নবীজির সংসার ﷺ
অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ
পৃষ্ঠা: ১৬৭
হার্ড কভার
নবীজি! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. এর সংসার জীবন কেমন ছিলো?
স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি? তিনিও যে স্ত্রীদের সাথে মান-অভিমান করতেন আমরা কি তা জানি? আবার স্ত্রীরাও অভিমান করলে কী করে তা ভাঙতেন? কেমন করে স্ত্রীদের নিয়ে বিনোদন করতেন? পারিবারিক কোন বিপর্যয় আসলে কী করে সেটার সমাধান করতেন?
নিজ ছেলে মেয়েদের সাথে কেমন ছিলেন তিনি? হযরত ফাতিমা থেকে শুরু করে অন্যান্য ছেলেমেয়েদের সাথে তাঁর সম্পর্ক কেমন ছিলো? মেয়ে জামাইদের সাথে কেমন সম্পর্ক ছিলো? শ্বশুর হিসেবে কেমন ছিলেন তিনি?
নিজ নাতিনাতনিদের সাথে কেমন ছিলেন তিনি? কেমন করে তাদের আদর-যত্ন করতেন? কীভাবে তাদের বিভিন্ন আবদার পূরন করতেন?
নবীজির ঘরে কোন মেহমান আসলে কীভাবে তাদের আপ্যায়ন করতেন? কেমন আচরণ করতেন তাদের সাথে?
এভাবে প্রিয় নবীজির পুরো সংসারজীবনের নানানদিক এই বই থেকে হাদীসের আলোকে জানা যাবে ইন শা আল্লাহ।
-
-
hotকুররাতু আইয়ুন (যে জীবন জুড়ায় নয়ন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ195 ৳144 ৳এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী ...
-
hotকুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ270 ৳200 ৳ডা. শামসুল আরেফীনের পেশা চিকিৎসা। কিন্তু ...
-
hotলাভ ক্যান্ডি (হার্ডকভার)
লেখক : জাফর বিপিপ্রকাশনী : নিয়ন পাবলিকেশন330 ৳244 ৳পৃষ্ঠা ১৭৬ কভার: হার্ড কভার একজন স্বামী কী ...
-
featureভালোবাসার চাদর
লেখক : ড.আবু আমিনাহ বিলাল ফিলিপসপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন195 ৳একটি গল্প শুনেছিলাম। দাম্পত্য অশান্তির তিক্ত ...
-
hotস্বামী স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্কের বিধি
লেখক : মুহাম্মাদ বিন আদাম কাউসারিপ্রকাশনী : ইলহাম ILHAM280 ৳196 ৳অনুবাদ: আবরার নায়িম পর্ন বা সিনেমায় যেমন ...
-
hotপারিবারিক বিপর্যয়ের কারণ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন80 ৳58 ৳অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ সম্পাদক : মুফতি ...
-
hotবিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি
প্রকাশনী : উমেদ প্রকাশ147 ৳103 ৳স্পিডব্রেকারের কাজ কি মানুষকে গন্তব্যে পৌঁছতে ...
-
hotদ্য কেয়ারিং ওয়াইফ
লেখক : মোঃ মতিউর রহমানপ্রকাশনী : মিফতাহ প্রকাশনী300 ৳219 ৳শরঈ সম্পাদক : মুফতি নাজমুল ইসলাম কাসিমী বর্তমান ...
-
hotপরিবার প্যাকেজ
লেখক : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মুফতী সাঈদ আহমদ পালনপুরী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, আরিফ আজাদ, উম্মে মুসআব, কবীর আহমদ কাসেমি, ফয়সাল বিন আলম, শাইখ ওয়াজদি গুনাইম1,324 ৳967 ৳পরিবার—সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম। পরিবারই হচ্ছে ...
-
Sheikh Israt – :
আমাদের সবার প্রিয় নবীজি যার কথা শুনলেই চোখ হয় অশ্রু-সজল..।
যার নাম উচ্চারণ করলেই আমরা দরুদপাঠ করি।
সেই নবীজি (স.) এর সংসার কেমন ছিলো কখনো কি ভেবে দেখেছি?
কখনো কি তার সাংসারিক জীবন নিয়ে ভেবেছি?
তার স্ত্রীর সংখ্যা কি ১ অথবা ২ ছিলো?
নাহ..! বরং ১১ জন স্ত্রীর সংসার ছিল তার।
যদিও নবীজি (স.) ইন্তেকালের আগেই খাদিজা (রা.) ও যয়নাব বিনতে খুযাইমা মৃত্যুবরণ করেন।
বাকি ৯ জন স্ত্রী জীবিত ছিলেন। ( আয়িশা(রা.), হাফসা (রা.), সওদা (রা.)
