মেন্যু
mrittur opare ononter pothe

মৃত্যুর ওপারে: অনন্তের পথে

পৃষ্ঠা : 304, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published 2020
অনুবাদ : আবদুন নুর সিরাজি সম্পাদনা : মুফতি মুহিউদ্দীন কাসেমী ‘ছলনাসুন্দর’পৃথিবীটাকে মানুষ কত সুন্দরভাবেই-না সাজায়! সেই স্বপ্নসজ্জিত পৃথিবীটা ছেড়ে তাকে চলে যেতে হয় একদিন। চলে যায় সবাই। তাতে ইচ্ছা-অনিচ্ছার কোনো ভূমিকা নেই,... আরো পড়ুন
পরিমাণ

314  430 (27% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

22 রিভিউ এবং রেটিং - মৃত্যুর ওপারে: অনন্তের পথে

4.9
Based on 22 reviews
5 star
90%
4 star
9%
3 star
0%
2 star
0%
1 star
0%
Showing 2 of 22 reviews (4 star). See all 22 reviews
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. rupomermail:

    ক্রিম কালার অফসেট
  2. 4 out of 5

    আল আমিন অপু:

    পেজ গুলো কেমন? ক্রিম কালার অফসেট নাকি সাদা? কেউ কি পৃষ্ঠার ২ একটা ছবি দিবেন দয়া করে?
    Was this review helpful to you?
    Yes
    No
  3. 4 out of 5

    maeshamonowara:

    ‘মৃত‍্যুর ওপারে : অনন্তের পথে’ এর নির্যাস:

    “পুলসিরাতের কথা আমরা সবাই জানি।একটা প্রশ্ন উদয় হয়,পুলসিরাত কি হিসাব-কিতাবের আগে নাকি পরে?হিসাব-কিতাব হয়ে গেলে তো পুলসিরাতের কোনো দরকার নেই।কারণ যার জাহান্নাম নিশ্চিত সে তো জাহান্নামেই যাবে ;আর যার জান্নাত নিশ্চিত সে তো জান্নাতেই যাবে।আর যদি হিসাব-কিতাবের আগে পুলসিরাত হয় তাহলে হিসাব-কিতাবের তো কোনো প্রয়োজন নেই।কারণ,জাহান্নামিরা পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে জাহান্নামে চলে যাবে।আর জান্নাতিরা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে।
    তাহলে মূল বিষয়টা কী?”
    কী,চিন্তায় পড়ে গেলেন?হাশর,পুলসিরাত,মীযান —এমন মৃত‍্যু-পরবর্তী জীবনের শুধু নাম জানা বিষয়গুলো নিয়ে অসংখ্য প্রশ্ন উদয় হয় আমাদের মনে যেগুলোর উত্তর আমাদের কাছে অজানা।সেসব অজানা ও বিস্ময়কর তথ‍্যের এক অনন্য ভাণ্ডার ‘মৃত‍্যুর ওপারে : অনন্তের পথে’বইটি।

    সূচিপত্রের আলাপন:

    সহজ- সাবলীল এক অনন্য ভাষাশৈলীর মাধ্যমে মোট দশটি মূল অধ‍্যায়ের ভিতরে ছোট ছোট পরিচ্ছদে সুসজ্জিত করা হয়েছে বইটিকে।আর তুলে ধরা হয়েছে মৃত্যুর প্রস্তুতি, মুমিন ও কাফির ব‍্যক্তির মৃত্যুর লক্ষণ,কবরের জীবন,কবরের আযাব ও শান্তি,সিঙায় ফুঁৎকার, মানুষ ও জ্বিনের বিনাশ ও
    পুনরুত্থান,হাশর,পুলসিরাতসহ মৃত্যু-পরবর্তী নানান দিক। এছাড়াও কিয়ামতের বর্ণনা ও আলামত,জান্নাতের বিবরণী,জাহান্নামের ভয়াবহতা ও মুক্তির উপায়,বর্তমানের এই সংকটকালে সমসাময়িক ফিতনা থেকে সতর্কতা—কী নেই এ বইটিতে!

