নবীজির সংসার ﷺ
অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ
পৃষ্ঠা: ১৬৭
হার্ড কভার
নবীজি! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. এর সংসার জীবন কেমন ছিলো?
স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি? তিনিও যে স্ত্রীদের সাথে মান-অভিমান করতেন আমরা কি তা জানি? আবার স্ত্রীরাও অভিমান করলে কী করে তা ভাঙতেন? কেমন করে স্ত্রীদের নিয়ে বিনোদন করতেন? পারিবারিক কোন বিপর্যয় আসলে কী করে সেটার সমাধান করতেন?
নিজ ছেলে মেয়েদের সাথে কেমন ছিলেন তিনি? হযরত ফাতিমা থেকে শুরু করে অন্যান্য ছেলেমেয়েদের সাথে তাঁর সম্পর্ক কেমন ছিলো? মেয়ে জামাইদের সাথে কেমন সম্পর্ক ছিলো? শ্বশুর হিসেবে কেমন ছিলেন তিনি?
নিজ নাতিনাতনিদের সাথে কেমন ছিলেন তিনি? কেমন করে তাদের আদর-যত্ন করতেন? কীভাবে তাদের বিভিন্ন আবদার পূরন করতেন?
নবীজির ঘরে কোন মেহমান আসলে কীভাবে তাদের আপ্যায়ন করতেন? কেমন আচরণ করতেন তাদের সাথে?
এভাবে প্রিয় নবীজির পুরো সংসারজীবনের নানানদিক এই বই থেকে হাদীসের আলোকে জানা যাবে ইন শা আল্লাহ।
-
-
hotকুররাতু আইয়ুন (যে জীবন জুড়ায় নয়ন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ195 ৳142 ৳এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী ...
-
hotলাভ ক্যান্ডি (হার্ডকভার)
লেখক : জাফর বিপিপ্রকাশনী : নিয়ন পাবলিকেশন330 ৳244 ৳পৃষ্ঠা ১৭৬ কভার: হার্ড কভার একজন স্বামী কী ...
-
hotকুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ270 ৳197 ৳ডা. শামসুল আরেফীনের পেশা চিকিৎসা। কিন্তু ...
-
বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর
লেখক : মির্জা ইয়াওয়ার বেইগপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন94 ৳বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ ...
-
hotভালোবাসার চাদর
লেখক : ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্সপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন295 ৳215 ৳একটি গল্প শুনেছিলাম। দাম্পত্য অশান্তির তিক্ত ...
-
hotবিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি
প্রকাশনী : উমেদ প্রকাশ186 ৳136 ৳স্পিডব্রেকারের কাজ কি মানুষকে গন্তব্যে পৌঁছতে ...
-
hotপারিবারিক বিপর্যয়ের কারণ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন80 ৳60 ৳অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ সম্পাদক : মুফতি ...
-
hotদ্য কেয়ারিং ওয়াইফ
লেখক : মোঃ মতিউর রহমানপ্রকাশনী : মিফতাহ প্রকাশনী300 ৳222 ৳শরঈ সম্পাদক : মুফতি নাজমুল ইসলাম কাসিমী বর্তমান ...
-
hotদ্য কেয়ারিং হাজব্যান্ড
লেখক : মোঃ মতিউর রহমানপ্রকাশনী : মিফতাহ প্রকাশনী250 ৳185 ৳শরঈ সম্পাদক : মুফতি নাজমুল ইসলাম ...
-
Anonymous – :
sihinthasuma – :
Esrat jahan – :
আয়িশা রাযি. থেকে বর্ণিত,
“ নবীজি কোনো যাত্রায় বের হওয়ার আগে স্ত্রীর
মাঝে লটারি করতেন।
একবার লটারিতে আমার ও হাফসার নাম এলো।
আমরা দুজনে তাঁর সাথে বের হলাম। নবীজি ( উটের পিঠে) সারা দিন ভ্রমনে থাকতেন আর রাত হলে আমার সাথে হাঁটতেন আর গল্প করতেন
esrat jahan – :
Sheikh Israt – :
আমাদের সবার প্রিয় নবীজি যার কথা শুনলেই চোখ হয় অশ্রু-সজল..।
যার নাম উচ্চারণ করলেই আমরা দরুদপাঠ করি।
সেই নবীজি (স.) এর সংসার কেমন ছিলো কখনো কি ভেবে দেখেছি?
কখনো কি তার সাংসারিক জীবন নিয়ে ভেবেছি?
তার স্ত্রীর সংখ্যা কি ১ অথবা ২ ছিলো?
