মেন্যু
jiboner lokkho ache

জীবনের একটি লক্ষ্য আছে

প্রকাশনী : উমেদ প্রকাশ
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪ জীবন কী? জীবন কি শুধুই বিনোদন? শুধুই পানাহার? বিত্তের মোহ? খ্যাতির অন্বেষা? পার্থিবতার পেছনে নিরন্তর ছুটে চলা? এরই মধ্যে হায়াত শেষ করে চেনাজানা এই জগৎ থেকে ‘নেই’ হয়ে যাওয়া? নাহ, এমন নয়। এই হিসাব মানবজীবনের... আরো পড়ুন
পরিমাণ

140  200 (30% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

5 রিভিউ এবং রেটিং - জীবনের একটি লক্ষ্য আছে

5.0
Based on 5 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    MD. FIROZ:

    সত্যি বলতে, “জীবনের একটি লক্ষ্য আছে” নামক পুস্তিকাটি আমাদের বোধ উদয়ে সহায়ক। জানাবে, কেন মানুষ হিসেব জীবনের মূল্য নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন?
    জানাবে, “আখিরাত অবধারিত” জানা সত্ত্বেও কেন আজ আমার দুনিয়ার ছুটে চলছি?

    বইটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছি উন্নতির মানদণ্ড মানদণ্ড অর্থ-বিত্ত নয়। তাই অগ্রগামী হতে কুরআনি চিন্তা বুকে ধারণা করে, নিজেকে ঈমান ও ঈমানের মেহনতে তাকওয়াবানদের দলভুক্ত করে নিতে হবে। তাছাড়াও বইটিতে দেশ ও দেশবাসীর কল্যাণকামিতা, হাদীস ও সুন্নাহয় আদব শিক্ষা এবং কুরআনে চিন্তা-ভাবনার আহবান অনুচ্ছেদগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বইটির সবচে চমকপ্রদ অনুচ্ছেদ হলো দয়াময় আলো দিন ওই অন্ধ চোখে যেখানে।

    বইটি মূলত নাসীহাহমূলক। যার পনেরোটি অনুচ্ছেদের হৃদয়স্পর্শী শব্দচয়ন আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। যা আপনাকে কুরআন নিয়ে ভাববে উদ্ধৃত করবে। জীবনের লক্ষ্য সম্পর্কে অবগত করবে। আখিরাত সম্পর্কে সচেতন করবে৷ আদব শেখাবে।

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    আফরিন সুলতানা:

    প্রবাহমান স্রোতের মতো করে আমরাও ফিতনার যুগের সাথে তাল মিলিয়ে চলে যাচ্ছি কোনোরকমে। জীবনের আসল উদ্দেশ্য ভূলে গিয়ে আমরা ইহকালীন জীবনের মৌহে আটকে পড়ে আছি। আচ্ছা,এভাবেই কি জীবন চলে যাবে?এটাই কি জীবনের আসল উদ্দেশ্য? আসল কথা হলো এটা জীবনের আসল উদ্দেশ্য নয়।এটা নিছকই একটা মায়া ছাড়া কিছুই নয়। তাহলে জীবনের আসল উদ্দেশ্য কি?জীবনের শেষ কোথায়?জীবনের লক্ষ্য কি? এসব প্রশ্নের অসাধারণ সব উত্তর নিয়ে প্রকাশ করা হয়েছে “জীবনের একটি লক্ষ্য আছে” বইটি।
    Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    মুহাম্মদ রুবেল মিয়া:

    জীবন শুধুই ‘খাও-দাও-ফূর্তি করো, এরপর মরে যাও’ এর নাম নয়। আমাদের এ জীবনের একটি লক্ষ্য আছে, একটি মহৎ উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য এবং কোন সে উদ্দেশ্য যার পিছনে আমাদের জীবন ব্যয় করা উচিত এবং জীবন ব্যয় করলে আমরা লাভবান হবো?

    সে উদ্দেশ্য জানার জন্যই পড়তে হবে মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ রচিত “জীবনের একটি লক্ষ্য আছে” বইটি। বইটি মূলত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ সাহেবের বিভিন্ন সময়ে লিখিত কয়েকটি নিবন্ধের সংকলন। নিবন্ধগুলোতে উঠে এসেছে মানবজীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা। আমরা যে আমাদের মূল লক্ষ্য বাদ দিয়ে ভুল কিছুর পিছনে দৌড়াচ্ছি তাই বলা হয়েছে এই বইয়ে।

    বইটি এতোটাই ভালো লাগার মতো যে, পাঠক এক বসাতেই পড়ে ফেলতে মনে চাইবে। মনে হবে এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো কেনো? আরো কিছু লেখা থাকতো!

    Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    M. Hasan Sifat:

    #ওয়াফিলাইফ_পাঠকের_ভাল_লাগা_মার্চ_২০২০
    .
    বই– “জীবনের একটি লক্ষ্য আছে”
    •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
    .
    আচ্ছা জীবনের লক্ষ্য কি ? বিনোদন ? বিত্তের মোহ ? খ্যাতির অন্বেষা ? পার্থিবতার পেছনে নিরন্তর ছুটে চলা ? এরই মধ্যে হায়াত শেষ করে চেনাজানা এই জগৎ থেকে ‘নেই’ হয়ে যাওয়া ?
    নাহ্, এমনটা নয় । এই হিসেব মানবজীবনের সাথে কিছুতেই মেলে না । বোধ-বুদ্ধি ও বিচার-বিবেচনায় অনন্য এই সৃষ্টি কিছুতেই এত ক্ষুদ্র হতে পারে না । মানবজীবন কিছুতেই এত অসার, এত দায়হীন হতে পারে না ।
    তাহলে ?
    তাহলে জীবনের অর্থ কী ? তাৎপর্য কী ? লক্ষ্য কী ? গন্তব্য কী ?
    চেতনার এই জ্বলজ্বলে প্রশ্নগুলো নিয়ে কিছু হার্দিক কথা— “জীবনের একটি লক্ষ্য আছে” ।

    ❒ বইটি সম্পর্কে—
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    বইটি প্রকাশিত হয়েছে “উমেদ প্রকাশ” থেকে । লেখক— “মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ” । মূলত এটা লেখকের কিছু নিবন্ধ এবং দ্বীনী আলোচনার সংকলন । সংকলনের শেষ তিনটি বয়ান ছাড়া বাকিগুলো বিভিন্ন সময় মাসিক আল কাউসারে প্রকাশিত হয়েছে ।

    পুরো বইটি নিবন্ধ আকারে হলেও, আলোচনার ঘ্রাণ এখনো কিছুটা রয়ে গেছে । আর সেই ঘ্রাণ, পাঠকের মুগ্ধতাকেও ছাড়িয়ে গেছে । লেখকের প্রতিটা কথাই হৃদয়স্পর্শী । বইটি পড়তে যেমন খুব ভালো লাগছিল, ঠিক তেমনি শেষ করতেও ইচ্ছে করছিল না । আরো দীর্ঘ হলে তৃপ্তি পেতাম খানিকটা । জীবন পথের পাথেয় নির্ধারণে এমন সব উপায়, উপকরণ আর বাস্তবতার উদাহরণ তুলে এনেছেন তিনি, যা একজন পাঠককে সত্যিই ভাবিয়ে তুলবে ।

    বইটিতে ভিন্ন ভিন্ন ১৫ টি শিরোনামে সন্নিবিষ্ট হয়েছে ১৫ টি উপকারী আলোচনা । একেকটা একেক বিষয়ের উপর লেখা । বইয়ের অনেক কথা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো । একদম গোছানো । বেশ কিছু নিবন্ধ আপনাকে মোহাচ্ছন্ন করে দেবে । প্রতিটা পাঠই আমার মনে দাগ কেটেছে । দ্বীনের পথে আসা নতুন কোনো পথিকের জন্য বইটি সত্যিই সুখপাঠ্য হবে ।

    লেখক, কেবল জীবন পথের পাথেয়ই নির্ধারন করে দেননি । পাশাপাশি আমাদের সমাজে যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলোকেও বিচক্ষণ দৃষ্টিতে তুলে এনেছেন বইয়ের পাতায় । এমনকি সূক্ষ্মাতিসূক্ষ্ম সমস্যা গুলোও লেখকের চোখ এড়িয়ে যায়নি । জীবনে ইসলাম না থাকলে সমাজের কি অবস্থা হয়, ইসলামহীন আর ইসলামী জীবনযাত্রার পার্থক্য কি ? এসমস্ত খুঁটিনাটি বিষয়গুলোও তুলে ধরেছেন !
    ঈমান ও কুফরের দ্বন্দ্বমুখর জীবনে একজন মুমিন কীভাবে সত্যকে আঁকড়ে ধরতে পারে, সে আলোচনাও উঠে এসেছে এ নিবন্ধে ।

