কী পড়বেন কীভাবে পড়বেন
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
প্রকাশনী : হুদহুদ প্রকাশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা
আমরা যারা বই পড়ি তারা পাঠপদ্ধতি সম্পর্কে সম্যক অবগত থাকি না। ফলে আমাদের বইপাঠ যতোটা ফলপ্রসূ হতে পারতো তা হয় না। তাছাড়া একটা বই কেনার সময় অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়, বই নির্বাচনে সচেষ্ট হতে হয়, বই পাঠের সময় কিছু কাজ করতে হয়, বইয়ের যত্ন নেওয়া জানতে হয়। এসব নিয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইতে।
আবার যারা বই পড়তে চাইলেও পারেন না, আগ্রহ হারিয়ে ফেলেন বা বিরক্তি ভাব এসে যায় তাদের জন্যও এতে আছে সুন্দর সব পরামর্শ। এতে কারণগুলো চিহ্নিত করে তারপর প্রতিকার বাতলে দেওয়া হয়েছে। আবার অনেকে আছে যাদের পড়ার গতি খুব ধীর। তারা কীভাবে পড়ার গতি বাড়াবেন, আর কারো পড়ার গতি ধীর কাতারে পড়ে কিনা সেটা কীভাবে নির্ণয় করবেন সেসব কৌশলও তুলে ধরা হয়েছে এতে।
আমরা যারা বই পড়ি তারা পাঠপদ্ধতি সম্পর্কে সম্যক অবগত থাকি না। ফলে আমাদের বইপাঠ যতোটা ফলপ্রসূ হতে পারতো তা হয় না। তাছাড়া একটা বই কেনার সময় অনেকগুলো বিষয় খেয়াল করতে... আরো পড়ুন
-
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳314 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
save offসাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন334 ৳250 ৳অনুবাদ: সিফাত-ঈ-মুহাম্মদ সম্পাদনা: ডা. শামসুল আরেফীন পৃষ্ঠা সংখ্যা: ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
hotহিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : নাশাত220 ৳154 ৳সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন পৃষ্ঠাসংখ্যা : ১৬০ বাঁধাই ...
-
save offশয়তান যেভাবে ধোঁকা দেয় (তালবিসে ইবলিস)
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : দারুল আরকাম700 ৳350 ৳ভাষান্তর : মুফতি আবু সাআদ পৃষ্ঠা : ৪৮০ দ্বিতীয় ...
-
hotজিন ও শয়তানের জগৎ
লেখক : ড. উমার সুলায়মান আল আশকারপ্রকাশনী : সীরাত পাবলিকেশন280 ৳210 ৳জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের ...
-
hotতিনিই আমার রব (২য় খণ্ড)
লেখক : শাইখ ড. রাতিব আন-নাবুলুসিপ্রকাশনী : সমকালীন প্রকাশন260 ৳182 ৳সম্পাদনা : উস্তায আবুল হাসানাত কাসিম, ...
-
halimabdullah019 – :
.
বই-পরিচিতি:
বইয়ের শুরুতে বিভিন্ন ক্যাটাগরির বই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। অতিমাত্রায় অনলাইননির্ভর বর্তমান প্রজন্ম বই পড়তে চায় না। লেখক তাদের আগ্রহ কমে যাওয়ার কারণ খুঁজেছেন এবং এই অনীহার প্রতিকার কীভাবে করতে হবে, সে সম্পর্কেও আলোচনা করেছেন। সঠিকভাবে বই পড়তে শুরু করার পদ্ধতি তুলে ধরেছেন তিনি। এই আলোচনাটিই বইয়ের মূল অংশ। অসাধারণ লিখেছেন এই টপিকে। এতে দ্বীনি কিতাবাদি অধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বের ক্রম অনুসরণ করা ও অগ্রাধিকার সেট করার প্রতি ফোকাস করেছেন। বিভিন্ন শাস্ত্রের উপর প্রাথমিক লেভেলের বইগুলো পড়তে সাজেস্ট করেছেন। এছাড়া সেল্ফ-স্টাডির মাধ্যমে নিজের ‘ইলমকে সমৃদ্ধ করার জন্য আকিদা, তাফসির, উলূমুল হাদিস, ফিকহ্, সিরাত, অভিধান, আত্মশুদ্ধি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কিতাবের নাম উল্লেখ করেছেন। তিনি বই সংগ্রহ ও ক্রয়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি ব্যক্তিগত পাঠাগার তৈরি ও এর ব্যবস্থাপনা নিয়ে সুন্দর আলোচনা করেছেন।
.
বইটি কেন সংগ্রহ করবেন?
১। বইটি পড়ার মাধ্যমে অধ্যয়নের ব্যাপারে নতুন করে ভাবনার খোরাক পাবেন।
২। অধ্যয়নকেন্দ্রিক যত ধরনের সমস্যা আপনি ফেইস করছেন, তার প্রায় সবগুলোর সমাধান পাবেন।
৩। পড়ার ব্যাপারে সালাফদের দৃষ্টিভঙ্গি, তাঁদের জ্ঞানসাধনা, অধ্যবসায়, তাঁদের পড়ার পদ্ধতি ও দিক নির্দেশনা জানতে পারবেন।
৪। অসংখ্য বইয়ের ভীড়ে কোন্ বইগুলো পড়ার ক্ষেত্রে প্রাধান্য দিবেন এবং কোন্ ধরনের বইয়ের ব্যাপারে সতর্ক থাকবেন, সে ব্যাপারে সুন্দর পরামর্শ পাবেন।
৫। পড়ার ক্ষেত্রে অনীহা এবং অমনোযোগ দূর করার জন্য অনেকগুলো ফলপ্রসু উপায় খুঁজে পাবেন ইনশাআল্লাহ্।
.
