মেন্যু
nobiji sallallahu alaihi wa sallam jemon chilen tini

নবীজি ﷺ—যেমন ছিলেন তিনি

ভাষান্তর : মুরসালিন নিলয় সম্পাদনা : উস্তায আকরাম হোসাইন, উস্তায আবুল হাসানাত কাসেমী বাইন্ডিং: পেপার ব্যাক সর্বশেষ ছাপা: সেপ্টেম্বর, ২০২০ নিজের জামা থেকে শুরু করে জুতা পর্যন্ত নিজেই সেলাই করতেন। নিজেই ঘর মুছতেন, বকরির... আরো পড়ুন
পরিমাণ

203  278 (27% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

5 রিভিউ এবং রেটিং - নবীজি ﷺ—যেমন ছিলেন তিনি

5.0
Based on 5 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    M. Hasan Sifat:

    “নবীজি” – শব্দটা শুনলেই হৃদয়ে কেমন একটা ঢেউ খেলে যায় । এক অন্যরকম অনুভূতি এসে ভীড় জমায় হৃদয় গহীনে । সেই নবীজি (ﷺ) এর জীবনীকে শাইখ ড.আয়িয আল-কারনী উপস্থাপন করেছেন সুখপাঠ্য করে । যেখানে আবেগ-অনুভূতিগুলো কেন্দ্রীভূত হয়েছে অন্যরকম ভাবে । গল্প এঁকেছেন আঁধার জগতের এক মহামানবের । বাংলা ভাষায় যার মলাটবদ্ধ রূপ– “নবীজি” (ﷺ) ।

    ❒ বইয়ের আলোচ্য বিষয়—
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    এটি গতানুগতিক কোনো সীরাতগ্রন্থ নয় । এখানে গৎবাঁধা স্টাইলে নবীজির জীবনের বর্ণনা দেয়া হয়নি । নবীজির জীবনের বিভিন্ন দিক সুন্দর, সহজবোধ্য, সুখপাঠ্য এবং হৃদয়গ্রাহী করে তুলে ধরা হয়েছে । ড. আয়িয আল-কারনীর অতুলনীয় লেখনশৈলীর ফলেই বইটা হয়ে উঠেছে অনন্য ও অসাধারণ! বইটিতে স্থান পেয়েছে নবীজির ব্যক্তিজীবন । তার ধৈর্যধারণের পদ্ধতি, সহনশীলতা, বিনয়, আত্নত্যাগ, দয়ার পরিধি, বীরত্ব, একান্ত ইবাদাত, হাসি-কান্না ইত্যাদি । মোটকথা, বইটির পাতায় পাতায় মুখর হয়ে উঠেছে নবীজির সকাল-সন্ধ্যার ব্যক্তিজীবনের এক অন্যরকম উপাখ্যান ।

    ❒ বইটি কেন পড়বেন—
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    আমাদের নবীজি ছিলেন জীবন্ত কুরআন । কুরআনে যে বিষয়গুলো থিওরি আকারে আছে, নবীজির জীবনের দিকে তাকালে সেটাই জীবন্ত হয়ে ওঠে । এ বইটিতে নবীজির ব্যক্তিজীবনের সেই অমূল্য দিকগুলো জীবন্ত হয়ে উঠেছে ।
    নবীজির জীবনিকে নিজের জন্য ‘পাঠশালা’ বানিয়ে নিতে চাইলে অবশ্যই এই বইটা পড়তে হবে । বইটি যেকোনো সীরাত প্রেমিক পাঠকের হৃদয়ের তৃষ্ণা নিবারণ করতে সাহায্য করবে ।

