ইলা মাগফিরাহ
মাগফিরাত! শব্দটি শুনতেই হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি-প্রশান্তি শিহরণ অনুভব হয়। একজন মুমিনের গোটা জীবনের পরম চাওয়াটাই হল এই মাগফিরাত। আল্লাহ তা‘আলার ক্ষমা আর পরকালের চিরমুক্তি। মাগফিরাতের জন্য প্রয়োজন খাঁটি তাওবা আর ইস্তিগফার। আর এ বিষয়ে পাকিস্তানের মাজলুম কারাবন্দি মুজাহিদ আলেম মুফতি খুবাইব হাফি.- এর রচিত “ইলা-মাগফিরাহ” গ্রন্থটি একটি অসাধারণ গ্রন্থ। যে গ্রন্থটির প্রথম খন্ডে মুহতারাম লেখক পুরো কুরআনুল কারিমের মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার সংক্রান্ত সকল আয়াত, আয়াতের অর্থ ও সংক্ষিপ্ত তাফসির সুরার বিন্যাস অনুসারে একত্রিত করেছেন। দ্বিতীয় খন্ডে মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফারের সংজ্ঞা, ফজিলত ও মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার বিষয়ের হাদিস ও আসার তথা বিভিন্ন বাণী একত্রিত করেছেন। মোটকথা মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার সম্পর্কে অসাধারণ একটি গ্রন্থ। যে গ্রন্থে পাঠক পাবেন তাওবাহ-ইস্তিগফার ও মাগফিরাতের এক অনাবিল ঝর্ণাধারা। আসুন! পাঠ করি আর অবগাহন করি মাগফিরাতের পরম কাঙ্ক্ষিত স্বপ্নীল ভুবনে।
-
-
সকাল-সন্ধ্যার দুআ ও যিক্র ( দুআর বই, দুআ কার্ড একত্রে)
লেখক : শায়খ আহমাদুল্লাহপ্রকাশনী : আস-সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স33 ৳পকেট সাইজের এই পুস্তিকায় সকাল-সন্ধ্যার বিভিন্ন ...
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳218 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳221 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotরাহে বেলায়াত
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স550 ৳385 ৳আল্লাহ কুরআনে বলেন, "তোমরা আমার যিকির ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদারপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
save offকুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স70 ৳50 ৳অনুবাদ: হাফেয মাহমুদুল হাসান পৃষ্ঠা ৯৭ পকেট সাইজ ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳161 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
উম্মে মারিয়াম – :
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,তোমরা ঠিক ঠিকভাবে মধ্যম পন্থায় ‘আমল করতে থাক। আর সুসংবাদ নাও। কিন্তু (জেনে রেখো) কারো ‘আমল তাকে জান্নাতে নেবে না। তাঁরা বললেন, তবে কি আপনাকেও না? তিনি বললেন, আমাকেও না। তবে আল্লাহ্ তা‘আলা আমাকে মাগফিরাত ও রহমতে ঢেকে রেখেছেন। (বুখারী পর্ব ৮১ অধ্যায় ১৮ হাদীস নং ৬৪৬৭)
বান্দার জীবনে রহমানের মাগফিরাতের গুরত্ব ঠিক কতটা তা উক্ত হাদিসটিই জানিয়ে দেয়। অজস্র গুনাহর সাগরে ভেসে বেড়ানো এই বান্দার জীবনে আজ মাগফিরাতের প্রার্থনা করা দূর্লভ এক বিষয়। বান্দার জীবনে আজ অনুশোচনা নেই, মাগফিরাত কামনা করে নেই কোনো ইস্তেগফার। ক্বলবে দাগ পড়া এই বান্দার জীবনে এই মুহুর্তে তাই প্রয়োজন “ইলা মাগফিরাহ” বইটি।
কেবল শর্ট পিডিএফ পড়ে বইটির সামগ্রিক ধারণা দেওয়া কিছুটা অসম্ভব-ই বটে। তবে শর্ট পিডিএফে উন্মুক্ত অংশটি এবং সূচিপত্র পড়ে এইটুকু ধারণা করা যায় যে, চমৎকার একটা বই আসছে ইন শা আল্লাহ। কুরআনের নানা সূরায় তাওবা, ইস্তিগফার, মাগফিরাত সম্পর্কে আয়াত এসেছে। অথচ উদাসীন আমরা এ নিয়ে ভ্রুক্ষেপহীন। এই বইয়ে প্রতিটি সূরার সেই আয়াতগুলোকে চমৎকারভাবে সাজিয়েছেন লেখক। শুধু এটাই নয়, এছাড়াও তিনি বিভিন্ন হাদিসের মাধ্যমে ধারণা দিয়েছেন এবং দোয়া শিখিয়েছেন।
বইটিতে ১১৪ টি সূরার নানা সূরার আলোকে তাওবা, ইস্তিগফার, মাগফিরাত এর আলোচনা এসেছে। ইস্তিগফারের আহবান, মাস’আলা ও ফজিলত সহ অভ্যন্তরীণ ছোট ছোট শিরোনামে বহু বিষয় উঠে এসেছে। বহু মেহনতের এই কাজকে সহজ করেছেন লেখক মুহাম্মদ খুবাইব হাফিজাহুল্লাহ এবং অনুবাদ করেছেন এনামুল হক মাসউদ। বইয়ের অভ্যন্তরীণ সাজসজ্জা বিগত বইগুলোর চেয়ে বেশ সুন্দর লেগেছে আমার চোখে। এছাড়াও বইয়ের বিষয়বস্তুর প্রশংসা না করা ব্যতীত গতি নেই৷ এক বইয়ের ভিতর নানা বিষয় আলোচনা পাঠককে মাগফিরাত সম্পর্কে সামগ্রিক ধারণা দিতে সক্ষম। বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ফুটনোটের ব্যবহার আরো বোধগম্য করেছে। এছাড়া বইটিতে আরবি ও বাংলা উভয় ব্যবহার পাঠকের মনের জ্ঞানপিপাসা সহজেই মেটাতে সক্ষম। বইটি কেও পড়ুক আর না-ই বা পড়ুক অন্তত সূচিপত্রটায় রকমারি বা ওয়াফিলাইফে চোখ বুলাতে ভুলবেন না যেন। কারণ বইয়ের ইনডেক্স পড়েই আপনি বুঝতে পারবেন বইটির কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী। ইতোমধ্যে আর কোনো প্রকাশনী এই বিষয়ে এমন মাস্টারপিস বই প্রকাশ করেছে বলে আমার জানা নেই।
আর কথা না বাড়িয়ে আয়ান প্রকাশনীর এবারের অসাধারণ আয়োজন সফল হোক এই দোয়া করে শেষ করছি। আর পাঠকদের মাঝে এই বইয়ের প্রসার হোক সেই দোয়াও রইলো।