জিন ও শয়তানের জগৎ
জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের আগ্রহ আর ফ্যান্টাসির অন্ত নেই। জিন-ভূতের কাহিনী শুনে ভয়ে তটস্থ হয়নি—এমন মানুষ মেলা ভার। সময় পাল্টেছে, বিজ্ঞান আর প্রযুক্তির জয়জয়কার চারিদিকে। তাই আমাদের মাঝেই একটি প্রজন্ম তৈরি হয়ে গেছে, যারা জিন-শয়তানের জগতটাকে হলিউডের ফ্যান্টাসি ছাড়া কিছু মনে করে না, কিংবা সহজভাবে বললে বিশ্বাস করে না। অনেকে আবার দোটানায় ভোগে। জিন! তারা কি মানুষ না ফেরেশতা? জিন আর শয়তান কি একই? তারা কোথায় থাকে? কী খায়? তাদের কী কী ক্ষমতা আছে? তারা কি মানুষের ওপর আছর করতে পারে? ইত্যাদি প্রশ্ন কাজ করে।
জিন, শয়তান সম্পর্কিত যাবতীয় সংশয়, সন্দেহ, নানা প্যারানরমাল একটিভিটির সাথে জিনের সম্পর্ক, জিনের ক্ষমতা, দুর্বলতা, বাঁচার উপায়, সর্বোপরি ইসলামি আকিদাহর মানদণ্ডে জিন-শয়তান জাতির আদ্যপ্যান্ত নিয়ে এক অতুলনীয় বই বলা চলে শাইখ ড. উমার সুলায়মান আল আশকার (রহঃ) রচিত এই বইটিকে।
-
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳314 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
save offসাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন334 ৳250 ৳অনুবাদ: সিফাত-ঈ-মুহাম্মদ সম্পাদনা: ডা. শামসুল আরেফীন পৃষ্ঠা সংখ্যা: ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
hotহিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : নাশাত220 ৳154 ৳সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন পৃষ্ঠাসংখ্যা : ১৬০ বাঁধাই ...
-
save offশয়তান যেভাবে ধোঁকা দেয় (তালবিসে ইবলিস)
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : দারুল আরকাম700 ৳350 ৳ভাষান্তর : মুফতি আবু সাআদ পৃষ্ঠা : ৪৮০ দ্বিতীয় ...
-
hotতিনিই আমার রব (২য় খণ্ড)
লেখক : শাইখ ড. রাতিব আন-নাবুলুসিপ্রকাশনী : সমকালীন প্রকাশন260 ৳182 ৳সম্পাদনা : উস্তায আবুল হাসানাত কাসিম, ...
-
hotনবীজির পদাঙ্ক অনুসরণ
লেখক : ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ)প্রকাশনী : সীরাত পাবলিকেশন250 ৳187 ৳অনুবাদ ও সম্পাদনাঃ সীরাত অনুবাদক টিম পৃষ্ঠাঃ ...
-
Rehmatullah Sojol – :
মুসলিমদের এই অজ্ঞতা দূর করতে এবং জিন ও শয়তানের জগৎ নিয়ে ইসলামের অবস্থান তুলে ধরতে শাইখ উমার সুলায়মান আল আশকার রাহিমাহুল্লাহ রচনা করেছেন ‘আলামুল জিন ওয়াশশাইত্বান’ এরপর বইটির তাহকিক ও ইংরেজি অনুবাদ করেছেন শাইখ ড. জামাল আদ-দীন জারাবজো। আর এই তাহকিককৃত ইংরেজি ভার্সনের বাংলা অনুবাদ করেছেন আশিক আরমান নিলয়। যা প্রকাশিত হয়েছে – সীরাত পাবলিকেশন থেকে। বাংলা অনূদিত বইটির নাম দেওয়া হয়েছে – জিন ও শয়তানের জগৎ।
• বই পরিচিতি:
