মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
পরিবেশক : মাকতাবাতুল আযহার
নবীজি (ﷺ)-এর জীবনী জানার জন্য প্রধান মাধ্যম হচ্ছে সীরাত গ্রন্থ। তবে সীরাত গ্রন্থগুলো বিভিন্ন ধাঁচের হয়। কিছু আছে ব্যাপক আবেগ-ঘন হয়। আবেগের ফুলঝুরি ছুটাতে গিয়ে লেখক শব্দের যে বাহার দেখায়, পুরো ব্যাপারটি স্যাঁতস্যাঁতে বানিয়ে ফেলে। আবার কিছু আছে আবেগ-ভালোবাসা-হীন শুষ্ক কাঠের মতো হয়ে থাকে। মনে হয় এর ভেতরে কোনো প্রাণ নেই, কোনো আকর্ষণ নেই। পাতার পর পাতা পড়ে যাচ্ছি, কিন্তু অন্তর নাড়া দিচ্ছে না। নবীজির জীবনী জানছি, কিন্তু নিজেকে যদি সেখানে বসাতে পারছি না। এমন শিক্ষাকে কি আদৌ শিক্ষা বলা যায়? অথচ নবীজি উসওয়াতুন হাসানাহ, সবার জন্য সেরা আদর্শ!
.
মাজিদা রিফা মুহতারামার রচিত এই গ্রন্থটি এই দিক থেকে অনন্য। সাহিত্য আর গল্পের মিশেলে একটি ভারসাম্যপূর্ণ সীরাত রচনা করেছেন তিনি। যেন পাঠককে নিয়ে চলেছেন নববী যুগে। হাত ধরে ঘুরিয়ে দেখাচ্ছেন মদিনার প্রতিটি অলিগলি, শোনাচ্ছে নবীজির দাওয়াত এবং ত্যাগের অমিয় বাণী। যে কোনো গল্পপ্রেমী পাঠকের মনে এই সীরাহ গ্রন্থটি জায়গা করে নেবে আমাদের বিশ্বাস।
-
-
hotআর রাহীকুল মাখতূম
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স620 ৳403 ৳আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। ...
-
hotনবি জীবনের গল্প
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন245 ৳176 ৳আরিফ আজাদের নতুন বই 'নবি জীবনের ...
-
hotনবীজির সংসার ﷺ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ267 ৳198 ৳অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ পৃষ্ঠা: ১৬৭ হার্ড কভার নবীজি! আমাদের ...
-
save offউসওয়াতুল লিল আলামিন
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান980 ৳568 ৳অনুবাদ: শামিম আহমেদ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...
-
save offআরিফ আজাদের দুটো বই (জীবন যেখানে যেমন ও নবি জীবনের গল্প)
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন481 ৳337 ৳এই প্যাকেজে আরিফ আজাদের নতুন দুটো ...
-
hotসীরাত বিশ্বকোষ (১১ খণ্ড)
প্রকাশনী : মাকতাবাতুল আযহার11,000 ৳6,380 ৳মোট খণ্ড ১১ এবং পৃষ্ঠাসংখ্যা : ...
-
তোমাকে ভালবাসি হে নবী
লেখক : গুরুদত্ত সিংপ্রকাশনী : দারুল কলম70 ৳ইতিহাসের মানদন্ডে এর চেয়ে উচ্চস্তরের গ্রন্থ ...
-
hotকে উনি?
লেখক : মোহাম্মদ তোয়াহা আকবরপ্রকাশনী : সমকালীন প্রকাশন172 ৳127 ৳এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই ...
-
hotনবীজির পাঠশালা ﷺ
লেখক : ড. আদহাম আশ শারকাবিপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ415 ৳322 ৳অনুবাদক – মুজাহিদুল ইসলাম মাইমুন সম্পাদনা – ...