    .
    ❒ পাঠ্যানুভূতি—
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔
    জীবনের লক্ষ্য জানার পর সে লক্ষ্যে পৌঁছার সবচেয়ে সহজ ও সর্বোত্তম পথটি খুঁজে বের করা জরুরী । এজন্য নিজের চিন্তা-ভাবনাকে গুছিয়ে নেওয়া প্রয়োজন, মৌলিক বিষয়ে নিজের মনোযোগ আবদ্ধ করা প্রয়োজন । পাশাপাশি দরকার, বিজ্ঞ ও দক্ষ আলিমদের পরামর্শ নেয়া । তাঁদের লেখা জীবনঘনিষ্ঠ বিষয়ক বইগুলো পড়া, যা কয়েক বছরের অযথা শ্রম ও কষ্টকে বাঁচিয়ে দেবে । “জীবনের একটি লক্ষ্য আছে”– বইটিকে আমার এমনই মনে হয়েছে । বইটি যখন পড়ছিলাম, তখন মনে হয়েছিল, আমি সরাসরি কোনো আলিমের সোহবতে আছি ।

    ❒ ভাল লাগা ও খারাপ লাগা—
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    অনেকে হয়তো ভাবছেন, শুধুতো বইয়ের প্রশংসাই করছি । নেতিবাচক কিছুতো বলছি না । নেতিবাচক কি কিছু নেই ??
    বইটি সম্পর্কে নেতিবাচক কিছু বলতে গেলে বলব, “ইশ! বইটি যদি আরও দীর্ঘ হতো । কেন যে লেখক ১৪৪ পৃষ্ঠাতে এসে কলম থামিয়ে দিলেন ! আরো কিছু জীবনঘনিষ্ঠ টপিক কি আনা যেত না ? তাহলে খানিকটা হলেও তৃপ্তি পেতাম । আরও কিছুক্ষন একটা ভাল বইয়ের সাথে সময় কাটাতে পারতাম” !

    পুরো বইয়ে মাত্র একটি বানান ভুল চোখে পড়েছে । এই বইয়ের প্রুফ রিডার সত্যিই প্রশংসার দাবী রাখে । বইয়ের নামকরনের সাথে প্রচ্ছদের একটা চমৎকার মিল খুঁজে পেয়েছি । প্রচ্ছদটা একদমই সাদামাটা । জীবনটাওতো এমনই সাদামাটা হওয়া উচিত । তাই না ! প্রচ্ছদ করেছেন— ” উসামা আদনান” । বইয়ের বাঁধাই খুব পছন্দ হয়েছে । পৃষ্ঠা মান, সাজসজ্জাও প্রশংসনীয় ।

    ❒ লেখক সম্পর্কে—
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    বাংলাদেশের ইলমী অঙ্গনে একটি পরিচিত নাম হলো– “মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ” । তিনি মাসিক আল কাউসারের সহ-সম্পাদক । বহু প্রতিভার অধিকারী এই বিশিষ্ট আলিমে দ্বীনের বেশ কিছু কিতাব পাঠক মহলে বেশ সমাদৃত । বইয়ের শেষে তাঁর সম্পর্কে আরো বিস্তারিত পরিচয় উল্লেখ করা আছে । আল্লাহ্ তার ইলম, আমল, কলম আর কলবে বরকত দান করুন, আমিন ।
    ==============================
    বইয়ের প্রচ্ছদ মূল্যঃ– ২০০ টাকা ।
    বইটি প্রথম প্রকাশিত হয়,”এপ্রিল,২০১৯” -এ ।
    Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    Hasansifat1996:

    “বিবিএ” শেষ হতে, আর হাতে-গোনা অল্প কয়েকটা দিন বাকি । চারপাশের বন্ধু-বান্ধবরা অধিকাংশই এখন কর্মজীবনের প্ল্যান প্রোগ্রাম নিয়ে ব্যস্ত । এটাই স্বাভাবিক । তো, কাউকে “নেক্সট প্ল্যান” সম্পর্কে জিজ্ঞেস করলে অনিবার্যভাবেই উত্তরটা হয়– বিসিএস, চাকরি, ব্যবসা, বিদেশে যাওয়া ইত্যাদি । সত্যিকার অর্থে ফিউচার প্ল্যান মানেই এগুলো । আচ্ছা জীবনের লক্ষ্য কি শুধু এগুলোই ?? তিনবেলা খাবার, আরামের বিছানায় এলিয়ে দেওয়া শরীরের বিলাসিতা, ফেসবুকে বিপ্লবের বুলি, বিনোদনের নতুনত্বের খোঁজে ছুটে চলা, খেলা-রাজনীতি নিয়ে চায়ের কাপে কিছুক্ষণ আড্ডার ঝড় । এগুলোর মানেই কি জীবন ? এর জন্যই কি পৃথিবীতে এসেছি ??
    জীবন কি শুধুই বিনোদন ? বিত্তের মোহ ? খ্যাতির অন্বেষা ? পার্থিবতার পেছনে নিরন্তর ছুটে চলা ? এরই মধ্যে হায়াত শেষ করে চেনাজানা এই জগৎ থেকে ‘নেই’ হয়ে যাওয়া ?
    নাহ্, এমনটা নয় । এই হিসাব মানবজীবনের সাথে কিছুতেই মেলে না । বোধ-বুদ্ধি ও বিচার-বিবেচনায় অনন্য এই সৃষ্টি কিছুতেই এত ক্ষুদ্র হতে পারে না । মানবজীবন কিছুতেই এত অসার, এত দায়হীন হতে পারে না ।
    তাহলে ?
    তাহলে জীবনের অর্থ কী ? তাৎপর্য কী ? লক্ষ্য কী ? গন্তব্য কী ?
    চেতনার এই জ্বলজ্বলে প্রশ্নগুলো নিয়ে কিছু হার্দিক কথা— “জীবনের একটি লক্ষ্য আছে” ।

    বইটি প্রকাশিত হয়েছে “উমেদ প্রকাশ” থেকে ।
    লেখক— “মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ” । মূলত এটা লেখকের কিছু নিবন্ধ এবং দ্বীনী আলোচনার সংকলন । সংকলনের শেষ তিনটি বয়ান ছাড়া বাকিগুলো বিভিন্ন সময় মাসিক আল কাউসারে প্রকাশিত হয়েছে ।

    পুরো বইটি নিবন্ধ আকারে হলেও, আলোচনার ঘ্রাণ এখনো কিছুটা রয়ে গেছে । আর সেই ঘ্রাণ, পাঠকের মুগ্ধতাকেও ছাড়িয়ে গেছে । লেখকের প্রতিটা কথাই হৃদয়স্পর্শী । বইটি পড়তে যেমন খুব ভালো লাগছিল, ঠিক তেমনি শেষ করতেও ইচ্ছে করছিল না । আরো দীর্ঘ হলে তৃপ্তি পেতাম খানিকটা । বরাবরই আমাদের দেশের ইসলামি অঙ্গনে সাহিত্যমান কিছুটা দুর্বল মনে হতো । কিন্তু কিছু বিশিষ্ট আলিম কলম ধরার পর, এই অঙ্গনে সেই শূন্যতাগুলো পূর্ন হয়েছে । এই বইটি সেই শূন্যতা পূরনে, নতুন আরো একটি সংযোজন ।
    বইটিতে লেখক এমন ঢঙে এবং এমন সুরে পাঠকের উদ্দেশ্যে কথা বলেছেন, যেভাবে একজন পিতা তার সন্তানদের মাথায় হাত রেখে কথা বলে । জীবন পথের পাথেয় নির্ধারণে এমন সব উপায়, উপকরণ আর বাস্তবতার উদাহরণ তুলে এনেছেন তিনি, যা একজন পাঠককে সত্যিই ভাবিয়ে তুলবে ।

    বইটিতে ভিন্ন ভিন্ন ১৫ টি শিরোনামে সন্নিবিষ্ট হয়েছে ১৫ টি উপকারী আলোচনা । একেকটা একেক বিষয়ের উপর লেখা । বইয়ের অনেক কথা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো । একদম গোছানো । বেশ কিছু নিবন্ধ আপনাকে মোহাচ্ছন্ন করে দেবে । প্রতিটা পাঠই আমার মনে দাগ কেটেছে । দ্বীনের পথে আসা নতুন কোনো পথিকের জন্য বইটি সত্যিই সুখপাঠ্য হবে । পাশাপাশি যারা সর্বাত্তকভাবে ‘ইসলাম’ জেনে-বুঝে আন্তরিক ভাবে মানার চেষ্টা করেন তাদের জন্যও বইটি খুবই উপকারী হবে বলে মনে করি, ইন শা আল্লাহ্ ।

