ইখলাস
আমলের মূলপ্রাণ ইখলাস। যে আমলে ইখলাস নেই সে আমল প্রাণহীন শরীরের মত। প্রাণহীন শরীর যেমন ওই ব্যক্তির কোনো কাজে আসে না; কেউ তাকে আক্রমণ করলে প্রতিহত করে পারে না—ইখলাসবিহীন আমলও তেমন। পরকালে সে আমল কোনো কাজে আসবে না।
একজন মানুষ গভীর রাতে পুরো পৃথিবীতে পিনপতন নীরবতা নেমে আসার পর জায়নামাজে দাঁড়িয়েছে, অনেক রাকআত তাহাজ্জুদ নামাজ পড়ছে; কিন্তু তার অন্তরে যদি এ কথা উদয় হয় যে, আমি আসলেই কত বড় আল্লাহওয়ালা—গভীর রাতে সবাই ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়ার পর আমি নামাজ পড়ছি! সে নামাজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে! আরেকজন জনসমক্ষে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে গেল, দুনিয়ার সকলে তার নামাজ দেখলেও তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে।
কুরআন-হাদিসের জায়গায় জায়গায় ইখলাসের কথা এসেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমার আমলকে ইখলাসপূর্ণ তথা খাঁটি করো। অল্প আমলই পরকালে তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে।’
শায়খ সালিহ মুনাজ্জিদকে আল্লাহ জাজায়ে খায়র দান করুন। বিভিন্ন কিতাবের পাতা চষে বেড়িয়ে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ইখলাস সম্পর্কে চমৎকার তথ্যবহুল এ বইটি। এ বই পড়লে পাঠক জানতে পারবেন কীভাবে রিয়া তথা লৌকিকতামুক্ত ইবাদত করতে হবে, কীভাবে ইবাদত করলে আল্লাহর দরবারে গৃহীত হবে।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন315 ৳230 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন156 ৳115 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন330 ৳231 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳160 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স275 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন200 ৳150 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
hotযে আফসোস রয়েই যাবে
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন288 ৳213 ৳একটি অফার! ধরুন, আপনাকে পঞ্চাশ হাজার টাকা ...
-
hotতিনিই আমার রব
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন272 ৳201 ৳প্রকাশকের কথা: বইটির রচয়িতা শায়খ আলী জাবের ...
-
Muhammad Rafsan Nasir – :
লেখক : শায়খ মুহাম্মদ সালিহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ (ফাক্কাল্লাহু আসরাহ)।
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন _ “ইখলাসবিহীন আমলের নমুনা ঐ মুসাফিরের মতো, যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করছে। অনেক কষ্ট করে সে পানির পাত্রটি বহন করে, কিন্তু পানিতে ময়লা থাকায় এটা তার কোন উপকারে আসে না।” মায়াযাল্লাহ!
ইখলাস শব্দটি সংক্ষিপ্ত কিন্তু ব্যাপক অর্থবোধক। ইহা এমন এক সেনসিটিভ বিষয় যেটা প্রত্যেক আমলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইখলাস মূলত অন্তরের বিষয়, যে সম্পর্কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ছাড়া অন্য কেউ অবগত নন। ইখলাসের মর্মই হলো, মানুষ যে আমলেই করবে তার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এ-উদ্দেশ্যের সঙ্গে অন্য কোন প্রবৃত্তিজাত উদ্দেশ্য না থাকা। এক কথায় বলতে গেলে _ কলুষমুক্ত কাজকে বলা হয় ইখলাস।
বইটির নাম থেকেই বিষয়বস্তু সহজেই অনুমেয়। চলুন, বইটি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। বইটি মূলত ৫৫ পৃষ্ঠা বিশিষ্ট সংক্ষিপ্ত কলেবরের একটি বই। বইটিতে মোট ১০ টি মূল শিরোনামের আলোকে ইখলাসের বেসিক ধারণা থেকে শুরু করে সংশ্লিষ্ট যাবতীয় বিষয় নিয়ে অত্যন্ত হৃদয়গ্রাহী সারগর্ভ আলোচনা সন্নিবেশিত হয়েছে। যেমন _” ইখলাসের সংজ্ঞা, কুরআন ও হাদিসের আলোকে ইখলাস, ইখলাস প্রসঙ্গে সালাফদের বক্তব্য, রিয়া, ইখলাসের পুরস্কার, ইখলাস না থাকার পরিণতি, ইখলাস ও সালাফদের অবস্থান, ইখলাসের আলামত, ইখলাস সম্পর্কিত কতিপয় বিষয়সমূহ এবং রিয়ার আশঙ্কায় আমল ছেড়ে দেওয়া”। অতঃপর পরিশিষ্ট এবং সবশেষে অনুশীলনী আকারে কিছু প্রশ্ন যোগ করে বইটির মান আরও সমৃদ্ধ করা হয়েছে,
মাশা~আল্লাহ।
ইখলাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবল উৎসাহ দিয়েছেন। সর্তক করেছেন ইখলাস যেনো হারিয়ে না যায়। ইখলাসের গুরুত্ব প্রত্যেক জামানায় সর্বাধিক ছিল। বর্তমান ফিতনার সময়ে আল্লাহর সন্তুষ্টিমূলক প্রতিটি কাজেই মুমিনের জন্য ইখলাসের গুরুত্ব তেমন, যেমন ঠিক মাছের জন্য পানি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন _ “তোমরা আমলকে ইখলাসপূর্ণ তথা খাঁটি (রিয়া বা লোক দেখানো মুক্ত) করো ; অল্প আমলই পরকালে তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে।” ইখলাস ব্যতীত কোন আমলই আল্লাহর দরবারে গৃহীত হবে না। সুতরাং ইখলাসের সঠিক মর্ম অনুধাবন করে লৌকিকতামুক্ত ইবাদতের মাধ্যমে জীবনকে আখিরাতমুখী করে সাজাতে বইটির গুরুত্ব বলাই বাহুল্য।
বইটি পড়ে বিস্মিত হয়েছি! স্বল্প কথা কিন্তু ; অত্যন্ত প্রভাবক। পুরো বইটি অমূল্য সব রত্নকথা দিয়ে ভুরপুর। সাইজে ছোট হলেও নিঃসন্দেহে, মাস্টারপিস একটি বই। প্রিয়জনকে হাদিয়া দিতে চাইলে ছোট এই বইটির দামী নাম লিস্টের প্রথম সারিতে লিখে নিন।
নেতিবাচক দিক _
বইটির প্রচ্ছদ আমার ভালো লাগে-নি। নাম অনুযায়ী প্রচ্ছদে গাম্ভীর্যপূর্ণ একটা ভাব থাকলে বেশি আকর্ষণীয় হতো, যেটা যৎসামান্যই ছিল। এছাড়া বাকি আর কোনদিক খারাপ লাগার মতো মনে হয়নি। পৃষ্ঠার মান, রেফারেন্স, সব ঠিকঠাক লেগেছে। অনুবাদ সাবলীল পড়তে কোন বেগ পেতে হয়নি, আলহামদুলিল্লাহ।
বই থেকে ভালো লাগার একটি উক্তি _
আবদুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন _ ” অনেক ছোট আমল আছে যা খালেস নিয়তের কারণে বড় হয়ে যায়, আবার অনেক বড় আমল আছে যা খালেস নিয়তের অভাবে ছোট হয়ে যায়।” [পৃ,২২]।
শেষ এবং বিশেষ কথা _
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বলেন _ ” জেনে রেখো, খালেস আনুগত্য আল্লাহরই প্রাপ্য। ” [সূরা যুমার,৩৯/৩]।