৃথিবীতে আগমন করে আবার ...
-
hotওপারের সুখগুলো
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : পথিক প্রকাশন300 ৳150 ৳অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ একদিন স্বল্পকালীন এই ...
-
save offদুনিয়া এক ধূসর মরীচিকা
লেখক : আবদুল মালিক আল কাসিমপ্রকাশনী : রুহামা পাবলিকেশন150 ৳111 ৳অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ ভাষা সম্পাদনা : ...
-
hotজাহান্নাম : দুঃখের কারাগার
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : পথিক প্রকাশন300 ৳150 ৳অনুবাদ: আম্মার মাহমুদ সম্পাদনা : সাইফুল্লাহ আল ...
-
Summa jahan – :
বই: অন্তিম মুহূর্ত
মূল: শাইখ আব্দুল মালিক আল-কাসিম
অনুবাদ: আব্দুল্লাহ ইউসুফ
সম্পাদনা: মুফতি তারেকুজ্জামান
প্রকাশক: মুফতি ইউনুস মাহবুব
***”কত দিনের এই জীবন জানি না আমি,,,,
মৃত্যু নিশ্চিত এটা শতভাগ জানি”***
এই বইটি পড়ার আগে কখনো এমন করে চিন্তা করিনি জীবনের অন্তিম মুহূর্ত নিয়ে। অন্তিম মুহূর্তে মৃত্যুমুখে
পতিত ব্যক্তির ওপর নেমে আসে নানান কঠিন ও ভয়াবহ বিপদ। প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,আমরা সবাই জানি কিন্তু কি প্রস্তুতি নিয়েছি অন্তিম মুহূর্তে মুসিবত আসান এর জন্য? নবী রাসুল, সাহাবায়ে কেরামদের জীবনেও এই মুহূর্ত এসেছে। আমাদের জীবনে ও এই মুহূর্ত আসবে,হয়েছি কি প্রস্তুত সেই মহাবিপদ পারি দেয়ার জন্য?হে রাব্বুল আলামীন সেই মহাবিপদে তোমার সাহায্য ছাড়া আমরা অসহায়। আমরা তো জীবনের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত।এত তাড়াতাড়ি কি মৃত্যুর মুখোমুখি হবো? জীবন সময় কি এত অল্পতেই ফুরিয়ে যাবে?
দুনিয়ার জীবনের জন্য বিলাসবহুল বাড়ি, ঘর সাজানোর জন্য লাখ টাকা মূল্যের আসবাবপত্র, কারুকার্য করা আরামদায়ক বিছানা,দামি পোশাক, টাকা-পয়সা সম্পদ এসব নিয়েই আমরা ব্যাস্ত।
কিন্তু কেন ভাবি না মৃত্যুর পরে যে বাড়িতে থাকবো, সেখানে মাটির বিছানা,নেই দামি আসবাব,নেই আলো, সাদা কাপড়ে মাটির দেহ মাটিতে পড়ে থাকবে। কোথায় থাকবে সেদিন এত অহংকার এত গর্ব? মানুষকে ছোটো করে কথা বলা? মৃত্যু পিছনে দাঁড়িয়ে আছে,,, সময় হলে একটা সেকেন্ড ও দিবে না।
কিন্তু আমরাতো ভেবেই দেখি না মৃত্যু আমাদের কতো নিকটে।
কবরবাসিরা দুনিয়াতে ফিরে আসার জন্য উদগ্রীব হয়ে আছে, যদি কিছু আমল নিয়ে যাওয়া যায়,,,আর আমরা দুনিয়া উপভোগ করছি,, বুঝতেই পারছি না আমাদের জন্য কি অপেক্ষা করছে।
“***অন্তিম মুহূর্তের পর আর ফিরে আসা যাবে না, আমল নামা খোলা থাকতেই আমল করে নাও”**
“অন্তিম মুহূর্ত” বইটা পড়ে থমকে গেলাম কিছু সময়ের জন্য,,,,
আমার স্বল্প জ্ঞানে মনে হয়েছে এই বইটা সবার কাছে রাখা উচিত।কিছু দিন পর পর বইটা পড়ে নিজের মনকে নাড়া দিতে পারি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি কিনা?
কি করবো এমন সময় যখন আসবে জীবনে।।।। অন্তিম মুহূর্ত জীবনে আসবে আসবে এবং আসবেই এটা শতভাগ নিশ্চিত।
Sultana Razia – :
বই- অন্তিম মুহূর্ত
মূল- শায়েখ আব্দুল মালিক আল-কাসিম
অনুবাদ- আব্দুল্লাহ ইউসুফ
প্রকাশনী- রুহামা পাবলিকেশন
বিষয়বস্তু- পরকাল ও জান্নাত-জাহান্নাম
.
ক. নিজস্বকথন:
একদিন আসবে যখন সকল বান্দা তাদের রবের সামনে উত্থাপিত হবে। সেদিন হবে বিচার দিসব, হাশরের ময়দানে সবাই একে একে দাঁড়িয়ে থাকবে। আমাদের দুনিয়ার জীবনটা কিন্তু শেষ হয় নতুন একটা জীবন পাওয়ার উদ্দেশ্যে। যে জীবনের কোন শেষ নেই। রূহ টা তার রবের নিকট পারি জমায় ভালো কিছুর জন্যে। যেভাবে দুনিয়া ভোগ করছি মৃত্যু ও ঠিক তেমন ভাবেই হাজির হবে। যেভাবে নিজেকে গুটিয়ে নিচ্ছি তেমন ভাবেই আমাদের হাশরে উপস্থাপন করা হবে সবার সামনে।
.