যয়নাব (রা.), মাইমুনা (রা.)
উম্মে হাবিবা (রা.), সাফিয়া (রা.), উম্মে সালামা (রা.) এবং জুরায়রিয়া (রা.).!
★মূলপাঠ:
কেমন ছিলো স্ত্রীদের প্রতি নবীজি (স.) এর ব্যবহার?
কেমন ছিলো উম্মুল মুমিনিনদের সাথে সম্পর্ক?নবীজি (স.) এর স্ত্রীদের সাথে সম্পর্ক এমন ছিলো যে তিনি খাদিজা (রা.) এর মৃত্যুর পরও তাকে অধিক স্মরণ করতেন।
★তিনি সারাদিনের ব্যস্ততা শেষে প্রিয়তমা স্ত্রীদের খোঁজ খবর নিতেন।
★স্ত্রীর ঠোঁট লাগনো পাত্রে নিজে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন।
★স্ত্রীর সাথে একি পাত্রে গোসল করতেন।
★স্ত্রীর কোলো মাথা রেখে ঘুমাতেন।
★স্ত্রীর সাথে সফর করতেন।
★স্ত্রীদের উপনামে ডাকতেন।
★স্ত্রীদের নিয়ে দাওয়াত কবুল করতেন।
★ স্ত্রীদের মতামত কে গুরুত্ব দিতেন।
★স্ত্রীদের প্রশংসা করতেন।
শুধু এই বইয়ে স্ত্রীদের কথা বলা হয়েছে তাই নয়।
শুধু কি স্ত্রীরাই সংসারের সদস্য?
সন্তান-সন্তানীরা কি সংসারের সদস্য নয়?
আচ্ছা কেমন ছিলো সন্তানের সাথে প্রিয় নবিজীর সম্পর্ক?..
চার মেয়ে ছাড়া বাকি ছেলেরা জন্মের পরপরই ইন্তেকাল করেন।
তিনি কন্যাদের প্রতি ছিলেন স্নেহময়।
★সন্তানদের সাথে ভালো আচরণ করতেন।
★বিয়ে দেওয়ার আগে তাদের মতামত জিজ্ঞেস করতেন।
★মেয়েদের জন্য উপহার পাঠাতেন।
★বিয়ের পরও তাদের দেখতে যেতেন, তাদের যত্ন নিতেন।
এছাড়া তিনি তার নাতি-নাতনিদের প্রতি ছিলো কোমল। তিনি নাতিদের পিঠে উঠিয়ে খেলা করতেন।
তাদের নিয়ে মসজিদে যেতেন। কোনো হাদিয়া পেলে তাদের কাছে পাঠিয়ে দিতেন।
এছাড়া আত্নীয়,অতিথী ও সাহাবাদের সাথে আচার-আচরণ ছিলো বন্ধুর মতো। সাহাবাদের ব্যাপারে তিনি সজাগ থাকতেন। সাহাবাদের খোঁজ নিতেন।
এই বইটি যেকারণে পড়া উচিতঃ যুগের সাথে তাল মিলিয়ে চলাই আমাদের পরিবার ও সমাজে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।
বাড়ছে অশান্তি।
ভাঙছে সংসার। আত্নীয়দের সম্পর্ক নষ্ট হচ্ছে।
অথচ আমাদের প্রিয় নবি (স.) আত্নীয়দের ব্যাপারে ছিলেন অধিক সতর্ক।
আমাদের সমাজের মতো ছিলো না ১৪০০ বছর আগের প্রিয় নবী (স.) এর সমাজ।
তিনি যেমন ইসলামের দাওয়াত মানুষের নিকট পোঁছে দিতেন তেমনি তিনি সমাজের দিকে ও সতর্ক দৃষ্টি রাখতেন। এই বইটি পড়ে আমাদের সমাজ ও সংসার এর গুরুত্ব বুঝবো।
স্ত্রীদের প্রতি উদার হবো।
সন্তানদের প্রতি হবো স্নেহশীল।
আত্নীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবো।
প্রতিবেশি আর মুসলিম ভাই-বোনদের প্রতি হবো সৎ ও নিষ্ঠা। তাদের বিপদে এগিয়ে আসবো।
শেষ কথা:
একজন আদর্শ মুসলিম হতে শেখাবে এই ছোট বইটি। শুধু তাই নয়, একজন প্রকৃত ঈমানদার বান্দা হতে ও সাহায্য করবে।
(ইনশাল্লাহ)
সুমাইয়া – :
আসসালামু আ’লাইকুম,
এই বইয়ের রিভিউ দেয়াটাও আমার কাছে কম মনে হবে। তবুও ছোট করে বলি ইনশাআল্লাহ। জানা ও শেখার জন্য পড়া এক জিনিস এবং ভালবেসে পড়া আরেক জিনিস। এই বইটি আমাদের প্রিয় রাসূল (সাঃ) এর সংসার জীবন নিয়ে তৈরি। সিরাহ পড়ে যেভাবে সেই সময় তে চলে গিয়েছিলাম, এই বইটি পড়েও এমন অনুভূত হ্য়।
