মৃত্যুর ওপারে: অনন্তের পথে
অনুবাদ : আবদুন নুর সিরাজি
সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী
‘ছলনাসুন্দর’পৃথিবীটাকে মানুষ কত সুন্দরভাবেই-না সাজায়! সেই স্বপ্নসজ্জিত পৃথিবীটা ছেড়ে তাকে চলে যেতে হয় একদিন। চলে যায় সবাই। তাতে ইচ্ছা-অনিচ্ছার কোনো ভূমিকা নেই, প্রভাব নেই। মৃত্যুর যাত্রা মানুষের অগস্ত্যযাত্রা নয়, বরং চিরায়ত অভ্যস্ত-যাত্রা।
.
সুন্দর-সুরম্য চেনা গন্তব্যের দিকে নিশ্চিত যাত্রাই মৃত্যু। অথচ কিছু মানুষ সে নামটি শুনলেই চমকে উঠে, সচকিত হয়। যখন সূর্য অস্তাচলে যায় কিংবা চাঁদ ডুবে, তখন মনে হয়, এখানেই বুঝি শেষ। কিন্তু না। এই তো সূর্য উঠছে, ফুটছে সুন্দর প্রভাত। যদি জানতাম মৃত্যু বলে কিছু নেই, তাহলে পৃথিবীটা এত সুন্দর লাগত না আমাদের।
.
মৃত্যু পবিত্র একটা বিষয়, বিভিন্ন উপায়ে সংঘটিত হয়ে স্রষ্টার কাছে ফিরে যাওয়ার একটা সুন্দর পদ্ধতি। অন্যভুবনে পৌঁছানোর বিরতিতে একটা দীর্ঘ ঘুমের বিশ্রাম। আল্লাহ যেন আমাদের মৃত্যুকে এমনই করেন! সুন্দর মৃত্যু চায় সকলেই। সুন্দর মৃত্যু মানেই অনন্ত সুখের পথে অভিসার, চিরশান্তির অন্তহীন বিস্তার। মৃত্যুটা এমন না হয়ে উল্টো হলেই সর্বনাশ! আল্লাহ যেন আমাদের হেফাজত করেন!
.
কবর-জগতের কথা ভাবতেই কেউ শিউরে উঠে, কেউ আবার শিহরিত হয়। তারপর সবাইকে দাঁড় হতে হবে আলো-অনাবিল কিংবা সূর্যদগ্ধ বিশাল প্রান্তরে—হাশর। বহু বিষণ্নতার পালা পেরিয়ে অপেক্ষা করতে হবে চূড়ান্ত কুদরতি সিদ্ধান্তের। সেই সিদ্ধান্তনামায় লেখা থাকবে—জান্নাত বা জাহান্নাম। এরকম আরও কতকিছুই যে জানতে হয় একজন মুমিনকে। সেই জানবার নন্দিত পাঠশালায় যুক্ত হলো—‘মৃত্যুর ওপারে : অনন্তের পথে’। আমাদের অনন্ত পথের যাত্রা আর শেষ ঠিকানা হোক বর্ণাঢ্য ও স্বর্গীয় স্বপ্নময়।
-
-
hotপরকালের প্রস্তুতি
লেখক : শাইখ খালিদ আল হুসাইনান রহঃপ্রকাশনী : রুহামা পাবলিকেশন115 ৳84 ৳অনুবাদ : হাসান মাসরুর দুনিয়া, ক্ষণিকের সফর...। ...
-
save offমৃত্যু থেকে কিয়ামাত
লেখক : ইমাম বায়হাকীপ্রকাশনী : মাকতাবাতুল বায়ান265 ৳185 ৳কুরআনে পরকালের বিস্তারিত বিবরণ আছে; তবে ...
-
save offজীবনের ওপারে
প্রকাশনী : রুহামা পাবলিকেশন534 ৳390 ৳অনুবাদক: মুফতি তারেকুজ্জামান পৃষ্ঠা সংখ্যা: ৪০৮ ধরণ: হার্ড ...
-
hotওপারেতে সর্বসুখ: জান্নাতের মনোমুগ্ধকর বর্ণনা
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সমকালীন প্রকাশন172 ৳120 ৳ক্ষণিকের এ দুনিয়ায় সুখী হবার জন্য ...
