জীবনের একটি লক্ষ্য আছে
প্রকাশনী : উমেদ প্রকাশ
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪
জীবন কী?
জীবন কি শুধুই বিনোদন?
শুধুই পানাহার?
বিত্তের মোহ?
খ্যাতির অন্বেষা?
পার্থিবতার পেছনে নিরন্তর ছুটে চলা?
এরই মধ্যে হায়াত শেষ করে চেনাজানা এই জগৎ থেকে ‘নেই’ হয়ে যাওয়া?
নাহ, এমন নয়। এই হিসাব মানবজীবনের সাথে কিছুতেই মেলে না। বোধ-বুদ্ধি ও বিচার-বিবেচনায় অনন্য এই সৃষ্টি কিছুতেই এত ক্ষুদ্র হতে পারে না। মানবজীবন কিছুতেই এত অসার, এত দায়হীন হতে পারে না।
তাহলে?
তাহলে জীবনের অর্থ কী?
তাৎপর্য কী?
লক্ষ্য কী?
গন্তব্য কী?
চেতনার এই জ্বলজ্বলে প্রশ্নগুলো নিয়ে কিছু হার্দিক কথা—জীবনের একটি লক্ষ্য আছে।
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪
জীবন কী?
জীবন কি শুধুই বিনোদন?
শুধুই পানাহার?
বিত্তের মোহ?
খ্যাতির অন্বেষা?
পার্থিবতার পেছনে নিরন্তর ছুটে চলা?
এরই মধ্যে হায়াত শেষ করে চেনাজানা এই জগৎ থেকে ‘নেই’ হয়ে যাওয়া?
নাহ, এমন নয়। এই হিসাব মানবজীবনের... আরো পড়ুন
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳238 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳143 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳314 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
MD. FIROZ – :
জানাবে, “আখিরাত অবধারিত” জানা সত্ত্বেও কেন আজ আমার দুনিয়ার ছুটে চলছি?
বইটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছি উন্নতির মানদণ্ড মানদণ্ড অর্থ-বিত্ত নয়। তাই অগ্রগামী হতে কুরআনি চিন্তা বুকে ধারণা করে, নিজেকে ঈমান ও ঈমানের মেহনতে তাকওয়াবানদের দলভুক্ত করে নিতে হবে। তাছাড়াও বইটিতে দেশ ও দেশবাসীর কল্যাণকামিতা, হাদীস ও সুন্নাহয় আদব শিক্ষা এবং কুরআনে চিন্তা-ভাবনার আহবান অনুচ্ছেদগুলো দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বইটির সবচে চমকপ্রদ অনুচ্ছেদ হলো দয়াময় আলো দিন ওই অন্ধ চোখে যেখানে।
বইটি মূলত নাসীহাহমূলক। যার পনেরোটি অনুচ্ছেদের হৃদয়স্পর্শী শব্দচয়ন আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। যা আপনাকে কুরআন নিয়ে ভাববে উদ্ধৃত করবে। জীবনের লক্ষ্য সম্পর্কে অবগত করবে। আখিরাত সম্পর্কে সচেতন করবে৷ আদব শেখাবে।
আফরিন সুলতানা – :
মুহাম্মদ রুবেল মিয়া – :
সে উদ্দেশ্য জানার জন্যই পড়তে হবে মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ রচিত “জীবনের একটি লক্ষ্য আছে” বইটি। বইটি মূলত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ সাহেবের বিভিন্ন সময়ে লিখিত কয়েকটি নিবন্ধের সংকলন। নিবন্ধগুলোতে উঠে এসেছে মানবজীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা। আমরা যে আমাদের মূল লক্ষ্য বাদ দিয়ে ভুল কিছুর পিছনে দৌড়াচ্ছি তাই বলা হয়েছে এই বইয়ে।
বইটি এতোটাই ভালো লাগার মতো যে, পাঠক এক বসাতেই পড়ে ফেলতে মনে চাইবে। মনে হবে এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো কেনো? আরো কিছু লেখা থাকতো!
M. Hasan Sifat – :
.
