মেন্যু
love and respect blue

লাভ এন্ড রেসপেক্ট (নীল কভার)

পৃষ্ঠা : 224, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st published 2020
দাম্পত্য জীবনের ওপর বিখ্যাত বই। দাম্পত্য সম্পর্কের ওপর তিন দশকের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতার নির্যাস দিয়ে ড. এমারসন এগারিচেস বইটিতে এঁকেছেন স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। স্বামী স্ত্রীর সাইকোলজি কীভাবে কাজ করে? সেই... আরো পড়ুন
পরিমাণ

262  350 (25% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

8 রিভিউ এবং রেটিং - লাভ এন্ড রেসপেক্ট (নীল কভার)

4.8
Based on 8 reviews
5 star
87%
4 star
0%
3 star
12%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    নাফিসা ইয়াসমিন:

    প্রারম্ভিকা
    ————–
    সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি কী? এর উত্তর কী সত্যিই কারোর জানা আছে! অনেক আশা, একরাশ স্বপ্ন চোখে নিয়ে দু-জন মানুষের এক সাথে জীবন শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে একঘেয়েমির পলি জমে। এমনকি মধুর সম্পর্কের পরিণতি হয় বিচ্ছেদে।
    ইসলামিক জীবনব্যবস্থায় সুখী দাম্পত্য জীবন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যার ওপর নির্ভর করে একটি সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবার তথা সমাজের রূপরেখা।

    ভালোবাসার আরবী প্রতিশব্দ হুব যা এসেছে মূল শব্দ‌ “হাব” অর্থাৎ বীজ‌ থেকে। একজন পুরুষ এবং তার স্ত্রীর ভালোবাসা আসে সেই বীজ থেকে — যা আল্লাহ সুবহানাহু তাআলা তাদের হৃদয়ের গভীরে গেঁথে দেন রহমত স্বরূপ।
    যে বীজে রয়েছে একটি হৃদয়কে সতেজ রাখার মতো পুষ্টিকর উপাদান, চমকপ্রদ স্বাদ,আশ্রয় দেওয়ার মতো সুনিবিড় ছায়া, পুনরুত্থানের শক্তি, যে বীজ সারিয়ে তোলে দীর্ঘলালিত বেদনা।

    অথচ তরুণ প্রজন্ম এই বিবাহ নামক সুন্দর সম্পর্ক থেকে দূরে সরে আসতে চাইছে ক্রমশ।নিত্য দৈনিক বিবাহ কলহ এবং অশান্তি বৃদ্ধি করছে বিচ্ছেদের হার।
    সঙ্গীর সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত এই জাতির অনেকেই এখন বিয়ের কথা ভাবতেই ভয়ে কুঁকড়ে যায়।
    দাম্পত্য জীবনের নানান সমস্যার সমাধান হিসাবে ‘লাভ এন্ড রেসপেক্ট: দাম্পত্য জীবনের অজানা রহস্য’- বইটি ড. এমারসন এগারিচেসের অসাধারণ সৃষ্টি।
    দাম্পত্য সম্পর্কের ওপর তিন দশকের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতার নির্যাস দিয়ে ড. এমারসন এগারিচেস বইটিতে এঁকেছেন স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। স্বামী স্ত্রীর সাইকোলজি কীভাবে কাজ করে? সেই সাইকোলজিকে কীভাবে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করা যায়? –তার একটি চমৎকার পাঠ রয়েছে বক্ষমান ব‌ইটিতে যা সাম্প্রতিককালে বাংলা ভাষায় অনুদিত হয়েছে প্রচ্ছদ প্রকাশনা থেকে।

    লেখক পরিচিতি
    ————————
    ড. এমারসন এগারিচেস আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন পাবলিক স্পিকার ও লেখক। তাঁর কর্মতৎপরতার মূল ফোকাস– দাম্পত্য সম্পর্ক। তিরিশ বছরেরও বেশি সময় ধরে করা কাউন্সেলিংয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ ড. এমারসন ‘লাভ এন্ড রেসপেক্ট’ বিষয়ের ওপর যে কনফারেন্সগুলো করে চলেছেন, তা সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