-
save offঅন্তিম মুহূর্ত
লেখক : আব্দুল মালিক আল কাসিমপ্রকাশনী : রুহামা পাবলিকেশন115 ৳84 ৳অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ বইটির পৃষ্ঠা সংখ্যা ...
-
hotওপারের সুখগুলো
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : পথিক প্রকাশন300 ৳150 ৳অনুবাদ: সাইফুল্লাহ আল মাহমুদ একদিন স্বল্পকালীন এই ...
-
save offদুনিয়া এক ধূসর মরীচিকা
লেখক : আব্দুল মালিক আল কাসিমপ্রকাশনী : রুহামা পাবলিকেশন150 ৳109 ৳অনুবাদ : আব্দুল্লাহ ইউসুফ ভাষা সম্পাদনা : ...
-
save offমহাপ্রলয়
প্রকাশনী : হুদহুদ প্রকাশন600 ৳300 ৳অনুবাদ: উমাইর লুৎফর রহমান পৃষ্ঠা: ২৯২ (রঙিন ছবি) কিয়ামত ...
-
save offকেয়ামত
লেখক : মাওলানা শাহ রফীউদ্দীন (রহঃ), শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ:), হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শফিপ্রকাশনী : মাকতাবাতুল ইসলাম590 ৳295 ৳রাসূল ﷺ পৃথিবীতে আগমন করে আবার ...
-
hotজাহান্নাম : দুঃখের কারাগার
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : পথিক প্রকাশন300 ৳150 ৳অনুবাদ: আম্মার মাহমুদ সম্পাদনা : সাইফুল্লাহ আল ...
-
Nafisa Yasmin – :
আফসোস এই সাধের পৃথিবীর জন্য আমাদের কতইনা পরিকল্পনা। সব পরিকল্পনায় পানি ঢেলে দেয় বেরসিক মৃত্যু, হঠাৎ তার আগমন, কোনো পূর্ব আগমনীবার্তা ছাড়াই যেকোন মুহূর্তে এসে হাজির হয়ে নিভিয়ে দেয় জীবনপ্রদীপকে।
আল্লাহ না করুন, এই অপ্রস্তুত অবস্থায়ই যদি চলে আসে মৃত্যুর ডাক—কী করুণ পরিণতিই না হবে আমাদের!
মৃত্যুই শেষ নয়, বরং শুরু। মৃত্যু নামক সিঁড়ি বেয়ে আমরা যাত্রা শুরু করবো সেই অনাদি অনন্তের পথে।যে পরকালের জীবন অনন্ত,অসীম যার শুরু আছে কিন্তু শেষ নেই।
সেই চিরস্থায়ী জীবনে আমাদের জন্য অপেক্ষা করতে মহা বিচারদিবস, সুসজ্জিত জান্নাত এবং বিভীষিকাময় জাহান্নাম নামের দুটি বাসস্থান যে আমাদের ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে।
গাফিলতির চাদর জড়িয়ে আমরা যে দুনিয়াবী মোহে নিমগ্ন তা থেকে আমাদের মৃত হৃদয়কে জাগিয়ে তুলতে, জীবনের আসল সত্যের রিমাইন্ডার হিসাবে মুহাম্মদ পাবলিকেশনের পক্ষ থেকে প্রকাশিত হতে চলেছে “মৃত্যুর ওপারেঃঅনন্তের পথে” বইটি।
বই-পরিচিতি(সংক্ষিপ্ত)
———————————-
‘তাফসীরে কুরতুবি’ সহ বহু প্রসিদ্ধ গ্রন্থের রচয়িতা আন্দালুসের মহান ইমাম ‘ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ ‘ রচিত গ্রন্থ ‘মুখতাসারু-কিতাবিত-তাজকিরাহ বি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ’ গ্রন্থের সংক্ষিপ্তসারে অনুবাদ ঃ “মৃত্যুর ওপারেঃ অনন্তের পথে।”
মুহাম্মদ পাবলিকেশনের পক্ষ থেকে এই বিখ্যাত গ্রন্থটি অনুবাদ করেন শ্রদ্ধেয় আবদুন নুর সিরাজি।
মূল-ভাব (শর্ট-পিডিএফ এর আলোকে)
———————————————————