    বই আলাপন:

    সকল প্রাণীকেই ‘স্বাদ বিনষ্টকারী’ মৃত‍্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যু অবধারিত বিষয় হলেও আমাদের জল্পনা-কল্পনায় ‘মৃত্যু’ শব্দটি ঘিরে শুধুই ভয় আর ভয়। আশ্চর্যের ব‍্যাপার এটাই,মৃত‍্যুকে ভয় পাই ঠিকই কিন্তু মৃত্যুর ওপারের পাথেয় সঞ্চয়ের বেলায় আমাদের বড়ই অনীহা,অবহেলা।মৃত‍্যু-পরবর্তী জীবনের নানান বিষয়ের নাম জানলেও এসম্পর্কে বিস্তারিত ও সুস্পষ্ট ধারণা না থাকায়;আসলে একজন প্রকৃত মুমিনের হৃদয়ে যে মৃত্যু-ভয় কাজ করে তা আমাদের মাঝে অনুপস্থিত।আর একারণেই আজ আমরা নানান ফিতনা-ফ‍্যাসাদের অন্ধকারে নিমজ্জিত। আর এ অন্ধকার দূর করে আমাদের অনন্তের যাত্রাপথকে আলোকিত করার এক অনন্য প্রয়াস ‘মৃত্যুর ওপারে: অনন্তের পথে’বইটি।অনন্তের যাত্রার সূচনা– ‘মৃত‍্যু’থেকে শুরু করে শেষ আবাসস্থল– ‘জান্নাত বা জাহান্নাম’পর্যন্ত প্রায় প্রতিটি বিষয়েই আলোকপাত করা হয়েছে এ বইটিতে।

    লেখক ও অনুবাদক পরিচিতি:

    ‘তাফসীরে কুরতুবি’ সহ বহু বিখ্যাত গ্রন্থের রচয়িতা মহান ইমাম ‘ইমাম কুরতুবি রহিমাহুল্লাহ ‘ রচিত গ্রন্থ ‘মুখতাসারু কিতাবিত-তাজকিরাহ বি আহওয়ালিল মাওতা ওয়া উমুরিল আখিরাহ’ গ্রন্থের সংক্ষেপিত অনুবাদ ‘মৃত্যুর ওপারে:অনন্তের পথে’বইটি।বইটি অনুবাদ করেছেন অনুবাদ জগতের বেশ পরিচিত ব‍্যক্তি,আবদুন নুর সিরাজি।

    ব‍্যক্তিগত অনুভূতি :

    সত‍্যিই, হৃদয়ে দাগ কাটতে,চক্ষু অশ্রুসিক্ত করতে,স্বাদ নষ্ট করতে এবং প্রত‍্যাশার অনিঃশেষ ধারা কর্তন করতে মৃত্যুই যথেষ্ট।বইটির শুধু একটুখানি অংশ পড়েছি কিন্তু তাতেই আমার মধ্যে প্রচন্ড মৃত্যু-ভয় কাজ করেছে।কী এমন আমল আছে আমার যা নিয়ে রবের সামনে দাঁড়াবো!!!কী আমলের ওপর ভর করে মৃত্যুর পরের সেই কঠিন স্তরগুলো অতিক্রম করবো!!!
    শর্ট পিডিএফ পড়ে আমার অনুধাবন, এ বইটি পাঠকের হৃদয়ের খোরাক যোগাবে,মৃত‍্যুর পরের জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করবে। আমাদের অনন্ত পথের যাত্রা এবং চূড়ান্ত গন্তব্য বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত করতে এ বইটি অত্যন্ত সহায়ক ও কার্যকরী হবে ইন শা আল্লাহ্।

    যা কিছু ভালো লেগেছে :

    বিষয়বস্তু অনুসারে বইটির গভীর অর্থবহ নামকরণ সার্থক হয়েছে। চমৎকার ভাষাশৈলী,সাবলীল অনুবাদ এবং আকর্ষণীয় বিন‍্যাস বইটিকে করেছে অনন্য।প্রচ্ছদও খুবই চমৎকার। আর কুরআনের আয়াত,সহীহ হাদীস ও সালাফদের কথামালায় সুসজ্জিত ও একইসাথে বলীয়ান হয়েছে প্রতিটি অধ‍্যায়।
    পরিশেষে,
    মহান আল্লাহ্ লেখক,অনুবাদক,প্রকাশনী ও এ বইটির স্বার্থে নিয়োজিত সকল ব‍্যক্তিবর্গের এ অনন্য প্রয়াস ও পরিশ্রমকে ইসলামের জন্য কবুল করে নিন। আমীন।

    Was this review helpful to you?
    Yes
    No
Top