স্বতঃস্ফূর্ত ভাবনা ও সতেজ অভিব্যক্তিতে টইটম্বুর একটি চিত্তের জাগর উদ্ভাসন ‘জন্ম-মৃত্যুর সিগনেচার।’ সত্য যেখানে ধ্রুব। ন্যায় যেখানে অন্বিষ্ট। প্রেম যেখানে প্রপূর্ণ। বিশ্বাস যেখানে প্রোথিত। প্রশ্নশীল আত্মার শান্ত শামিয়ানাটি যেখানে মুক্ত উদ্বেল ও অবারিত এবং ঐকান্তিক অভিজ্ঞানে উন্মোচিত।
.
এই গ্রন্থের উচ্চারিত প্রতিটি ধ্বনি আপনাকে নিয়ে যাবে পুনর্বার স্বয়ং আপনার কাছেই। যে আপনি সত্যি ঘুমিয়ে আছেন অথবা জেগে থেকেও আরো বিস্ময়কর আলস্যের সুষুপ্তিতে খেইহীন দিগ্সন্ধানী অথচ স্বপ্নশীল উত্তাল উন্মাতাল; তাই এই বই আপনার জন্য একটি অভাবিতপূর্ব জীয়নকাঠি। প্রিয় পাঠক, আপনি জ্বলে উঠবেন এবং আপনাকে জ্বলে উঠতেই হবে এর মর্মবাণীর সৌম্যস্পর্শে।
.
এ বই আপনার মর্মলোকের শেকড়ে পানি সিঞ্চন করে। যার সুফল পেতে থাকবে জীবনভাবনার প্রতিটি ডাল-পালা। ফলে এ বইকে কোনো এক বিষয়ের গ্রন্থ হিসেবে চিহ্নিত করা যায় না। কারণ জন্ম-মৃত্যুর মাঝখানে আমাদের বোধ ও বুদ্ধি এবং হৃদয় ও মনকে সে আলোকিত করার প্রদীপ জ্বালায়। কেননা, এ বইয়ের প্রতিটি পঙক্তি একেকটি উজ্জ্বল প্রদীপ।
স্বতঃস্ফূর্ত ভাবনা ও সতেজ অভিব্যক্তিতে টইটম্বুর একটি চিত্তের জাগর উদ্ভাসন ‘জন্ম-মৃত্যুর সিগনেচার।’ সত্য যেখানে ধ্রুব। ন্যায় যেখানে অন্বিষ্ট। প্রেম যেখানে প্রপূর্ণ। বিশ্বাস যেখানে প্রোথিত। প্রশ্নশীল আত্মার শান্ত শামিয়ানাটি যেখানে মুক্ত...
আরো পড়ুন
মুজাহিদুর রহমান – :
অসাধারণ লেখনী🧡
লেখনী আর উপমার মাধ্যমে সমাজ বাস্তবতা কে তুলে ধরেছেন অত্যন্ত কৌশলের সাথে 🥰
মুহাম্মদ আনিসুর রহমান রাজু সরদার – :
আর ক্ষণস্থায়ী জীবনে মানব এই হৃদয়ের জন্ম দিতে হলে হৃদয়ের যে বিষয়গুলোর মাঝে বিবাহের মিলবন্ধনের প্রয়োজন সে বিষয়গুলোরই মিলবন্ধন রয়েছে “জন্ম মৃত্যুর সিগনেচার” বইটিতে।
বইটি আপনাকে দিবে আগাছা ছাটাই করা একটা ভারসাম্যপূর্ণ, প্রাণশক্তি ও প্রেমরসে সম্বলিত এক ব্যক্তি হৃদয়ের গঠনের স্বাদ, যেথায় কবি ও দার্শনিক মুসা আল হাফিয কোথাও আপনার হৃদয়ের আগাছাগুলো কেটে দিবে পরিমাপ মতো গঠন,কোথাও খরাপূর্ণ শক্ত মাঠে দিবে বৃষ্টির পানি, কোথাও নরম মাটিতে বুনে দিবে বিশ্বাস,বোধ-বুদ্ধি ও ভবিষ্যত সম্ভাবনার বীজ, কোথাও লোহা কে দিবে তরবারী হওয়ার মতো তীক্ষ্ণ স্বপ্ন, কোথাও দুচোখকে দিবে হাজার চোখে পৃথিবী দেখার চশমা।
আপনার জ্ঞান ও প্রাণশুন্য হৃদয়ে তৈরি করবে মধুর পিপাসা, যা আপনাকে সেই শীতল চাঁদের ন্যায় প্রাণ ও প্রেমশক্তিতে ভরপুর এক হৃদয়ের অধিকারী হওয়ার জন্য ব্যকুল করে তুলবে। আর আপনি সেই সন্ধ্যান করতে গিয়ে প্রতিনিয়ত নব হৃদয়ের জন্মের স্বাদ উপভোগ করবেন এবং তখন আপনার হৃদয়ের সেই ছুটে চলা গতি পৃথিবীকে সাক্ষ্য দেবে যে আপনি বেচে আছেন। কারণ জীবিতরাই চলা ফেরা করতে পারে।❤️আর এভাবে আপনি পৃথিবীর পাতায় দিবেন আপনার জন্ম-মৃত্যুর মধ্যে বেচে থাকার সিগনেচার।
ভেবেছিলাম শায়েখ কাগজে লেখা একটি বই উপহার দিয়েছেন, কিন্তু পরে দেখলাম না তিনি এক প্রাণশক্তি ও প্রেমরসে ভরপুর এক হৃদয় উপহার দিলেন, যার উত্তম পরিচর্যা ইন শা আল্লাহ সামনে ভালো সময় বয়ে আনবে। গুণিরা হয়তো এইজন্যই জাতির প্রাণশক্তি।
শুধু এই বইটিই নয় তার লেখা “নক্ষত্রচূর্ণ”, “বিষ গোলাপের বন”,হৃদয়াস্ত্র একই রকম কিংবা তার চেয়েও বেশি প্রশংসা ও প্রয়োজনীয়তার দাবিদার।❤️
“আমি যদি পারতাম আমার জাতির পুরো যুবসমাজকে বইগুলো পড়াতাম,কারন তারা প্রত্যেকেই একই পানির তৃষ্ণায় তৃষ্ণার্ত।তাদের খরা পূর্ণ হৃদয়ের জন্য বই চারটি বৃষ্টির পানির ন্যায় হতো”.।
আব্দুর রহমান – :