মূল বই সম্পর্কে পাঠকদের অবগত করতে মুহাম্মদ পাবলিকেশন একটি শর্ট পিডিএফ উন্মোচন করেছে। এই ছোট্ট পিডিএফটি বইয়ের মূল বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা দেয়।
বইয়ের নামকরণ এবং সূচিপত্রের দীর্ঘ শিরোনাম নিজেই নিজের ভেতরকার বিষয়াদি সম্পর্কে নিশ্ছিদ্র তাবেদারি করে।
সম্পূর্ণ বইটি সূচিপত্র অনুযায়ী পৃথক শিরোনামে কতগুলি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে —
✔️ মৃত্যু, কবর, সিঙ্গায় ফুঁৎকার, মানুষ ও জিনের বিনাশ ও পুনরুত্থান, হাশর ও পুলসিরাত, জাহান্নাম, জান্নাত,ফিতনা ,কিয়ামত এবং কিয়ামতের পূর্বে সংঘঠিতব্য অন্যতম ও শেষ দশটি আলামত।
শর্ট পিডিএফে মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত এবং তথ্যবহুল আলোচনা রয়েছে। মৃত্যুর আলামত, মৃত্যুকালীন বিভিন্ন পরিস্থিতি, আল্লাহর প্রতি সুধারণা, মৃত্যুর কঠোরতা, তালকিন করার পদ্ধতি সহ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উঠে এসেছে ছোটো ছোটো শিরোনামে।
মন্তব্য
———–
ছোট্ট পিডিএফটি গাফেল হৃদয়ে চিন্তার বুনিয়াদ সৃষ্টি করে আলহামদুলিল্লাহ।
দৃষ্টিনন্দন প্রচ্ছদ, গুরুত্বপূর্ণ কনটেন্ট এবং দৃষ্টান্তমূলক শিরোনাম সমন্বিত সূচিপত্র, অনুবাদকের অনুপম শব্দচয়ন ও সাবলীলতা বইয়ের ভাষাকে জীবন্ত করে তুলবে ইন শা আল্লাহ।
আশা করা যায় মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কুরআন-হাদিসের আলোকে অথেনাটিক আলোচনা এবং সালাফদের কথা বইটিকে উচ্চ মাত্রায় নিয়ে যাবে ইন শা আল্লাহ ।
পরিশেষে
—————–
অন্তিম এ যাত্রা অবশ্যম্ভাবী কিন্তু তবুও মানুষ মন বুনে চলে নশ্বর পৃথিবীর কবিতা।
পার্থিব সমস্যা, বিপদ সংকুল পথ সবকিছুই তুচ্ছ মনে হত যদি অধরা মৃত্যুটাকে অন্তরে গেঁথে দেয়া যেত।
আশা রাখা যায়, “মৃত্যুর ওপারে, অনন্তের পথে” বইটি হতে চলেছে সর্বস্তরের মুমিনদের জন্য একটা ছোট্ট রিমাইন্ডার। মৃত হৃদয়কে জাগিয়ে তুলে কিছুটা হলেও সাহায্য করবে সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটতে ইন শা আল্লাহ।
মুহাম্মদ পাবলিকেশনের সকল পরিশ্রমকে আল্লাহ তাআলা সাফল্যমন্ডিত করুক।
সিরাজুম মুনীরা – :
নিজের ভিতরে আল্লাহভীতি আনার অন্যতম উপায় হলো- কবর যিয়ারত করা। কবর যিয়ারত ঈমানের ভঙ্গুরতা দূর করে আমলে সচেতনতা নিয়ে আসে।
মৃত্যু যন্ত্রণা কাউকে ছেড়ে কথা বলেনি, এমনকি নবী-রাসূলগণও। আমাদের সমাজের রীতি হলো-মৃত্যু পথযাত্রীকে বার বার জিজ্ঞেস করা, চিনতে পারছেন কিনা? কিন্তু ইসলামী অনুশাসন হলো- সেই সময়ে কালিমা তালকীন করা।আমরা তা অবলীলায় ভুলে যাচ্ছি।
সংক্ষিপ্ত পিডিএফ পড়ে উপরিউক্ত বিষয়গুলোর সাথে জানতে পারি মৃত্যু পথযাত্রীর সাথে মানুষের করণীয় কী? মৃত্যুকালীন যন্ত্রণার ভয়াবহতা। যা পরকালীন জীবন সম্পর্কে মানুষকে ভাবিয়ে তুলবে।
Md.Jahid Hasan Komol – :
পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যু যন্ত্রণা পাকড়াও করেছিল। এ মৃত্যু যন্ত্রণা এতটাই কঠিন খোদ রাসূলের মুখ থেকে বের হয়েছিল-
