মেন্যু
kitabul fitan 1

কিতাবুল ফিতান (১ম খণ্ড)

প্রকাশনী : পথিক প্রকাশন
অনুবাদক : মুফতি মাহদী খান
সম্পাদক : শাইখ আহমাদ রিফআত, শাইখ মানজুরুল কারীম
পৃষ্ঠা : 384, কভার : হার্ড কভার
ভাষা : আরবী, বাংলা
বর্তমান যুগটি ফিতনার। যেন অন্ধকার রাতের মত একেকটা ফিতনা আমাদের গ্রাস করে নিচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে ফিতনার আনাগোনা। কেউ... আরো পড়ুন
পরিমাণ

320  640 (50% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

5 রিভিউ এবং রেটিং - কিতাবুল ফিতান (১ম খণ্ড)

5.0
Based on 5 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    রিয়াদ হাসান:

    আমরা অনেক সময় বলি, বর্তমান যুগটি ফিতনার যুগ। কথাটা অবাস্তব নয়। ফিতনা যদিও সব যুগেই ছিল, কিন্তু নবী-যুগ থেকে দূরত্ব যত বাড়ছে ফিতনার অন্ধকারও তত বাড়ছে। তাছাড়া বর্তমান যুগের ফিতনাসমূহের মুখোমুখী তারাই হচ্ছে, যারা এ যুগের মানুষ। তাই স্বভাবতই সমকালীন ফিতনাসমূহই আমাদের মন-মস্তিষ্কে বেশি রেখাপাত করছে। ফিতনা কম হোক বা বেশি, সব যুগেই তা ছিল। কিয়ামতের আগে আরো যে কত ভয়াবহ ফিতনা প্রকাশিত হবে- তা হাদীস শরীফের মনোযোগী পাঠকের নিশ্চয়ই অজানা নয়। কাজেই ফিতনা ও তার বিস্তারে সন্ত্রস্ত না হয়ে প্রতিটি ফিতনাকে সঠিকভাবে চিহ্নিত করতে পারা এবং তা থেকে বাঁচার সঠিক পথটি বুঝে নিতে পারাই হচ্ছে প্রথম কাজ।
    আমাদের মধ্যে অনেকেই মনে করে ফিতনা হচ্ছে শুধু কিয়ামতের আগে সিরিয়া থেকে আগুন বের হওয়া কিংবা দাজ্জাল বের হওয়া ইত্যাদি।কিন্তু এর বাহিরে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, টিভি, মোবাইল ফেসবুক, মেসেঞ্জার কে আমরা ফিতনা মনে করি না।যার কারন আমরা ফিতনার মূল অর্থই জানিনা।

    “হযরত আবদুল্লাহ বিন মাস’উদ রাঃ থেকে বর্ণিত—- তিনি বলেন, নিঃসন্দেহে ফিতনা খুবই সাজ-সজ্জা ও আনন্দিত অবস্থায় আত্নপ্রকাশ করবে, তবে সেটা ধ্বংসযজ্ঞ চালিয়ে ফেরত যাবে”।

    এই ফিতনা-গ্রস্থতা থেকে মুক্তির জন্য দ্বীনী ইলমের পঠন-পাঠনে নিয়োজিত ব্যক্তিবর্গের যেমন কিছু করণীয় আছে তেমনি আছে সাধারণ মুসলিম, যারা আলিমদের নিকট থেকে দ্বীনী শিক্ষা গ্রহণ করছেন তাদেরও। সাধারণ মুসলিম জনগণের কর্তব্য হচ্ছে, অহং ও শৈথিল্য উভয় প্রকারের মনোভাব ত্যাগ করে সঠিক দ্বীনী ইলমের অন্বেষণ ও অনুসরণে কৃতসংকল্প হওয়া এবং দ্বীনী ইলমে পারদর্শী মুত্তাকী ব্যক্তিত্বের সন্ধানে প্রবৃত্ত হওয়া। হক্কানী উলামায়ে কেরামের সাহচর্যের মাধ্যমে কুরআন-সুন্নাহর সঠিক ইলম অর্জন করে সে অনুযায়ী জীবন ও কর্মকে সজ্জিত করার চেষ্টা করা।এই কারনে ইমাম নুআইম ইবনু হাম্মাদ এর রচিত এই কিতাবুল ফিতান-টি বর্তমানে ফিতনা সম্পর্কে জানতে অনেক সহায়ক হবে বলে আমার মনে হয়।

