জবানের হেফাজত
প্রকাশনী : মাকতাবাতুন নূর
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদ: মাওলানা আহমাদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা সংখ্যা : ১৬৮ (হার্ড কভার)
ইবরাহীম ইবনে আদহাম রহ. থেকে বর্ণিত আছে, একবার তিনি একটি ওলীমার অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে যান। সেখানে লোকেরা একজনকে নিয়ে কথা বলছিল, যিনি তখনো সেখানে উপস্থিত হননি।
কিছু লোক বলল, ‘আরে সে তো স্থূল প্রকৃতির।’
এ কথা শুনে ইবরাহীম ইবনে আদহাম রহ. বললেন, ‘আমি নিজের প্রতি এই অন্যায় করেছি যে, এমন জায়গায় উপস্থিত হয়েছি, যেখানে অন্যের গীবত হচ্ছে।’
এ কথা বলে তিনি সেখান থেকে না খেয়েই বেরিয়ে গেলেন এবং পরবর্তী তিন দিন পর্যন্ত কিছু খাননি।
জবানের হেফাজত, [আল-আযকারের নির্বাচিত অংশ]
ইমাম মুহিউদ্দীন আন-নববী রহ.
জবান হেফাজতের গুরুত্ব, পদ্ধতি নিয়ে মণিমুক্তোয় পরিপূর্ণ এই বইটি
অনুবাদ: মাওলানা আহমাদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা সংখ্যা : ১৬৮ (হার্ড কভার)
ইবরাহীম ইবনে আদহাম রহ. থেকে বর্ণিত আছে, একবার তিনি একটি ওলীমার অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে যান। সেখানে লোকেরা একজনকে নিয়ে কথা বলছিল,... আরো পড়ুন
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳112 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳231 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳160 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳114 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳285 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳155 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳143 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
hotতিনিই আমার রব
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন290 ৳203 ৳প্রকাশকের কথা: বইটির রচয়িতা শায়খ আলী জাবের ...
-
Mst Halima Akter – :
আমাদের একটি ভুল ধারণা আছে জবান নিয়ে। আমরা মনে করি , ‘জবান’ শব্দটি শুধু আমাদের ঠোঁট ও জিহ্বার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। জবান বলতে আসলে ‘ প্রকাশ করার মাধ্যম ‘ বা way of expression কে বোঝানো হয়েছে। মনের এবং মুখের উভয়ের জবান রয়েছে। কুরআন ও হাদীস বলে, মানুষের সবচে’ বেশি ক্ষতিকর অঙ্গসমূহ হলো জিহ্বা ও লজ্জাস্থান। এই দুটি অঙ্গই মানুষকে সবচে’ দ্রুত ও অধিক হারে পাপে লিপ্ত করে। আর এই দুটি অঙ্গকে হেফাজত করতে পারলেই বিশ্বাসীদের জন্য জান্নাতের পথ সুগম হয়ে যায়। রাসূলুল্লাহ সা. বলেছেন –
” যে ব্যক্তি আমার জন্য দুই চোয়াল আর দুই রানের মধ্যবর্তী বস্তুর ( জিহ্বা ও লজ্জাস্থান হেফাজতের ) দায়িত্ব নেবে , আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব।”
আমি মনে করি বইটি পড়া সকলের জন্যই জরুরি। যারা জবানের সদ্ব্যবহারের প্রতি সচেতন তাদেরকে বইটি আরও অনুপ্রাণিত করবে। আর যারা জবানের অপব্যবহার করেন ইনশাল্লাহ এই বই তাদের মধ্যে চিন্তার উদয় করবে। আল্লাহ চাইলে এই বই ই তাদের জন্য নিজেদেরকে সংশোধনের প্রথম ধাপ হতে পারে।
‘ জবানের হেফাজত ‘ – এক কথায় খুবই উপকারী একটি বই । বইটি পড়ে বেশ ভালো লেগেছে।জবান দিয়ে আমরা কত ধরনের ফেতনায় জড়াতে পারি , সেসবের শাস্তি এবং সেসব থেকে নিজের জবানকে হেফাজতের উপায় ইত্যাদি নিয়ে এত সবিস্তারে এবং খুঁটিনাটি আলোচনা করা হয়েছে । বইটিতে প্রতিটি বিষয় সতন্ত্র শিরোনামের অধীনে পৃথকভাবে আলোচনা করা হয়েছে।
SUMMA JAHAN – :
বই:জবানের হেফাজত
লেখক : ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (র)
প্রকাশনী : মাকতাবাতুন নূর
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদ: মাওলানা আহমাদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা সংখ্যা : ১৬৮
মূল্য:৩০০ টাকা-৪২% ছাড়=১৭৪ টাকা