‘নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন।’
এ মৃত্যুতেই সব শেষ নয়। মৃত্যু এমন একটা স্টেশন যেখান থেকে অনন্তের পথে যাত্রা শুরু হয়। এ যাত্রার পথে পথে রয়েছে পুনরুত্থান,হাশর,পুলসিরাত,কিয়ামত, জান্নাত অথবা জাহান্নামের মত ভয়ানক সব জায়গা।
এ যাত্রার বিস্তারিত জানিয়ে ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহর বই ‘মুখতাসারু কিতাবিত তাজকিরাহ বি আহ-ওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ’ বিখ্যাত বইটি অনুবাদ হয় ‘মুহাম্মদ পাবলিকেশন’ এর হাত ধরে যার চমৎকার বাংলা নাম দেওয়া হয়েছে-‘মৃত্যুর ওপারে; অনন্তের পথে’। বিশ্ব বিখ্যাত ইমাম কুরতুবি সম্পর্কে আমাদের অনেকেই জানেন তাই নতুন করে ওনার ব্যাপারে কিছু লিখছি না। আল্লাহ ওনাকে উত্তম জাযা দান করুন।
বইটি অনুবাদ করেছেন প্রিয় অনুবাদক ‘আব্দুন নুর সিরাজি’। অনুবাদকের সহজ-সাবলীল এবং প্রাণবন্ত অনুবাদ বইটিকে আরো পাঠক সমাদৃত করতে সহায়ক হবে আশা করি।বইটি পড়তে পড়তে মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত ধাপগুলো একের পর এক যেন চোখের সামনে ভেসে উঠবে। বইটি পড়ে পাথরসম অন্তরসমূহ ক্ষেপে উঠবে আর বিগলিত হবে আল্লাহর ভয়ে। পরকালীন জীবনের ভয়ে ইহকালের জীবনকে সুন্দর করে তুলে পরকালের পাথেয় সংগ্রহ করতে সহায়ক ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।
আরাফাত শাহীন – :
ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ মুসলিম জগতের একজন সর্বজনবিদিত মনীষী। তাঁর রচিত তাফসীরে কুরতুবি অত্যন্ত প্রসিদ্ধ। তিনি কিয়ামত দিবসের ওপর আরবি ভাষায় ‘মুখতাসারু কিতাবিত-তাজকিরাহ বি-আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ’ নামে প্রায় ১৫০০ পৃষ্ঠার বিশাল এক গ্রন্থ লিখেছেন। এত বড় সাইজের গ্রন্থ পাঠ করতে আমাদের মতো সাধারণ মানুষকে গলদঘর্ম হতে হবে বিবেচনায় ড. আহমদ বিন উসমান-আল মাজিদ গ্রন্থটিকে সংক্ষিপ্ত করেছেন। এবং আমাদের হাতে মুহাম্মদ পাবলিকেশনের যে অনুবাদের পিডিএফ তা এই সংক্ষিপ্ত গ্রন্থেরই।
সাধারণত মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমাদের একপ্রকার অজ্ঞতা থেকে যায়। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, তারা এই বিষয়ে নিচের ক্লাসে পঠিত কিছু শব্দই শুধু শিখে এসেছি; বিস্তারিত জানার আর সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ। ইমাম কুরতুবি রহ. অত্যন্ত সুন্দরভাবে বিষয়টাকে পবিত্র কুরআন এবং হাদীসের আলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন।
সম্পূর্ণ গ্রন্থ মোট দশটি অধ্যায়ে বিভক্ত। প্রত্যেক অধ্যায়ে ভিন্ন ভিন্ন শিরোনামে অনেকগুলো করে পরিচ্ছেদ যুক্ত করা হয়েছে। এবং সেখানে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যায়গুলো হলো- মৃত্যু, কবর, সিঙায় ফুঁৎকার, মানুষ ও জিনের বিনাশ ও পুনরুত্থান, হাশর, পুলসিরাত, জাহান্নাম, জান্নাত, ফিতনা, কিয়ামত, কিয়ামতের পূর্বে সংঘটিতব্য অন্যতম ও শেষ দশটি আলামত।