বই– “জীবনের একটি লক্ষ্য আছে”
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
.
আচ্ছা জীবনের লক্ষ্য কি ? বিনোদন ? বিত্তের মোহ ? খ্যাতির অন্বেষা ? পার্থিবতার পেছনে নিরন্তর ছুটে চলা ? এরই মধ্যে হায়াত শেষ করে চেনাজানা এই জগৎ থেকে ‘নেই’ হয়ে যাওয়া ?
নাহ্, এমনটা নয় । এই হিসেব মানবজীবনের সাথে কিছুতেই মেলে না । বোধ-বুদ্ধি ও বিচার-বিবেচনায় অনন্য এই সৃষ্টি কিছুতেই এত ক্ষুদ্র হতে পারে না । মানবজীবন কিছুতেই এত অসার, এত দায়হীন হতে পারে না ।
তাহলে ?
তাহলে জীবনের অর্থ কী ? তাৎপর্য কী ? লক্ষ্য কী ? গন্তব্য কী ?
চেতনার এই জ্বলজ্বলে প্রশ্নগুলো নিয়ে কিছু হার্দিক কথা— “জীবনের একটি লক্ষ্য আছে” ।
–
❒ বইটি সম্পর্কে—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বইটি প্রকাশিত হয়েছে “উমেদ প্রকাশ” থেকে । লেখক— “মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ” । মূলত এটা লেখকের কিছু নিবন্ধ এবং দ্বীনী আলোচনার সংকলন । সংকলনের শেষ তিনটি বয়ান ছাড়া বাকিগুলো বিভিন্ন সময় মাসিক আল কাউসারে প্রকাশিত হয়েছে ।
–
পুরো বইটি নিবন্ধ আকারে হলেও, আলোচনার ঘ্রাণ এখনো কিছুটা রয়ে গেছে । আর সেই ঘ্রাণ, পাঠকের মুগ্ধতাকেও ছাড়িয়ে গেছে । লেখকের প্রতিটা কথাই হৃদয়স্পর্শী । বইটি পড়তে যেমন খুব ভালো লাগছিল, ঠিক তেমনি শেষ করতেও ইচ্ছে করছিল না । আরো দীর্ঘ হলে তৃপ্তি পেতাম খানিকটা । জীবন পথের পাথেয় নির্ধারণে এমন সব উপায়, উপকরণ আর বাস্তবতার উদাহরণ তুলে এনেছেন তিনি, যা একজন পাঠককে সত্যিই ভাবিয়ে তুলবে ।
–
বইটিতে ভিন্ন ভিন্ন ১৫ টি শিরোনামে সন্নিবিষ্ট হয়েছে ১৫ টি উপকারী আলোচনা । একেকটা একেক বিষয়ের উপর লেখা । বইয়ের অনেক কথা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো । একদম গোছানো । বেশ কিছু নিবন্ধ আপনাকে মোহাচ্ছন্ন করে দেবে । প্রতিটা পাঠই আমার মনে দাগ কেটেছে । দ্বীনের পথে আসা নতুন কোনো পথিকের জন্য বইটি সত্যিই সুখপাঠ্য হবে ।
–
লেখক, কেবল জীবন পথের পাথেয়ই নির্ধারন করে দেননি । পাশাপাশি আমাদের সমাজে যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলোকেও বিচক্ষণ দৃষ্টিতে তুলে এনেছেন বইয়ের পাতায় । এমনকি সূক্ষ্মাতিসূক্ষ্ম সমস্যা গুলোও লেখকের চোখ এড়িয়ে যায়নি । জীবনে ইসলাম না থাকলে সমাজের কি অবস্থা হয়, ইসলামহীন আর ইসলামী জীবনযাত্রার পার্থক্য কি ? এসমস্ত খুঁটিনাটি বিষয়গুলোও তুলে ধরেছেন !
ঈমান ও কুফরের দ্বন্দ্বমুখর জীবনে একজন মুমিন কীভাবে সত্যকে আঁকড়ে ধরতে পারে, সে আলোচনাও উঠে এসেছে এ নিবন্ধে ।
–
.
