ইহদিনা
আমাদের জীবনে নানা রকম সঙ্কট থাকে, মানসিক বিকার ও ইসলাহযোগ্য রোগ থাকে। যেমন, গিবত, ফজরের সালাত আদায়ে অনীহা, ফজরের জামাআত ছুটে যাওয়া, কুরআন তিলাওয়াতে অনভ্যস্ত হয়ে পড়া, মুখে খারাপ শব্দ উচ্চারণ করা, হারাম খাবার গ্রহণ করা, লোক-দেখানো কাজে অংশ নেওয়া, দৃষ্টির হেফাজত না করা, একাকী থাকাবস্থায় গোনাহ করা, কুরআন নিয়ে চিন্তা না করা, উদাসীনতা, হিংসা, অপরাধ, জুলুম এবং নফসের গোলামি করা; এগুলোতে আমাদের সাধারণ লোকেরা তো অবশ্যই, সৎ এবং নেককাররাও জড়িয়ে পড়ে থাকেন।
বইটিতে আরবের বিখ্যাত লেখক ড. খালিদ আবু শাদি এই ধরনের প্রতিটি সমস্যার বিবরণ এবং এর থেকে বেঁচে থাকার উপায় বর্ণনা করেছেন। কী করলে এবং কোন পদ্ধতি মেনে চললে এ থেকে আপনি রেহাই পাবেন, আপনার জীবনকে গোনাহর কলুষ থেকে বাঁচাতে পারবেন। নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন, সুন্দরভাবে তা বর্ণনা করেছেন।আমরা আশাবাদী, বইটি মানুষের হৃদয়ের দুয়ারে আঘাত করবে। তাদেরকে জাহান্নামের পথ থেকে সরে থাকতে সাহায্য করবে ইনশাআল্লাহ!
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳218 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳221 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদারপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳161 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
Sadik ahmad – :
Anonymous – :
abid.h.rahat – :
ইহদিনা বইটি লিখেছেন ড, খালিদ আবু শাদি।
আজকে আমরা এটার ভালো ও খারাপ দুইদিক নিয়েই আলোচনা করবো।
বইটা কিসের ও কাদের জন্যে সেটা আলোচনা করে নেই। যদি এক কথায় বলি এটা মুসলিমদে কিছু গুরুত্তপুর্ন রোগ যেমনঃ
১) পরনিন্দা,
২) নামাজে উদাসীনতা
৩) অশ্লীল কথা,
৪) অন্তরের কঠিন হয়ে যাওয়া,
৫) খারাপ দৃষ্টিপাত,
৬) ফ্রি মিক্সিং,
৭) তিলাওয়াত না করা,
৮) হারাম ভক্ষণ করা,
৯) লোক দেখানো কাজ,
১০) নির্জনের কিছু খারাবি,
১১) নারীর সৌন্দর্য পাবলক প্রপার্টি করা,
১২) আল্লাহ থেকে গাফেল হওয়া,
১৩) হিংসা করা এবং
১৪) জুলুম করা।
–তো ইত্যাদি আরো বেশ কিছু বিষয়কে মুসলিমদের রোগ হিসেবে এই বইতে আইডেন্টিফাই করা হয়েছে এবং একটি একটি করে সেই রোগ গুলোর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এবার যদি আপনি বইটার নামের দিকে আবারো দৃষ্টিপাত করেন তাহলে নামের একটি মিনিং খুজে পাবেন। ইহদিনা অর্থ হচ্ছে প্রবেশ করা বা আমাদের দেখান, কি দেখাবে একটি পথ – ইহদিনা তো এই বইটা হচ্ছে সেই পথ। আমাদের যে রোগ গুলো আছে সেই রোগ থেকে মুস্কতির জন্যে পথ দেখানোর দায়িত্ত নেওয়া হয়েছে এই বইয়ের মাধ্যমে।
বইটার মধ্যে এই বিষয়টা ভালো লেগেছে, যে বইটা পড়লে মনে হবে আমাকে বলা হচ্ছে, “ভাই এটা এটা হচ্ছে তোমার রোগ, তুমি এই রোগের রুগি, তুমি যদি তোমার রোগ বহাল রাখো বা নিজেকে সুস্থ না করো। তাহলে এই এই বিপদে তুমি পরতে পারো। আসো তোমাকে দেখাই সঠিক রাস্তা কোনটা, ইহদিনা… এসো আমার সাথে তুমি এই এই কাজ গুলো যদি করো তোমার এই রোগ চলে যাবে। তোমার অন্তঃরে প্রশান্তি আসবে, ইবাদতে শান্তি পাবা, আল্লাহ্র প্রতি মনঃ নরম হবে এবং পরকালের জন্যে প্রিপারেশন নিতে পারবা। এটাই হচ্ছে এই বইটার মূল গোল আমার কাছে যা মনে হলো।
এই বইটা সাজানো অনেক সুন্দর হয়েছে। যেমন রোগ পরিচিতি। রোগের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলো। আমরা অনেকেই জানি যে খারাপ হচ্ছে অশ্লীল কথা, কিন্তু আমার কথাও যে ইসলামের অশ্লীল কথার ক্যাটাগরিতে পরে সেটা অনেকে বুঝিনা। দেখবেন একজন দ্বীনদার ছেলে খুবি ভদ্র কিন্তু তার বন্ধুদের সাথে ফ্রেন্ডলি বাজে শব্দ ব্যবহার করে বা গালি চলে আসে এবং বলে যে এটাতো এমনি বলেছি। তাই বইটাতে প্রতিটি অধ্যায়ের শুরুতে সুন্দর করে ডিফাইন করেছে যে খারাপ কথা, বা জুলুম বা হিংসা এইসব কাকে বলে,-এই বিষয় গুলো তোমার মধ্যে কি আছে? তুমি কি আসলেই সিওর যে তোমার মাঝে নেই? অনেক পিতা বলে যে বাবারা, আমার ইনকাম একদম সলিড, জীবনে কোনদিন হারাম কামাইনাই। কে বলতেছেন জানেন? যে বাবা ব্যাংকে চাকরি করে। আসলে সে জানেনা যে হারাম কাকে বলে। শুধু মেরে খাওয়াকেই হারাম জেনে এসেছে। আমি বইয়ের বাহিরে গিয়ে একটা উদাহরন দিয়ে জাস্ট বোঝালাম বিষয়টা।
তো বইটে রোগ ডিফাইন করে, এর পরে কি হলো?
