মেন্যু
kheyaghat

খেয়াঘাট

পৃষ্ঠা : 144, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022
ভাষা : বাংলা
ঝোড়ো হাওয়া আর উদ্দেশ্যহীন দোদুল্যমানতায় ডুবে থাকাকে কী আর জীবন বলে, বলুন? জীবন তো পাখির মতো। ডানা মেলে উড়ে বেড়াব আকাশ থেকে আকাশে, দিগন্ত থেকে দূর দিগন্তে। ক্লান্তি পেলে দু-দণ্ড... আরো পড়ুন
পরিমাণ

165  300 (45% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

6 রিভিউ এবং রেটিং - খেয়াঘাট

5.0
Based on 6 reviews
5 star
83%
4 star
16%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    মো: সাইমুম আনাম সাজিস:

    নানা প্রতিকূলতায় খেয়াঘাট উপন্যাসটি পড়া হচ্ছিলো না। অবশেষে গতকাল পড়ে শেষ করলাম। উপন্যাসটি পড়ার সময় কতবার যে অশ্রুসিক্ত হয়েছি তার হিসাব নেই। নাফি, মাহিন আর জামিলদের বন্ধুত্বের বন্ধন দেখে সত্যিই অবাক হয়েছি। দ্বীনের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা সব মিলিয়ে মনোমুগ্ধকর এক লিখনি। শেষের দিকের লেখাগুলো আমার হৃদয় ছুয়ে গেছে। সাহিত্যিক রস আহরণের জন্য প্রতিটি শব্দ মন দিয়ে পড়েছি।

    সর্বশেষে বলতে চাই, “খেয়াঘাট” আমার পড়া প্রথম ইসলামিক উপন্যাস। তরিঘরি করে লিখতে গিয়ে উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছিলাম না। খেয়াঘাটের লেখক ‘এনামুল হক ইবনে ইউসুফ’ ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি যিনি কিনা তার মুন্সিয়ানায় ফুটিয়ে তুলেছেন লেখাগুলো। মনে হচ্ছিলো আমি মিশে একাকার হয়ে গেছি কল্পনার সৈয়দপুরের আকাশ বাতাস মাটিতে। শেষের লাইনটা গভীর ভাবনার খোরাক জোগায়;
    ‘ কী হে পথিক, ঘাটের পয়সা সঙ্গে এনেছ তো? এতটা পথ বিনে পয়সায় কিন্তু পার হতে পারবে না বাপু!’

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    মো.মামুনুর রশিদ রাফাত:

    সেদিনকার নাফি আজ দ্বীনের দিক দিয়ে অনেকখানি পরিপূর্ণ। আগের নাফিকে ছাড়িয়ে এসেছে অনেক আগেই। যেই নাফি এমি-র কথা ভেবে একাকী কষ্ট পেতো সেই নাফি আজ দ্বীনের পথচলায় অনেক এগিয়ে। যার প্রতিফলন ঘটেছে রতন মামার দোকানে। আদবের সাথে ভুল ভাঙিয়ে দিয়ে হক্ব বুঝিয়ে দিলো, মুগ্ধ হলেন দোকানে থাকা এলাকার মানুষ।

    নাফির সেই বন্ধুগুলো যে আজও রয়েছে। পথচলতে গিয়ে যারা জুগিয়েছিলো অনুপ্রেরণা, সেই মাহিন আর জামিল যে এখনো রয়েছে। তবে এবার যে সকলে যৌবনে পা রেখেছে। তিন যুবক যেন দ্বীনের তিনজন ধারক বাহক। মাহিনের বোনের বিয়েতে সকলের একত্রিত হওয়া যেন তাদের ভালোবাসার মাত্রা আরো বাড়িয়ে দিলো। পরিবার পরিজনকে কতটা ভালোবাসা যায় তার সবটুকুই যেন ছিলো এ বিয়েতে।

    অনেকেই হয়ত একটু দ্বিধাদন্দে ভুগছেন আমি কিসের কথা বলছি। বলছিলাম ‘খেয়াঘাট’ উপন্যাসের কথা যেথায় বর্ণিত হয়েছে নাফির মত পঁচিশের কোঠায় পা রাখা যুবকের পথ চলা। শুধু কি পথচলা? না,বরং কিভাবে জীবনের পরতে পরতে একে অপরকে ভালোবেসে, অপর মুসলিমকে মুহাব্বাত করে জীবনযাপন করতে হয় তার সবটুকুই যে নাফি, মাহিন আর জামিলের চরিত্রে ফুটে উঠেছে।

    শুধু নাফি, মাহিন আর জামিল নয় বরং উম্মে আয়দাহও যে রেখেছে এতে বিরাট ভূমিকা। বোনের বিদায়ে ভাইয়ের ভালোবাসার কষ্ট, দূর সম্পর্কের বোন হয়েও নিজের আপন বোনের মত ভালোবাসা এ সবই যে ‘খেয়াঘাট’ এর তীরে এসে পাড়ি জমিয়েছে। প্রতিটা নাফির জীবনের দ্বীনের পথচলার বাস্তব চিত্র যেন ‘খেয়াঘাট’ এ এসে পাড়ি জমিয়েছে।জানেন এ ‘খেয়াঘাট’ এর তীরে ভীড় জমানো নৌকার মাঝি কে? হ্যা,মাঝি আমাদের সবার পরিচিত এনামুল হক ইবনে ইউসুফ ভাই, যার ‘খেয়াঘাট’ এর তীড়েই ভীড় জমায় শত শত নাফিদের নৌকা।