❒ পাঠ্যানুভূতি—
▔▔▔▔▔▔▔▔▔▔▔
জীবনের লক্ষ্য জানার পর সে লক্ষ্যে পৌঁছার সবচেয়ে সহজ ও সর্বোত্তম পথটি খুঁজে বের করা জরুরী । এজন্য নিজের চিন্তা-ভাবনাকে গুছিয়ে নেওয়া প্রয়োজন, মৌলিক বিষয়ে নিজের মনোযোগ আবদ্ধ করা প্রয়োজন । পাশাপাশি দরকার, বিজ্ঞ ও দক্ষ আলিমদের পরামর্শ নেয়া । তাঁদের লেখা জীবনঘনিষ্ঠ বিষয়ক বইগুলো পড়া, যা কয়েক বছরের অযথা শ্রম ও কষ্টকে বাঁচিয়ে দেবে । “জীবনের একটি লক্ষ্য আছে”– বইটিকে আমার এমনই মনে হয়েছে । বইটি যখন পড়ছিলাম, তখন মনে হয়েছিল, আমি সরাসরি কোনো আলিমের সোহবতে আছি ।
–
❒ ভাল লাগা ও খারাপ লাগা—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
অনেকে হয়তো ভাবছেন, শুধুতো বইয়ের প্রশংসাই করছি । নেতিবাচক কিছুতো বলছি না । নেতিবাচক কি কিছু নেই ??
বইটি সম্পর্কে নেতিবাচক কিছু বলতে গেলে বলব, “ইশ! বইটি যদি আরও দীর্ঘ হতো । কেন যে লেখক ১৪৪ পৃষ্ঠাতে এসে কলম থামিয়ে দিলেন ! আরো কিছু জীবনঘনিষ্ঠ টপিক কি আনা যেত না ? তাহলে খানিকটা হলেও তৃপ্তি পেতাম । আরও কিছুক্ষন একটা ভাল বইয়ের সাথে সময় কাটাতে পারতাম” !
–
পুরো বইয়ে মাত্র একটি বানান ভুল চোখে পড়েছে । এই বইয়ের প্রুফ রিডার সত্যিই প্রশংসার দাবী রাখে । বইয়ের নামকরনের সাথে প্রচ্ছদের একটা চমৎকার মিল খুঁজে পেয়েছি । প্রচ্ছদটা একদমই সাদামাটা । জীবনটাওতো এমনই সাদামাটা হওয়া উচিত । তাই না ! প্রচ্ছদ করেছেন— ” উসামা আদনান” । বইয়ের বাঁধাই খুব পছন্দ হয়েছে । পৃষ্ঠা মান, সাজসজ্জাও প্রশংসনীয় ।
–
❒ লেখক সম্পর্কে—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বাংলাদেশের ইলমী অঙ্গনে একটি পরিচিত নাম হলো– “মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ” । তিনি মাসিক আল কাউসারের সহ-সম্পাদক । বহু প্রতিভার অধিকারী এই বিশিষ্ট আলিমে দ্বীনের বেশ কিছু কিতাব পাঠক মহলে বেশ সমাদৃত । বইয়ের শেষে তাঁর সম্পর্কে আরো বিস্তারিত পরিচয় উল্লেখ করা আছে । আল্লাহ্ তার ইলম, আমল, কলম আর কলবে বরকত দান করুন, আমিন ।
==============================
বইয়ের প্রচ্ছদ মূল্যঃ– ২০০ টাকা ।
বইটি প্রথম প্রকাশিত হয়,”এপ্রিল,২০১৯” -এ ।
Hasansifat1996 – :
জীবন কি শুধুই বিনোদন ? বিত্তের মোহ ? খ্যাতির অন্বেষা ? পার্থিবতার পেছনে নিরন্তর ছুটে চলা ? এরই মধ্যে হায়াত শেষ করে চেনাজানা এই জগৎ থেকে ‘নেই’ হয়ে যাওয়া ?