    একটা বিষয় খুব নজর কেড়েছে আমার । লেখক, কেবল জীবন পথের পাথেয়ই নির্ধারন করে দেননি । পাশাপাশি আমাদের সমাজে যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলোকেও বিচক্ষণ দৃষ্টিতে তুলে এনেছেন বইয়ের পাতায় । এমনকি সূক্ষ্মাতিসূক্ষ্ম সমস্যা গুলোও লেখকের চোখ এড়িয়ে যায়নি । জীবনে ইসলাম না থাকলে সমাজের কি অবস্থা হয়, ইসলামহীন আর ইসলামী জীবনযাত্রার পার্থক্য কি ? এসমস্ত খুঁটিনাটি বিষয়গুলোও তুলে ধরেছেন ! কিছু অধ্যায় আমাকে মোহিত করেছে, আবিষ্ট করে রেখেছে । সে অধ্যায়গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা না করলে, রিভিউটা অসম্পূর্ন থেকে যাচ্ছে বলে মনে হয় !

    ❖ “একটি দুআ, একটি দর্শন”
    ““““““““““““““““““““
    কুরআনের একটি বিখ্যাত দুআ-কে কেন্দ্র করে লেখক পুরো নিবন্ধটিকে সাজিয়েছেন । এনেছেন হাদিসের কিছু বর্ননা । বিখ্যাত সেই দুআর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন দর্শনের ভিত্তিতে । দ্বীনি চেতনার অপূর্ব শিক্ষা তুলে ধরেছেন এ নিবন্ধে ।

    ❖ “জীবনের একটি লক্ষ্য আছে”
    “““““““““““““““““““““`
    এই বইয়ের আসল চমকই হচ্ছে, এই নিবন্ধটি । মুগ্ধতা যেন আবিষ্ট করে রেখেছিল আমায় ।
    জীবনের আসল উদ্দেশ্য আর তাৎপর্য-কে কিছু উপমার মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরেছেন । জীবন ঘনিষ্ঠ কুরআনের আয়াতগুলোর চমৎকার সব ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন । যেন সেখানে সরাসরি মৌখিক আলোচনার একটা ঘ্রান রয়ে গিয়েছে । হৃদয় নিংড়ানো কিছু কথার সন্নিবেশ ঘটেছে । কুরআন দিয়ে জীবনের আসল সফলতার দিকে ইঙ্গিত করা হয়েছে । মূলত এ নিবন্ধটি তরুন আর যুবকদেরকেই বেশি প্রভাবিত করবে ।

    ❖ “প্রত্যেককে যে প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে”
    ““““““““““““““““““““““““““““““““
    কিয়ামতের দিন মানুষকে যে চারটি প্রশ্ন করা হবে, সেগুলো নিয়ে কিছু হৃদয়স্পর্শী কথার পশরা সাজিয়েছেন লেখক । আহ্,, কতোই না চমৎকার সে কথাগুলো ! তাবেয়ীদের কথা, সাহাবীদের কথা, লেখকের নিজের কথা । যেন এক ঝুড়ি মণিমুক্তো !

    ❖ “দেশ ও দেশবাসীর কল্যাণকামিতা”
    ““““““““““““““““““““““““““
    নবী ইবরাহীম (আ.) – এর একটি দুআর চমৎকার ব্যাখ্যা পাওয়া যাবে এ নিবন্ধে । লেখক, মাত্র এই একটি দুআ থেকে কতগুলো শিক্ষা আর নির্দেশনা বের করে এনেছেন – সেটা পাঠকরা পড়লেই বুঝতে পারবে । কতো গভীরভাবে উপলব্ধি করে পাঠকের সামনে সেটা উপস্থাপন করেছেন তিনি । চমৎকার কিছু বিষয়কে লেখক কতোই না দরদ দিয়ে বুঝিয়েছেন । কুরআনী সত্য উপলব্ধি করার মতো কিছু দিক নির্দেশনা সম্পর্কে পাঠক অবগত হতে পারবে- এ নিবন্ধ থেকে, ইন শা আল্লাহ্ ।

