মেন্যু
je jibon foringer je jibon jonakir

যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির

পৃষ্ঠা : 176, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1rst published 2021
এই দ্বীন পালন যেন উত্তপ্ত মরুভূমিতে একাকি পথ চলা, তৃষ্ণায় কাতর হয়ে ছুটে চলা, থমকে যাওয়া, মাটিতে গড়িয়ে পড়া, শীতল পানিতে ডুকা মেটানো, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া গাছের ছায়ায়। উস্কোখুস্ক চুল,... আরো পড়ুন
পরিমাণ

187  250 (25% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

20 রিভিউ এবং রেটিং - যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির

4.9
Based on 20 reviews
5 star
90%
4 star
10%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    rezwanratul466:

    মাশাআল্লাহ। লেখকের লেখনীর প্রশংসা করতেই হয়। সুন্দর প্রচ্ছদ ও সুন্দর লেখনী মিলে বইটি অসাধারণ।
    Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    Nasrin Tamanna:

    বইটির প্রচ্ছদ এক পলকে দেখেই বইটি কিনতে অনেক আগ্রহ জেগেছিল।মাশাআল্লাহ বইয়ের প্রতিটি টপিকগুলোই ছিল আমাদের বাস্তবজীবনের প্রতিচ্ছবি। যেখানে আমাদের কে বিভিন্ন যোগ্যতার মানদন্ডে মাপা হয় যে জীবনে দ্বীনের ব্যাপারে সবাই ঊধাসীন সেখানে এই বইটি আমাদের বাস্তবতা গুলো তুলে ধরেছে বেশ সাবলিল ভাবেই।

    বইটি কুরিয়ার থেকে হাতে আসার পর পরই পড়া শুরু করে দিয়েছিলাম এবং বেশ ভালো ও লাগলো। আমার পরিচিতদের কে ও বইটি পড়তে দিয়েছিলাম।আল্লাহ সবাইকে হেয়াদাত দান করুক।দ্বীনের পথে চলার তৌফিক দান করুন,আমিন।

    Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    সায়মা:

    ওয়াফি লাইফকে জাযাকাল্লাহ খাইরান।
    বইটার প্রথমে একটা লেখা মনকে খুব অন্যরকম করে দেয়
    ” আমাকে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেন তবে সেখানে একটা টঙ চায়ের দোকান দেব। তাতে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রদিআল্লাহু আনহু আর উমর রাদিআল্লাহু আনহুর সাথে আড্ডা দেব” অনেকটা এইরকম। দ্বীনের জন্য কাজ করা সবাইকে আল্লাহ যেন কবুল করেন। বইয়ে আর একটা লাইন ছিল ” আমাদের ইমান জীর্ণ হয় আল্লাহ যেন আমাদের ইমান নবায়ন করে দেন”। আল্লাহর দিকে আহ্বানকারী বই হোক আমাদের সঙ্গী।
    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    মোহাম্মদ মোবারক উল ইসলাম তানভীর।:

    আলহামদুলিল্লাহ….

    আপনাদের যোগাযোগ পেয়ে আমি উপকৃত হয়েছি।

    আমি সহযোগিতা করতে পেরেছি আমার আশেপাশের পরিচিত /প্রিয় জন ব্যাক্তিবর্গদের।
    আমি একজন বই পিপাসু মানুষ।
    বই পড়া আমার জন্যে অনেক আনন্দের।
    আপনাদের কাছ থেকে বই এনে বিনামূল্যে বিতরণ করছি।
    আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা,আমি একটা গ্রন্থগার খুলবো।
    কিন্তু, বর্তমান সমাজ এতটাই খারাপ হয়েছে,উৎসাহ দিবে দূরের কথা,এ-ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দেয়।
    আমার স্বপ্ন, স্বপ্ন-ই থেকে গেল।
    আমি আমার স্থানে আমার থেকে শুরু করতে চাই যে, বর্তমান প্রজন্ম যেইভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়েছে,তা ভালোর চাইতে খুব খারাপ ফল দিবে।
    আমি চাই তাদেরকে ইসলামের পথে আনতে,
    বই পড়ার দিকে আসক্ত করতে।
    বই পড়া কত যে আনন্দের,
    তা বই না পড়লে বুঝা যাবেনা।
    আর যদি হয়,ইসলাম,এবং সুশৃঙ্খল বই….
    তাহলে তো আর কোন কথাই নেই।
    আপনাদের হোম ডেলিভারিতে আমি সন্তুষ্ট।
    আপনাদের কাছ থেকে যা বই আমি নিয়েছি তার তালিকা দিলাম….
    (1) এপিটাফ।
    (2) হাফসা।
    (3) যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির।
    ইনশাআল্লাহ…..
    আমি আপনাদের সাথে থাকতে চাই।
    এবং আমাকেও সুজুগ সুবিধা দিয়ে সহযোগিতা করবেন আশা করি।
    আল্লাহ, আপনাদের যাত্রাকে দীর্ঘ করুক,কল্যাণময় করুক।

    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    Fariha:

    মাশাআল্লাহ চমৎকার একটি বই।প্রতিটি ঘটনাই জীবনের সাথে এত কোরিলেটেড যা জীবনের উদ্দেশ্য কি তা আসলেই নতুন করে ভাবতে শিখায়
    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No