*** বইটির ধারণা***
__________________
আল্লাহ তা’য়ালার নেয়ামত রাজির মধ্যে জবান অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। সঠিক কাজে য
জবান ব্যবহার করা, অন্যায়, অসত্য ও হারাম থেকে জবানকে বিরত রাখা আল্লাহ তা’য়ালার দিদার লাভের সহজ ঊপায়।এক কথায় জবানের হেফাজত করা মুমিন জীবনে অতিব গুরুত্বপূর্ণ বিষয়।
পবিত্র কুর‘আনে মহান আল্লাহ তা’য়ালা খাটি মুমিনগণের সাতটি গুনের কথা উল্লেখ করেছেন। তন্মধ্যে দ্বিতীয় গুণ হচ্ছে -“যারা অনর্থক কথা বার্তায় নির্লিপ্ত ।” আল্লাহ তা‘য়ালা ইরশাদ করেন-“ হে মূমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। তাহলে আল্লাহ তোমাদের কার্যক্রম সমূহ সংশোধন করবেন এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন।
ইসলামের দৃষ্টিতে জবানের হেফাজত:-
________________________________
∆ ১.কথা বলায় সাবধানতা:
হযরত বিলাল বিন হারিস (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ
(সা:) বলেছেন –-মানুষ আল্লাহর সন্তুষ্টির এমনও কথা বলে যার কল্যাণের কথা সে ধারনাই করতে পারেনা অথচ তার দরুন কিয়ামত অবধি তার সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন । আবার মানুষ আল্লাহর অসুন্তুষ্টির এমনও কথা বলে যার অকল্যাণের কথা সে ধারনাই করতে পারেনা অথচ তার দরুন কিয়ামত অবধি তার অসন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন (তিরমিযি,মুয়াত্তা মালেক)।
রাসূলুল্লাহ(সা:)বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন ভাল কথা বলে অথবা চুপ থাকে।
রাসূলুল্লাহ (সা:) আরও বলেন:” কোন বান্দা ভাল-মন্দ বিচার না করে এমন কোন কথা বলে ফেলে, যার কারণে সে পদস্খলিত হয়ে জাহান্নামের এতদূর গভীরে চলে যায় , যা পূর্ব ও পশ্চিম প্রান্তের দূরত্বের সমান”
২. মিষ্টভাষী হওয়া।
৩. নাজাতের পথ বাকসংযম
হযরত উকবা ইব্ন আমের (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! নাজাত পাওয়ার উপায় কি ? তিনি জবাব দিলেন: তোমার কথাবার্তা সংযত রাখ, তোমার ঘরকে প্রশস্ত কর (মেহমানদারী করা) এবং তোমার কৃত অপরাধের জন্য আল্লাহর নিকট কান্নাকাটি কর (তিরমিযী) ।
৪. সর্বোত্তম মুসলিম: রাসূলুল্লাহ (সা:) বলেছেন: প্রকৃত মুসলমান সেই ব্যক্তি,যার হাত ও মুখ থেকে মুসলমানগণ নিরাপদ থাকে (বুখারী) ।
৫. জান্নাতের জিম্মাাদারী: জবানের হেফাজত এত বড় আমল যার বিনিময় স্বরুপ রাসূলুল্লাহ (সা:) জান্নাতের জিম্মাদার হয়ে যান, হযরত সাহল ইবনে সা’দ (রা:) হতে বর্ণিত।,রাসূলুল্লাহ (সা:) বলেছেন, যে ব্যক্তি তার দু‘চোয়ালের মধ্যবর্তী বস্তু , অর্থাৎ যিহবা এবংতার দু‘উরুর মধ্যবর্তী তথা লজ্জাস্থানের জিম্মাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো (বুখারী) ।
৬. মিথ্যা পরিহার করা:
৭. দোষ চর্চা পরিহার করা: আল্লাহ তা’য়ালা পবিত্র কুর‘আনে ইরশাদ করেছেন “তোমরা একে অপরের গীবত (পরনিন্দা) করনা । তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে ? তোমরাতো তা অপছন্দ করে থাক । আর তোমরা আল্লাহকে ভয় কর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী অসীম দয়ালু (সূরা হুজরাত:১২)।
রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন, গীবত (পরনিন্দা) যিনার (ব্যভিচার) চেয়ে জগন্য অপরাধ(বায়হাকী)
সর্বত্র জবানের হেফাজত করা মূমিন মুসলমানের একান্ত কর্তব্য। বাসায়, পরিবার, পরিজনের সাথে, ছাত্র -শিক্ষকের সাথে, মালিক- কর্মচারীদের সাথে, নেতা-কর্মীদের সাথে । এক কথায় প্রত্যেকে তার অধীনস্থদের সাথে। তাই আসুন ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির উদ্দেশ্যে কম কথা বলি এবং জবানের হেফোজতের জন্য প্রাণ পনে সর্বদা চেষ্টা করি। আল্লাহপাক তৌফিক দান করুন।
ইমাম মুহিউদ্দীন আন-নববী রহ.জবান হেফাজতের গুরুত্ব, পদ্ধতি নিয়ে মণিমুক্তোয় পরিপূর্ণ এই বইটি—- জবানের হেফাজত সম্পর্কে বিস্তারিত জানতে বইটি পড়ুন।