যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির
এই দ্বীন পালন যেন উত্তপ্ত মরুভূমিতে একাকি পথ চলা, তৃষ্ণায় কাতর হয়ে ছুটে চলা, থমকে যাওয়া, মাটিতে গড়িয়ে পড়া, শীতল পানিতে ডুকা মেটানো, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া গাছের ছায়ায়। উস্কোখুস্ক চুল, ধুলোমাখা পা, জরাজীর্ণ জামা অবশেষে এই দৌড় প্রতিযোগিতার শেষ প্রান্তে পৌঁছা। যার পরের কদম থেকেই আল্লাহ আযযা ওয়া যাল আমাদের দিয়েছেন অনন্ত সুখের প্রতিশ্রুতি। তাই সেই জীবনের স্বপ্ন অন্তরে বুনে নিন, যে জীবন আল্লাহর জন্য বাঁচে। যে জীবন ঘাস ফড়িঙ কিংবা জোনাকি পোকার মতো বন্দি নয়। যে জীবন অনেকের ভিড়ে পরাজিত, অধঃপতিত মানসিকতার নয়। যে জীবন এক বিঘত বুকে বিশাল আকাশ ধারণ করে বাঁচে। যেদিন বুক এফোড় ওফোঁড় করে বেরিয়ে যাবে শত্রুর আঘাত, মাটিতে গড়িয়ে পড়বে প্রথম রক্তবিন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেবেন জান্নাতে আমাদের ঘর, সেদিন—সেদিন হয়তো আকাশের ওপারের ঐ জীবনের জন্য কিছু সঞ্চয় হলো।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳238 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotজীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳192 ৳আরিফ আজাদের নতুন বই 'জীবন যেখানে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳143 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
Ahmed Shamim Hasan – :
জনে জনে বিলি করার বইয়ের লিস্টে আরো একটি বই যুক্ত হলো।
তামিস্রা জেসমিন – :
কিন্তু সত্যিকারের সফলতা যদি তাই হয়, তবে ভালো রেজাল্ট করেও মানুষ সুখী হয় না কেন? কেন চমৎকার রেজাল্টের পর ভালো চাকরি পাওয়ার তাড়া থাকে? সম্পদের পাহাড় গড়েও মানুষের অপ্রাপ্তির বেদনা থাকে কেন? জবাবটা লেখক এভাবে দিয়েছেন-
“কারণ এই দুনিয়ায় কারও পক্ষেই সত্যিকারের সুখের সন্ধান পাওয়া সম্ভব নয়। এখানে বড়জোর প্রতিযোগিতা করা যায়, দুনিয়ার পেছনে ছুটে সময়টা নষ্ট করা যায়। আমাদের আলটিমেট লক্ষ্য হলো দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারা।”
জি। আমাদের চূড়ান্ত লক্ষ্য জান্নাত। সুখ আর সফল হওয়ার স্থান এটি। কিন্তু সমাজ “দুনিয়ায় বেঁচে থাকাটাই” আমাদের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে দিয়েছে। কখনো নিজেকে এ প্রশ্ন করেছেন- পশু-পাখির মতো বেঁচে থাকাই যদি আমাদের লক্ষ্য হয় তবে মেধা আর রুচিবোধের মতো স্বতন্ত্র বৈশিষ্ট্য মানুষকে কেন দেয়া হয়েছে? নিশ্চয় মানুষ সৃষ্টির অন্য উদ্দেশ্য রয়েছে। আর এই বইয়ের পাতায় পাতায় আছে সেই মহান উদ্দেশ্যের কথা।
শুধু মানব সৃষ্টির উদ্দেশ্য নয়। সফলতার পেছনে ছুটতে গিয়ে বেসামাল হয়ে যাওয়া মানুষটার জন্য এই বইয়ে আছে সফলতার সঠিক সংজ্ঞা। জীবন নিয়ে ত্যক্ত-বিরক্ত মানুষটাকেও বলে দেয়া হয়েছে সুখের আসল ঠিকানা।
এভাবে লেখক তার অভিজ্ঞতার জমিন থেকে তুলে আনা একেকটি অভিজ্ঞতা দিয়ে জীবনঘনিষ্ঠ এই বিষয়সমূহ ব্যাখ্যা করেছেন। জীবনের মোড়ে মোড়ে ঘটে যাওয়া নানা ঘটনার উল্লেখ করে পাঠকের সামনে তুলে ধরেছেন সেই ঘটনার প্রাপ্ত শিক্ষা। এক কথায় বলি, কারও জীবন যদি বেসামাল হয়ে যায়, অন্তর যদি কঠিন হয়ে যায়, খুব হতাশ লাগে, জীবনকে অর্থহীন মনে হয়- এই বইয়ে লম্বা একটা ডুব দিবেন। সত্যি বলছি, কোনো একটা অধ্যায়ে হয়তো সমস্যার সমাধান পেয়ে যাবেন ইন শা আল্লাহ।
firozaayat214 – :
সাজিদ ভাইয়ের, আবরার ফাহাদের জন্য
আকাশের ওপারে যে একটা অনিন্দ্য সুন্দর বাড়ির যে বর্ননা রয়েছে তা দেখে আমার ও মনে হয়েছে ইস! আমি ও যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারতাম।
আমি মনে প্রাণে চাই আল্লাহ আমাদের সেই জীবনের স্বপ্ন অন্তরে দিন যে জীবন আল্লাহর জন্য বাঁচে। যে জীবন ঘাস ফড়িং কিংবা জোনাকি পোকার মতো বন্দি নয়। যে জীবন অনেকের ভীড়ে পরাজিত, অধঃপতিত মানুষিকতার নয়।যে জীবন এক বিঘত বুকে বিশাল আকাশ ধারণ করে বাঁচে। যেদিন বুক এফোড় ওফোড় করে বেরিয়ে যাবে শত্রুর আঘাত, মাটিতে গড়িয়ে পড়বে প্রথম রক্তবিন্দু, আল্লাহ সুবহানাহু তায়া’লা দেখিয়ে দিবেন জান্নাত সেদিন হয়তো আকাশের ওপারের ঐ জীবনের জন্য কিছু সঞ্চয় হবে। আমরা সেই জীবনের প্রত্যাশি যেন হতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। আমাদের অক্ষমতা আর অবহেলাকে ক্ষমা করুন। আমাদের সময়ে বরকত দিন। তার দ্বীনের সাথে আমাদের অন্তরটাকে বেঁধে নিন।
বইটি কেন পড়বেন?
হরহামেশার জীবন থেকে বের হতে হলে আপনাকে এই বইটি একবার হলেও পড়তে হবে। হয়তো এই দুনিয়ার এই রঙিন জীবন ছেড়ে ওপারের নতুন জীবনের সন্ধান খুঁজে পেতেও পারেন।
মনের আকুতিঃ-
পৃথিবীর প্রতিটি অশান্ত হৃদয়ের মানুষের কাছে বইটি পৌঁছে যাক।সকলেই লাল নীল হিরার বাড়ির সন্ধান পাক।যেখানে আমাদের কখনো মন খারাপ হবে না,কোনো খারাপ লাগা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো অপ্রাপ্তি থাকবে না………
থাকবেনা কোনো কান্তি, হতাশা, কিংবা না পাওয়ার বেদনা……….
মুজাহিদুর রহমান – :
পড়তে পড়তে মনে হলো প্রতিটি কথায় যেন আমার জন্য লেখা ❤️
Tasnim Mostafiz – :