জায়নামাজ
পৃষ্ঠা: ৬৮
কভার: হার্ড কভার
একি আমার সৌভাগ্য? শৈশবেই বইয়ের সাথে আমার এক গভীর সম্পর্ক তৈরী হয়ে যায়৷ তারপর থেকে আজ অব্দি কত যে বই সংগ্রহ করেছি, পড়েছি— বাংলা, আরবী, উর্দু, ইংরাজি— তার কি আর ইয়ত্তা আছে? সুনির্দিষ্ট সংখ্যা, সত্যি বলছি, আমার অজানা৷ ক’জনই বা অমন করে পঠিত বইয়ের নাম-পরিমাণ হিশেব করে রাখে!
আমি তজ্জন্য বিশেষ কৃতজ্ঞ হিদায়াতুল্লাহ ভাইয়ের প্রতি৷ ক্লাশের বইয়ের বাইরেও যে পড়ার মতো বহু বই রয়ে গেছে তিনিই সম্ভবত প্রথম জানিয়েছিলেন আমাকে৷ আমার এমন বই প্রেমের প্রতি আরও একজনের অবদানের কথা মনে না করলে নয়— আমার জান্নাত আপা৷ কুষ্টিয়া ভার্সিটির ছাত্রী সংস্থার তুখোড় নেত্রী ছিলেন এক সময়; আমার বড় মামার ছোট মেয়ে৷ তিনি আমাকে নিয়মিত খোঁচাতেন বই পড়ার জন্য৷ দারুন সব বই পড়তে দিতেন তার সংগ্রহ থেকে৷ তার ঘরেই প্রথম দেখেছিলাম— দেয়াল সমান উঁচু করে বই সাজিয়ে রাখে কেউ! বছর কয়েক আগে এই জান্নাত আপার যখন বিয়ে হয়ে গেল আমি চোখের জলে ভেসেছিলাম, একদমই অকারণ৷
এসব কথা বলছি আজ যে কারণে— তারা আমাকে দারুন সব বই পড়তে দিতেন সন্দেহ নেই৷ তারপরও আমার শৈশবের সেই কচি মন ভিন্ন কিছু বই খুঁজে ফিরত৷ যা আমাকে কখনও কাউকে এনে দিতে দেখিনি৷ একটু বড় হয়ে নিজেই যখন পছন্দ মতন বই কিনতে শুরু করলাম তখনও আমি ঠিক সেই বইগুলো খুঁজে পেতাম না— যেসব আমার তখনকার শিশুমন তালাশ করে বেড়াতো৷
তখনকার অনুভূত সেই শূন্যতা থেকেই জায়নামাজের জন্ম৷ এখনকার শিশু যারা তাদের চিন্তার জগতে পরিবর্তন এসেছে, তারা আজ সেরকম ভাবে ভাবনা চিন্তা করে না যে ভাবনা সমূহে আমরা রাতদিন ভাবিত হতাম আমাদের শৈশবে৷ তাই চেষ্টা করেছি জায়নামাজে এখনকার শৈশব যাপনকারী শিশুদের চিন্তা জগতের প্রতিফলন ঘটাতে৷ কতটুকু পারলাম তা ছোট্ট পাঠকেরাই ভালো বলতে পারবে৷
ছোট্ট বন্ধুদের জন্য জায়নামাজ আমার প্রথম উপহার৷ শিশু পাঠকদের জন্য আমি প্রত্যহ ভাবনা তাড়িত হই৷ তাদের জন্য কিছু করার তাড়না আমার লেখক জীবনের শুরু থেকেই অনুভব করছি৷ আমার চিন্তা এবং বোদ্ধা ব্যক্তিদের পরামর্শে আগামির রত্নদের হাতে ক্রমান্বয়ে সুন্দর কিছু তুলে দিতে পারব বলে বিশ্বাস করি৷ এ পথে সবার সৌহার্দপূর্ণ ভালোবাসা কামনা করি, প্রবলভাবে৷
-
-
hotছোটদের ঈমান সিরিজ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন960 ৳787 ৳বই: ৬টি পৃষ্ঠা: প্রতি বইয়ে ৩৬ পৃষ্ঠা গল্প: ...
-
এসো জান্নাতের গল্প শুনি
লেখক : তানবীর হাসান বিন আব্দুর রফিকপ্রকাশনী : পরিশুদ্ধি প্রকাশন115 ৳সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া পৃষ্ঠা: ...
-
শিশু আকিদা (১-১০ খন্ড)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম300 ৳শিশু আকিদা ১ - আল্লাহ শিশু আকিদা ...
-
গল্পে গল্পে আল কুরআন সিরিজ (১-৫ খন্ড)
লেখক : মুহাম্মদ শামীমুল বারীপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স450 ৳অভিভাবকগণ, আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার ...
-
শিশু সীরাত খণ্ড (১ -১০)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম350 ৳মাওলানা আবু তাহের মিছবাহ লিখিত এই ...
-
hotহাদীস শিখি ইউশার সাথে
লেখক : মাদরাসাতুল ইলমপ্রকাশনী : ফিউচার উম্মাহ বিডি105 ৳ – 135 ৳সম্পাদনা ও সহযোগিতা: শাইখ ইসমাইল হোসেন ...
-
hotকুরআনি গল্পগুচ্ছ
লেখক : মাজিদা রিফাপ্রকাশনী : রাহবার200 ৳150 ৳শিশুদের মন অতি নির্মল। আর সেই ...
-
hotচার বন্ধুর সমুদ্র অভিযান
লেখক : আলী আবদুল্লাহপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন200 ৳164 ৳ইশকুলের এক বাচ্চাকে পর্ণ দেখা অবস্থায় ...
