যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির
এই দ্বীন পালন যেন উত্তপ্ত মরুভূমিতে একাকি পথ চলা, তৃষ্ণায় কাতর হয়ে ছুটে চলা, থমকে যাওয়া, মাটিতে গড়িয়ে পড়া, শীতল পানিতে ডুকা মেটানো, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া গাছের ছায়ায়। উস্কোখুস্ক চুল, ধুলোমাখা পা, জরাজীর্ণ জামা অবশেষে এই দৌড় প্রতিযোগিতার শেষ প্রান্তে পৌঁছা। যার পরের কদম থেকেই আল্লাহ আযযা ওয়া যাল আমাদের দিয়েছেন অনন্ত সুখের প্রতিশ্রুতি। তাই সেই জীবনের স্বপ্ন অন্তরে বুনে নিন, যে জীবন আল্লাহর জন্য বাঁচে। যে জীবন ঘাস ফড়িঙ কিংবা জোনাকি পোকার মতো বন্দি নয়। যে জীবন অনেকের ভিড়ে পরাজিত, অধঃপতিত মানসিকতার নয়। যে জীবন এক বিঘত বুকে বিশাল আকাশ ধারণ করে বাঁচে। যেদিন বুক এফোড় ওফোঁড় করে বেরিয়ে যাবে শত্রুর আঘাত, মাটিতে গড়িয়ে পড়বে প্রথম রক্তবিন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দেবেন জান্নাতে আমাদের ঘর, সেদিন—সেদিন হয়তো আকাশের ওপারের ঐ জীবনের জন্য কিছু সঞ্চয় হলো।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳238 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotজীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳192 ৳আরিফ আজাদের নতুন বই 'জীবন যেখানে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳143 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
rezwanratul466 – :
Nasrin Tamanna – :
বইটি কুরিয়ার থেকে হাতে আসার পর পরই পড়া শুরু করে দিয়েছিলাম এবং বেশ ভালো ও লাগলো। আমার পরিচিতদের কে ও বইটি পড়তে দিয়েছিলাম।আল্লাহ সবাইকে হেয়াদাত দান করুক।দ্বীনের পথে চলার তৌফিক দান করুন,আমিন।
সায়মা – :
বইটার প্রথমে একটা লেখা মনকে খুব অন্যরকম করে দেয়
” আমাকে যদি আল্লাহ দয়া করে জান্নাত দেন তবে সেখানে একটা টঙ চায়ের দোকান দেব। তাতে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রদিআল্লাহু আনহু আর উমর রাদিআল্লাহু আনহুর সাথে আড্ডা দেব” অনেকটা এইরকম। দ্বীনের জন্য কাজ করা সবাইকে আল্লাহ যেন কবুল করেন। বইয়ে আর একটা লাইন ছিল ” আমাদের ইমান জীর্ণ হয় আল্লাহ যেন আমাদের ইমান নবায়ন করে দেন”। আল্লাহর দিকে আহ্বানকারী বই হোক আমাদের সঙ্গী।
মোহাম্মদ মোবারক উল ইসলাম তানভীর। – :
আপনাদের যোগাযোগ পেয়ে আমি উপকৃত হয়েছি।
আমি সহযোগিতা করতে পেরেছি আমার আশেপাশের পরিচিত /প্রিয় জন ব্যাক্তিবর্গদের।
আমি একজন বই পিপাসু মানুষ।
বই পড়া আমার জন্যে অনেক আনন্দের।
আপনাদের কাছ থেকে বই এনে বিনামূল্যে বিতরণ করছি।
আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা,আমি একটা গ্রন্থগার খুলবো।
কিন্তু, বর্তমান সমাজ এতটাই খারাপ হয়েছে,উৎসাহ দিবে দূরের কথা,এ-ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে দেয়।
আমার স্বপ্ন, স্বপ্ন-ই থেকে গেল।
আমি আমার স্থানে আমার থেকে শুরু করতে চাই যে, বর্তমান প্রজন্ম যেইভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়েছে,তা ভালোর চাইতে খুব খারাপ ফল দিবে।
আমি চাই তাদেরকে ইসলামের পথে আনতে,
বই পড়ার দিকে আসক্ত করতে।
বই পড়া কত যে আনন্দের,
তা বই না পড়লে বুঝা যাবেনা।
আর যদি হয়,ইসলাম,এবং সুশৃঙ্খল বই….
তাহলে তো আর কোন কথাই নেই।
আপনাদের হোম ডেলিভারিতে আমি সন্তুষ্ট।
আপনাদের কাছ থেকে যা বই আমি নিয়েছি তার তালিকা দিলাম….
(1) এপিটাফ।
(2) হাফসা।
(3) যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির।
ইনশাআল্লাহ…..
আমি আপনাদের সাথে থাকতে চাই।
এবং আমাকেও সুজুগ সুবিধা দিয়ে সহযোগিতা করবেন আশা করি।
আল্লাহ, আপনাদের যাত্রাকে দীর্ঘ করুক,কল্যাণময় করুক।
Fariha – :