আমি বুঝলাম আচ্ছা এটা অশ্লিল কথা বলা। তো এটা বললে কি ক্ষতি? পাপ হবে এইতো তাইনা?
না … !
এখানেই শেষ না। আসলে অনেক কিছু সাইড ইফেক্ট আছে ভাই। অশালীন কথা একই সাথে আপনার লজ্জা কমিয়ে দিবে জানেন? এই রকম ৭/৮ টা করে কি কি সেক্টরে ক্ষতি হতে পারে সংক্ষেপে ব্যাখ্যা করা হয়েছে।
তাপনি জানলেন যে এটা আসলেই আমার জন্যে, আমার অন্তরের জন্যে, আমার দ্বীনের জন্যে ক্ষতিকর।
এবার এই রোগ থেকে কিভাবে রক্ষা পাবেন? তার পথ আপনাকে দেখিয়ে দিবে। ৯/১০ টা করে সমাধান। চিকিৎসা আপনি নিজেই নিতে পারবে এটা পড়লে। কোন কোন কাজ গুলো করলে ঠিক হবেন ইত্যাদি।
এবার ভাই সমাধান পাওয়ার পরেও দেখাযায় কিছু প্রশ্ন থেকে যায়। রিয়েল লাইফ সিচুয়েশন থেকে যায়। তাই বইটিতে প্রতিটি রোগের সমাধানের শেষে এই রকম ২ টি করে রিয়েল লাইফ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে।
—তো এই কাজ আমার কাছে অনেক গোছানো লেগেছে ও অনেক সুন্দর লেগেছে।
এবার যেই প্রশ্ন আসতে পারে, আমি হলে জিজ্ঞাসা করতাম। এইযে সমাধান দিয়েছে, বা রোগের ক্ষতি গুলো কি কি, এইসব কিসের ভিত্তিতে দিয়েছে?
এখানে বলতে গেলে প্রতিটি পয়েন্টে পয়েন্ট রেফারেন্স টানা হয়েছে। অনেক রেফারেন্সের কাজ হয়েছে। মানে আপনি বুঝতে পারবেন কোন কথা নিজের থেকে না, প্রথমে হাদিসের থেকে কি এসেছে, তার ওপরে নির্ভর করে উত্তর বা সাজেশন দেওয়া হয়েছে। তাই আপনার কাছে এটা নির্ভরযোগ্যতা পাবে।
এবার বলি কাদের জন্যে? সত্যি বলতে এই ধরণের মনের-অন্তরে-মুমিনের চিকিৎসার যে বইগুল আছে এই ধরণের বই সবার বাসাথেই থাকা উচিত। এটা তালিমের জন্যে কিনা জানিনা, তবে আমার কাছে মনে হয়েছে ঘরের মধ্যে তালিমেও ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর হবে। একদিন একটা রোগ নিয়ে বলবেন। মনঃ নরম হবে, উপকারে আসবে।
তো আরো অনেক কিছুই বলা যায়, তবে খারাপ কিছু দিন আছে যা বলতেই হবে। সেটা হচ্ছে বইটার সূচি পত্রে যিনি কাজ করেছেন, তাকে আরেকটু সচেতন হতে হবে। সূচিপত্রে অনেক ভুল হয়েছে। টপিক কেটে গেছে, বা একই টপিক দুই লাইন হয়ে গেছে। তো এই তারা হুরো না করলে ভালো হতো।
যাইহোক… অনুবাদের কাজ অনেক ভালো হয়েছে, ভাষাগুলো সহজ করেছেন। দুই একটা কবিতার লাইনের কিছু অনুবাদ আরো ছন্দময় করাতে পারলে খুব ভালো হতো।
বইটার বিষয়ে শেষ করা এটাই বলবো, কথার মাঝে আপনি হিকমাহ অনুভব করবেন।নিজের অন্তরের জন্যে পাশা পাশি ঘরে পড়িবারের মানুষদের কে নিয়ে উচ্চ কন্ঠে রিডিং পড়ার মতো একটি বই।
একটা সুন্দর কথা আছে এখানে… লেখক বলছেন, তোমার গুনাহ হয়ে যায়, এই কারনে হয়, সেই কারনে হয়, তোমার নামাজ মিস হয়ে যায়,তোমার ইচ্ছা আছে কিন্তু কাজ হচ্ছে না। তুমি ব্যাথিত…. চিন্তা করবে না, তোমার জন্যেও সুযোগ আছে। এটাকে একটা মোটিভেশনা বই এর তালিকাতেও ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ্, আপনার বইটি পড়ে জানাবেন ১০ এর মধ্যে কতো দিবেন। আসসালামু আলাইকুম।