খ. বইয়ের বিষয়বস্তু:
পরকাল সম্পর্কত,অন্তিমকাল, বিভিন্ন বিষয় নিয়ে এখানে উল্লেখিত। চিন্তার খোরক হল, রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম মউত কে যতটা স্মরণ করতে বলেছেন। তার সিকি ভাগ ও স্মরণ করি না। কিন্তু এখানে একদম সাহাবায়ে কেরাম,সালাফ,নবী রাসূলগনে শেষ মুহূর্তের কথা,উপদেশ তুলে ধরা হয়েছে।মৃত্যু আসলে কতটা যন্ত্রণা দায়ক তাও একটু হলেও উপলব্ধি করতে পারব ইন-শা-আল্লাহ।
.
গ. ভাল ও খারাপ দিক:
মরীচিকার পিছনে ছুটতে ছুটতে আমাদের যেন মৃত্যুর কথা মনেই হয় না। বইটা পড়লে হৃদয়ে নাড়া দিবে। অন্যদিকে আমি আশা করেছিলাম বইটা আরেকটু বিস্তারিত হলে, আরেকটু বেশি তথ্য বহুল হলে ভাল হত।
.
ঘ. ইতিকথা:
আমার মত দূর্বল ঈমানের মানুষদের পড়া উচিত। যদি জীবনের শেষ মুহূর্ত আসার আগে পাথেয় গুছিয়ে নেয়া যায়!
sultana.razia5264 – :
Summa jahan – :
বই: অন্তিম মুহূর্ত
মূল: শাইখ আব্দুল মালিক আল-কাসিম
অনুবাদ: আব্দুল্লাহ ইউসুফ
সম্পাদনা: মুফতি তারেকুজ্জামান
প্রকাশক: মুফতি ইউনুস মাহবুব
এই বইটি পড়ার আগে কখনো এমন করে চিন্তা করিনি জীবনের অন্তিম মুহূর্ত নিয়ে। অন্তিম মুহূর্তে মৃত্যুমুখে পতিত ব্যক্তির ওপর নেমে আসে নানান কঠিন ও ভয়াবহ বিপদ। প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,আমরা সবাই জানি কিন্তু কি প্রস্তুতি নিয়েছি অন্তিম মুহূর্তে মুসিবত আসান এর জন্য? নবী রাসুল, সাহাবায়ে কেরামদের জীবনেও এই মুহূর্ত এসেছে। আমরা তো জীবনের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত।এত তাড়াতাড়ি কি মৃত্যুর মুখোমুখি হবো? জীবন সময় কি এত অল্পতেই ফুরিয়ে যাবে?
কিন্তু আমরাতো ভেবেই দেখি না মৃত্যু আমাদের কতো নিকটে।
“অন্তিম মুহূর্ত” বইটা পড়ে থমকে গেলাম কিছু সময়ের জন্য,,,,
কি করবো এমন সময় যখন আসবে জীবনে।।।। অন্তিম মুহূর্ত জীবনে আসবে আসবে এবং আসবেই এটা শতভাগ নিশ্চিত।
Mahbuba islam Disha – :
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের এক বালককে দেখিয়ে উত্তর দিলেন, এই বালকটি বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার আগেই তোমার কিয়ামাত সংঘটিত হবে (অর্থাৎ মৃত্যু)। একজন জীবিত মানুষের মৃত্যুই মূলত তার কিয়ামাত।
মৃত্যু এক ভয়াবহ কঠিন বাস্তবতা। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই কঠিন সত্যকে প্রতিহত করার ক্ষমতা কারোর নেই। যদিও আমরা এই ব্যাপারে বেখেয়াল হয়ে আছি।
তবে একটা সময় আসবে যখন আমরা বাধ্য হবো মৃত্যুর কথা ভাবতে। মৃত্যু যন্ত্রনা, কবরের আযাব এসব নিয়ে ভাবতে।
প্রশান্ত আত্মা বলে কি সম্মোধন করা হবে আমাদের? কি হবে আমাদের শেষ পরিণতি, জান্নাত নাকি জাহান্নাম? এই কথা গুলো যখন ভাববো তখন সেটাই হবে আমাদের দুনিয়ার জীবনের অন্তিম মূহুর্ত।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন “দুনিয়ায় স্বাদ বিলুপ্তকারী মৃত্যুকে বেশি বেশি স্বরণ করো”। “অন্তিম মূহুর্ত ” বইটা এমন একটা বই যা আপনাকে দুনিয়ার জিবনের ইতি টানার মাধ্যম আর অনন্ত জীবন শুরুর দ্বার মৃত্যুকে স্বরণ করতে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু তায়ালা লেখককে এবং বইটি প্রকাশের জন্য যারা যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন।
এই বইটা পড়লে জানতে পাবেন কেমন ছিলো প্রিয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তিম মূহুর্ত, কেমন ছিলো সালাফদের অন্তিম মূহুর্ত!
আর আমরা কিভাবে আমাদের অন্তিম মূহুর্তের জন্য প্রস্তুতি নেবো তার গাইডলাইন।
আল্লাহ আয ওয়া যাল্লা আমাদের মৃত্যু যন্ত্রণাকে পাপ মোচন ও মর্যাদা বৃদ্ধির মাধ্যম হিসেবে কবুল করে নিন এবং মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমদের হেফাজত করুন , আমীন ইয়া রব্ব।