যেমন ছিলেন তিনি ﷺ (দুই খণ্ড)
অনুবাদ: আব্দুল্লাহ ইউসুফ
সম্পাদনা: মুফতি তারেকুজ্জামান
পৃষ্ঠা: ১১৪৬ (অফসেট হোয়াইট, হার্ড কভার)
আরবের প্রথিতযশা আলেমে দ্বীন ও প্রখ্যাত দাঈ শাইখ সালিহ আল মুনাজ্জিদের এক অপূর্ব সিরাত সংকলস (كَيْفَ عَامَلَهُمْ) ‘যেমন ছিলেন তিনি’।
এই গ্রন্থকে আসলে সিরাত বললেও ভুল হবে। সিরাতের বিন্যাসের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ ইতিহাস বর্ণনা, আবহ নির্মাণ, ঘটনার ধারাবাহিকতা রক্ষা, গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়াদির আলোচনা ইত্যাদি করতে গিয়ে সিরাতগ্রন্থের সর্বত্র সরাসরি রাসুলুল্লাহ ﷺ-এর ওপর আলোকপাত করা হয় না। তাই সিরাত খুললেই আপনি দেখবেন সমসাময়িক আরবের ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চিত্র, কুরাইশ বংশের ইতিহাস, সাহাবিদের বিভিন্ন ঘটনা, হিজরতে হাবশা, বিভিন্ন লড়াইয়ের ঘটনা ইত্যাদি।
পক্ষান্তরে ‘যেমন ছিলেন তিনি’ গ্রন্থে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন কেবল রাসুলুল্লাহর আলোচনা। সর্বত্র কেবল রাসুলুল্লাহর ওপরই সরাসরি আলোকপাত করা হয়েছে। তিনি কী বলছেন, কীভাবে বলছেন, কেন বলছেন, কী করছেন, কীভাবে করছেন, কেন করছেন, কার সঙ্গে কেমন আচরণ করছেন, কোন পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন ইত্যাদির মতো মূল্যবান ও জীবনঘনিষ্ঠ উপাদান নিয়ে ধাপে ধাপে নির্মাণ করা হয়েছে পুরো বইটি। প্রতিটি অধ্যায়, প্রতিটি পরিচ্ছেদ, প্রতিটি পৃষ্ঠায় আপনি দেখবেন রাসুলুল্লাহময় একটি আবহ ছড়িয়ে আছে। অন্য কোনো কথা নেই, ভিন্ন কোনো আলোচনা নেই—কেবল রাসুলুল্লাহ ও রাসুলুল্লাহর জীবন, রাসুলুল্লাহর সুন্নাহ ও তাঁর আদর্শ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
-
-
hotআর রাহীকুল মাখতূম
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স750 ৳525 ৳আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। ...
-
hotনবি জীবনের গল্প
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন245 ৳176 ৳আরিফ আজাদের নতুন বই 'নবি জীবনের ...
-
save offউসওয়াতুল লিল আলামিন
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান980 ৳490 ৳অনুবাদ: শামিম আহমেদ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...
-
hotকে উনি?
লেখক : মোহাম্মদ তোয়াহা আকবরপ্রকাশনী : সমকালীন প্রকাশন172 ৳120 ৳এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই ...
-
তোমাকে ভালবাসি হে নবী
লেখক : গুরুদত্ত সিংপ্রকাশনী : দারুল কলম90 ৳ইতিহাসের মানদন্ডে এর চেয়ে উচ্চস্তরের গ্রন্থ ...
-
hotমহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লেখক : মাজিদা রিফাপ্রকাশনী : রাহবার640 ৳480 ৳পরিবেশক : মাকতাবাতুল আযহার নবীজি (ﷺ)-এর জীবনী ...
-
save offমাআল মুস্তফা (সিরাতে রাসূলের সুরভিত পাঠ)
লেখক : ড. সালমান আল আওদাহপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স125 ৳106 ৳অনুবাদক: ফারুক আজম নবিজির জীবনী আমাদের কাছে ...
-
hotসীরাত বিশ্বকোষ (১১ খণ্ড)
প্রকাশনী : মাকতাবাতুল আযহার11,000 ৳5,500 ৳মোট খণ্ড ১১ এবং পৃষ্ঠাসংখ্যা : ...