-
নাজমুন নাহার নিপু – :
মধ্য গ্রীষ্মের গরমে গা পোড়ানো চমৎকার এক দুপুরে লেখিকার মতো আমি ও আবিষ্কার করলাম মানবকুলের যে ব্যক্তিটিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি বলে দাবি করি,তাকেই আমি পুরোপুরি জানি না।নিজের ভালোবাসা নিয়ে সংশয় জাগল।মনে হলো আমার ভালোবাসার মান্জিল পুরোটাই খাদ মেশানো।তাই সীরাত পাঠে মনোযোগী হলাম। আমার আরবি ভাষা শিক্ষার এক সহপাঠীর পরামর্শে বইটি পড়া শুরু করি।মাজিদা রিফা আপুর লেখা বইটি মূলত মহানবী সাঃ এর জীবনী। তবে বইটি যতোটা না জীবনী তার থেকেও বেশি ঐতিহাসিক, চ্যালেন্জিক এবং থ্রিলিং এক উপন্যাস।
_________________________
বইয়ের সার-সংক্ষেপ
_________________________
খুব ছোট্টবেলায় আব্বু-আম্মু অবচেতন মনের গহীনে ঢুকিয়ে দিয়েছিল একটি বাক্য__
“আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয় এবং মুহাম্মদ সাঃ তাঁর রাসূল ”
সেই থেকে নবী প্রেমের বীজ মনে বপন হলো।তবে এতোদিন মুহাম্মদ সাঃ বলতে বুঝতাম সর্বশক্তিমান প্রেরিত এক মহাপুরুষ। তবে এই গ্রন্থ পাঠে আমূল বদলে গেলো সেই ধারনা।আবিষ্কার করি অন্য এক মুহম্মদ সাঃ যে কিনা তপ্ত বালুনগরের এতিম বালক,বুদ্ধিদীপ্ত এক কিশোর,বিশ্বস্ত তরুন,২৫ বছরের প্রেমময় স্বামী,চল্লিশ বছররের নবুয়তপ্রাপ্ত ব্যক্তি,জিহাদের ময়দানের বীর সর্বোপরি আল্লাহর আশ্চর্য অনুগত এক বান্দা।
মোট ৫২ পর্বের পুরো বইটিতে মহানবী সাঃ, সাহাবায়ে কেরাম, এবং তৎকালীন আরব তথা পুরো পৃথিবীর সামাজিক, অর্থনৈতিক,রাজনৈতিক এবং পারিপার্শ্বিক অবস্থা অতি নিপুন হাতে তুলে ধরেছেন লেখিকা।
(১ম-৩য় পর্ব)___এ অধ্যায়গুলোতে মহানবী সাঃ এর জন্ম পূর্ববর্তী ঘটনার উল্লেখ রয়েছে। জমজম কূপের ইতিবৃত্ত এবং আব্দুল মুত্তালিব কর্তৃক জমজম কূপ পুনরুদ্ধার, স্বৈরাচারী আবরাহা কর্তৃক পবিত্র কাবাঘর আক্রমণ এবং তৎকালীন আরব জনপদ সম্পর্কে চমৎকার এবং কৌতূহলউদ্দীপক তথ্য পাবেন পাঠকগন।
(৪র্থ-৭ম পর্ব) ___এ অধ্যায়গুলোতে শিশু মুহম্মদ সাঃ এর জন্ম পরবর্তী বেশ কিছু ঘটনার উল্লেখ আছে যা প্রমান করে তিনিই শেষ জামানার মহানবী।কৈশোর পেরিয়ে যৌবনপ্রাপ্তি এবং আম্মাজান খাদিজা রাঃ এর সঙ্গে পরিনয়বদ্ধ হওয়ায় বিস্তারিত তথ্য আছে।৭ম পর্বের নাম #চন্দ্রমানবীর_রাজপুষ্প __ নামের ভিতরেই কেমন যেন রোমান্টিকতা রয়েছে , তাই না?
ধূসর মরুভূমির তপ্ত রোদেপোরা শহরের এতিম বালক মুহাম্মদ সাঃ কিভাবে হয়ে ওঠেন খাদিজা রাঃ এর প্রেমময় স্বামী?পাঠকগণ এ প্রশ্নের উত্তর পাবেন উক্ত পর্বগুলোতে।লেখিকার ভাষায়____
“পৃথিবী মুগ্ধ হয়ে দেখে তাঁদের ঘরের চৌকাঠে, জানালার খড়খড়িতে সারাক্ষণ লেগে আছে ভালোবাসার উৎসাহী অনুষ্ঠান! ”
(৮ম-২৪তম পর্ব)__ মহানবী সাঃ এর নবুয়ত প্রাপ্তি এবং পরবর্তী মাক্কী জীবন নিয়ে এ পর্বগুলো রচিত।আল্লাহ তায়ালার আদেশে দীন প্রচারে ব্যপিত হন প্রিয় নবী।একইসাথে মক্কাবাসীদের সাথে তার শত্রুতার ও সৃষ্টি হয়।নির্বোধ মক্কাবাসী প্রানের নবীর ওপর অকথ্য নির্যাতন চালায়।পদে পদে লাঞ্ছিত হন মায়ার নবী।তবুও তিনি বলেন___
“হে আমার রব,নির্বোধদের ক্ষমা করুন।হয়তো তাদের বংশধরদের মধ্য হতে কেউ ঈমান আনবে।”
সুবহানআল্লাহ! কত অসীম ধৈর্য!
