যেমন ছিলেন তিনি ﷺ (দুই খণ্ড)
অনুবাদ: আব্দুল্লাহ ইউসুফ
সম্পাদনা: মুফতি তারেকুজ্জামান
পৃষ্ঠা: ১১৪৬ (অফসেট হোয়াইট, হার্ড কভার)
আরবের প্রথিতযশা আলেমে দ্বীন ও প্রখ্যাত দাঈ শাইখ সালিহ আল মুনাজ্জিদের এক অপূর্ব সিরাত সংকলস (كَيْفَ عَامَلَهُمْ) ‘যেমন ছিলেন তিনি’।
এই গ্রন্থকে আসলে সিরাত বললেও ভুল হবে। সিরাতের বিন্যাসের সঙ্গে এর কোনো মিল নেই। কারণ ইতিহাস বর্ণনা, আবহ নির্মাণ, ঘটনার ধারাবাহিকতা রক্ষা, গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়াদির আলোচনা ইত্যাদি করতে গিয়ে সিরাতগ্রন্থের সর্বত্র সরাসরি রাসুলুল্লাহ ﷺ-এর ওপর আলোকপাত করা হয় না। তাই সিরাত খুললেই আপনি দেখবেন সমসাময়িক আরবের ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক চিত্র, কুরাইশ বংশের ইতিহাস, সাহাবিদের বিভিন্ন ঘটনা, হিজরতে হাবশা, বিভিন্ন লড়াইয়ের ঘটনা ইত্যাদি।
পক্ষান্তরে ‘যেমন ছিলেন তিনি’ গ্রন্থে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন কেবল রাসুলুল্লাহর আলোচনা। সর্বত্র কেবল রাসুলুল্লাহর ওপরই সরাসরি আলোকপাত করা হয়েছে। তিনি কী বলছেন, কীভাবে বলছেন, কেন বলছেন, কী করছেন, কীভাবে করছেন, কেন করছেন, কার সঙ্গে কেমন আচরণ করছেন, কোন পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছেন ইত্যাদির মতো মূল্যবান ও জীবনঘনিষ্ঠ উপাদান নিয়ে ধাপে ধাপে নির্মাণ করা হয়েছে পুরো বইটি। প্রতিটি অধ্যায়, প্রতিটি পরিচ্ছেদ, প্রতিটি পৃষ্ঠায় আপনি দেখবেন রাসুলুল্লাহময় একটি আবহ ছড়িয়ে আছে। অন্য কোনো কথা নেই, ভিন্ন কোনো আলোচনা নেই—কেবল রাসুলুল্লাহ ও রাসুলুল্লাহর জীবন, রাসুলুল্লাহর সুন্নাহ ও তাঁর আদর্শ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
-
-
hotআর রাহীকুল মাখতূম
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স750 ৳525 ৳আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। ...
-
hotনবি জীবনের গল্প
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন245 ৳176 ৳আরিফ আজাদের নতুন বই 'নবি জীবনের ...
-
save offউসওয়াতুল লিল আলামিন
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান980 ৳490 ৳অনুবাদ: শামিম আহমেদ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...
-
hotকে উনি?
লেখক : মোহাম্মদ তোয়াহা আকবরপ্রকাশনী : সমকালীন প্রকাশন172 ৳120 ৳এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই ...
-
তোমাকে ভালবাসি হে নবী
লেখক : গুরুদত্ত সিংপ্রকাশনী : দারুল কলম90 ৳ইতিহাসের মানদন্ডে এর চেয়ে উচ্চস্তরের গ্রন্থ ...
-
hotমহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লেখক : মাজিদা রিফাপ্রকাশনী : রাহবার640 ৳480 ৳পরিবেশক : মাকতাবাতুল আযহার নবীজি (ﷺ)-এর জীবনী ...
-
save offমাআল মুস্তফা (সিরাতে রাসূলের সুরভিত পাঠ)
লেখক : ড. সালমান আল আওদাহপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স125 ৳106 ৳অনুবাদক: ফারুক আজম নবিজির জীবনী আমাদের কাছে ...
