মেন্যু
nobijir shongshar

নবীজির সংসার ﷺ

অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ পৃষ্ঠা: ১৬৭ হার্ড কভার নবীজি! আমাদের নবীজি! আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবীজি! কখনো কী ভেবেছি নবীজি স. এর সংসার জীবন কেমন ছিলো? স্ত্রীদের সাথে কেমন ছিলেন তিনি? তিনিও যে স্ত্রীদের সাথে... আরো পড়ুন
পরিমাণ

198  267 (26% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

15 রিভিউ এবং রেটিং - নবীজির সংসার ﷺ

4.9
Based on 15 reviews
5 star
93%
4 star
6%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    muhammadashrafur203:

    A must-read book for all of us. Just an amazing book. Alhamdulillah
    3 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    মোহাম্মদ খাইরুল ইসলাম:

    চমৎকার লেগেছে বইটি পড়তে।বাস্তবে কাজে লাগাতে না পারলে লাভ নেই। কাজেই নবীজীর পথ অবশ্যই অনুসরণ করতে হবে।বইটি পড়ার জন্য সকলকে অনুরোধ করছি।
    5 out of 5 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Ishraque:

    বিবেক, বুদ্ধি জাগ্রত হাওয়ার পর থেকে যখন ইসলাম কে বুঝতে শুরু করলাম, সময়ের পরিক্রমায় যখন উপলব্ধি করতে পারলাম এই ক্ষণজন্মা পৃথিবীতে যদি জান্নাত কে উদ্দেশ্য করে বেঁচে থাকতে হয় তবে আমাদের নবীজির দেখানো পথ ছাড়া আর কোন উ পায় নেই। ওয়াফি লাইফ এ যখনই এই শিরনামে বই টি দেখলাম তখন ই ভাবলাম এটা একটা ভালো সুযোগ হতে পারে আমাদের জীবনে নবীজির শিক্ষার প্রতিফলন ঘটানোর। মহান আল্লাহপাক আমাদের কে সরল পথে জীবন পরিচালিত করার তাওফিক দান করুন, আমিন।
    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    Tasnim Sanzida:

    #ওয়াফিলাইফ_পাঠকের_ভাল_লাগা_জুলাই_২০২০

    “আমার বড় ইচ্ছা হয় আমাদের ভাইদেরকে দেখি।” নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর এই কথায় সাহাবায়ে কিরাম জিগ্যেস করলেন, “ইয়া রসূলাল্লাহ! আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, “তোমরা তো আমার সাহাবা। আর যারা এখনো(পৃথিবীতে) আসে নি তারা আমাদের ভাই।”

    কতই না ভালবাসেন তিনি আমাদেরকে! আমরাও তাঁকে খুব করে ভালবাসি। কিন্তু এই ভালবাসার দাবি জীবনের সব ক্ষেত্রে তাঁর সুন্নাতের অনুসরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং এই বইটিতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিবেশে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আচার আচরণ উল্লেখ রয়েছে যা তাঁর সুন্নাহ পালনে আমাদেরকে সহযোগিতা করবে।

    বইটির বিষয়বস্তুঃ
    ————————–
    বইটিতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আত্মীয় স্বজন, সাহাবী, মেহমান, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনির কিরূপ ব্যবহার করতেন তা খুব সুন্দর করে অধ্যায় ভাগ করে উল্লেখ করা হয়েছে।

    দীনের দাওয়াত, ইবাদাত, দায়িত্ব পালন, পরিবারের দেখাশোনা, সাহাবীদের দেখভাল, নিজের খেয়াল—- সবকিছুতে কত সুন্দর একটা ভারসাম্য রেখেছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কেমনে পারতেন আসলে উনি? কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলেন নি, সাহাবীদের খোঁজ খবর রাখতেন, শিশুদের খুব ভালবাসতেন, স্ত্রীদের কখনো মারেন নি বা সমালোচনা করেন নি বরং তাদের অনুপযুক্ত আচরণ সহ্য করতেন, সন্তানদের সচ্চরিত্র শিখাতেন। মোট কথা, তাঁর জীবনাদর্শ ফলো করলে সংসারে সুখশান্তি বিরাজমান থাকে সেই সাথে আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়।