নাহ্, এমনটা নয় । এই হিসাব মানবজীবনের সাথে কিছুতেই মেলে না । বোধ-বুদ্ধি ও বিচার-বিবেচনায় অনন্য এই সৃষ্টি কিছুতেই এত ক্ষুদ্র হতে পারে না । মানবজীবন কিছুতেই এত অসার, এত দায়হীন হতে পারে না ।
তাহলে ?
তাহলে জীবনের অর্থ কী ? তাৎপর্য কী ? লক্ষ্য কী ? গন্তব্য কী ?
চেতনার এই জ্বলজ্বলে প্রশ্নগুলো নিয়ে কিছু হার্দিক কথা— “জীবনের একটি লক্ষ্য আছে” ।
–
বইটি প্রকাশিত হয়েছে “উমেদ প্রকাশ” থেকে ।
লেখক— “মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ” । মূলত এটা লেখকের কিছু নিবন্ধ এবং দ্বীনী আলোচনার সংকলন । সংকলনের শেষ তিনটি বয়ান ছাড়া বাকিগুলো বিভিন্ন সময় মাসিক আল কাউসারে প্রকাশিত হয়েছে ।
–
পুরো বইটি নিবন্ধ আকারে হলেও, আলোচনার ঘ্রাণ এখনো কিছুটা রয়ে গেছে । আর সেই ঘ্রাণ, পাঠকের মুগ্ধতাকেও ছাড়িয়ে গেছে । লেখকের প্রতিটা কথাই হৃদয়স্পর্শী । বইটি পড়তে যেমন খুব ভালো লাগছিল, ঠিক তেমনি শেষ করতেও ইচ্ছে করছিল না । আরো দীর্ঘ হলে তৃপ্তি পেতাম খানিকটা । বরাবরই আমাদের দেশের ইসলামি অঙ্গনে সাহিত্যমান কিছুটা দুর্বল মনে হতো । কিন্তু কিছু বিশিষ্ট আলিম কলম ধরার পর, এই অঙ্গনে সেই শূন্যতাগুলো পূর্ন হয়েছে । এই বইটি সেই শূন্যতা পূরনে, নতুন আরো একটি সংযোজন ।
বইটিতে লেখক এমন ঢঙে এবং এমন সুরে পাঠকের উদ্দেশ্যে কথা বলেছেন, যেভাবে একজন পিতা তার সন্তানদের মাথায় হাত রেখে কথা বলে । জীবন পথের পাথেয় নির্ধারণে এমন সব উপায়, উপকরণ আর বাস্তবতার উদাহরণ তুলে এনেছেন তিনি, যা একজন পাঠককে সত্যিই ভাবিয়ে তুলবে ।
–
বইটিতে ভিন্ন ভিন্ন ১৫ টি শিরোনামে সন্নিবিষ্ট হয়েছে ১৫ টি উপকারী আলোচনা । একেকটা একেক বিষয়ের উপর লেখা । বইয়ের অনেক কথা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো । একদম গোছানো । বেশ কিছু নিবন্ধ আপনাকে মোহাচ্ছন্ন করে দেবে । প্রতিটা পাঠই আমার মনে দাগ কেটেছে । দ্বীনের পথে আসা নতুন কোনো পথিকের জন্য বইটি সত্যিই সুখপাঠ্য হবে । পাশাপাশি যারা সর্বাত্তকভাবে ‘ইসলাম’ জেনে-বুঝে আন্তরিক ভাবে মানার চেষ্টা করেন তাদের জন্যও বইটি খুবই উপকারী হবে বলে মনে করি, ইন শা আল্লাহ্ ।
–
একটা বিষয় খুব নজর কেড়েছে আমার । লেখক, কেবল জীবন পথের পাথেয়ই নির্ধারন করে দেননি । পাশাপাশি আমাদের সমাজে যে সমস্ত সমস্যা রয়েছে, সেগুলোকেও বিচক্ষণ দৃষ্টিতে তুলে এনেছেন বইয়ের পাতায় । এমনকি সূক্ষ্মাতিসূক্ষ্ম সমস্যা গুলোও লেখকের চোখ এড়িয়ে যায়নি । জীবনে ইসলাম না থাকলে সমাজের কি অবস্থা হয়, ইসলামহীন আর ইসলামী জীবনযাত্রার পার্থক্য কি ? এসমস্ত খুঁটিনাটি বিষয়গুলোও তুলে ধরেছেন ! কিছু অধ্যায় আমাকে মোহিত করেছে, আবিষ্ট করে রেখেছে । সে অধ্যায়গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা না করলে, রিভিউটা অসম্পূর্ন থেকে যাচ্ছে বলে মনে হয় !