-
hotসীরাত বিশ্বকোষ (১১ খণ্ড)
প্রকাশনী : মাকতাবাতুল আযহার11,000 ৳5,500 ৳মোট খণ্ড ১১ এবং পৃষ্ঠাসংখ্যা : ...
-
সাইফুল্লাহ – :
Abrar Faiaz – :
akkhokon360 – :
কে তিনি? কে সে মহামানব?? কে করল আলোকিত আজম ও আরব??? …তিনি আর কেউ নন; তিনি হলেন দুজাহানের সরদার, সৃষ্টির সেরা, আল্লাহর সবচেয়ে প্রিয় মুহাম্মাদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁকে আমরা কতটুকু চিনি? কতটুকু জানি তাঁর চলাফেরা, তাঁর কথাবার্তা, তাঁর আচারআচরণ? যিনি চৌদ্দশ বছর আগে আমাকে নিয়ে ভেবেছেন, আমার জন্য চোখের পানি ফেলেছেন, আমার জন্য রক্ত ঝরিয়েছেন; এমন মহান ব্যক্তিত্বকে কি আমরা ভালো করে চিনতে পেরেছি?
জানেন, কেমন ছিলেন তিনি? একটু বলি… তিনি নিজের জামা নিজেই সেলাই করতেন, নিজের জুতা নিজেই মেরামত করতেন, নিজেই ঘর নিজেই মুছতেন, নিজেই বকরির দুধ দোহাতেন।, পশু জবেহ করতেন, রান্নার কাজে স্ত্রীকে সহযোগিতা করতেন, মেহমান এলে নিজেই আতিথেয়তা করতেন, সহজভাবে কথা বলতেন, অত্যন্ত উদার ব্যবহার করতেন। সফরে বের হলে পালাক্রমে একবার নিজে সওয়ার হতেন, আরেকবার তার সাথিকে সওয়ার হতে দিতেন। তিনি যবের রুটি খেতেন। চাটাইয়ের বিছানায় ঘুমাতেন। কখনো খালি পায়েও হাঁটতেন। দাস-দাসীদের সাথে মিশতেন। ছোটদের স্নেহ করতেন। বড়দের সম্মান করতেন। কখনো খাবার খেতেন, আবার কখনো উপোষ থাকতেন। অর্থ-সম্পদ অকাতরে বিলিয়ে দিতেন। নিজের জন্য পাই পয়সাও জমা করতেন না। এমনভাবে বলতে গেলে শেষ করা সম্ভব না।
এ মানুষটাকে কি জানতে মন চায় না? চায় না কি মন একটু তার জীবনিটা জানতে? বস্তুত প্রতিটি মুমিনের অন্তরই চায় জানতে, কেমন ছিলেন তিনি? এ প্রশ্নেরই উত্তর থাকছে “যেমন ছিলেন তিনি” বইতে। শাইখ সালিহ আল-মুনাজ্জিদ হাফিঃ এর অনবদ্য রচনা “কাইফা আ’মালাহুম”-এর সরল অনুবাদ “কেমন ছিলেন তিনি”।
বইটি এক দেখাতেই অনেকেই হয়ত ভাববেন বইটি সীরাত সংক্রান্ত। সীরাত সংকলন হলেও সীরাত সমগ্র হতে বইটি সম্পূর্ণ আলাদা বৈচিত্র্যের। সীরাতের বিন্যাসের সাথে এর কোন মিল নেই। কারন ইতিহাস বর্ননা, আবহ নির্মাণ, ঘটনার ধারাবাহিকতা রক্ষা ইত্যাদির সংমিশ্রণ বইটি। সাড়ে আটশ পৃষ্ঠার বিশাল এই কলেবরের গ্রন্থটি দুটি ভলিউমের মলাট বন্ধ হয়েছে। যা আমি মনে করি প্রত্যক মুসলিমেরই সংগ্রহে রাখা উচিত।
mahmudul.hasaan03 – :
.