আমাদের বর্তমান পরিস্থিতি, অনেকে পরিবার এ সমস্যার কারণে অনেকে পরিবারে অশান্তি হয়। স্ত্রী ও সন্তানদের সাথে দূরত্ব বেড়ে যায়।
অথচ আমাদের উচিত আমাদের এই প্রিয় মানুষটির জীবন কে আমাদেরর আইডল বানানো। নবীজীর (সাঃ) এর জীবনের দিকে তাকানো। কত কষ্ট করে জিহাদ, দাওয়াহর মাঝেও পরিবারকে সুন্দর ভাবে আগলে রাখতেন। এমন উত্তম আখলাক আমাদের মাঝে ধারণ করা জরুরি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমীন।
বইটি পড়ার জন্য সকল ভাই বোনদের অনুরোধ রইল।
আর ওয়াফি লাইফ কেও অনেক শুকরিয়া।
জাযাকুমুল্লাহ খইর।
MAMUNUR ROSHID – :
habibcmtdp – :
বইটিতে লেখক মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ হাফিযাহুল্লাহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’এর পারিবারিক জীবনকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছন। আমাদের সমাজে এখন স্বামী-স্ত্রী, বাবা-ছেলে ঠিক মত কথাও বলে না। কিন্তু নবীজি সা. স্ত্রীদের মন ভালো কিংবা খারাপ আছে কি না খেয়াল রাখতেন। উদাহণস্বরূপ, তিনি সা. আয়িশাকে রাযি. বললেন,”আমি খুব ভালোভাবেই বুঝতে পারি, কখন তুমি আমার উপর খুশি, আর কখন মন খারাপ করে থাক।” আয়িশা রাযি. জিজ্ঞেস করলেন, “কিভাবে বুঝতে পারেন?” তিনি সা. উত্তর দিলেন,”যখন তুমি সন্তষ্ট থাক, তখন শপথের সময় বল, ‘মহাম্মাদের রবের কসম’, আর যখন মন খারাপ কর, তখন বলো, ‘ইবরাহীমের রবের কসম।'” আয়িশা রাযি. বললেন, “হ্যাঁ, (আপনি ঠিক ধরেছেন) আল্লাহ্র রাসূল, সেক্ষেত্রে শুধু আপনার না উচ্চারণ করা থেকেই বিরত থাকি।”
এই রকম অনেক সুন্দর সুন্দর ঘটনা বইটিতে উপস্থাপন করা হয়েছে। যা আমাদের সবচেয়ে প্রশান্তির জায়গা, আমাদের পারস্পরিক কাছের সম্পর্কগুলোকে নতুন করে ভাবতে শিখাবে।
আল্লাহ্ লেখক, অনুবাদক ও প্রকাশনার সাথে জড়িত সকলকে উত্তম প্রতিদান প্রদান করুক।
আমাদের আত্নশুদ্ধির জায়গা গুলোকে পরিশুদ্ধ করুক। আমিন
হাবিব
Munsi Mohammad Naeem – :
ভালোবাসা আসে মহান আল্লাহর পক্ষ থেকে, আর সেটা যদি হয় স্বামী স্ত্রীর ভালোবাসা তাহলে সেখানে প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর থেকে বেশি কেউ তার প্রিয়তমা জীবনসঙ্গিনীকে ভালোবাসেনি এবং বাসতে পারবেওনা; তেমনি উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহুয়ানহাদের থেকেও কেউ তার প্রিয়তম জীবনসঙ্গীকে ভালোবাসেনি এবং বাসতে পারবেওনা| শুধু স্বামী স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রেই না; সংসার, সমাজ, আত্মীয়তা, দুনিয়ার সব ক্ষেত্রেই নবী কারিম (সাঃ) দুনিয়ার মানুষের জীবন আদর্শ|
আর এই স্বামী স্ত্রীর ভালোবাসা, সংসার, সমাজ, আত্মীয়তা এ সব বিষয়ের শ্রেষ্ঠটা জানার ইচ্ছা থাকলে এই বইটা খুব গুরুত্বপূর্ণ| বইটিতে রেফেরেন্স সহ সব তথ্য দেওয়া আছে|
জাজাকাল্লাহু খাইরান!