    যাত্রা শুরু হয়েছিলো ‘রিফ্লেকশন’ থেকে আজ তার পাড়ি জমলো ‘খেয়াঘাট’ এর কাছে। ‘খেয়াঘাট’ এর কাছে কি যাবেননা? একদিন না হয় ঘুরেই আসুন ‘খেয়াঘাট’ থেকে, দেখেই আসুন কিভাবে ভীড় করছে শত শত নাফিদের দ্বীনের পথচলা ||

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Mohammad Salman Shamser:

    খেয়াঘাট একটি ইসলামিক উপন্যাস । এটি লেখক এনামুল হক ইউসুফ ভাইয়ের রিফলেকশন বইয়ের ২য় কিস্তি যদিও, তবে কেউ রিফলেকশন বই না পড়েও যদি খেয়াঘাট বই পড়েন তাহলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ । খেয়াঘাট বইটা লেখক কয়েকটা পর্বে বিন্যস্ত করেছেন । প্রতিটি পর্বে আপনি ভিন্ন ভিন্ন জগতে নিজেকে উপলব্ধি করবেন । বইটা প্রধানত জেনারেল লাইনের ভাইদের নিয়ে লেখা । বইটা পড়ে আপনি কি কি জানতে পারবেন তা নিম্নে বলা হলো:-
    • জেনারেল লাইনে পড়া ৩ বন্ধুর কথা জানতে পারবেন ।
    • সমাজের মধ্য কুসংস্কার সৃষ্টিতে সমাজের বড় পদবীর লোকেরা কিভাবে ভূমিকা রাখে সেটা জানতে পারবেন ।
    • রবের জন্য ভালোবাসা কেমন হয় সেটা জানতে পারবেন ।
    • হালাল উপার্জনে কিভাবে বারাকাহ মিলে তা জানতে পারবেন ।
    • কারো প্রতি মহব্বত সৃষ্টিতে টাকার প্রয়োজন নেই কেন সেটা বুঝতে পারবেন ।
    • রবের জন্য পরস্পর ভালোবাসা সৃষ্টি হলে তার সম্পর্ক কেমন থাকে সেটা বুঝতে পারবেন ।
    • বিয়ের সুন্নাহ সম্পর্কে কিছুটা অবগত হতে পারবেন ।
    • দ্বীনে ফেরার পথে কিভাবে হেদায়েত এর উপর অটল থাকবেন সে সম্পর্কে জানতে পারবেন ৷
    • জেনারেল লাইনের ছাত্র হয়েও কিভাবে উম্মাহ’র নিকট দাওয়া প্রচার করা যায় সেটা জানতে পারবেন ।
    • দ্বীনে ফেরার পর, হারাম সম্পর্ক থেকে বাঁচতে বিয়ে করা গুরুত্বপূর্ণ কিনা সে সম্পর্কে জানতে পারবেন ।
    • আপনার ভবিষ্যৎ স্ত্রীর জন্য, আপনি নিজেকে কতটুকু যোগ্য করেছেন সেটা জানতে পারবেন ।
    • আপনার দাম্পত্য জীবন কিভাবে সুখের হতে পারে সেটা নিয়ে জানতে পারবেন ।
    • পরিশেষে, আপনি মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত অর্থাৎ মৃত্যুর কথা আপনার স্মরণ হবে ইনশাআল্লাহ ।

    অবশেষে আমি একটাই কথা বলবো, বইটা আপনি নিজে পড়লে যতটুকু আনন্দ পাবেন এবং বইয়ের বিষয়বস্তু বুঝতে পারবেন সেটা আমি অধমের এই লেখার দ্বারা বুঝতে পারবেন না । তাই আমি সবাইকে বলবো যারা এখনো বইটা পড়েন নাই বা কিনেন নাই তারা আর দেরি না করে তাড়াতাড়ি বইটা ক্রয় করে পড়ে ফেলুন এবং নিজেকে নাফিদের একজন হিসেবে গড়ে তুলতে পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হোন ।
     

    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    najmulsakibaiman:

    দ্বীনের পথে ফিরে আসা ভাইদের নিয়ে চমৎকার এই উপন্যাস। যখনই পড়ি তখন মনে হয় হারিয়ে গিয়েছি অন্য জগৎ এ।যে জগৎ এ আমি আর ফিতনা মুক্ত ভুবন। দিগন্ত থেকে দূর দিগন্তে। যেতে। যখনি পড়ি তখন মনে হয় এই উপন্যাস টি আমাকেই নিয়ে লেখা।
    2 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    তকী হাসান ওসমানী:

    আমার পড়া অন্যতম একটি বই ।সদ্য নতুন দ্বীনের পথে ফিরে আসা ভাইদের নিয়ে চমৎকার এই উপন্যাসের লিখনি যেনো আপনাকে বাস্তবে দ্বীনের পথে ফিরতে উৎসাহিত করবে। ্
    5 out of 5 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No