-
আমি হতে চাই সিরিজ (৬টি বই)
লেখক : ড. উম্মে বুশরা সুমনাপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স510 ৳পৃষ্ঠা: প্রতি খণ্ডে ২৪ পৃষ্ঠা করে কাগজের ...
-
কামরুননাহার মীম – :
একজন নেককার সন্তান আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। আর সন্তানের অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব তাকে নেককার সন্তান হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। বাচ্চারা তো তাই শিখবে যা তাদের অভিভাবকরা তাদের শিখাবেন কিংবা যে পরিবেশ তাকে উপহার দিবেন। আমরা বাচ্চাদের হাতে ঈশপের গল্পের বই দেই, ভিডিও গেমস সহ নানা মাধ্যম দেই। এইসবে যুক্ত হয়ে বাচ্চারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। ছোটবেলা থেকে ইসলামের গণ্ডির বাহিরে যেতে যেতে সে একদিন একেবারেই ইসলামে অনীহা প্রকাশ করে। যার জীবনে দ্বীন ইসলাম নেই, তার দ্বারা অনৈতিক কাজও বৃদ্ধি পায়। আর তাই বাচ্চাদের কে ইসলামের দিকে আনতে, তাদের ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানাতে হবে গল্পের মাধ্যমে।
বইটিতে যা যা আছে:
“জায়নামাজ” বইটি মূলত সেইসকল গল্পের সমষ্টি যেখানে ছোটদের মাঝে ইসলামের সৌন্দর্য পৌঁছে দিয়েছেন লেখক গল্পের মাধ্যমে। বইটিতে মোট ১২টি ছোট গল্প আছে। “নেহালের ঘুড়ি” গল্পটাতে ছোটদের কাছে মূলত ছোট কিংবা বড় কারো সাথে সাক্ষাতের সময় সালাম দেওয়া এবং মন্দ আচরণের নিষেধাজ্ঞার বিষয়টি এসেছে। “ভাইয়া” গল্পটিতে বিনয়ী হওয়ার এক সুন্দর বার্তা পৌঁছে দিয়েছেন ছোটদের মাঝে। “উড়োজাহাজ” গল্পটিতে কৃতজ্ঞতাবোধ প্রকাশের এক সুন্দর মাধ্যম লেখক দেখিয়ে দিয়েছেন। “নতুন সাইকেল” ছোটগল্পে সাদিক কে নামাজে উদ্ধুদ্ধ করার একটা বার্তা দিয়েছেন এবং সাথে সবার সাথে ভাল ব্যবহার করার একটা বিষয়ও এসেছে। এছাড়াও “নেহালের সমুদ্র দেখা”, “তিন বন্ধুর ছবি আঁকা”, “মানচিত্র”, “অসুখ”, ” ইটকাঠের শহরে”, “চিড়িয়াখানা”, “একবার না পারিলে”, “জায়নামাজ” গল্পগুলোর প্রতিটিতে একেকটি সুন্দর বার্তায় পরিপূর্ণ। কোনোটাতে বাবা-মায়ের সাথে সদ্ব্যবহারের কথা মনে করিয়েছেন, কোথাও বন্ধুর সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কখনো শিখিয়েছেন ধমকের মাধ্যমে নয় বরং ভালবেসে তাদের কাছে সংশোধনের মেসেজ পৌঁছে দেওয়া। কোনো গল্পে ইবাদত না করার পরিণামে যে শাস্তি তা ফুটিয়ে তুলে মানুষের মাঝে আল্লাহ ভীতি জাগ্রত করেছেন। তাছাড়া পর্দা এবং প্যারেন্টিং এর বিষয়গুলোও এসেছে। পথশিশুদের সাথে ভাল ব্যবহার করতে উদ্ধুদ্ধ করা, বন্ধুর সাহায্য-সহযোগীতা সহ নানা ভাল কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিষয়টা শিশুমনে গেঁথে দিয়েছেন।
লেখকের এই বইটির গল্পগুলোর প্রতিটি অংশ জুড়ে আছে ইসলামের শিক্ষা।
বইটি যারা পড়বেন:
বইটি অবশ্য ছোটদের জন্যই বেশি প্রযোজ্য। কারণ গল্পের মাধ্যমে লেখক শিশুমনে ইসলামের আলো পৌঁছে দিয়েছেন সুন্দরভাবে। একদম সহজ-সরল ভাষায় লেখক দাওয়াত পৌঁছে দিয়েছেন। বইটি শিশুদের অভিভাবক রা পড়ে তাদের কে শুনাতে পারেন, তাই তাদের জন্যও বইটি গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত অনুভূতি:
বইটি ছোটবোনের জন্য কিনেছিলাম আর তাই বইটি তার কাছে পৌঁছে দেওয়ার আগে বইটি নিজেই পড়েছিলাম। বইটির সুন্দর এই মেসেজ গুলো পৌঁছে যাক প্রতিটি ঘরের শিশুদের কাছে। শিশুদের মনে ইসলাম নতুন এক আলোর দিশা নিয়ে এসেছে বইটা। শিশুদের চিন্তার জগতে প্রভাব ফেলবে ইন শা আল্লাহ। শিশুদের জন্য এরকম শিক্ষনীয় লেখা আরও আশা করছি।
বই: জায়নামাজ
লেখক: আহমাদ সাব্বির
পৃষ্ঠা: ৬৮
কভার: হার্ডকাভার
মূল্য: ৮০৳ (২৫% ছাড়ে ৬০৳)
প্রকাশনী: নাশাত পাবলিকেশন