নবীজির সংসার ﷺ
অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ
পৃষ্ঠা: ১৬৭
হার্ড কভার
নবীজি! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. এর সংসার জীবন কেমন ছিলো?
স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি? তিনিও যে স্ত্রীদের সাথে মান-অভিমান করতেন আমরা কি তা জানি? আবার স্ত্রীরাও অভিমান করলে কী করে তা ভাঙতেন? কেমন করে স্ত্রীদের নিয়ে বিনোদন করতেন? পারিবারিক কোন বিপর্যয় আসলে কী করে সেটার সমাধান করতেন?
নিজ ছেলে মেয়েদের সাথে কেমন ছিলেন তিনি? হযরত ফাতিমা থেকে শুরু করে অন্যান্য ছেলেমেয়েদের সাথে তাঁর সম্পর্ক কেমন ছিলো? মেয়ে জামাইদের সাথে কেমন সম্পর্ক ছিলো? শ্বশুর হিসেবে কেমন ছিলেন তিনি?
নিজ নাতিনাতনিদের সাথে কেমন ছিলেন তিনি? কেমন করে তাদের আদর-যত্ন করতেন? কীভাবে তাদের বিভিন্ন আবদার পূরন করতেন?
নবীজির ঘরে কোন মেহমান আসলে কীভাবে তাদের আপ্যায়ন করতেন? কেমন আচরণ করতেন তাদের সাথে?
এভাবে প্রিয় নবীজির পুরো সংসারজীবনের নানানদিক এই বই থেকে হাদীসের আলোকে জানা যাবে ইন শা আল্লাহ।
hotকুররাতু আইয়ুন যে জীবন জুড়ায় নয়ন
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ175 ৳122 ৳সম্পাদনা - আব্দুল্লাহ আল মাসউদলেখকের ভাষায়: এই ...
hotপ্যারেন্টিং
প্রকাশনী : Institute of Family Development250 ৳180 ৳আমাদের দেশে কোনো কোনো পিতা-মাতা সন্তানের ...
save offবিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর
লেখক : মির্জা ইয়াওয়ার বেইগপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন135 ৳92 ৳বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ ...
hotকুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ247 ৳173 ৳সম্পাদক - আবদুল্লাহ আল মাসউদ পৃষ্ঠা সংখ্যা ...
featureভালোবাসার চাদর
লেখক : ড.আবু আমিনাহ বিলাল ফিলিপসপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন195 ৳একটি গল্প শুনেছিলাম। দাম্পত্য অশান্তির তিক্ত ...
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আব্দুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন315 ৳220 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
সন্তান স্বপ্নের পরিচর্যা
লেখক : মির্জা ইয়াওয়ার বেইগপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন125 ৳একটি সন্তানকে শুধু খাইয়ে-পরিয়ে বড় করলেই ...
hotস্বামী স্ত্রীর অন্তরঙ্গ সম্পর্কের বিধি
লেখক : মুহাম্মাদ বিন আদাম কাউসারিপ্রকাশনী : ইলহাম ILHAM220 ৳163 ৳অনুবাদ: আবরার নায়িমপর্ন বা সিনেমায় যেমন ...
hotপারিবারিক বিপর্যয়ের কারণ
প্রকাশনী : রুহামা পাবলিকেশন80 ৳54 ৳অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ সম্পাদক : মুফতি ...