    নারী-পুরুষের মনস্তত্বের চিত্তাকর্ষক বিশ্লেষণ এবং নারী-পুরুষের সম্পর্কের রসায়নের অভিনব ব্যাখ্যা দিয়ে তিনি বহু বৈবাহিক সম্পর্কের ভাঙনরোধে সহায়তা করেছেন এবং অসংখ্য স্বামী-স্ত্রীর মাঝে বইয়ে দিয়েছেন সুখের ঝরনাধারা।
    অ্যামাজনে এই বইয়ের রেটিংয়ের সংখ্যা তিন হাজারেরও বেশি।প্রায় বিশ লাখ কপি বিক্রিত এ গ্রন্থটি নিউ ইয়র্ক টাইমসের একটি বেস্ট সেলার বই।

    ব‌ইকথন
    ————-
    ব‌ইয়ের নামকরণ থেকে সহজেই বিষয়বস্তু অনুসন্ধান করা যায়।দাম্পত্য সম্পর্কের ওপর তিন দশকের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতার নির্যাস দিয়ে ড. এমারসন এগারিচেস বইটিতে এঁকেছেন স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা।
    লাভ এন্ড রেসপেক্ট বইটি বিভিন্ন চমকপ্রদ শিরোনামে সর্বমোট ২৪টি অধ্যায়ে বিভক্ত। পাঠকদের সুবিধার্থে বেশ কিছু অধ্যায়কে সম্মিলিত করা হয়েছে এক একটি অংশে, এইভাবে সর্বমোট তিনটি অংশে আলোচিত হয়েছে বিষয়বস্তু।

    📙প্রথম অংশ- পাগলাচক্রঃ-
    এই অংশের নামটি বেশ আকর্ষণীয়, পাঠকের দৃষ্টি টানে সহজেই। প্রথম অংশে রয়েছে সাতটি অধ্যায়।
    লেখক এখানে তাঁর জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা রোমন্থন করেছেন। তিনি লিখেছেন তাঁর শৈশব পেরিয়ে কৈশোর উত্তীর্ণ দিনগুলোতে তাঁর মা বাবার অশান্তির, স্বীকার করেছেন তিনি নিজেও অসুখী দম্পতির সন্তান।
    পরবর্তী জীবনে তাঁর অসংখ্য ব্যাক্তিগত অভিজ্ঞতা, দম্পতিদের কাউন্সিলিং এর বর্ণনা ফুটে উঠেছে তাঁর লেখায়।
    নারী-পুরুষের মনস্তত্বের চিত্তাকর্ষক বিশ্লেষণ এবং নারী-পুরুষের সম্পর্কের রসায়নের অভিনব ব্যাখ্যা
    ও কৌশল প্রতিস্থাপন করছেন নিজস্ব বুদ্ধিমত্তার আলোকে।

    একটি সফল বিয়ের সাধারণ গোপন রহস্য, তোমার বক্তব্য সঠিক হলেও তোমার বলার ভঙ্গি সঠিক নয়, একজনের চোখে যা অপছন্দ অন্যজনের চোখে তা কর্তব্য, ভালোবাসা ও তিক্ততা, ভালোবাসা ও শ্রদ্ধার সংযোগ, গোলাপি ও নীল, স্ত্রীর শ্রদ্ধা ও স্বামীর ভালোবাসা,
    বৈজ্ঞানিক গবেষণায় ভালোবাসা ও শ্রদ্ধা সহ একাধিক আলোচনায় যুক্তি ও ভালোবাসার নিরিখে ভুল ত্রুটি ও এর সমাধান পর্যালোচিত হয়েছে।

    📙দ্বিতীয় অংশ -উৎসাহ চক্র:-
    দ্বিতীয় অংশটি পনেরটি অধ্যায়ে‌ সাজানো হয়েছে।
    এই অংশে লেখক আলোচনা করেছেন সুখী দাম্পত্য জীবন গঠনের বেশ কিছু বুদ্ধিদীপ্ত কৌশল।
    এখানে পাগলা চক্র বনাম উৎসাহ চক্রের লড়াই, রাগ পুষে রাখবেন না, স্বামী স্ত্রীর বোঝাপড়া‌ ও ঘনিষ্ঠতা , অন্তরঙ্গতা বাড়ানোর কৌশল,স্ত্রী ও স্বামী একে ওপরকে বোঝার চাবিকাঠি ,সমঝোতা প্রভৃতি উল্লেখযোগ্য বিষয়ে আলোকপাত করা হয়েছে।