‖বিষয়বস্তু‖
নবীজি ﷺ এর রেখে যাওয়া আদর্শের বিভিন্ন দিককে চয়ন করেই ৬টি অধ্যায়ে সজ্জিত হয়েছে বক্ষ্যমাণ বইটি। নবীর দাম্পত্য জীবনের একদম ভেতরকার বিষয়গুলোও স্থান পেয়েছে বইটিতে। যেমন: স্ত্রীদের ভুলগুলোকে শুধরে দেওয়া, মনোরঞ্জন করা, আদর্শ হিসেবে গড়ে তোলা প্রভৃতি। পরবর্তী পাতাগুলোতে উঠে এসেছে সন্তান এবং নাতি-নাতনিদের সাথে মহানবীর আচরণ, প্রতিবন্ধীদের সামলানোর দৃশ্যপট, সাহাবীদের আমলে উৎসাহী করা, বিভিন্ন শ্রেণির মানুষকে হ্যান্ডেল করার ঘটনাও। সুখপাঠ্য গদ্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নবীজির পছন্দ-অপছন্দীয় বিষয়গুলোকে। বইটি রাসূল (ﷺ) এর গুণাবলি এবং আখলাকের সম্পূর্ণ একটা ইনসাইক্লোপিডিয়ার মতো, তবে সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবেশ নিয়ে তেমন আলোচনা হয় নি। কীভাবে তিনি জটিল থেকে জটিলতর বিবাদগুলোর সমাধান করে দিতেন, বিরোধিতা সত্ত্বেও কেন কোনো কাফের নবীজির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেনি, অন্যের ভুলগুলোকে কিভাবে কোমলতার ছোঁয়ায় শুধরে দেওয়া যায়— প্রায় সবকটি গুণাবলীর চিত্রকল্প সুনিপুণভাবে নির্মিত হয়েছে। মানব জীবনের এমন কোনো দিক নেই যেখানে রাসূল ﷺ উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাননি, আর হয়তো এমন কোনো গুণাবলী-আদর্শ বাকি নেই যা শাইখ এই কিতাবে উল্লেখ করতে ভুল করেছেন।
.
‖ভালোলাগা‖
বইয়ের প্রতিটি আলোচনাই দলিল সমৃদ্ধ এবং প্রয়োজনে ব্যাখ্যাও সংযোজন করা হয়েছে। অনিন্দ-সুন্দর বর্ণনাশৈলী তুলে ধরবে মহানবীর সাফল্যভরা জীবনের নিখুঁত মানচিত্র। এর মত সুবিশাল ও সহিহ বর্ণনার আলোকে কেবল নবীজির আদর্শ ও আচরণবিধির নমুনায় ভরপুর এমন কোনো বই বাংলায় নেই বললেই চলে। উপরন্তু আদর্শ দাম্পত্য, প্যারেন্টিং, দাওয়াহ’র পদ্ধতি, মানুষের মন জয়, নিজেকে আদর্শ স্বামী রূপে গড়ে তোলা, উত্তম গুণাবলী ও আখলাকের নমুনা— এত এত টপিকের সবগুলোই শেখা হয়ে যাবে দুই খণ্ডের এই বইটি পড়লেই। তাও আবার শিখছি সর্বশ্রেষ্ঠ মানবের জীবনী থেকে।
.
‖মন্তব্য‖
একটি ট্রেনকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য যেমন প্রয়োজন সঠিক দিকনির্দেশনার, তেমনি আমাদের গন্তব্য ‘জান্নাতে পৌঁছানো, আল্লাহর নৈকট্য লাভের জন্য’ও প্রয়োজন দিকনির্দেশনার। আর সেই দিকনির্দেশনা পাওয়া যায় রাসূলুল্লাহ (ﷺ) এর আচরণ-চরিত্রে। নিজেকে তাঁরই আদর্শে গড়ে তুলে নিজ গন্তব্যের দিকে অগ্রসর হওয়ার জন্য হলেও বইটি সকলের পড়ে দেখা উচিত।
জামিল হোসেন – :