MAMUNUR ROSHID – :
habibcmtdp – :
বইটিতে লেখক মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ হাফিযাহুল্লাহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’এর পারিবারিক জীবনকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছন। আমাদের সমাজে এখন স্বামী-স্ত্রী, বাবা-ছেলে ঠিক মত কথাও বলে না। কিন্তু নবীজি সা. স্ত্রীদের মন ভালো কিংবা খারাপ আছে কি না খেয়াল রাখতেন। উদাহণস্বরূপ, তিনি সা. আয়িশাকে রাযি. বললেন,”আমি খুব ভালোভাবেই বুঝতে পারি, কখন তুমি আমার উপর খুশি, আর কখন মন খারাপ করে থাক।” আয়িশা রাযি. জিজ্ঞেস করলেন, “কিভাবে বুঝতে পারেন?” তিনি সা. উত্তর দিলেন,”যখন তুমি সন্তষ্ট থাক, তখন শপথের সময় বল, ‘মহাম্মাদের রবের কসম’, আর যখন মন খারাপ কর, তখন বলো, ‘ইবরাহীমের রবের কসম।'” আয়িশা রাযি. বললেন, “হ্যাঁ, (আপনি ঠিক ধরেছেন) আল্লাহ্র রাসূল, সেক্ষেত্রে শুধু আপনার না উচ্চারণ করা থেকেই বিরত থাকি।”
এই রকম অনেক সুন্দর সুন্দর ঘটনা বইটিতে উপস্থাপন করা হয়েছে। যা আমাদের সবচেয়ে প্রশান্তির জায়গা, আমাদের পারস্পরিক কাছের সম্পর্কগুলোকে নতুন করে ভাবতে শিখাবে।
আল্লাহ্ লেখক, অনুবাদক ও প্রকাশনার সাথে জড়িত সকলকে উত্তম প্রতিদান প্রদান করুক।
আমাদের আত্নশুদ্ধির জায়গা গুলোকে পরিশুদ্ধ করুক। আমিন
হাবিব
Munsi Mohammad Naeem – :
ভালোবাসা আসে মহান আল্লাহর পক্ষ থেকে, আর সেটা যদি হয় স্বামী স্ত্রীর ভালোবাসা তাহলে সেখানে প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর থেকে বেশি কেউ তার প্রিয়তমা জীবনসঙ্গিনীকে ভালোবাসেনি এবং বাসতে পারবেওনা; তেমনি উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহুয়ানহাদের থেকেও কেউ তার প্রিয়তম জীবনসঙ্গীকে ভালোবাসেনি এবং বাসতে পারবেওনা| শুধু স্বামী স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রেই না; সংসার, সমাজ, আত্মীয়তা, দুনিয়ার সব ক্ষেত্রেই নবী কারিম (সাঃ) দুনিয়ার মানুষের জীবন আদর্শ|
আর এই স্বামী স্ত্রীর ভালোবাসা, সংসার, সমাজ, আত্মীয়তা এ সব বিষয়ের শ্রেষ্ঠটা জানার ইচ্ছা থাকলে এই বইটা খুব গুরুত্বপূর্ণ| বইটিতে রেফেরেন্স সহ সব তথ্য দেওয়া আছে|
জাজাকাল্লাহু খাইরান!
JABER AHMED – :
muhammadashrafur203 – :
মোহাম্মদ খাইরুল ইসলাম – :
Ishraque – :
Tasnim Sanzida – :
“আমার বড় ইচ্ছা হয় আমাদের ভাইদেরকে দেখি।” নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই কথায় সাহাবায়ে কিরাম জিগ্যেস করলেন, “ইয়া রসূলাল্লাহ! আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, “তোমরা তো আমার সাহাবা। আর যারা এখনো(পৃথিবীতে) আসে নি তারা আমাদের ভাই।”
কতই না ভালবাসেন তিনি আমাদেরকে! আমরাও তাঁকে খুব করে ভালবাসি। কিন্তু এই ভালবাসার দাবি জীবনের সব ক্ষেত্রে তাঁর সুন্নাতের অনুসরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং এই বইটিতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিবেশে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আচার আচরণ উল্লেখ রয়েছে যা তাঁর সুন্নাহ পালনে আমাদেরকে সহযোগিতা করবে।
বইটির বিষয়বস্তুঃ
————————–
বইটিতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আত্মীয় স্বজন, সাহাবী, মেহমান, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনির কিরূপ ব্যবহার করতেন তা খুব সুন্দর করে অধ্যায় ভাগ করে উল্লেখ করা হয়েছে।
দীনের দাওয়াত, ইবাদাত, দায়িত্ব পালন, পরিবারের দেখাশোনা, সাহাবীদের দেখভাল, নিজের খেয়াল—- সবকিছুতে কত সুন্দর একটা ভারসাম্য রেখেছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কেমনে পারতেন আসলে উনি? কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলেন নি, সাহাবীদের খোঁজ খবর রাখতেন, শিশুদের খুব ভালবাসতেন, স্ত্রীদের কখনো মারেন নি বা সমালোচনা করেন নি বরং তাদের অনুপযুক্ত আচরণ সহ্য করতেন, সন্তানদের সচ্চরিত্র শিখাতেন। মোট কথা, তাঁর জীবনাদর্শ ফলো করলে সংসারে সুখশান্তি বিরাজমান থাকে সেই সাথে আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়।