    ❒ পাঠ্যানুভূতি—
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    বইটা পড়তে গিয়ে মনে হয়েছে, নবীজিকে আমি নিজ চোখের সামনে দেখছি । তাঁর হাসি থেকে শুরু করে তাঁর কান্না- সবকিছুই যেন আমাকে মোহাচ্ছন্ন করে রেখেছে । এটাযে অনূদিত বই বোঝার কোনো উপায়ই নেই । অনুবাদ খুবই প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী । মুরসালিন নিলয় ভাই বইটির অনুবাদ করেছেন । ভাষা সম্পাদকও বইটির পেছনে যথেষ্ট শ্রম দিয়েছেন বোঝাই যাচ্ছে ।
    “কুরআনের ভাষায় নবীজি” আর “নবীপ্রেম” এই অধ্যায় দুটি নবীজিকে নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে । হার্ডকভার হওয়ায় বইটি পড়তে খুবই ভালো লেগেছে ।

    বাংলা ভাষায় নবীজিকে নিয়ে এ বইটি একটি নতুন সংযোজন । সম্পূর্ন ভিন্ন ধাঁচের একটি বই ।
    নবীজিকে একদম শুরু থেকে কেউ জানতে চাইলে, চিনতে চাইলে এ বইটা অবশ্যই পড়া উচিত । পাশাপাশি “এক দিঘল দিনে নবিজি” বইটাও লিস্টে রাখা যেতে পারে ।


    বইটি প্রকাশিত হয়েছে সমকালীন প্রকাশন থেকে ।
    পৃষ্ঠা সংখ্যা— ২০১ ।
    প্রচ্ছদ মূল্য— ৩৩৪ টাকা ।
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    humayun126224:

    বইটি মজাদার ছিল। তবে সিরাতের ঘটনা খুবই কম দেওয়া আছে। ফলে লেখকের কথার সাথে যদি ঘটনা দেওয়া থাকতো তবে আর একটু বেশি ভালো লাগতো।
    তবে একদম যে নেই তা না, কিছু ঘটনা দেওয়া আছে উদাহরণ হিসেবে, ঐ পেজগুলো পড়ে বেশি মজা পেয়েছি। ঐ পেজের মতো করে বইটা সম্পূর্ণ সাজানো থাকলে আরও সুখকর হতো ব্যাপারটা।
    তবে মূল কথা ভালো ছিল বইটা।
    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    foysalahmedrmc55:

    Good book
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    rakibhsn:

    নবীজিকে আমরা চোখে দেখি নি। কিন্তু তাঁর জীবনী নিয়ে অনেক বই রয়েছে। সীরাত বিশ্বকোষ আছে যা ১৫ খন্ডের বিশাল এক সমুদ্র। তারপরেও যারা সত্যিকার অর্থে নবীজির চলা ফেরা, বিভিন্ন কর্মকান্ডের তথা সকল ইতিবাচক গুণাবলী নিজের ভিতর প্রতিফলন ঘটাতে চান এই বইটি নিঃসন্দেহে উপকারে আসবে। লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন নবীজির সেই সকল গুণাবলী। যারা বাস্তবিক জীবনে খুবই ব্যস্ত অন্তত অনুরোধ থাকবে তাদের নিকট বইটি পড়ার খুব একটা বেশি সময় লাগবে না।

    পরিশেষে আল্লাহপাকের কাছে দোয়া করি মহান আল্লাহ পাক আমাদের মৃত্যুর আগে সীরাত বিশ্বকোষ অন্তত একবার হলেও পড়ার সুযোগ দিক।

    13 out of 13 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    মাসুদুর রহমান:

    সীরাহ নিয়ে ছোট তবে চমৎকার একটি বই।যারা নতুন বই পড়া শুরু করেছেন কিংবা বড় সীরাহ পড়তে আলসেমি লাগে তাদের জন্য অসাধারণ একটি বই। বিভিন্ন পয়েন্ট আকারে রাসুলের চারিত্রিক দিক গুলো তুলে ধরা হয়েছে।ডঃআয়েয আল কারনী এর নাম শুনেছি কিন্তু তার এই বইটি পড়ে তার প্রতি একধরনের ভালবাসা তৈরী হয়েছে।আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। যারা বইটির প্রকাশ ও প্রচারে আছেন তাদেরও উত্তম প্রতিদান দিন।
    6 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top