মেন্যু
kolpito karabash

কল্পিত কারাবাস

প্রকাশনী : শব্দতরু
পৃষ্ঠা সংখ্যা: ৮০ ধরণ: পেপারব্যাক বিরূপ পরিবেশে থাকতে থাকতে একটা সময় মানুষ সেই পরিবেশে অভ্যস্ত হয়ে যায়। একজন নেককার মানুষও কোনো কারণে কিছুদিন গুনাহের পরিবেশে থাকলে ধীরে ধীরে এর সাথে অভ্যস্ত হয়ে... আরো পড়ুন

Out of stock

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

8 রিভিউ এবং রেটিং - কল্পিত কারাবাস

4.7
Based on 8 reviews
5 star
75%
4 star
25%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    esrat.jahan.esha.khan:

    স্মার্টফোন আর ইন্টারনেটের মায়াজাল – যে জালে ফেঁসে যাওয়া সহজ কিন্তু বের হওয়াটা কঠিন। শুরুতে যদিও মনে হয় এতে খারাপের কি আছে কিন্তু যতদিনে খারাপ কি তা বুঝা যায় ততদিনে অনেক দেরি হয়ে যায়। আমরা আসক্ত হয়ে পড়ি, অভ্যাসে পরিণত হয়, অচেতন মনে একই কাজ বারবার করে যাই, কাল থেকে ভালো হয়ে যাবো বলে নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিয়ে যাই। পাঁচ মিনিটের জন্য সোস্যাল মিডিয়াতে আসার পর কখন যে পঞ্চাশ মিনিট পার হয়ে যায় বুঝাই যায় না। নিউজ ফিড স্ক্রল করতে করতে কখন যে সত্যিকার অর্থেই নিচে নেমে যাই বুঝতেই পারি না।
    কথা ছিল আমরা প্রযুক্তির ব্যবহার করবো কিন্তু প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করা শুরু করলো!
    কল্পিত কারাবাস বইটি এমনই এক সমস্যা নিয়ে লেখা যে সমস্যাতে কমবেশি আমরা সকলেই আক্রান্ত। সময় উপযোগী এই বইটিতে স্মার্টফোন এবং ইন্টারনেট প্রযুক্তির অপব্যবহার এবং ক্ষতিকর দিকগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। বাচ্চাদের মেধা নষ্ট হচ্ছে, মনোযোগে বিক্ষিপ্ততা চলে আসছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, মা বোনেরা ফিতনায় জড়িয়ে পড়ছে, লজ্জা হ্রাস পাচ্ছে, আরো কতো কি!
    প্রযুক্তির এ অপব্যবহার আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়কেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইলম অর্জনের পথকে সহজ করে দিলেও আমলের সময়টুকু কেড়ে নিচ্ছে। দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে আসলেও অনেক সময় দেখা যায়, আল্লাহর সাথেই দূরত্ব বেড়ে যায়, অন্তরের প্রশান্তি চলে যায়।
    এখন কীভাবে বুঝবো আমরা আসক্ত এবং আসক্তি থেকে বাঁচার উপায় বলে দেয়া হয়েছে এই বইটিতে।
    অনলাইনে দাওয়াত এবং অপ্রশান্ত অন্তর নিয়েও এই বইতে আলোচনা করা হয়েছে। সাথে আলোচনা করা হয়েছে স্মার্টফোন আর ইন্টারনেট থেকে দূরে গেলে তা আমাদের জীবনের কি কি কল্যাণ বয়ে আনবে তা নিয়ে। যেমন প্রশান্ত অন্তর, ইলম অর্জন এবং আমল করার সুযোগ, নিজ এলাকায় দাওয়াতি কাজ করার সুযোগসহ আরো অনেক নগদ প্রাপ্তি নিয়ে।
    1 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 4 out of 5

    বোরহান:

    অসাধারণ,অসাধারণ একটি বই৷ বইটি না পড়লে অনেক কিছুই জানতে পারতাম না৷
    3 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 4 out of 5

    burhanulaziz0201:

    অসাধারণ একটি বই ৷
    3 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    mdabdulhakim698:

    বইটা আমার জন্য হ্যাঁ, তোমার জন্যই তুমি তো হারিয়ে যাচ্ছ ইন্টারনেটের স্মার্টফোনের কল্পিত কারাবাসে।

    না আমরা ইন্টারনেট ছাড়া চলতে পারব না আসলে এর গুরুত্ব টা কতটুকু আর কিভাবে এটা ব্যবহার করতে পারি লেখক তার বইটিতে তার কোমল হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন।

    শুরুর দিকে:

    মোবাইল ফোনে ইন্টারনেট একটি কল্পিত কারাবাস স্বরূপ ঈমানদারেরাও পা পিছলে ফসকে পড়ে যাচ্ছে সেই অতল গহব্বরে। যদিও আমরা দেখতে পাচ্ছি না কারাবাস টাকে তবুও যেন আবদ্ধ করে রেখেছে আমাদের আসলেই কি আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ? যদিওবা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এর পর্যাপ্ত ব্যবহার করছি না মাত্রা অতিরিক্ত এগুলোই লেখক প্রশ্ন তুলেছেন এবং সুন্দরভাবে বর্ণনা করেছেন যারা স্মার্টফোন আর ইন্টারনেটের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছেন তাদের জন্য বইটি অ্যান্টিডোট স্বরূপ।

    ফিরে আসা:

    ভাই অনেক তো হল চলো এবার তাহলে নতুন করে কিছু শুরু করা যাক আমরা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের অপত্যাশিতভাবে কতই না খারাপ অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফেলি তখন আমাদের মনের ভেতর অনুতপ্ত তা আসে ।কিন্তু আমরা সেটা যদি আগে থেকেই সাবধান থাকতাম তাহলে কিন্তু এটা আর হতো না । একজন লেখক তার লেখনীর মাধ্যমে ফিরে আসার পথ দেখাতে পারে কিন্তু ফিরে তোমাকেই আসতে হবে। চলো আজ থাকে তবে সেই পথ চলায় অবিরাম আমরা চলতে থাকি ইনশাল্লাহ সফল আমরা একদিন হবো । দেখবে সফলতা তে কি আনন্দ লুকিয়ে আছে ।

    5 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    Redwan Nabil:

    বই: কল্পিত কারাবাস,
    লেখক : মুহাম্মাদ হোসাইন,

    ★প্রারম্ভিকাঃ
    বর্তমান সময়ে আমাদের মধ্যে যেসকল মহামারী ছড়িয়ে পড়েছে তার মধ্যে অন্যতম হল স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যাবহার। সময়ে অসময়ে যখন ইচ্ছা আমরা ফেইসবুকে ইন্টারনেটে ঢুঁ মারছি। ফল হিসেবে আমরা যতটুকু লাভবান হচ্ছি তার চেয়ে ক্ষতিই হচ্ছে বেশি! !…
    স্মাটফোন-ইন্টারনেটের মাধ্যমে আমাদের চরিত্র কলুষিত হচ্ছে। উঠে যাচ্ছে হায়া(লজ্জা), পর্দানশীল নারীরা হচ্ছে দুশ্চরিত্র! বাড়ছে ধর্ষণ, পাপাচার! কেউই যেন রেহাই পাচ্ছে না এই এ থেকে!? শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই ডুবে যাচ্ছে স্মাটফোনের নিকষ কালো অন্ধকারে!?

    এর সমাধান কি নেই? হ্যা আছ। এবং তা খুবই জরুরি। চলুন সমাধান কোথায় পাব তা জেনে আসি।

    ★সমাধানঃ
    এই সমস্যার সমাধান হিসেবে আমরা পড়তে পারি কল্পিত কারাবাস বইটি। বইটিতে স্মার্টফোন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহারের অপকারিতা, স্মার্টফোন-ইন্টারনেট থেকে দূরে থাকার উপায় এবং এর উপকারিতা আলোচনা করেছেন। বইটির কলেবর ছোট হলেও বিষয়গুলো সংক্ষেপে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

    ★কাদের জন্যঃ
    বইটি মূলত ইন্টারনেট-স্মাটফোনের জালে আটকে পড়া ভাইদের জন্য। বইটিতে ভাইয়েরা একটা দিকনির্দেশনা পাবেন ইনশাআল্লাহ। যে বা যারা এই দিকনির্দেশনা ফলো করে চলবে আশা করা যায় তার এই জাল থেকে বেরিয়ে আসতে পারবে।

    ★কিছু সংশয় ও তার জবাবঃ
    কিছু ভাই বইটি পড়ে মন্তব্য করেছেন বইটিতে তো শুধু কিছু টিপস দেয়া আছে। এতে তেমন কোন উপকার পাওয়া যাবে বলে মনে হয় না। আবার কেউ বইটি পড়ে খুব মোটিভেট হয়েছে কিন্তু কয়দিন যেতে না যেতেই সব শেষ!

    ১ম সংশয়ের জবাবঃ
    মানুষের পরিবর্তনের জন্য টিপসই যথেষ্ট। কাজ তো নিজের করতে হবে। কেউ হাত ধরে করিয়ে দিবে না। টিপস অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। নিজের ভিতর আত্নবিশ্বাসের অভাব হলে কারো বাতলে দেয়া টিপস বা পদ্ধতিতে কোন কাজ হয় না।
    ২য় সংশয়ের জবাবঃ
    বইটা পড়ার সময় মনে হবে অনেক কিছু করতে পাবর, একেবারে পুরো দুনিয়া উদ্ধার করে ফেলব ইত্যাদি। কিন্তু কদিন যেতে না যেতেই আগের মত অবস্থা হয়ে যায়!
    এটা মূলত নিজের দুর্বলতা। নফসের কাছে হেরে যাওয়া। এই সমস্যা সবার ক্ষেত্রেই হয়। এ থেকে উত্তরণের জন্য ঈমানের পারদকে আরও উঁচুতে নেয়া ছাড়া অন্য কোন উপায় নেই। শয়তানের ধোঁকা থেকে বাচতে এটাই অন্যতম উপায়।।

    ★শেষ কথাঃ
    পরিশেষে বলতে হয় নিজেকে ও পরিবারকে এই জাল থেকে বাঁচাতে হলে বইটি পড়ে সে অনুযায়ী মেনে চললে ইনশা আল্লাহ এই মহামারী থেকে বাঁচতে পারব। দিনশেষে নিজের মনোবল এবং আল্লাহর সাহায্যই হল সাফল্যের মূলমন্ত্র। আল্লাহই তৌফিক দাতা।

    প্রকাশনী : শব্দতরু,
    বিষয় : অন্ধকার থেকে আলোতে,
    পৃষ্ঠা সংখ্যা: ৮০,
    ধরণ: পেপারব্যাক,
    প্রচ্ছদ মূল্য: ৮০ টাকা (পেপারব্যাক)।

    4 out of 5 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No