নাহ..! বরং ১১ জন স্ত্রীর সংসার ছিল তার।
যদিও নবীজি (স.) ইন্তেকালের আগেই খাদিজা (রা.) ও যয়নাব বিনতে খুযাইমা মৃত্যুবরণ করেন।
বাকি ৯ জন স্ত্রী জীবিত ছিলেন। ( আয়িশা(রা.), হাফসা (রা.), সওদা (রা.)
যয়নাব (রা.), মাইমুনা (রা.)
উম্মে হাবিবা (রা.), সাফিয়া (রা.), উম্মে সালামা (রা.) এবং জুরায়রিয়া (রা.).!
★মূলপাঠ:
কেমন ছিলো স্ত্রীদের প্রতি নবীজি (স.) এর ব্যবহার?
কেমন ছিলো উম্মুল মুমিনিনদের সাথে সম্পর্ক?নবীজি (স.) এর স্ত্রীদের সাথে সম্পর্ক এমন ছিলো যে তিনি খাদিজা (রা.) এর মৃত্যুর পরও তাকে অধিক স্মরণ করতেন।
★তিনি সারাদিনের ব্যস্ততা শেষে প্রিয়তমা স্ত্রীদের খোঁজ খবর নিতেন।
★স্ত্রীর ঠোঁট লাগনো পাত্রে নিজে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন।
★স্ত্রীর সাথে একি পাত্রে গোসল করতেন।
★স্ত্রীর কোলো মাথা রেখে ঘুমাতেন।
★স্ত্রীর সাথে সফর করতেন।
★স্ত্রীদের উপনামে ডাকতেন।
★স্ত্রীদের নিয়ে দাওয়াত কবুল করতেন।
★ স্ত্রীদের মতামত কে গুরুত্ব দিতেন।
★স্ত্রীদের প্রশংসা করতেন।
শুধু এই বইয়ে স্ত্রীদের কথা বলা হয়েছে তাই নয়।
শুধু কি স্ত্রীরাই সংসারের সদস্য?
সন্তান-সন্তানীরা কি সংসারের সদস্য নয়?
আচ্ছা কেমন ছিলো সন্তানের সাথে প্রিয় নবিজীর সম্পর্ক?..
চার মেয়ে ছাড়া বাকি ছেলেরা জন্মের পরপরই ইন্তেকাল করেন।
তিনি কন্যাদের প্রতি ছিলেন স্নেহময়।
★সন্তানদের সাথে ভালো আচরণ করতেন।
★বিয়ে দেওয়ার আগে তাদের মতামত জিজ্ঞেস করতেন।
★মেয়েদের জন্য উপহার পাঠাতেন।
★বিয়ের পরও তাদের দেখতে যেতেন, তাদের যত্ন নিতেন।
এছাড়া তিনি তার নাতি-নাতনিদের প্রতি ছিলো কোমল। তিনি নাতিদের পিঠে উঠিয়ে খেলা করতেন।
তাদের নিয়ে মসজিদে যেতেন। কোনো হাদিয়া পেলে তাদের কাছে পাঠিয়ে দিতেন।
এছাড়া আত্নীয়,অতিথী ও সাহাবাদের সাথে আচার-আচরণ ছিলো বন্ধুর মতো। সাহাবাদের ব্যাপারে তিনি সজাগ থাকতেন। সাহাবাদের খোঁজ নিতেন।
এই বইটি যেকারণে পড়া উচিতঃ যুগের সাথে তাল মিলিয়ে চলাই আমাদের পরিবার ও সমাজে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।
বাড়ছে অশান্তি।
ভাঙছে সংসার। আত্নীয়দের সম্পর্ক নষ্ট হচ্ছে।
অথচ আমাদের প্রিয় নবি (স.) আত্নীয়দের ব্যাপারে ছিলেন অধিক সতর্ক।
আমাদের সমাজের মতো ছিলো না ১৪০০ বছর আগের প্রিয় নবী (স.) এর সমাজ।
তিনি যেমন ইসলামের দাওয়াত মানুষের নিকট পোঁছে দিতেন তেমনি তিনি সমাজের দিকে ও সতর্ক দৃষ্টি রাখতেন। এই বইটি পড়ে আমাদের সমাজ ও সংসার এর গুরুত্ব বুঝবো।
স্ত্রীদের প্রতি উদার হবো।
সন্তানদের প্রতি হবো স্নেহশীল।
আত্নীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবো।
প্রতিবেশি আর মুসলিম ভাই-বোনদের প্রতি হবো সৎ ও নিষ্ঠা। তাদের বিপদে এগিয়ে আসবো।
শেষ কথা:
একজন আদর্শ মুসলিম হতে শেখাবে এই ছোট বইটি। শুধু তাই নয়, একজন প্রকৃত ঈমানদার বান্দা হতে ও সাহায্য করবে।
(ইনশাল্লাহ)