নবীজীর দ্বীনের দাওয়াতে গুটিকতক লোক সাড়া দেয়।ধূসর মরুর বুকে আশার আলো দেখতে পান নবী সাঃ। মহানবী সাঃ এর মিরাজ সফরের বর্ননা আছে এপর্বগুলো তে।একই সাথে প্রিয় নবী সাঃ এর প্রানপ্রিয় চাচা আবু তালিব এবং জীবনসঙ্গিনী খাদিজা রাঃ এর বিয়োগান্তক ঘটনার উল্লেখ আছে। নবী মুহাম্মদ সাঃ এর প্রথম প্রেম, খাদিজা রাঃ!
মহান আল্লাহ সুবহানুতায়ালা যাকে সালাম পাঠিয়েছেন!
কত মহীয়সী নারী তিনি!
(২৫-৪৫ পর্ব)__ মহানবী সাঃ এর মদিনা হিজরত নিয়ে রচিত উল্লেখিত পর্বগুলো।মক্কাবাসী সত্যের যে আলোকে প্রত্যাখান করলো সেই উজ্জ্বল সত্যকেই কন্ঠে ধারন করলো ইয়াসরিববাসি।সত্যের উজ্জ্বল আলোতে এবং মুহম্মদ সাঃ এর তত্ত্বাবধানে পৌত্তলিক ইয়াসরিব শহর ধীরে ধীরে পরিনত হয় শান্তি পূর্ণ এক শহর, মুসলমানদের পূন্যভূমি ” মদিনা” -তে।মদিনা হিজরত ছিল ইসলামের প্রচারের সোনালী সময়।হুদায়বিয়ার সন্ধি,বদর, খায়বার যুদ্ধের বর্নানা আছে উক্ত পর্ব গুলোতে। যুদ্ধে জয় করে মুসলমানরা। দিকবিদিগে ইসলামের জয়ের কেতন ওড়ে।মদিনায় হিজরতে আল্লাহর রাসূলের সঙ্গী হন আয়িশা রাঃ। মহানবী সাঃ এবং আম্মাজান আয়িশা রাঃ এর বিবাহ পরবর্তী জীবন অতিবাহিত এই মদিনায়। কত প্রেমময় ছিল তাঁদের বন্ধন!
(৪৬-৫২ পর্ব)__এ পর্বগুলোর অন্যতম উপজীব্য বিষয়গুলো হলো হুনায়নের প্রান্তরে মক্কাবিজয়,যুদ্ধবন্দীদের প্রতি ক্ষমার অপূর্ব দৃষ্টান্ত, বিদায় হজ্জ এবং নবীজীর ইন্তিকালের হ্রদয়বিদারক ঘটনা।এছাড়াও নবীজীর পারিবারিক ও সাংসারিক অবস্থার ও বিস্তারিত বর্ননা আছে।প্রানের নবীর মৃত্যু সংবাদ শুনে অধীর হয়ে পরেন সাহাবায়ে কেরামগন এবং পাঠক হিসেবে না কাঁদবে এমন কোন মানুষ নেই।
মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন__
“মুহম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বেও বহু রাসূল গত হয়েছেন।সুতরাং যদি তিনি মারা যান বা নিহত হন,তবে কি তোমরা পৃষ্ঠপ্রদর্শন করবে?যদি কেউ পৃষ্ঠপ্রদর্শন করে সে আল্লাহর ক্ষতি -বৃদ্ধি কিছুই করবে না।আর যারা কৃতজ্ঞ,শীঘ্রই আল্লাহ তাদের পুরষ্কৃত করবেন।।”
_____________________________
কেন বইটি পড়া জরুরি ?
_____________________________
_আপনি কি জানেন পবিত্র কুরআন অবতীর্ন হওয়ার প্রেক্ষাপট?
_কেমন হওয়া উচিত একজন দক্ষ ব্যবস্থাপকের ভূমিকা?
_আদর্শ নেতৃত্বের গুনাবলী কি?
_তাকওয়া কি?
_আল্লাহর অনুগত হওয়ার উপায় কি?