    স্ত্রীদের সাথে কেমন ছিলেনঃ
    —————————————–
    স্ত্রীদের সাথে নবীজির ব্যবহার যুগ যুগ ধরে সকল পুরুষের জন্য আদর্শ স্বরূপ। তিনি তাদের সাথে উদার আচরণ করতেন, তাদের প্রতি ভালবাসা প্রকাশে কুন্ঠাবোধ করতেন না, তাদের ব্যপারে মন্দ ধারণা রাখতেন না, ছাড় দিতেন, মজা করতেন, তাকওয়া অর্জন ও ভাল ব্যবহার করতে বলতেন। বর্তমান সমাজেও প্রতিটি স্বামী তাঁর আদর্শ অনুসরণ করে ঘরকে শান্তির নূরে আলোকিত করতে পারবে।

    সন্তান- নাতি নাতনিদের সাথে কেমন ছিলেনঃ
    —————————————————————
    তাদেরকে তিনি খুবই আদর করতেন। জন্মের দিনেই সন্তানদের নাম ঠিক করে দিতেন, তাদের সচ্চরিত্র শিখাতেন, বিয়ের পর ও তাঁর কন্যাদের যত্ন নিতেন।

    আত্মীয়দের সাথে কেমন ছিলেনঃ
    ———————————————–
    আত্মীয়দের সাথে ভাল ব্যবহার করতেন, কেউ পাপ করতে গেলে তাকে থামাতেন। স্বাস্থ্য ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর রাখতেন। আত্মীয় হলেও ইসলামের ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করতেন না।

    অতিথির সাথে তিনিঃ
    ——————————-
    ইসলামে আতিথেয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং তার জন্য সওয়াব বরাদ্দ রাখা হয়েছে। আর আতিথেয়তার উতকৃষ্ট উদাহরণ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে গিয়েছেন। নিজের ক্ষুধা ও কষ্টের সময় ও তিনি উদারতা দেখাতেন।

    সাহাবীদের সাথে ব্যবহারঃ
    ——————————————-
    সাহাবীরা তাঁর অত্যন্ত কাছের মানুষ ছিলেন, তিনি তাদের প্রতি সহনশীল ছিলেন। ব্যক্তিগত বিষয়েও তাদের প্রতি আস্থা রাখতেন। সাহাবীদের খোঁজ খবর নিতেন, ভালো পরিনতি ও জান্নাতের সুসংবাদ দিতেন।

    নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর আচার আচরণ ও তাই অনুকরণীয় ও অনুস্মরণীয়। প্রতিটি অধ্যায়ে বিভিন্ন হাদিস উল্লেখের মাধ্যমে লেখক নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আখলাক সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন।

    আমার পাঠ্যানুভূতিঃ
    ——————————-
    বইটি পড়ে নবিজিকে নতুন করে ভালবেসে ফেলেছি আবার! নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাতকে নিজের জীবনে ধারণ করতে বইটি বেশ উপকারে আসবে। বইটিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি প্রায়োগিক আলোচনাও করা হয়েছে। জীবনে সকল ক্ষেত্রে নবির আদর্শ প্রয়োগের মাধ্যমে আখিরাতে তাঁর সান্নিধ্য হাসিল হবে ইনশা আল্লাহ।

    এক নজরে বইটিঃ
    ——————————-
    নামঃ নবীজির সংসার(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
    লেখকঃ শাইখ সালিহ আল-মুনাজ্জিদ
    অনুবাদকঃ আয়াতুল্লাহ নেওয়াজ
    প্রকাশনীঃ মাকতাবাতুল আসলাফ

    মুদ্রণ মূল্যঃ ২৬৭ টাকা
    ওয়াফিলাইফ এর পেইজে পাবেনঃ ১৮৬ টাকায়
    বইটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিনকে দেখুনঃ

    https://www.wafilife.com/shop/books/nobijir-shongshar/

    3 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 4 out of 5

    memine420:

    সংসার – জগৎ, পৃথিবী, ভব, ইহলোক, ইহজীবন, মর্ত্যলোক, গার্হস্থ্য ব্যাপার বা জীবন, ঘরকন্না, পরিবার, মায়ার বাধন; বিবাহ; পত্নী ইত্যাদি ।

    ‘নবীজির সংসার’ কেন আমাদের জন্য খুব খুব খুব গুরুত্বপূর্ন তা একলাইনেই বলা যায় তা হলো, নবীজির জীবনের প্রায় দুই তৃতীয়াংশ সময়ের সাথে জড়িয়ে আছে নবীজির সংসার! জীবন যথাযথ পরিচালিত করার জন্য এই সময়ের যথাযত জ্ঞানলাভ ও অনুস্মরণের নিবিড় প্রচেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য আর যেহেতু তিনি সকল মানুষের নবী ছিলেন তাই বিধর্মিরাও তাঁদের জীবন সংসার যথাযথ পরিচালিত করতে নবীজির সংসার সম্পর্কে জানবে শিখবে এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করবে।