    কিতাবুল ফিতানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই কিতাবে ফিতনা সম্পর্কিত হাদিস উল্লেখের সাথে সাথে বর্তমান সময়ের ফিতনা কি কি তাও [নোট] দিয়ে উল্লেখ করা হয়েছে।আমি মনে করি যারা জানতে চায় ফিতনা সম্পর্কে, তাদের জন্য এই বইটির বিকল্প ২য় কোন বই নেই।

    পরিশেষে বর্তমান ফিতনার যুগে ইসলামের সঠিক শিক্ষার উপরে থাকতে হলে এবং ইসলামের সঠিক শিক্ষা সর্বস্তরের জনগণের সামনে স্পষ্ট ও বাধাহীনভাবে উপস্থাপন করতে হলে ইলমী-আমলী উভয় ক্ষেত্রে অগ্রসরতা ও অবিচলতার কোনো বিকল্প নেই। এককথায় দাঈ-মাদউ উভয় শ্রেণির মাঝে ইলম ও তাকওয়ার ব্যাপক চর্চাই হচ্ছে ফিতনার যুগে ফিতনা থেকে বেঁচে থাকার প্রধান উপায়।

    24 out of 25 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    Redwan Nabil:

    রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর থেকেই ফিতনার আনাগোনা শুরু হয়। মানুষ দলে দলে মুরতাদ হয় এবং যাকাত অস্বীকার করতে শুরু করে।কিন্তু আবু বকর রাদিআল্লাহু আনহুর কঠোর পদক্ষেপে এই ফিতনা থেকে মুসলিম জাতি রেহাই পায়। কিন্তু তাতে ফিতনা সম্পূর্ণ নির্মূল হয়ে যায়নি। যু্গে যুগে এমন অনেক ফিতনার আবির্ভাব হয়েছে। ভবিষ্যতেও এই ফিতনার আবির্ভাব হতে থাকবে। বিশেষ করে বর্তমানে আমরা এমন এক জাহেলি যুগে বাস করছি যার রন্ধ্রে রন্ধ্রে জাড়িয়ে আছে ফিতনা। কিছু ফিতনা অর্ন্তদৃষ্টি দিয়ে উপলব্ধি করা যায় আবার কিছু ফিতনা উপলব্ধি করার মত ক্ষমতাও আমরা হরিয়ে ফেলেছি।

    #ফিতনা_সম্পর্কে_জানা_কেন_প্রয়োজন?
    ফিতনা সম্পর্কে না জানলে ফিতনা থেকে আত্নরক্ষার কোন উপায় নেই।
    এই সম্পর্কে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

    ফিতনা গরুর ললাটের ন্যায়। তাতে বহু মানুষ ধ্বংস হবে। তবে যারা পূর্ব থেকেই এ সম্পর্কে অবগত থাকবে, তারা ধ্বংস হবে না। (কিতাবুল ফিতান ১ম খন্ড, হাদিস নং- ০৫)

    অর্থাৎ যাদের ফিতনা সম্পর্কে আগে থেকে জানা থাকবে না তারা এতে আক্রান্ত হয়ে পরবে। এর জন্য আমাদের বর্তমান যুগে ফিতনা সম্পর্কে জানা জরুরি, কেননা আমরা যেকোনো সময় ফিতনায় পতিত হতে পারি। এমনকি ফিতনার মোকাবিলা করলেও ফিতনায় পতিত হওয়ার আশংকা আছে।

    #ফিতনা_সম্পর্কে_জানার_উপায়_কী?
    ফিতনা থেকে নিজেকে এবং মুসলিম উম্মাহকে আত্মরক্ষার জন্য মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো জানা খুবই প্রয়োজন।তার জন্য কিতাবুল ফিতান বইটি উপযোগী। বইটির হাদিসগুলো ভালো করে লক্ষ করলেই বোঝা যাবে আমরা ফিতনার যুগে বসবাস করসি। তাই এই সম্পর্কে জ্ঞান অর্জন না করলে ফিতনায় আক্রান্ত হওয়ার আশংকাই বেশি।