_আপনি কি জানেন ধৈর্য ও সবর কি?
_অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত সম্পর্কে আপনার ধারনা কি?
_পরিবার,রাষ্ট্র ও সমাজের প্রতি আপনার দায়িত্ব কি?কেমন হওয়া উচিত আপনার আচরন?
____একজন মানুষ!অথচ পরিবার,সমাজ,রাষ্ট্র তথা উম্মতের প্রতি কি অসম দায়িত্ববোধ!
এতোটুকুও অসঙ্গতি চোখে পরার জো নেই।
কি সাবলীলভাবেই না সবকিছু সামলেছেন।
_____________________________
ব্যক্তিগত অনুভুতি
_____________________________
_প্রথম যখন আমি কুরআনের অনুবাদ পড়ি, তখন বিস্মিত হই নিজের জ্ঞানের পরিধির অক্ষমতা দেখে।পরবর্তীতে যখন তাফসীর পড়ি,বিস্ময় যেন সীমা অতিক্রম করে।তবে এবার আর বিস্মিত হয়নি আমি, ভাবলাম, এই বিপুলা পৃথিবীর কতোটুকুই বা জানি?
মহানবী সাঃ এর উপর অবতীর্ন কিতাব আল-কুরআন।আর এই কিতাব পরিপূর্নভাবে হ্রদয়ঙ্গম করার জন্য সীরাত পাঠের বিকল্প নেই।বুঝতে পারলাম কেন তিনি বলেছেন, ___”তেোমাদের মধ্যে কেউই প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার পিতা,পুত্র, ও অন্য সকল লোক অপেক্ষা আমার প্রতি অধিক ভালোবাসা পোষণ না করবে।”
৫০০ পৃষ্ঠার চমৎকার এই গ্রন্থটি আমার লোভকে উস্কে দিয়েছে, আল্লাহ তায়ালা আমাকে কবুল করে নিক সীরাত বিশ্বকোষ পাঠ এবং মহানবী সাঃ এর পবিত্র রওজা মুবারক দর্শনে।
_________________________
ভালো-মন্দ
_________________________
_ভাষাগত মাধুর্য অত্যন্ত দারুন,লেখিকার তারিফ করতে হয়।
_প্রচ্ছদ, ফন্টের যথাযথ ব্যবহার ভালো লেগেছে।তবে সবচেয়ে ভালো লেগেছে বুক মার্কের ফিতাটা।
_পৃষ্ঠার উন্নত মান
-রেফারেন্স এ পরিপূর্ণ
_মোট ৫২ টি পর্বের ৫২ টি চমৎকার নাম
_বই সম্পর্কে লেখিকার অভিব্যক্তি
___মন্দ লাগার মতো কিছু নেই বইটিতে একথা যে বইটি পড়বে সে-ই স্বীকার করবে।
________________________
লেখিকা সম্পর্কে
________________________
লেখিকা মাজিদা রিফা মাওলানা মুশতাক আহমেদ খান এর দ্বিতীয় কন্যা।লেখিকা সম্পর্কে এর বাইরে কিছু উল্লেখ নেই বইয়ে।তবে লেখিকার পর্দার কথা ভেবেই হয়তো তেমন ডিটেইল উল্লেখ নেই।মাজিদা রিফা আপুর লেখা এ বইটিই প্রথম পড়ি।এর আগে উনার কোন লেখা পড়িনি।তাই প্রথমে কেমন জানি লাগছিলো। তবে প্রথম লাইন পড়ার পরই ধারনা বদলে যায়।আল্লাহ তায়ালা উনাকে নেক হায়াত দান করুক
_____________________
শেষকথা
_____________________
আল্লাহ তায়ালা আমাদের সকলকে বইটি পড়ার ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ সম্পর্কে জানার এবং বইয়ের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন।সমৃদ্ধ হয়ে উঠুক ইলমের ভান্ডার।
প্রকাশনী এবং সকলকে জাঝাকুমুল্লাহ খাইরান।
[আমি মহান আল্লাহর নিকট আশ্রয় চাই মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে]
asifulhaqueshuvo999 – :
abdur0rahman99 – :
,
▶সার-সংক্ষেপ:-
“মহানবী” বইটিকে লেখিকা ৫২ ছোট ছোট পর্বে ভাগ করে আলোচনা করেছেন। যথা-
