যে জীবন বরকতময় (পেপারব্যক)
অনুবাদক- মুফতী রাশেদুল ইসলাম
সম্পাদনা- মুফতী কাজী মঈনুল হক
কাগজ: ৮০ গ্রাম অফওয়েট কালার
একজন মানুষের জন্য জীবনের প্রতিটি অঙ্গনে বরকত থাকা অতীব জরুরি। বরকতময় জীবন শান্তিময় হয়, সুখ-শান্তিতে ভরপুর থাকে। সে হায়াতে, সময়ে, সম্পদে বরকত পায়। কোন কাজ করলে জীবনের সর্বক্ষেত্রে বরকত পাওয়া যাবে, সে পথের দিশা বাতলিয়ে দেওয়া হয়েছে কুরআন ও হাদীসে। ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতিটি মুহূর্ত যেন বরকতময় হয়, বরকতশূন্য না হয়, মানব জাতিকে সে বিষয়ে তালিম নেওয়া উচিত। জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে বরকতময় হয়ে উঠবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। মহান আল্লাহ তায়ালা ঘোষনা করেন- (তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে) যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুযী দান করেন।(সুরাতুন-নূর : ৩৮)
পক্ষান্তরে বরকতহীন জীবন অশান্তি ও দুঃখে-কষ্টে ভরা থাকে। জীবনের কোনো কাজে বরকত পায় না। অর্থাৎ হায়াতে, সময়ে ও সম্পদে বরকত পায় না। দেখা যায় আল্লাহর দেওয়া হায়াত কখন ফুরিয়ে যায় টেরই পায় না। মাসে লাখ লাখ টাকা উপার্জন করার পরও উপার্জন বরকতহীন থাকে। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, ‘যারা কাফের, তাদের কর্ম মরুভূমির মরীচিকার মতো, যাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে। এমনকি সে যখন তার কাছে যায়, তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে, অতঃপর তার হিসাব চুকিয়ে দেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।’ (সুরাতুন-নূর : ৩৯)
প্রিয় পাঠক! যে কাজ সমূহ করলে বরকতময় জীবনধারণ করা যায় ও জীবনের প্রতিটি অঙ্গনে বরকত পাওয়া যায়। সে সকল কাজের বিরবণ নিয়ে সাজানো হয়েছে বইটি।
- ৫৯৯ টাকা অর্ডারে ১টি ফ্রি আমল চেকলিষ্ট।
- ৮৯৯ টাকা অর্ডারে ১টি ফ্রি বই।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন315 ৳214 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন156 ৳115 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন330 ৳224 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳160 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স275 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন200 ৳150 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
hotযে আফসোস রয়েই যাবে
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন288 ৳213 ৳একটি অফার! ধরুন, আপনাকে পঞ্চাশ হাজার টাকা ...
-
hotতিনিই আমার রব
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন272 ৳185 ৳অনুবাদক: আব্দুল্লাহ মজুমদার সম্পাদনা: আকরাম হোসাইন সহ-সম্পাদনা: আব্দুল্লাহ ...
-
Sheikh Israt – :
এই ক্ষুদ্র ক্ষণিকের জীবনকে সফলতার পরশে ঢেলে সাজাতে এবং পরকালীন জীবনেও এ সাফল্যের রেশ ধরে রাখতে মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে বরকতের গুরুত্ব অপরিসীম।
আর এই পার্থিব জীবনে বরকত না পেলে, আল্লাহর পথে না চললে পরকাল হবে ভয়ানক।
যেমনটি আল্লাহ তায়ালা কুরআনে বলেছন:
আর পরকালের আযাব অবশ্যই আরো বড়, যদি তারা জানত।
(সূরা কালাম: ৩৩)
ব্যাক্তিগত জীবন,সাংসারিক জীবন ও কর্ম জীবনের মধ্যে বরকত থাকা জরুরি।
বরকত ছাড়া কোনো জীবন সুখের হতে পারে না। বরকতের মধ্যে সুখ শান্তি নিহিত।
এই জন্যই প্রত্যেক মুমিন সালাম বিনিময়ের সময় ওয়া বারাকাতুহু বলে বরকত প্রার্থনা করে। যাতে আমাদের জীবন বরকতয় হয়ে উঠতে পারে।
তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকতের অনুসন্ধান করা উচিত।
কিভাবে বরকত সন্ধান করবেন? কোন আমল অনুযায়ী বরকতের সন্ধান করবেন তার জন্য ‘ যে জীবন বরকতময় ‘ বইটি আপনাকে জানতে সাহায্য করবে কি কি উপায় অবলম্বন করলে আমাদের জীবন বরকতময় হয়ে উঠবে।
বইটি যেভাবে আছে:
★ বরকত- বরকত শব্দের অর্থ : প্রাচুর্য, কল্যাণকর, সমৃদ্ধি, আধিক্য।
বরকত ২ ভাবে হয়ঃ
১) পরিমাণগত দিক থেকে কোনো কিছু বেড়ে যাওয়া : যেমন অর্থ, টাকা-পয়সা, বাড়ি-গাড়ি ইত্যাদি।
২) বস্তুর যে উদ্দেশ্য তা ভালোভাবে পূ্র্ণ হওয়া।
★ব্যাক্তিজীবনে বরকত- এখানে আপনি কিভাবে ব্যাক্তিগত জীবনে বরকত পেতে পারেন তার ব্যাখা ও বিশ্লেষণ আছে।
★ পারিবারিক জীবনে বরকত লাভের উপায়:
এখানে বিবাহের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে
কারণ রাসুলুল্লাহ (স.) বলেছেন ‘ ঐ বিবাহ সবচেয়ে বরকতময় হয় যে বিবাহে ব্যয় বা খরচ কম হয় ‘ ( বাইহাকি)
★ অর্থনৈতিক জীবনে বরকত লাভের উপায়: এতে আপনি আপনার ব্যবসা-বাণিজ্যে কিভাবে বরকত লাভ করবেন সেই ব্যাপারে বলা হয়েছে।
★সামাজিক জীবনে বরকত লাভের উপায়:
এখানে, উত্তম জীবনসাথী নির্বাচন, প্রতিবেশিনীদের সাথে সুসম্পর্ক, সালামের প্রতি লক্ষ্য,মিথ্যা পরিহার,অন্যায় কাজ থেকে বিরত থাকার তাগিত দেওয়া হয়েছে।
★ ইলম অর্জনে বরকত লাভের উপায়: এখানে একজন মুমিমের নৈতিক শিক্ষা ও তার জ্ঞান অর্জন এর ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। অতিরিক্ত জ্ঞান যেনো মুমিনের অহংকারের কারণ না হয় তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
— সব শেষে একটায় কথা কেউ যদি বরকত উপায়ের পথ খোঁজে সে যেনো এই বইটা পড়ে উপকৃত হয়।
আর যে বরকত খুঁজছে না সে যেনো বইটি পড়ে আর বরকত প্রাপ্তদের অর্ন্তভুক্ত হয়।