    📙তৃতীয় অংশ : পুরস্কারচক্রঃ-
    ব‌ইয়ের সর্বশেষ এবং উল্লেখযোগ্য অংশ এটি।
    এখানে লেখক আলোচনা করেছেন লাভ অ্যান্ড রেসপেক্টের অন্তর্নিহিত উদ্দেশ্য, হাল ছেড়ে দেবেন না, স্বামীর ভালোবাসা ও স্ত্রীর শ্রদ্ধা অবশ্যই পুরস্কৃত হবে, যে সত্য আপনাকে মুক্ত আকাশের স্বাদ এনে দেবে, নিজের ত্রুটির দিকে নজর দিন , সন্তানের দিকে নজর দেওয়ার মত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
    সুখী দাম্পত্য জীবনের সবরকম প্রচেষ্টা চালিয়ে দেওয়ার পরেও যখন তা কার্যক্রম সফলতা পায়না কিংবা সঙ্গীর থেকে আশানুরূপ ফিডব্যাক পাওয়া যায়না সেই অবস্থায় করণীয় কি তার বিস্তারিত ব্যাখ্যা লেখক দিয়েছেন ‌বইয়ের শেষে।
    ব‌ইয়ের পরিশিষ্ট অংশে সংযুক্ত হয়েছে লাভ এন্ড রেসপেক্ট অনুশীলন যা বাস্তবসম্মত উপায়ে সহযোগিতা করবে।

    পাঠ্য অনুভূতি
    ——————–
    একটি সুখী ও সফল দাম্পত্য জীবনে সকলের প্রাথমিক চাওয়ার মধ্যে পড়ে।একটা সুন্দর সম্পর্ক আমাদের স্বপ্ন হলেও বাস্তবে আমরা সম্মুখীন হ‌ই নানান তিক্ত অভিজ্ঞতার। এই তিক্ত অভিজ্ঞতা, এবং এর উল্লেখযোগ্য সমাধান যদি ব‌ইয়ের পৃষ্ঠায় পেয়ে যায় তাহলে এর থেকে অধিক পাওয়া আর কি হতে পারে।‌
    বইটিতে লেখক সুখী দাম্পত্য জীবন গঠনের গোপন রহস্যের যুগোপযোগী ফর্মুলা দিয়ে রেখেছেন যা অত্যন্ত বাস্তব সম্মত। লেখকের সহজ সাবলীল উপস্থাপন এবং সুন্দর সমাধান মন ছুঁয়ে যায় অনায়াসে।
    সর্বশেষে ব‌ইটির মধ্যে এক মনোমুগ্ধকর জাদু আছে যা অন্তরে গেঁথে যায়।

    কেন পড়বেন
    ——————-
    বিবাহেচ্ছু, বিবাহিত সুখী যুগল, অসুখী স্বামী স্ত্রী সবার জন্য বইটি হতে পারে সুখপাঠ্য এবং উপকারী। দাম্পত্য জীবনের অজানা রহস্যাদি জেনে সম্পর্ককে আরও সুখময়, প্রাণবন্ত করে নিতে কাছে রাখতে পারেন বইটি।

    পরিশেষে
    ————-
    আপনি যদি বিয়ের জন্য অপেক্ষমাণ হন কিংবা আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখে-শান্তিতে টইটুম্বুর করে সাজাতে চান অথবা আপনি যদি চান আপনার সঙ্গী আপনাকে আরও ভালোভাবে বুঝুক?
    তাহলে ব‌ইটি আপনার জন্য অবশ্যই পাঠ্য।

    এমনকি আপনি যদি সেই দাম্পত্য সম্পর্ক উপভোগ করার প্রত্যাশী হন,যা মহান আল্লাহ যে সম্পর্ক আপনাদের মধ্যে বিরাজমান দেখতে চান তাহলেও এ বইটি আপনার জন্য।