–
❖ “একটি দুআ, একটি দর্শন”
““““““““““““““““““““
কুরআনের একটি বিখ্যাত দুআ-কে কেন্দ্র করে লেখক পুরো নিবন্ধটিকে সাজিয়েছেন । এনেছেন হাদিসের কিছু বর্ননা । বিখ্যাত সেই দুআর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন দর্শনের ভিত্তিতে । দ্বীনি চেতনার অপূর্ব শিক্ষা তুলে ধরেছেন এ নিবন্ধে ।
–
❖ “জীবনের একটি লক্ষ্য আছে”
“““““““““““““““““““““`
এই বইয়ের আসল চমকই হচ্ছে, এই নিবন্ধটি । মুগ্ধতা যেন আবিষ্ট করে রেখেছিল আমায় ।
জীবনের আসল উদ্দেশ্য আর তাৎপর্য-কে কিছু উপমার মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরেছেন । জীবন ঘনিষ্ঠ কুরআনের আয়াতগুলোর চমৎকার সব ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন । যেন সেখানে সরাসরি মৌখিক আলোচনার একটা ঘ্রান রয়ে গিয়েছে । হৃদয় নিংড়ানো কিছু কথার সন্নিবেশ ঘটেছে । কুরআন দিয়ে জীবনের আসল সফলতার দিকে ইঙ্গিত করা হয়েছে । মূলত এ নিবন্ধটি তরুন আর যুবকদেরকেই বেশি প্রভাবিত করবে ।
–
❖ “প্রত্যেককে যে প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে”
““““““““““““““““““““““““““““““““
কিয়ামতের দিন মানুষকে যে চারটি প্রশ্ন করা হবে, সেগুলো নিয়ে কিছু হৃদয়স্পর্শী কথার পশরা সাজিয়েছেন লেখক । আহ্,, কতোই না চমৎকার সে কথাগুলো ! তাবেয়ীদের কথা, সাহাবীদের কথা, লেখকের নিজের কথা । যেন এক ঝুড়ি মণিমুক্তো !
–
❖ “দেশ ও দেশবাসীর কল্যাণকামিতা”
““““““““““““““““““““““““““
নবী ইবরাহীম (আ.) – এর একটি দুআর চমৎকার ব্যাখ্যা পাওয়া যাবে এ নিবন্ধে । লেখক, মাত্র এই একটি দুআ থেকে কতগুলো শিক্ষা আর নির্দেশনা বের করে এনেছেন – সেটা পাঠকরা পড়লেই বুঝতে পারবে । কতো গভীরভাবে উপলব্ধি করে পাঠকের সামনে সেটা উপস্থাপন করেছেন তিনি । চমৎকার কিছু বিষয়কে লেখক কতোই না দরদ দিয়ে বুঝিয়েছেন । কুরআনী সত্য উপলব্ধি করার মতো কিছু দিক নির্দেশনা সম্পর্কে পাঠক অবগত হতে পারবে- এ নিবন্ধ থেকে, ইন শা আল্লাহ্ ।
–
❖ “দয়াময়! আলো দিন ওই অন্ধচোখে”
“““““““““““““““““““““““““““
কবিতা প্রেমীদের জন্য এই নিবন্ধটি সুখকর হবে । ঈমান বৃদ্ধি করার মতো কিছু পঙক্তি উঠে এসেছে বইয়ের পাতায় । শুধু কি তাই ? নাস্তিক পাড়ার এক কথিত “প্রথাবিরোধী” লেখকের একটি বিতর্কিত কবিতারও খন্ডায়ন করেছেন লেখক ।
ঈমান ও কুফরের দ্বন্দ্বমুখর জীবনে একজন মুমিন কীভাবে সত্যকে আঁকড়ে ধরতে পারে, সে আলোচনাও উঠে এসেছে এ নিবন্ধে ।
============================================================================
.