স্ত্রীদের সাথে কেমন ছিলেনঃ
—————————————–
স্ত্রীদের সাথে নবীজির ব্যবহার যুগ যুগ ধরে সকল পুরুষের জন্য আদর্শ স্বরূপ। তিনি তাদের সাথে উদার আচরণ করতেন, তাদের প্রতি ভালবাসা প্রকাশে কুন্ঠাবোধ করতেন না, তাদের ব্যপারে মন্দ ধারণা রাখতেন না, ছাড় দিতেন, মজা করতেন, তাকওয়া অর্জন ও ভাল ব্যবহার করতে বলতেন। বর্তমান সমাজেও প্রতিটি স্বামী তাঁর আদর্শ অনুসরণ করে ঘরকে শান্তির নূরে আলোকিত করতে পারবে।
সন্তান- নাতি নাতনিদের সাথে কেমন ছিলেনঃ
—————————————————————
তাদেরকে তিনি খুবই আদর করতেন। জন্মের দিনেই সন্তানদের নাম ঠিক করে দিতেন, তাদের সচ্চরিত্র শিখাতেন, বিয়ের পর ও তাঁর কন্যাদের যত্ন নিতেন।
আত্মীয়দের সাথে কেমন ছিলেনঃ
———————————————–
আত্মীয়দের সাথে ভাল ব্যবহার করতেন, কেউ পাপ করতে গেলে তাকে থামাতেন। স্বাস্থ্য ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখতেন। আত্মীয় হলেও ইসলামের ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করতেন না।
অতিথির সাথে তিনিঃ
——————————-
ইসলামে আতিথেয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং তার জন্য সওয়াব বরাদ্দ রাখা হয়েছে। আর আতিথেয়তার উতকৃষ্ট উদাহরণ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে গিয়েছেন। নিজের ক্ষুধা ও কষ্টের সময় ও তিনি উদারতা দেখাতেন।
সাহাবীদের সাথে ব্যবহারঃ
——————————————-
সাহাবীরা তাঁর অত্যন্ত কাছের মানুষ ছিলেন, তিনি তাদের প্রতি সহনশীল ছিলেন। ব্যক্তিগত বিষয়েও তাদের প্রতি আস্থা রাখতেন। সাহাবীদের খোঁজ খবর নিতেন, ভালো পরিনতি ও জান্নাতের সুসংবাদ দিতেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর আচার আচরণ ও তাই অনুকরণীয় ও অনুস্মরণীয়। প্রতিটি অধ্যায়ে বিভিন্ন হাদিস উল্লেখের মাধ্যমে লেখক নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আখলাক সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন।
আমার পাঠ্যানুভূতিঃ
——————————-
বইটি পড়ে নবিজিকে নতুন করে ভালবেসে ফেলেছি আবার! নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাতকে নিজের জীবনে ধারণ করতে বইটি বেশ উপকারে আসবে। বইটিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি প্রায়োগিক আলোচনাও করা হয়েছে। জীবনে সকল ক্ষেত্রে নবির আদর্শ প্রয়োগের মাধ্যমে আখিরাতে তাঁর সান্নিধ্য হাসিল হবে ইনশা আল্লাহ।
এক নজরে বইটিঃ
——————————-
নামঃ নবীজির সংসার(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
লেখকঃ শাইখ সালিহ আল-মুনাজ্জিদ
অনুবাদকঃ আয়াতুল্লাহ নেওয়াজ
প্রকাশনীঃ মাকতাবাতুল আসলাফ
মুদ্রণ মূল্যঃ ২৬৭ টাকা
ওয়াফিলাইফ এর পেইজে পাবেনঃ ১৮৬ টাকায়
বইটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিনকে দেখুনঃ
https://www.wafilife.com/shop/books/nobijir-shongshar/
memine420 – :
‘নবীজির সংসার’ কেন আমাদের জন্য খুব খুব খুব গুরুত্বপূর্ন তা একলাইনেই বলা যায় তা হলো, নবীজির জীবনের প্রায় দুই তৃতীয়াংশ সময়ের সাথে জড়িয়ে আছে নবীজির সংসার! জীবন যথাযথ পরিচালিত করার জন্য এই সময়ের যথাযত জ্ঞানলাভ ও অনুস্মরণের নিবিড় প্রচেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য আর যেহেতু তিনি সকল মানুষের নবী ছিলেন তাই বিধর্মিরাও তাঁদের জীবন সংসার যথাযথ পরিচালিত করতে নবীজির সংসার সম্পর্কে জানবে শিখবে এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করবে।
বইয়ের বাঁধাই, প্রচ্ছদ, নামলিপি, কাগজ, ছাপার মান উন্নততর তাই এগুলো নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজন নেই। বইটি হাতে নিয়ে বসে থাকলেও মুগ্ধতা অনুভূত হয়। স্পর্শে ভালোলাগা কাজ করে।
আপনি নবীজির সংসার ও নবীজির দিনলিপি কেন সংগ্রহ করবেন ?
কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজির জীবনের গুরুত্বপূর্ণ এই অংশগুলো নিয়ে স্বতন্ত্র কিতাব বাজারে কমই হয়েছে। নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদের জীবনের প্রতিটা মূহুর্ত নবীজির সুন্নাহ মত চালাতে এই বই পাঠ আপনাকে অনুপ্রেরণা যোগাবে। অনুবাদক ও প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা। নিশ্চই উনারা উত্তম জাযার হকদার ।
নবীজির জীবনের গল্পগুলো অনন্য , অসাধরন । অনুস্মরণীয়, অনুকরণীয় । মুমিন মুমিনাহর জন্য উত্তম পাথেয়। আচার ব্যবহার, চাল-চলন, কথাবার্তা, মেলা-মেশা, আনন্দ-বেদনা সব মিশে থাকে সংসারের মায়াজলে । সংসারের মায়ার ধোঁকায় আধুনিক সময়ের সংসার, পরিবার, সম্পর্ক , ভালোবাসা সব ভেঙ্গে গুঁড়িয়ে যাচ্ছে সেখান মুসলিম বিশ্বে এখনো সংসার দাঁড়িয়ে আছে মজবুত ভীতের উপর যে ভীত ঘরে উঠেছে সুন্নাহের অনুস্মরণের মধ্য দিয়ে। নবিজীর সংসার আমাদের এই ভীত আরও মজবুত করতে সহযোগীতা করবে।
আমরা যারা নবীজির সংসারের খুঁটিনাটি হাদিসের আলোকে জানতে চাই তাঁদের জন্য এই বই অনন্য নেয়ামত তবে আমার মত যারা কল্পনা বিলাসী বই পাঠের সাথে সাথে নবীজির গৃহে চলে যেতে চাই তারা কিছুটা হোঁচট খাবো। নবীজির সংসারের তথ্য জানা আর বই পাঠের সাথে চৌদ্দশত বছর পেছনে চলে যাওয়ার মাঝে একটা পরিষ্কার পার্থক্য বিদ্যমান রয়েছে। আমি এই বই পাঠ করে নবীজির গৃহে প্রবেশ করে সচক্ষে নবীজির সংসার দেখতে পাইনি ! এটাকেই আমার কাছে বইয়ের সবচেয়ে বড় দুর্বলতা মনে হয়েছে। মূল আরবী বই পাঠের সুযোগ হয়নি তাই অনুবাদক কোন কিছু স্লিপ করে গিয়েছেন কিনা নিশ্চিত করে বলতে সক্ষম নই ।
বইয়ের মাঝে অহেতুক একাধিক ফ্রন্টের ব্যাবহারের কোন প্রয়োজন ছিলনা যেমন ছিলনা ছোট ছোট একেকটা ঘটনার জন্য একটা করে হেডলাইন যুক্তকরার। একটা লম্বা সূচীপত্র ! প্রতিটি পর্বের জন্য ভূমিকা উপসংহার নিষ্প্রয়োজন কেননা এই বইটা একটু বুঝমানদেরই আকৃষ্ট করবে যারা সংসার সম্পর্কে জ্ঞান রাখেন এবং নবীজির সংসার থেকে নিজের সংসার পরিপূর্ণ সুন্নাহর আলোকে জান্নাতময় করতে চান।
সিরাহকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে জানার আগ্রহ যাঁদের মনকে সদা আনচান করে তাঁদের জন্য সুখপাঠ্য বইটি । সংগ্রহকে সমৃদ্ধ করবে।