    সর্বশেষে আপনি দাম্পত্য জীবনে নানা সমস্যায় জর্জরিত হয়ে বিবাহ বিচ্ছেদের চিন্তা করছেন এই মুহূর্তেও ব‌ইটি আপনার প্রয়োজন।
    লাভ এন্ড রেসপেক্ট ব‌ইটি সহায়তা করবে দাম্পত্য জীবনের অনাবিল সুখ ফিরিয়ে আনতে।

    ব‌ই: লাভ এন্ড রেসপেক্ট
    লেখক : ড. এমারসন এগারিচেস
    অনুবাদক: রোকন উদ্দিন খান
    প্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন
    বিষয় : পরিবার ও সামাজিক জীবন

    Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    মুহাম্মদ রুবেল মিয়া:

    বইয়ের নাম : লাভ এন্ড রেসপেক্ট
    লেখক : ড. এমারসন এগারিচেস
    অনুবাদক : রোকন উদ্দিন খান
    প্রকাশক : প্রচ্ছদ প্রকাশন
    পৃষ্ঠা সংখ্যা : ২২৪
    মুদ্রিত মূল্য : ৩২০

    পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলোর একটি হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন এবং বিবাহকে হালাল করেছেন। বিবাহের মাধ্যমে দুইজন মানুষ একসূত্রে গাঁথিত হন। তাদের বাকি জীবন কাটে একজন আরেকজনের প্রতিচ্ছবি হয়ে, একে অপরের পোশাক হয়ে, একটি মুদ্রার এপিঠ এবং ওপিঠ হয়ে।
    মানব জীবনে দাম্পত্য সুখ-শান্তি সকল মানুষের পরন আকাঙ্ক্ষিত বিষয়। বিবাহের আগে থেকেই একজন যুবক এবং একজন যুবতীর মনোবাসনা থাকে তার দাম্পত্য জীবন যেনো সুখী ও সাচ্ছন্দ্যময় হয়।
    অনেকে এজন্য পূর্ব থেকেই প্রস্তুতি নেয়। আবার অনেকে নেয় না, অনেকে সঠিক দিকনির্দেশনার অভাবে নিতে পারে না। ফলে দেখা যায় সাধারন দাম্পত্যকলহের জের ধরে বিবাহবিচ্ছেদ ঘটে, যা কোনোভাবেই মানার মতো নয়।

    বিবাহিত জীবনটা যেনো সুখী ও সাচ্ছন্দ্যময় হয় এবং ক্ষুদ্র ও সাধারন কোনো কলহ যেনো বিবাহবিচ্ছেদের কারণ না হয় সেজন্য প্রয়োজন বিবাহের পূর্বেই সুখী দাম্পত্য জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। তা সম্ভব না হলে অন্তত বিবাহের পরেও এ সম্পর্কে সতর্ক হওয়া। আর এজন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনার।

    ড. এমারসন এগারিচেস দীর্ঘ তিন দশক কাজ করেছেন দাম্পত্য সম্পর্কের উপর। তার সুদীর্ঘ সময়ব্যাপী পরিচালিত এই কাউন্সেলিংয়ের সারনির্যাস তুলে ধরেছেন তার বিখ্যাত বই ‘লাভ এন্ড রেসপেক্ট’-এ। তিনি উক্ত বইয়ে এঁকেছেন দাম্পত্যের নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। তিনি বইটিতে তুলে ধরেছেন দাম্পত্য জীবনের জানা-অজানা অনেক বিষয়। সংসারে স্বামী-স্ত্রীর সাইকোলজি কিভাবে কাজ করে, সেই সাইকোলজিকে কিভাবে নেতিবাচক প্রভাব থেকে ফিরিয়ে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করা যায় তার চমৎকার এক পাঠ উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। বইটি হতে পারে অবিবাহিতদের জন্য প্রস্তুতির মাধ্যম। সুখী এবং অসুখী উভয় ধরনের দম্পতির জন্য চোখের শীতলতা। বইটি পড়ার দ্বারা পাঠক জানতে পারবেন বিবাহিত জীবনের অনেক রহস্যাদি, যা আপনার দাম্পত্য জীবনকে রাঙিয়ে তুলতে সাহায্য করবে।