বইটির শ্রেষ্ঠ দিক:
শুধু সমস্যাগুলো বলেই লেখক থেমে যাননি, সমস্যার পেছনের কারণ এবং এর সমাধান তুলে ধরেছেন।
.
বইটির নেতিবাচক কিছু দিক:
১। বইটির ভেতরের অতিরিক্ত কালারিং এবং পৃষ্ঠায় পৃষ্ঠায় ছবি বেশ বিরক্তি আনে। যেন বাচ্চাদের জন্য বইটি প্রস্তুত করা হয়েছে।
২। বইটিকে টেনে টেনে বড় করার একটি প্রবণতা লক্ষ করা গেছে, যা কাম্য নয়।
৩। অনেক ভুল বানান পরিলক্ষিত হয়েছে। সম্ভবত কোনো সম্পাদনা হয়নি। সর্বশেষ সংস্করণে সংশোধন এসেছে কীনা জানা নেই।
.
তবে, সম্মানিত অনুবাদক আবদুল্লাহ্ আল মাস‘ঊদ ভাই অনুবাদে সুপরিচিত। তিনি অনুবাদ খুব ভালো করেছেন। বেশ গুছিয়ে, পয়েন্ট আকারে বইটি সাজানো হয়েছে। কাগজের মান খুব ভালো। প্রচ্ছদও বেশ। গুরুত্বের বিচারে এমন একটি বই প্রত্যেক পাঠকের সংগ্রহে থাকা উচিত।
nishumoshiur – :
মূল লেখক শায়খ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ বর্তমান আরব বিশ্বের একজন জনপ্রিয় দাঈ আলেম। দাওয়াতের ময়দানে তিনি বেশ তৎপর। নানান বিষয়ের উপর বক্তব্য প্রদান করে থাকেন। বইটা লেখকের রচিত ‘কাইফা তাকরাউ কিতাবান’ বিখ্যাত গন্থের অনুবাদ।
বইটির অনুবাদক আব্দুল্লাহ আল মাসউদ সাহেবও ইতোপূর্বে বেশ কিছু গ্রন্থ অনুবাদ করে পাঠক সমাজে বেশ পরিচিতি লাভ করেছেন।
শুরুতেই লেখক বই পড়ার গুরুত্ব আলোকপাত করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহ. কে বলা হলো, “হে আবু আব্দুর রহমান! কেন তুমি তোমার বন্ধুদের সাথে বের হয়ে তাদের সঙ্গে বসো না?” তিনি বললেন, “আমি যখন ঘরে থাকি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথীদের সঙ্গেই থাকি।” অর্থাৎ তাদের বই-পুস্তক পড়ি।
এভাবে বেশ কিছু ইলম সাধকদের ঘটনা তুলে ধরা হয়েছে, যাতে পাঠকদের মনে বই পড়ার গুরুত্বকে উৎসাহিত করে। এরপর বই-পুস্তকের বৈশিষ্ট্য হওয়া উচিত সেসব আলোচনা উঠে এসেছে।
এরপরের অধ্যায়ে বই পাঠের লাভ তুলে ধরা হয়েছে। কেউ বইকে শিক্ষক আবার অনেকে বইকে নির্ভেজাল সঙ্গী উল্লেখ করেছেন। এরপর যে গুরুত্বপূর্ণ অধ্যায় এসেছে, সেটি হলো “পড়ার প্রতি অনীহা” এর প্রতিকার। অনেকে বই কেনা পছন্দ করে কিন্তু বই পাঠে মনোযোগ আনতে পারে না। এখানে আগ্রহী হওয়ার কিছু কৌশল উল্লেখ করা হয়েছে। এরপর বইয়ের যত্ন নেয়া, বই সংগ্রহ ও ব্যক্তিগত পাঠাগার তৈরীর গুরুত্ব ও নির্দেশনা দেয়া হয়েছে।
সূচীপত্রের কিছু শিরোনাম দেয়া হলোঃ
*মুসলিম মনীষীদের কাছে বই পড়ার গুরুত্ব
*বই-পুস্তকের বৈশিষ্ট্য
*আমরা কেন বই পড়বো?
*কীভাবে আমাদের অধ্যয়ন শঙ্কামুক্ত হবে?
*বই পড়ার প্রতি অনীহার প্রতিকার
*বই ধার দেয়ার আদবসমূহ
বইটাতে পড়া সংক্রান্ত যাবতীয় সমস্যা যা সাধারণ পাঠক বা যারা এখনো সুস্থ পাঠক হয়ে ওঠে নি, তাদের উভয় শ্রেণীর জন্য সবচেয়ে কার্যকারী একটি পথ নির্দেশকিা হয়ে কাজ করবে আশা করি। তবে আরবি কিতাব পাঠকদের জন্য আলাদা কিছু নির্দিষ্ট নির্দেশনা দেয়া আছে। যা আরবি কিতাব পাঠকদের পাঠকালে সহায়ক হবে। বইটার অনুবাদ বেশ সাবলীল হয়েছে। তবে বই পৃষ্ঠাসজ্জায় অতিরিক্ত ছবি যুক্ত করা হয়েছে, যেটা হয়তো নিয়মিত পাঠকদের বিরক্তি আসতে পারে। বইটি পড়ে নিয়মিত পাঠকরা সুন্দর পাঠ নির্দেশনা, পুরাতনরা নতুন করে উৎসাহ ও যারা এখনো পাঠক হয়ে ওঠে নি, তারা অবশ্যই আগ্রহী হবে, ইন শা আল্লাহ।
mmamun0088 – :
JewelOsman – :