🔸বইয়ের প্রথম শিরোনাম ‘ইতিহাসের ইতিহাস’। এখানে বর্ণিত হয়েছে ইবরাহিম (আ:) কর্তৃক বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে জনমানবহীন মরুভূমিতে রেখে যাওয়া, পানির খোঁজে হাজেরার সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে ঘুরে বেড়ানো, শিশুপুত্র ইসমাইল এর পায়ের আঘাতে জমজম কুপ সৃষ্টি হওয়া এবং রাসূল (স:) এর দাদা আব্দুল মুত্তালিব কর্তৃক হারিয়ে যাওয়া সেই জমজম পানির কূপ পুনরুদ্ধারের কথা আলোচনা করা হয়েছে।
🔸বইয়ের দ্বিতীয় শিরোনাম ‘জীবন মৃত্যুর খেলাঘরে’ । এ অধ্যায়ে ইবরাহিম (আ:) কতৃক শিশুপুত্র ইসমাইলকে কুরবানির ঘটনা ও আমেনার সাথে আব্দুল্লাহের শুভ বিবাহ, বিবাহ অনুষ্ঠান থেকে ফেরার পথে পরশ্রীকাতর সেই ইহুদি-কন্যার সাথে সাক্ষাতের কথা আলোচনা করা হয়েছে।
🔸তৃতীয় শিরোনাম ‘পৃথিবীজুড়ে অন্ধকার’ শিরোনামে এ অধ্যায়ে ইয়ামানের গভর্নর আবরাহার বিশাল হস্তিবাহিনী নিয়ে বায়তুল্লায় আক্রমণ, আল্লাহ তায়ালার নির্দেশে ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখির কংকর নিক্ষেপের মাধ্যমে হস্তিবাহিনী ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে।
🔸বইয়ের চতুর্থ শিরোনাম ‘আমেনার আলোশিশু’। এখানে রাসূল (স:) এর জন্মের সময়কার বর্ণনা দেয়া হয়। শুরু হয় সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের দুনিয়ার জীবনের অগ্রযাত্রা।
🔸এভাবে বইতে ৫২ টি শিরোনামের মাধ্যমে রাসূল (স:) এর পুরো জীবনকাহিনী তুলে ধরা হয়। প্রতিটি শিরোনামের নামকরণ করা হয়েছে আকর্ষণীয় শব্দ দ্বারা। যেন সেই শিরোনাম দেখলেই পুরো লেখা পড়তে ইচ্ছা করে।
.
▶ব্যক্তিগত অনূভুতি:-
ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। বইয়ের প্রতিটি পাতায় রয়েছে লেখকগণের কঠোর পরিশ্রমের ছোয়া। সঠিক শব্দচয়ন, মজবুত ও পাকাপোক্ত শব্দের গাঁথুনি বইটিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বইয়ের প্রতিটি বাক্যই যে অভূতপূর্ব ভালোলাগায় সম্মোহিত করে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। বইটি পড়তে গিয়ে পাঠক কোথাও বিরক্তবোধ করবেন না। নিজের অজান্তেই হারিয়ে যাবেন সীরাতের অজানা ভুবনে। মনে হবে, নতুন করে জানছেন রাসূল (স:) কে।
বইটি পড়ার পর পাঠক আরো বুঝতে পারবেন রাসূলের দুনিয়ার জীবন কেমন ছিল। জানতে পারবেন রাসূল (স:) এর আচার আচরণ ও কর্মপন্থা সম্পর্কে। যা আমাদের জন্য অনুসরণীয়।
এমন খুব কম বই আছে যার প্রতিটি বাক্য ভালো লাগার, প্রতিটি পাতায় মিশে থাকে জ্ঞানের ছোয়া ও শিক্ষণীয় মেসেজ ” মুহাম্মদ হৃদয়ের বাদশা ” বইটি তার মধ্যে অন্যতম। সত্যি তো রাসূল (স:) এর দুনিয়াবী জীবনের থেকে শিক্ষনীয় তো আর কিছু নেই। রাসূল (স:) এমন একজন মানুষ যাকে অনুসরণ করলে দুনিয়ার জীবন পরিচালনা করলে সুখ ও শান্তির পথে চলা সম্ভব।
সব মিলিয়ে বইটি খুবই ভালো এবং উপকারী। তাই সকল পাঠকের প্রতি অনুরোধ বইটি একবার হলেও পড়ুন আর জীবনকে রাঙিয়ে তুলুন রাসূল (স:) এর জীবন ও আদর্শের আলোকে।
.