    একটা অবিশ্বাস্য তথ্য না দিলেই নয়। বিশ্বের সর্ববৃহৎ অনলাইন সেবা প্রতিষ্ঠান অ্যামাজন ডট কমে ‘লাভ এন্ড রেসপেক্ট’ বইটির রেটিং পড়েছে তিন হাজারের উপরে! বুঝতেই পারছেন পাঠক সমাজে বইটির জনপ্রিয়তা।
    উক্ত বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে ‘প্রচ্ছদ প্রকাশন’। রোকন উদ্দিন খানের অনুবাদে নীল এবং গোলাপি প্রচ্ছদে তারা প্রকাশ করেছে স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা।

    পাঠ-পর্যালোচনা :
    একটি বইয়ের সফলতা বুঝা যায় বইটির পাঠকপ্রিয়তা দেখে। আর একটি বই পাঠকপ্রিয় হয়ে উঠে কয়েকটি কারণে। সেগুলো হলো: বইটির নামলিপি, প্রচ্ছদ, বইয়ের বিষয়বস্তু এবং বোধগম্য আলোচনা।
    মজার বিষয় হলো “লাভ এন্ড রেসপেক্ট” বইটি সবকটি শর্তই পূরণ করতেই সক্ষম হয়েছে!
    বইয়ের নামলিপিটিই আকর্ষণীয় এবং বিষয়বস্তুর সাথে খুব মানানসই। বইয়ের দুটো প্রচ্ছদই পাঠকার্ষক। বইয়ের বিষয়বস্তুতো বইয়ের নামলিপিতেই ফুটে উঠেছে। উক্ত বিষয়বস্তু নিয়ে লেখালেখি করা বর্তমান সময়ে খুবই প্রয়োজন ছিলো। ড. এমারসন এগারিচেস গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং “লাভ এন্ড রেসপেক্ট” বইয়ে তার গবেষণার ফলাফল আলোচনা করেছেন, যা একটি দম্পতিকে সুখ এবং শান্তিময় দাম্পত্য জীবনযাবনে সাহায্য করবে। বইয়ের আলোচনার ধরন যদি জানতে চান, তাহলে বলবো আলোচনা খুবই শ্রুতিমধুর, সহজ ও সরল ভাষা এবং বোধগম্য। বিজ্ঞ অনুবাদক লেখকের লেখার মধ্যে কোনো পরিবর্তন-পরিমার্জন না করেই লেখকের লেখার মূলভাব পাঠকের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।

    বইটি পড়ার প্রয়োজনীয়তা: বর্তমানে আমাদের সমাজে পরিবার ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া পেয়ে তা যেনো লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বিবাহবিচ্ছেদ যেনো নিত্তনৈমিত্তিক ঘটনা। সংসারে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, একজনের প্রতি আরেকজনের টান নেই। নেই একজনের ভুলগুলো ক্ষমা করে দেয়ার বা সহ্য করে যাওয়ার গুণ। ফলে সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে এবং পতিতাবৃত্তি ও পরকিয়া ক্রমেই বেড়ে চলেছে। এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্যই প্রয়োজন সুখী দাম্পত্য জীবন গঠনের জন্য আদর্শ গাইডলাইন। যা একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তিই কেবল দিতে পারেন। ড. এমারসন এগারিচেস এমনই একজন ব্যক্তি আর তার রচিত “লাভ এন্ড রেসপেক্ট” এমনি একটি গাইডলাইনমূলক বই। যা আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য কান্ডারি হতে পারে। তাই সকল বিবাহিত, অবিবাহিত নারী-পুরুষের গুরুত্বপূর্ণ এই বইটি পড়া জরুরি।

    2 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    আব্দুর রহমান:

    দাম্পত্য জীবন হলো একটি সুখময় পরিবার গঠনের প্রধান ভিত্তি। যা মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানবজাতির জন্য নেয়ামত স্বরুপ।
    কিন্তু বর্তমান সময়ে সমাজের দিকে তাকালে দেখা যায় স্বামী-স্ত্রীর মাঝে ক্রমশ মায়া-মহব্বত হ্রাস পাচ্ছে। দূর্বল হয়ে পড়ছে পারিবারিক বন্ধন। প্রতিনিয়ত আশংকাজনক হারে বাড়ছে দাম্পত্য কলহ ও বিবাহ বিচ্ছেদ। অবস্থা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে স্বামী-স্ত্রীর মাঝে আজ বিলুপ্ত হতে বসেছে নৈতিকতা, মানবিকতা, মহানুভবতা, মননশীলতার মত বৈশিষ্ট্যগুলো। বর্তমান সমাজও অবাধ স্বাধীনতা ও তথ্য প্রবাহের এই যুগে দাম্পত্য জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে ব্যর্থ।
    তাহলে কেন এই সমস্যা? আর এর সমাধানই বা কিসে?
    বাংলাভাষী পাঠকদের এসব বিষয়ের প্রতি হাহাকার কাটাতেই প্রচ্ছদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে “লাভ এন্ড রেসপেক্ট” নামক এক অমূল্য বই। যেটি লিখেছেন মার্কিন নাগরিক ড. এমারসন এগারিচেস । বাংলা অনুবাদ করেছেন রোকন উদ্দিন খান।
    .
    ➤ সার-সংক্ষেপঃ-
    লেখক ড. এমারসন এগারিচেস বইটিকে সর্বমোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করে আলোচনা করেছেন। সেই সাথে আলোচনার সুবিধার্থে অধ্যায়গুলোকে তিনটি অংশে বিভক্ত করেছেন। যথা-

    ◼ প্রথম অংশ : পাগলাচক্রঃ-
    এ অংশটি মোট সাতটি অধ্যায় নিয়ে সজ্জিত। এখানে লেখক তার বাস্তব অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার আলোকে লাভ এন রেসপেক্ট কানেকশন এর বেশকিছু কৌশল নিয়ে আলোচনা করেছেন। যে কৌশলগুলো অনুশীলন করলে আপনার দাম্পত্য সম্পর্ক উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়। এ অংশের কয়েকটি আলোচ্য বিষয় হলো- একটি সফল বিয়ের রহস্য, সফল দাম্পত্য জীবনের রহস্য, বৈজ্ঞানিক গবেষণায় ভালোবাসা ও শ্রদ্ধা, জীবনসঙ্গী কেন সবকিছু বোঝে না, স্বামী যখন অশ্রদ্ধা অনুভব করে ইত্যাদি সহ আরো অনেক কিছু।

    ◼ দ্বিতীয় অংশ : উৎসাহ চক্রঃ-
    এ অংশটি পনেরটি অধ্যায়ের সমন্বয়ে গঠিত। এই অংশে আলোচনা করা হয়েছে সুখী দাম্পত্য গঠন করতে স্বামী-স্ত্রী উভয়্যের জন্য দৈনন্দিন ব্যবহারিক কিছু কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেগুলো আপনার দাম্পত্য জীবনকে মননশীল ও শক্তিশালী করে তুলতে সহায়তা করবে।

    ◼ তৃতীয় অংশ : পুরস্কারচক্রঃ-
    এটি বইয়ের সবয়েয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে লেখক তুলে ধরেছেন যে আপনি দাম্পত্য জীবনকে সুখময় করতে সবধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।  কিন্তু আপনার জীবনসঙ্গি/জীবনসঙ্গিনীর ভেতর তেমন কোন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন না। ঠিক এ অবস্থায় আপনি কি করবেন তাই নিয়েই লেখা হয়েছে এই পুরস্কারচক্র অংশটি।

    এছাড়াও বইয়ের শেষে একটি অনুশীলনমূলক পরিশিষ্ট যুক্ত করা হয়েছে। যেখানে আপনি দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে কতটুকু আগ্রহী তা অনুশীলন করতে পারবেন।
    .
    ➤ বইটি আপনি কেন কিনবেন এবং পড়তে আগ্রহী হবেনঃ-
    ১। বইটির সবচেয়ে আগ্রহ জাগানিয়া দিক হলো এর বিষয়বস্তু। কভারে বইয়ের নাম দেয়া “নাভ এন্ড রেসপেক্ট : দাম্পত্য সুখের অজানা রহস্য”। বোঝাই যাচ্ছে বইটি দাম্পত্য জীবন কেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের আলোকে লেখা হয়েছে। তাই বিষয়বস্তু জেনে প্রথমেই বইটি পড়ার প্রতি আগ্রহী হবেন বলে আমার বিশ্বাস ৷