    ❖ “দয়াময়! আলো দিন ওই অন্ধচোখে”
    “““““““““““““““““““““““““““
    কবিতা প্রেমীদের জন্য এই নিবন্ধটি সুখকর হবে । ঈমান বৃদ্ধি করার মতো কিছু পঙক্তি উঠে এসেছে বইয়ের পাতায় । শুধু কি তাই ? নাস্তিক পাড়ার এক কথিত “প্রথাবিরোধী” লেখকের একটি বিতর্কিত কবিতারও খন্ডায়ন করেছেন লেখক ।
    ঈমান ও কুফরের দ্বন্দ্বমুখর জীবনে একজন মুমিন কীভাবে সত্যকে আঁকড়ে ধরতে পারে, সে আলোচনাও উঠে এসেছে এ নিবন্ধে ।
    ============================================================================
    .
    জীবনের লক্ষ্য জানার পর সে লক্ষ্যে পৌঁছার সবচেয়ে সহজ ও সর্বোত্তম পথটি খুঁজে বের করা জরুরী । এজন্য নিজের চিন্তা-ভাবনাকে গুছিয়ে নেওয়া প্রয়োজন, মৌলিক বিষয়ে নিজের মনোযোগ আবদ্ধ করা প্রয়োজন । পাশাপাশি দরকার, বিজ্ঞ ও দক্ষ আলিমদের পরামর্শ নেয়া । তাঁদের লেখা জীবনঘনিষ্ঠ বিষয়ক বইগুলো পড়া, যা কয়েক বছরের অযথা শ্রম ও কষ্টকে বাঁচিয়ে দেবে । “জীবনের একটি লক্ষ্য আছে”– বইটিকে আমার এমনই মনে হয়েছে । বইটি যখন পড়ছিলাম, তখন মনে হয়েছিল, আমি সরাসরি কোনো আলিমের সোহবতে আছি ।
    ==
    অনেকে হয়তো ভাবছেন, শুধুতো বইয়ের প্রশংসাই করছি । নেতিবাচক কিছুতো বলছি না । নেতিবাচক কি কিছু নেই ??
    বইটি সম্পর্কে নেতিবাচক কিছু বলতে গেলে বলব, “ইশ! বইটি যদি আরও দীর্ঘ হতো । কেন যে লেখক ১৪৪ পৃষ্ঠাতে এসে কলম থামিয়ে দিলেন ! আরো কিছু জীবনঘনিষ্ঠ টপিক কি আনা যেত না ? তাহলে খানিকটা হলেও তৃপ্তি পেতাম । আরও কিছুক্ষন একটা ভাল বইয়ের সাথে সময় কাটাতে পারতাম” !

    পুরো বইয়ে মাত্র একটি বানান ভুল চোখে পড়েছে । এই বইয়ের প্রুফ রিডার সত্যিই প্রশংসার দাবী রাখে । বইয়ের নামকরনের সাথে প্রচ্ছদের একটা চমৎকার মিল খুঁজে পেয়েছি । প্রচ্ছদটা একদমই সাদামাটা । জীবনটাওতো এমনই সাদামাটা হওয়া উচিত । তাই না ! প্রচ্ছদ করেছেন— ” উসামা আদনান” । বইয়ের বাঁধাই খুব পছন্দ হয়েছে । পৃষ্ঠা মান, সাজসজ্জাও প্রশংসনীয় । বইয়ের প্রচ্ছদ মূল্যঃ– ২০০ টাকা । বইটি প্রথম প্রকাশিত হয়, “এপ্রিল,২০১৯” – এ ।

    ★–লেখক সম্পর্কে কিছু কথা–★
    ““““““““““““““““““““““
    বাংলাদেশের ইলমী অঙ্গনে একটি পরিচিত নাম হলো– “মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ” । তিনি মাসিক আল কাউসারের সহ-সম্পাদক । বহু প্রতিভার অধিকারী এই বিশিষ্ট আলিমে দ্বীনের বেশ কিছু কিতাব পাঠক মহলে বেশ সমাদৃত । বর্তমানে তিনি মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ায় অধ্যাপনায় নিয়োজিত আছেন এবং সেই সাথে উত্তরা ৭ নং সেক্টর জামে মসজিদের খতিব । বইয়ের শেষে তাঁর সম্পর্কে আরো বিস্তারিত পরিচয় উল্লেখ করা আছে । আল্লাহ্ তার ইলম, আমল, কলম আর কলবে বরকত দান করুন, আমিন ।
    পাশাপাশি এই বইয়ের সাথে সম্পৃক্ত লেখক, প্রকাশক সহ আরো যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িয়ে আছে, তাদের সবাইকে আল্লাহ্ উত্তম প্রতিদান দিন । আমিন ।
    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top