-
মুহাম্মাদ শফিকুল ইসলাম – :
mohammad ali hasan – :
smshaheen97 – :
আল্লাহ এবং তাঁর রাসূলের দুশমনেরা যখন আমার নবীকে নানাভাবে অপমান করতে চায়, তাঁকে খাটো হিসেবে উপস্থাপন করতে চায় দুনিয়াবাসীর সামনে তখন ঈমানের দাবিদার হিসেবে আমাদের উচিত বেশি বেশি তাঁকে অনুসরণ করা। আর এজন্য প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পূর্ণাঙ্গভাবে জানা এবং অনুধাবন করা। এ-কারণে সিরাত-গ্রন্থ পাঠ করার কোনো বিকল্প নেই।
রুহামা পাবলিকেশনের ‘যেমন ছিলেন তিনি’ সিরাত-গ্রন্থটি এজন্যই অনন্য যে—এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিক ঘটনাকে প্রাধান্য না দিয়ে তাঁর চারিত্রিক এবং আচরণগত বিষয়গুলো অত্যন্ত বলিষ্ঠভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের জীবন চলার পথে নবীজিকে কীভাবে অনুসরণ করতে হবে তার হাতেকলমে শিক্ষা দিতে সচেষ্ট যেন এই গ্রন্থটি।
তিনি মানুষ ছিলেন। এই সমাজে আর দশজনের সঙ্গে চলাফেরা করেছেন। ফলে তাদের সঙ্গে মিশতে হয়েছে। তাঁর ব্যবহার ছিল মাধুর্যে পরিপূর্ণ। তাঁর একেবারে শত্রুও নবীজির চারিত্রিক অনুপম সৌন্দর্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যেতো। পরিবার, সমাজ এবং মদীনার মতো রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে যেমন আচরণ করেছেন, তার সমষ্টি হলো ‘যেমন ছিলেন তিনি’।
প্রায় সাড়ে এগারোশো পৃষ্ঠার এই বইটি পাঠ করতে গিয়ে আমি যেন আমার প্রিয় রাসূলকে অনুভব করতে পেরেছি! কী অনুপম এক সিরাত-গ্রন্থ লিখেছেন শায়খ সালেহ আল-মুনাজ্জিদ! আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এই গ্রন্থটি পাঠ করা প্রয়োজন। আমাদের সমাজে এই যে অস্থিরতা, পারিবারিক শান্তি বিলীন হয়ে যাচ্ছে দিনের পর দিন, দুর্বল মানুষ প্রতিনিয়ত শিকার হচ্ছে জুলুমের—এসবের প্রকৃত সমাধান পাওয়া যাবে গ্রন্থটিতে। তাছাড়া সচেতন মুসলিম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ে ধারণ করা আমাদের অবশ্যকর্তব্য।
ইসলাম ও রাসূলবিদ্বেষীরা যত তীব্রভাবে চাইবে নবীজির থেকে আমাদের সরিয়ে দিতে, আমরা তার চেয়েও দ্বিগুণ বেগে প্রাণপ্রিয় রাসূলের কাছাকাছি হবো। তারা কখনোই সক্ষম হবে না আল্লাহর রাসূলকে আমাদের চেতনাপ্রবাহ থেকে বিলুপ্ত করে দিতে। কারণ, আমরা আমাদের শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে তাঁকে ধারণ করি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম…
anas.mahfuz000 – :
আচ্ছা, কখনো কি জানতে ইচ্ছে করে কেমন ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির আচরণ? কার সাথে কেমন আচরণ করতেন,তাঁর সাংসারিক জীবন কেমন ছিল,মানুষকে কি কি উপদেশ দিতেন? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে যেমন ছিলেন তিনি (সা) এই বইটিতে। এই বইটিতে রাসুল (সা) এর আচরণ,তাঁর সংসার-জীবন,তাঁর বিচার-ব্যবস্থা সব কিছু উঠে এসেছে। এই বইটি পড়লে আপনার মনে হতে পারে আপনি রাসুল (সা) এর কাজকর্ম-চলাফেরা স্বচক্ষে দেখছেন। বইটি পড়তে শুরু করলে হারিয়ে যাবেন ভিন্ন এক জগতে। একবার পড়তে শুরু করলে আর সহজেই বইটি ছেড়ে উঠতে ইচ্ছে করবেনা।
আমার জীবনের পড়া সেরা বই এটি।