চমৎকার ও সাবলীল অনুবাদে পাঠকদের ‘মৃত্যুর ওপারে: অনন্তের পথে’ গ্রন্থটি পড়তে মোটেও বেগ পেতে হবে না। বাংলা অনুবাদে গ্রন্থের নামকরণ বেশ পছন্দ হয়েছে। কিয়ামতের আলামত বিষয়ে একেবারে শেষে আলোচনা করা হয়েছে। বিষয়টা আমার কাছে কিছুটা ব্যতিক্রম মনে হয়েছে। সূচীপত্রে প্রত্যেক অধ্যায় এবং অনুচ্ছেদের সঙ্গে পৃষ্ঠা নাম্বার উল্লেখ থাকলে পাঠকদের জন্য কাঙ্ক্ষিত বিষয়বস্তু খুঁজে পেতে সুবিধা হতো। প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে।
সবমিলিয়ে চমৎকার একটি গ্রন্থ আমাদের উপহার দিয়েছে মুহাম্মদ পাবলিকেশন। আল্লাহ তাদের এ খেদমতকে কবুল করুন।
Kamrujjaman – :
‘তাফসীরে কুরতুবি’ সহ বহু বিখ্যাত গ্রন্থের রচিয়তা ‘ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ ‘ রচিত গ্রন্থ ‘মুখতাসারু-কিতাবিত-তাজকিরাহ বি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ’ গ্রন্থের অবলম্বনেই অনুবাদকৃত ‘মৃত্যুর ওপারে : অনন্তের পথে’।
বই আলাপন :
আকর্ষণীয় বর্ণনাশৈলী, সাবলীল ভাষারীতিতে অনুবাদক সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন বিশাল এক যাত্রা সম্পর্কে মৃত্যু- কবর- পুনরুত্থান- হাশর- পুলসিরাত- জাহান্নাম- জান্নাত- ফিতনা- কিয়ামত। সংক্ষিপ্ত অর্থ এই নয় যে বইটিতে কিছু অংশ উল্লেখ করা হয়নি। বইটি সংক্ষিপ্ত হলে তাতে রয়েছে কুরআনের আয়াত, হাদীস আর সালাফদের কথামালায় সাজানো এক অমূল্য রত্নভান্ডার।
কিছু কথা :
এটি কোনো গল্পের বই নয়। রং তামাশার দুনিয়ায় এক তিক্ত সত্য মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে লেখা একটি বই। দুনিয়া হাসিলের জন্য, এক চিলতে সুখের জন্য আমরা নিজের দেশ ছেড়ে উন্নত বিশ্বের দিকে যাত্রা শুরু করি। অথচ ভবিষ্যতের সব কিছুই অনিশ্চিত কিন্তু মৃত্যু নিশ্চিত। আর আমরা কখনোই ভাবিনা মৃত্যু নিয়ে বা মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে অথবা ভাবিনা মৃত্যুর আগ মুহূর্ত কেমন হবে আমাদের অবস্থা? আর আল্লাহ বলেন,“মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে”( সূরা কাফ-১৯)। হাসান বসরি(রহ.) বলেন__” হে আদম সন্তান তুমিতো একাকী মৃত্যু বরণ করবে। রবের নিকট দাঁড়াবে একাই, একাই তুমি তোমার হিসাবের সম্মুখীন হবে”।
ভালোলাগা :
ব্যক্তিগত ভাবে শর্ট পিডিএফ টি পড়ে অত্যন্ত মুগ্ধ হয়েছি। বইটিতে হার্ডকাভার ব্যবহার করা হয়েছে এবং বইটির দাম ও সকলের নাগালের মধ্যে আলহামদুলিল্লাহ । অল্প সময়ে মৃত্যু থেকে পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানার একটি মাস্টারপিস বই হবে ইনশাআল্লাহ। মুহাম্মাদ পাবলিকেশন প্রকাশনী নিয়ে নতুন করে কিছুই বলার নেই। শুরু থেকেই পাঠকের মন জয় করে আসছে।