    #বইটির_সুবিধা_সমূহঃ
    বর্তমান এবং ভবিষ্যৎ যুগের ফিতনা সম্পর্কে জানার জন্য ইমাম নুআইম ইবনু হাম্মাদ রাহিমাহুল্লাহর কিতাবুল ফিতান বইটির জুড়ি নেই। বইটিতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সংগঠিত ফিতনার সকল হদিস সমূহ একত্রিত করা হয়েছে। এতে করে সাধারণ পাঠকের জন্য ফিতনা সম্পর্কিত জ্ঞান অর্জন করা সহজ হবে। বইটি মূলত হাদিসের রেফারেন্স বুক। বইটি বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য সহজ ভাষায় অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হয়েছে। বইটিতে জাল, দুর্বল হাদিস থাকায় সাধারণ পাঠকের বুঝতে অসুবিধা হবে এই চিন্তা মাথায় রেখে হাদিগুলো তাহকিক (বিশ্লেষণ) করে মোট তিন খন্ডে বের করা হয়েছে। সর্বোপরি বইটি বর্তমান যাুগের উপযোগী করে সাজানো হয়েছে।

    #বইটির_বৈশিষ্ট্যসমূহঃ
    কিতাবুল ফিতান বইটি মূলত শেষ জমানা বা আখেরি যামানায় সংগঠিত ফিতনা সম্পর্কিত হাদিস নিয়ে লেখা,
    ফিতনার আবির্ভাব কখন হবে এবং এর আলামত সম্পর্কিত হাদিস,
    ফিতনা থেকে আত্মরক্ষার উপায় সম্পর্কিত হাদিস,
    ফিতনার আকার, এলাকা সম্পর্কিত হাদিস ইত্যাদির বর্ণনা।

    19 out of 21 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    রাইয়্যান রনি:

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরা। অনেক ভালো একটি বই, আশা করি ২য় খন্ডটি তাড়াতাড়ি প্রকাশ করবেন ইনশা-আল্লা।
    13 out of 15 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    mazhar266:

    বর্তমানে সকলকেই বইটা পড়া দরকার। বইটা কোন নতুন বই না বরং পুরাতন বই এর বাংলা সংস্করন। সকল মুসলিমদের প্রতি অনুরোধ থাকবে বইটি পড়ার জন্য।
    32 out of 37 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    Ibnu Rafiq:

    অনূদিত_বইটির_বিশেষ_বৈশিষ্ট্যঃ

    ? বইয়ের শুরুতে হাদীস শাস্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। যা একজন প্রাথমিক সত্যানুসন্ধানী পাঠকের আত্মার খোরাক হবে।
    ? হাদীস শাস্ত্রের উৎপত্তি, ক্রমবিকাশ, হাদীস শাস্ত্রের পরিভাষার ব্যাখ্যা প্রভৃতি বিষয়গুলোর সাবলীল খোলাসা উল্লেখ করা হয়েছে।
    ? নুআইম বিন হাম্মাদের উপর আরোপিত অভিযোগের বাস্তবতা ও তার জবাব চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে।
    ? প্রতিটি হাদীসের মান, ক্ষেত্র বিশেষে রাবীদের পর্যালোচনা উল্লেখ করা হয়েছে।
    ? অস্পষ্ট অর্থ ও ইঙ্গিতবহ বর্ণনার সাথে যথাযথ ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে।

    ফিতনা সম্পর্কে রাসূল সা. এর ভবিষ্যতবাণী জানতে ও ফিতনার যুগে করণীয় সম্পর্কে জানতে নুআইম বিন হাম্মাদ রচিত কিতাবুল ফিতান বইটি হতে পারে সত্যের পথিকদের পথের দিশারী। যারা ফিতনা সম্পর্কে জানতে চান ও সতর্ক হতে চান, তাদের জন্য বইটি হবে অনন্য। আল্লাহ উক্ত বই ও বই সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন। আমীন।

    লিখেছেন : শুয়াইব আহমাদ ভাই।

    20 out of 23 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No