    ২। “লাভ এন্ড রেসপেক্ট” বইতে সকলের জন্যই রয়েছে চিন্তার খোরাক।  এটি এমন একটি বই যা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় বরং সকল মানুষের সবসময়ের জন্যই জরুরী।

    ৩। বইয়ের প্রচ্ছদ, কভার, বাধাই, ভিতরের পাতা ইত্যাদি কেমন এটাও বইয়ের প্রতি ভালোলাগার একটি অংশ। সেদিক থেকে বলবো বইয়ের বাইন্ডিং ও ভেতরের পাতা যথেষ্ট ভালো এবং হার্ডকভারের মাধ্যমে বাধাইয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া বুক মার্কের জন্য ফিতারও ব্যবহার রয়েছে। আপনি চাইলেই যে যায়গায় পড়া বন্ধ করেছিলেন সেখান থেকে বুকমার্কের সাহায্যে আবার পড়া শুরু করতে পারবেন।

    ৪। বইটি লিখেছেন একজন অমুসলিম লেখকে। কিন্তু অমুসলিম হলেও পুরো বইতে আমার ইসলাম বিরোধী তেমন কিছু চোখে পড়েনি।

    ৫। বইটি সারা পৃথিবীতে প্রায় বিশ লাখ কপি বিক্রিত এবং নিউইয়র্ক টাইমসের একটি বেস্ট সেলার বই।
    .
    ➤ বইটি যারা পড়বেনঃ-
    বইটি মূলত বিবাহিত দম্পতিদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অনুপ্রেরণা ও অনুশীলনমূলক বই। তবে অবিবাহিতরাও বইটি পড়লে অনেক কিছু শিখতে পারবেন এবং বিবাহ পরবর্তী জীবনের জন্য নিজেকে গুছিয়ে নিতে পারবেন
    .
    ➤ ব্যক্তিগত অনূভুতিঃ-
    ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। বইতে লেখক সুখময় দাম্পত্য জীবন গঠনের জন্য অনেক টিপস ও মূল্যবান উপদেশ দিয়েছেন।যা লেখকের ত্রিশ বছরের দাম্পত্য কাউন্সেলিং এর অভিজ্ঞতায় সমৃদ্ধ। লেখকের প্রতিটি আলোচনাই যেন মন ছুঁয়ে যাওয়ার মত, প্রশান্তিময়। সুখপাঠ্য গদ্য ও অভিনব উপস্থাপন কৌশল পাঠককে আকৃষ্ট করে রাখবে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত।
    তাই সকলের প্রতি অনুরোধ “লাভ এন্ড রেসপেক্ট” বইটি একবার হলেও পড়ুন, সেই সাথে বইতে দেয়া বিভিন্ন টিপস গুলো ফলো করতে চেষ্টা করুন। দেখবেন দুনিয়ার জীবনে আপনিই হবেন সর্বময় সুখের অধিকারী, ইনশাআল্লাহ।
    .
    ➤ সমালোচনাঃ-
    বইতে সমালোচন করার মতো তেমন কিছু নেই। তবে বইতে পরিচ্ছেদগুলোর শিরোনাম দেয়া থাকলেও অধ্যায় গুলোর কোন শিরোনাম দেয়া নেই। হয়তো মূল বইতে এভাবেই রয়েছে। তথাপি পুরো অধ্যায়ের বিষয়বস্তু বিবেচনায় নিয়ে উক্ত অধ্যায়ের শিরোনাম যুক্ত করলে ভালো হতো।
    .
    ➤ শেষ কথা:-
    পরিশেষে সকলকে বলবো আসুন “লাভ এন্ড রেসপেক্ট” বইটি পড়ে এবার ভিন্ন কিছু হোক। মায়া মমতা, আদর-স্নেহ ও রোমান্টিকতায় সুশোভিত হয়ে  দাম্পত্য জীবন হয়ে উঠুক আদর্শ সমাজের প্রতিচ্ছবি। ভালোবাসতে শিখুন নিজের স্ত্রী/নিজের স্বামীকে। দেখবেন জীবন ভরে উঠবে আনন্দ ও প্রশান্তির ঝরনাধারায় ।

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 3 out of 5

    মো: সারওয়ার উদ্দিন শাকিব:

    মাশাল্লাহ, খুব ভালো ও সুন্দর একটা বই।
    স্বামী স্ত্রীর দাম্পত্য সুখের অজানা রহস্য এই বইটি তে ব্যক্ত হয়েছে।
    আপনি কি বিয়ের জন্য অপেক্ষমাণ? আপনি কি আপনার দাম্পত্য জীবন কে সুখে শান্তিতে টইটম্বুর রাখতে চান? তাহলে অবশ্যই বইটি পড়ার অনুরোধ রইলো
    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    মোহাম্মদ সাইফুল্লাহ:

    “লাভ অ্যান্ড রেসপেক্ট” বই সম্পর্কে প্রচ্ছদ প্রকাশন-এর ব্রান্ড অ্যম্বাসেডর ইয়াসির ক্বাদির রিভিউ

    ড. এমারসনের Love & Respect. বইয়ের ট্যাগলাইন হলো,

    The Love She Most Desires, The Respect He Desperately Needs. অর্থাৎ দাম্পত্য জীবনে নারী ভালোবাসা পেতে চায়, সান্নিধ্য চায় আর পুরুষের সম্মান প্রাপ্তির তীব্র আয়োজন।

    লেখক রোমন্থন করে অাবছা শৈশব ও কৈশোরে ফিরে যান। তিনি বর্ণনা করে চলেন এক বছর বয়স থেকে যৌবন পর্যন্ত তার বাবা-মায়ের সম্পর্কের ধরন। একবারে প্রথম অধ্যায়ে তিনি লিখেন, My mom was crying out for love and my dad desperately wanted respect.

    বইটি সম্পর্কে ড. ইয়াসির ক্বাদি নিম্নোক্ত মন্তব্য করেন,

    “অ্যামাজনে বিয়ে-সম্পর্ক নিয়ে বেস্ট সেলার বইগুলোর মধ্যে অন্যতম এই বইটি। অ্যামাজনে রেটিং সিস্টেম রয়েছে। এ বইতে রেটিং পড়েছে তিন হাজারেরও বেশি (বর্তমানে রেটিং সংখ্যা ৫৬৫৬-তে এসে পৌঁছছে)। কোনো বই সম্পর্কে অ্যামাজনে এমন আকাশচুম্বি রেটিং শোনা যায় না। অ্যামাজন সবার জন্য উন্মুক্ত একটি প্লাটফর্ম। এখানকার অধিকাংশ ভিজিটর অমুসলিম। এমন একটি বইয়ে একশ রেটিং পড়াই বড়ো বিষয়। অধিকাংশ লোকজনই বইয়ে রেটিং দেয় না। তিন হাজার রেটিং-এর মধ্যে অধিকাংশই ফাইভ স্টার রেটিং দিয়েছে।

    এটা যেকোনো সাইকিয়াট্রিস্ট কর্তৃক লিখিত জনপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম। এটি লিখিত হয়েছে বিয়ের অনিন্দ্য সম্পর্ক নিয়ে। এই বই আমার বাসায় আছে। আমার বিয়ে সংক্রান্ত কিছু ক্লাসে এর সারাংশ বর্ণনা করেছি। আপনি যত খুশি বলতে পারেন যে, নারী পুরুষ সবাই সমান; নারী-পুরুষের ধারণা সমাজের তৈরি, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু তা বলার মাধ্যমে আপনি নারী পুরুষের স্বভাবজাত প্রবণতা পরিবর্তন করতে পারবেন না, কারণ আল্লাহ তায়ালা তাদের এভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্যসহ সৃষ্টি করেছেন। নারীরা স্বামীর ভালোবাসা ও প্রশংসা পেতে পছন্দ করে। অন্যদিকে পুরুষ স্ত্রীদের থেকে ভালোবাসা ও সম্মান প্রত্যাশা করেন। এই বইয়ের বিবরণ তাই বলছে। সম্মানের মানে স্বামীর সামনে মাথা নত করে থাকা নয়; আক্ষরিকভাবে স্বামীর ইবাদত করা নয়। সম্মান করা মানে স্বামীর প্রতি আস্থা রাখা; স্বামীর কাজকে পরিবারের কল্যাণে সম্পাদিত বলে বিশ্বাস রাখা।”

    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No