বইটিতে মোট ছয়টি অধ্যায়ে বিস্তারিতভাবে জিন ও শয়তানের জগৎ নিয়ে আলোচনা এসেছে। প্রথম অধ্যায়ে লেখক জিন ও শয়তানের পরিচয় তুলে ধরছেন এবং নিরসন করেছেন এ নিয়ে কিছু সংশয়ের। এই অধ্যায়ে উঠে এসেছে জিন ও শয়তান সৃষ্টির ইতিহাসসহ গুরুত্বপূর্ণ অনেক আলোচনা। জিনদেরও মানুষের মতো কাজের জবাবদিহি করতে হবে সেটা নিয়ে কথা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে আলাপ হয়েছে, শয়তান ও মানবজাতির শত্রুতা নিয়ে। কেনো শয়তান আমাদের ধোঁকা দিতে চায়, তার লক্ষ্য ও উদ্দেশ্য কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে৷ চতুর্থ অধ্যায়ে, শয়তানের ক্ষমতা ও সামর্থ্য নিয়ে বিস্তারিত বর্ণনা এসেছে। শয়তান কি কি করতে পারে আর কি কি পারেনা সেই সম্পর্কে ধারনা দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায়ে বাতলে দেওয়া হয়েছে শয়তানের বিরুদ্ধে মুমিনের কি কি হাতিয়ার রয়েছে সে সম্পর্কে। আর ষষ্ঠ অধ্যায়ে, শয়তান সৃষ্টির পেছনে কি হিকমাহ (প্রজ্ঞা) লুক্কায়িত আছে সেটা নিয়ে কথা হয়েছে।
• পাঠ পর্যালোচনা:
বইটিতে খুবই গোছলোভাবে জিন ও শয়তান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনার জন্য লেখক নির্ভর করেছন কুরআন, সুন্নাহ ও জিন ও শয়তান সম্পর্কে সালাফদের বুঝের ওপর। কাজেই বইটি পড়ে কারো বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু কিছু বর্ণনা সাধারণের জন্য অপরিচিত এবং অদ্ভুত মনে হতে পারে, সেগুলো কোনো ভালো আলীমের সাথে যোগাযোগ করে জেনে নিলে ভালো হবে।
• বইটির ভালো দিক:
জিন ও শয়তান ও এদের জগৎ সম্পর্কে কম্প্রিহেন্সিভ একটা ধারণা পেয়েছি। পেয়েছি শয়তানের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে সেই উপায়। শয়তান সৃষ্টির পিছনে আল্লাহর প্রজ্ঞার কথা জানতে পেরে মন থেকে কিছু সংশয়ও দূরীভূত হয়েছে। আর প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা ও বান্ডিং সবগুলোই খুব ভালো লেগেছে।
• ত্রুটি যা পেয়েছি:
বইটিতে মোটাদাগে বড় মাপের কোনো ত্রুটি চোখে পড়েনি। শুধুমাত্র কিছু কিছু জায়গার অনুবাদ একটু কাঠখোট্টা লেগেছে এই যা। এর সম্ভাব্য কারণ হলো, বইটি একাডেমিক বই আর একাডেমিক বইয়ে অনেকসময় চাইলেও আলোচনা সাবলীল রাখা যায়না।
• লেখক সম্পর্কে:
শাইখ উমার সুলায়মান আল আশকার মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার পর মাস্টার্স ও পিএইচডি করেছেন মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে। কাজ করেছেন জর্ডান বিশ্ববিদ্যালয়ের ইসলামি আইন বিভাগের প্রফেসর পদে।
• আর কিছু তথ্য:
বইটি সম্পাদনা করেছেন উস্তায আব্দুল্লাহ আল মাসউদ। বইটির পৃষ্ঠাসংখ্যা ২২৪ এবং গায়ের মূল্য ২৮০ টাকা (২৫% ছাড়সহ ২১০ টাকা)
পরিশেষে বলবো, জীন ও শয়তান সম্পর্কে বিস্তারিত জানতে বইটি খুবই নির্ভরযোগ্য ও উপযোগী। তাই, প্রত্যেক মুসলিমের জন্য এই বইটি সংগ্রহে থাকা জরুরী মনে করি। আল্লাহ তা’আলা আমাদেরকে তাঁর দ্বীনের প্রত্যেকটা বিষয়ে সঠিক বিশ্বাস পোষণ করার তৌফিক দিন। আমীন।
শেখ জুবায়ের হোসেন – :
মামুন ইসলাম – :
আগে বেশি গুরুত্ব দিতামনা এখন সেগুলো গুরুত্ব দিতে চেষ্টা করি. ওয়াফি লাইফ & সীরাত পাবলিকেশন কে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক.
Tasnim Karim Shams – :
আমার পড়তে খুব ভালো লেগেছে। অনেক জানতে পেরেছি। অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। পরিবারের সাথে শেয়ার করেছি।
Md.Arif mia – :