জীবনের লক্ষ্য জানার পর সে লক্ষ্যে পৌঁছার সবচেয়ে সহজ ও সর্বোত্তম পথটি খুঁজে বের করা জরুরী । এজন্য নিজের চিন্তা-ভাবনাকে গুছিয়ে নেওয়া প্রয়োজন, মৌলিক বিষয়ে নিজের মনোযোগ আবদ্ধ করা প্রয়োজন । পাশাপাশি দরকার, বিজ্ঞ ও দক্ষ আলিমদের পরামর্শ নেয়া । তাঁদের লেখা জীবনঘনিষ্ঠ বিষয়ক বইগুলো পড়া, যা কয়েক বছরের অযথা শ্রম ও কষ্টকে বাঁচিয়ে দেবে । “জীবনের একটি লক্ষ্য আছে”– বইটিকে আমার এমনই মনে হয়েছে । বইটি যখন পড়ছিলাম, তখন মনে হয়েছিল, আমি সরাসরি কোনো আলিমের সোহবতে আছি ।
==
অনেকে হয়তো ভাবছেন, শুধুতো বইয়ের প্রশংসাই করছি । নেতিবাচক কিছুতো বলছি না । নেতিবাচক কি কিছু নেই ??
বইটি সম্পর্কে নেতিবাচক কিছু বলতে গেলে বলব, “ইশ! বইটি যদি আরও দীর্ঘ হতো । কেন যে লেখক ১৪৪ পৃষ্ঠাতে এসে কলম থামিয়ে দিলেন ! আরো কিছু জীবনঘনিষ্ঠ টপিক কি আনা যেত না ? তাহলে খানিকটা হলেও তৃপ্তি পেতাম । আরও কিছুক্ষন একটা ভাল বইয়ের সাথে সময় কাটাতে পারতাম” !
–
পুরো বইয়ে মাত্র একটি বানান ভুল চোখে পড়েছে । এই বইয়ের প্রুফ রিডার সত্যিই প্রশংসার দাবী রাখে । বইয়ের নামকরনের সাথে প্রচ্ছদের একটা চমৎকার মিল খুঁজে পেয়েছি । প্রচ্ছদটা একদমই সাদামাটা । জীবনটাওতো এমনই সাদামাটা হওয়া উচিত । তাই না ! প্রচ্ছদ করেছেন— ” উসামা আদনান” । বইয়ের বাঁধাই খুব পছন্দ হয়েছে । পৃষ্ঠা মান, সাজসজ্জাও প্রশংসনীয় । বইয়ের প্রচ্ছদ মূল্যঃ– ২০০ টাকা । বইটি প্রথম প্রকাশিত হয়, “এপ্রিল,২০১৯” – এ ।
–
★–লেখক সম্পর্কে কিছু কথা–★
““““““““““““““““““““““
বাংলাদেশের ইলমী অঙ্গনে একটি পরিচিত নাম হলো– “মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ” । তিনি মাসিক আল কাউসারের সহ-সম্পাদক । বহু প্রতিভার অধিকারী এই বিশিষ্ট আলিমে দ্বীনের বেশ কিছু কিতাব পাঠক মহলে বেশ সমাদৃত । বর্তমানে তিনি মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ায় অধ্যাপনায় নিয়োজিত আছেন এবং সেই সাথে উত্তরা ৭ নং সেক্টর জামে মসজিদের খতিব । বইয়ের শেষে তাঁর সম্পর্কে আরো বিস্তারিত পরিচয় উল্লেখ করা আছে । আল্লাহ্ তার ইলম, আমল, কলম আর কলবে বরকত দান করুন, আমিন ।
পাশাপাশি এই বইয়ের সাথে সম্পৃক্ত লেখক, প্রকাশক সহ আরো যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িয়ে আছে, তাদের সবাইকে আল্লাহ্ উত্তম প্রতিদান দিন । আমিন ।