মেঘ কেটে যায়
ভাষান্তর : আব্দুল্লাহ মজুমদার
সম্পাদনা : ড. শামসুল আরেফিন শাকতি এবং উস্তায আকরাম হোসাইন
মেঘগুলো কেমন যেন! দলবেঁধে এসে ছেঁয়ে ফেলে আকাশটাকে। মেঘের আড়ালে ফিকে হয়ে যায় আকশের নীল। মেঘেরা তৈরি করে এক বিদঘুটে পরিবেশ। নীল আকাশ ছেঁয়ে যায় এক গুমোট আবহাওয়ায়। থমথমে। নীরব। নিস্তব্ধ। হঠাৎ কোথা থেকে যেন এক টুকরো আলোক রশ্মি এসে মূহুর্তেই পাল্টে দেয় সব। কেটে যায় মেঘ। ফিকে হয়ে যাওয়া নীল ফিরে পায় তার রঙ। আলোতে আলোতে আবার ভরে উঠে আকাশ।
আমাদের হৃদয়টাও নীল আকাশের মতোন। আর, সন্দেহগুলো হলো কালো মেঘের প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবিগুলো যখন হৃদয়ের আকাশে এসে জমাট বাঁধতে শুরু করে, তখন হৃদয়ের পরিবেশ হয়ে ওঠে অশান্ত। তাতে ভর করে অবিশ্বাস। সন্দেহ আর অবিশ্বাসের দোটানায় ভাসতে থাকা হৃদয়, আস্তে আস্তে ভঙ্গুর হয়ে পড়ে।
এরপর? এরপর একদিন তাতে এক টুকরো আলো এসে পড়ে আর মূহুর্তেই কেটে যায় হৃদয়ের সকল অন্ধকার। সেই আলোতে পরিশুদ্ধ হয়ে আমাদের হৃদয় আবার বিশ্বাসের পথে চলতে শুরু করে। সকল সন্দেহ, অবিশ্বাস আর জড়তার বন্ধন ছিন্ন করে হৃদয়ের গহীন থেকে কেবল বিশ্বাসের সুর প্রতিধ্বনিত হয়।
হৃদয়ের মেঘ কেটে যাওয়ার সেই উপাখ্যান দিয়েই সাজানো হয়েছে ‘মেঘ কেটে যায়’।
hotপ্যারাডক্সিক্যাল সাজিদ
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300.00 ৳210.00 ৳বর্তমান যুগ হলো প্রেজেন্টাশানের যুগ। একটা ...
hotপ্যারাডক্সিক্যাল সাজিদ ২
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন369.00 ৳260.00 ৳২য় সংস্করণ: মার্চ ২০১৯ পৃষ্ঠা সংখ্যা: ২৪০ইসলাম ...
hotডাবল স্ট্যান্ডার্ড
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আযহার300.00 ৳156.00 ৳কিছু লোক ইসলামকে সে শত্রু হিসেবে ...
hotআরজ আলী সমীপে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন250.00 ৳200.00 ৳আরজ আলী মাতুব্বর। জন্মেছেন বরিশালে। প্রাতিষ্ঠানিক ...
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : Ilmhouse Publication190.00 ৳পৃষ্ঠা - ১৯২'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
hotতত্ত্ব ছেড়ে জীবনে
লেখক : শরীফ আবু হায়াত অপুপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন225.00 ৳158.00 ৳ডাক্তার হোক কিংবা ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক কিংবা ...
save offহ্যাপী থেকে আমাতুল্লাহ
প্রকাশনী : মাকতাবাতুল আযহার160.00 ৳80.00 ৳আমাদের জানামতে হিদায়াতের পথে উঠে আসার ...
Hasansifat1996 – :
বইটা কেবল সংশয়বাদীদের জন্যই না । যাদের ঈমান দূর্বল, তাদের অন্তত একবার হলেও বইটা পড়া উচিত । বইটা পড়া শেষে অন্তরে অন্যরকম একটা তৃপ্তি অনুভূত হবে ।
বইটি সম্পাদনা করছেন আরেকজন প্রিয় লেখক “ডা. শামসুল আরেফীন” ভাই ।
বইটি পড়ার পর আপনি অন্তরে ঈমানের এক অন্যরকম স্বাদ পাবেন, মিন্ট ফ্লেভারের । মনে হবে, হৃৎপিণ্ড কেউ মেনথল দিয়ে ধুয়ে দিয়েছে । যদিও মূল বিষয়বস্তু একজন মুমিন ও একজন সংশয়ীর কথোপকথন, কিন্তু সংশয়ীর খোরাকের চেয়ে ঈমানওয়ালাদের খোরাক এই বইয়ে বেশি । অবশ্য সংশয়ী যদি তার্কিক না হয়ে ভাবুক হয়, তবে এ বই তাকে হয়তো শুরু থেকে আরেকবার ভাবাবে ।
–
সংশয়বাদী পক্ষ, বিশ্বাসী পক্ষ, রাসূল ও রিসালাত, তিনিই আল্লাহ, জ্ঞান ও ক্ষমতা, কঠিন চুক্তি, আরেক দফা চুক্তি, রাসূলদের পথ, সত্যের পথে যাত্রা – শিরোনামে চমৎকার সব আলোচনা,যুক্তিতর্ক,প্রশ্নোত্তরের মেলা বসেছে বইয়ের পাতায় । হৃদয়ের মেঘ কেটে যাওয়ার এই উপাখ্যান দিয়েই সাজানো হয়েছে— “মেঘ কেটে যায়” ।
মূলত বিশ্বাসের সাথে সংশয়ের যে দ্বন্দ্ব, তার তুলনামূলক আলোচনা নিয়েই রচিত এই বই ।
–
একজন সংশয়বাদী বিক্ষিপ্ত মনে একটি অনলাইন ফোরামে এসেছিলেন । নিজ মনের অভিব্যক্তি তিনি অকপটে স্বীকার করেছিলেন । তার মনে উদয় হওয়া নানান প্রশ্ন তিনি করেছিলেন সেখানে । এই বইয়ের লেখক “হুসামুদ্দীন হামিদ” তার সেসব প্রশ্নের উত্তর দেয়া শুরু করেন । হাত ধরে তাকে এগিয়ে নিয়ে চলেন সত্যের দিকে । কিন্তু সে কি সত্যের পথ পেয়েছিলো ? নাকি উল্টো পথে ফিরে গিয়েছিলো ? জানতে হলে পড়ে ফেলুন পুরো বইটি ।
–
কিছু বই একবার পড়ে ফেলে রাখতে নেই, বার বার পড়তে হয় । এই বইটি আমাদের সপ্তাহে একবার করে পড়া উচিত বলে মনে হয়েছে । সেই সাথে প্রতিদিন কিছু সময় বইয়ের কথাগুলো আরেকজনের কাছে আওড়ানো দরকার, যাতে কথাগুলো একেবারে ভেতরে বসে যায়, সত্তার সাথে মিশে যায় । আল্লাহর সিফাত ও রিসালাতের সত্যতা যেভাবে খুলে খুলে বিস্তারিত উঠে এসেছে বইয়ে, তাতে আপনার ঈমানের স্তর আরো কয়েকধাপ বৃদ্ধিতে সহায়ক হবে, ইন শা আল্লাহ্ ।
–