    বইয়ের বাঁধাই, প্রচ্ছদ, নামলিপি, কাগজ, ছাপার মান উন্নততর তাই এগুলো নিয়ে আলাদা করে কথা বলার প্রয়োজন নেই। বইটি হাতে নিয়ে বসে থাকলেও মুগ্ধতা অনুভূত হয়। স্পর্শে ভালোলাগা কাজ করে।

    আপনি নবীজির সংসার ও নবীজির দিনলিপি কেন সংগ্রহ করবেন ?

    কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজির জীবনের গুরুত্বপূর্ণ এই অংশগুলো নিয়ে স্বতন্ত্র কিতাব বাজারে কমই হয়েছে। নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদের জীবনের প্রতিটা মূহুর্ত নবীজির সুন্নাহ মত চালাতে এই বই পাঠ আপনাকে অনুপ্রেরণা যোগাবে। অনুবাদক ও প্রকাশকদের প্রতি কৃতজ্ঞতা। নিশ্চই উনারা উত্তম জাযার হকদার ।

    নবীজির জীবনের গল্পগুলো অনন্য , অসাধরন । অনুস্মরণীয়, অনুকরণীয় । মুমিন মুমিনাহর জন্য উত্তম পাথেয়। আচার ব্যবহার, চাল-চলন, কথাবার্তা, মেলা-মেশা, আনন্দ-বেদনা সব মিশে থাকে সংসারের মায়াজলে । সংসারের মায়ার ধোঁকায় আধুনিক সময়ের সংসার, পরিবার, সম্পর্ক , ভালোবাসা সব ভেঙ্গে গুঁড়িয়ে যাচ্ছে সেখান মুসলিম বিশ্বে এখনো সংসার দাঁড়িয়ে আছে মজবুত ভীতের উপর যে ভীত ঘরে উঠেছে সুন্নাহের অনুস্মরণের মধ্য দিয়ে। নবিজীর সংসার আমাদের এই ভীত আরও মজবুত করতে সহযোগীতা করবে।

    আমরা যারা নবীজির সংসারের খুঁটিনাটি হাদিসের আলোকে জানতে চাই তাঁদের জন্য এই বই অনন্য নেয়ামত তবে আমার মত যারা কল্পনা বিলাসী বই পাঠের সাথে সাথে নবীজির গৃহে চলে যেতে চাই তারা কিছুটা হোঁচট খাবো। নবীজির সংসারের তথ্য জানা আর বই পাঠের সাথে চৌদ্দশত বছর পেছনে চলে যাওয়ার মাঝে একটা পরিষ্কার পার্থক্য বিদ্যমান রয়েছে। আমি এই বই পাঠ করে নবীজির গৃহে প্রবেশ করে সচক্ষে নবীজির সংসার দেখতে পাইনি ! এটাকেই আমার কাছে বইয়ের সবচেয়ে বড় দুর্বলতা মনে হয়েছে। মূল আরবী বই পাঠের সুযোগ হয়নি তাই অনুবাদক কোন কিছু স্লিপ করে গিয়েছেন কিনা নিশ্চিত করে বলতে সক্ষম নই ।

    বইয়ের মাঝে অহেতুক একাধিক ফ্রন্টের ব্যাবহারের কোন প্রয়োজন ছিলনা যেমন ছিলনা ছোট ছোট একেকটা ঘটনার জন্য একটা করে হেডলাইন যুক্তকরার। একটা লম্বা সূচীপত্র ! প্রতিটি পর্বের জন্য ভূমিকা উপসংহার নিষ্প্রয়োজন কেননা এই বইটা একটু বুঝমানদেরই আকৃষ্ট করবে যারা সংসার সম্পর্কে জ্ঞান রাখেন এবং নবীজির সংসার থেকে নিজের সংসার পরিপূর্ণ সুন্নাহর আলোকে জান্নাতময় করতে চান।

    সিরাহকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে জানার আগ্রহ যাঁদের মনকে সদা আনচান করে তাঁদের জন্য সুখপাঠ্য বইটি । সংগ্রহকে সমৃদ্ধ করবে।

    6 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No