হুসাইন ইবনু আলি (রা.)
অনুবাদক : আতাউল কারীম মাকসুদ
সম্পাদক : সালমান মোহাম্মদ
হুসাইন রা.। ভালোবাসার তাজমহল। শ্রদ্ধার রাজপুত্র। নাম শুনলেই অন্তরে ভালোবাসার জোয়ার ওঠে। সাইয়িদুল ইনসি ওয়াল জান নবি মুহাম্মাদ সা.-এর দৌহিত্র। জান্নাতি মহিলাগণের সরদার মা ফাতিমা রা.-এর কলিজার টুকরো সন্তান।
মদিনায় জন্ম। মদিনায় বেড়ে ওঠা। রাসুল সা.-এর আদর-সোহাগে শৈশব কাটানো জান্নাতি যুবকদের সরদার। কারবালায় মৃত্যু।
কারবালা! কারবালা শুনলেই বেদনাহত হৃদয় আরও বেদনাবিধুর হয়ে পড়ে। মর্মান্তিক দৃশ্য ভেসে চোখ ঝাপসা হয়ে আসে। কারবালার আলোচনা শুনলে অশ্রু আপনাতেই গড়িয়ে পড়ে।
সোনার মদিনা থেকে কারবালার দূরত্ব প্রায় ২ হাজার কিলোমিটার। পরিবার-পরিজন নিয়ে উটের পিঠে সওয়ার হয়ে তিনি এ দীর্ঘ কঠিন পথ পাড়ি দিয়েছিলেন। মরুভূমির বালুসাগর পাড়ি দিয়ে কেন গিয়েছিলেন কারবালায়? মদিনায় কি তাঁর কোনো কিছুর অভাব ছিল? নানাজানের রওজায়ে আকদাস ছেড়ে কারবালায় কেন গিয়েছিলেন? গিয়েছিলেন জালিম শাসকের কবল থেকে উম্মাহকে উদ্ধারের জন্য, নানাজানের প্রিয় দীনের হিফাজতের জন্য, খিলাফত রক্ষার জন্য। দুনিয়াবি পরিণাম-পরিণতির পরোয়া না করে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ উপেক্ষা করে তিনি প্রিয় মদিনা থেকে সুদূর কুফার উদ্দেশে রওনা হন।
তারপরের কাহিনি কী ছিল, কেমন ছিল জানতে হলে পড়ুন হালজামানার বিশ্বখ্যাত ইতিহাসবিদ ও ফকিহ ড. শায়খ আলি মুহাম্মাদ সাল্লাবি লিখিত এ গ্রন্থ।

hotজীবন যদি হতো নারী সাহাবীর মত
লেখক : ড. হানান লাশিনপ্রকাশনী : সমকালীন প্রকাশন186 ৳130 ৳অনুবাদ: আব্দুল্লাহ মজুমদার সম্পাদনা: উস্তায আবুল হাসানাত ...
hotসাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (রাযিয়াল্লাহু আনহুম) ১ম এবং ২য় খণ্ড
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী464 ৳ – 928 ৳আব্দুল্লাহ ইবনে মুবারককে (রহঃ) যখন উনার ...
hotগল্পে আঁকা মহীয়সী খাদিজা
লেখক : ইয়াহইয়া ইউসুফ নদভীপ্রকাশনী : রাহনুমা প্রকাশনী300 ৳174 ৳পৃষ্ঠা: ২২৪ কভার: হার্ড কভারখাদিজা বেরিয়ে এলেন ...
save offনারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী140 ৳81 ৳পৃষ্ঠা: ৮৬নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন' মুসলিম ...
hotসীরাতে আয়েশা রাযিআল্লাহু আনহা
লেখক : সাইয়েদ সুলাইমান নদভী রহ:প্রকাশনী : রাহনুমা প্রকাশনী560 ৳325 ৳লেখক: সাইয়্যেদ সুলাইমান নদভী রহ. অনুবাদক: মাওলানা ...
hotফাতেমাতুয যাহরা গল্প ও ইতিহাস
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী300 ৳174 ৳লেখক: আব্বাস মাহমুদ আল আক্কাদ , ...
save offজীবন ও কর্ম আবু বকর আস-সিদ্দীক রাযি (২ খণ্ড)
লেখক : ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবীপ্রকাশনী : মাকতাবাতুল ফুরকান330 ৳ – 660 ৳ইসলাম গ্রহণ করার দিন থেকে আমৃত্যু ...
নবীদের কাহিনী-১
লেখক : মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিবপ্রকাশনী : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ150 ৳মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ...
save offখাদিজা (রাঃ) প্রথম মুসলমান এবং শেষ নবী মুহাম্মাদ (সাঃ)-এর বিবি
লেখক : ড. রাশীদ হাইলামাযপ্রকাশনী : মাকতাবাতুল ফুরকান240 ৳132 ৳পৃষ্ঠা: ১৩৬ইতিহাসের প্রতিটি ক্রন্তিলগ্র্নেই সময়োপযুগি মহান ...
hotটাইম মেশিন
লেখক : আলী আব্দুল্লাহপ্রকাশনী : সমর্পণ প্রকাশন117 ৳82 ৳শারঈ সম্পাদনা: হাফিজ আল মুনাদি মোট পৃষ্ঠা: ৮০রাসূলুল্লাহ ...
Rasel khan – :
বই পরিচিতি
হুসাইন ইবনু আলি রা.
লেখকঃ ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
অনুবাদকঃ আতাউল কারীম মাকসুদ
প্রকাশনাঃ কালান্তর
মূল্যঃ২০০
প্রচ্ছদঃ আবুল ফাতাহ
লেখক পরিচিতি
ড. মুহাম্মাদ সাল্লাবি একজন লিবিয়ান ফকিহ ও ইতিহাস গবেষক। প্রাথমিক পড়াশুনা লিবিয়াতে সম্পন্ন করলেও উচ্চ শিক্ষা নিয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় ও সুদানের উম্মু দুরমান বিশ্ববিদ্যালয় থেকে। সিরাত থেকে শুরু করে উসমানী খেলাফতসহ ইসলামের সাড়ে তেরোশ বছরের ইতিহাস তিনি রচনা করেছেন।
ইতিহাস রচনায় তিনি শুধু ঘটনা বর্ণনা করে যাননি। প্রতিটি ঘটনার পেছনে বিশুদ্ধ ও গ্রহণযোগ্য দলিল উত্থাপন করেছেন। ইসলামের যে বিষয়গুলো নিয়ে মানুষ প্রশ্ন তুলে সেগুলো যুক্তি দিয়ে খন্ডন করেছেন পাশাপাশি দিয়েছেন নিজস্ব মতামত৷ কালান্তর প্রকাশনা থেকে লেখকের সবগুলো বই অনুবাদ করার কথা আছে৷
কাহিনি সংক্ষেপ
মুআবিয়া রা. এর ইনতিকালের পর নবি দৌহিত্র হুসাইন রা. ইয়াজিদের হাতে বায়আত গ্রহণে অনিচ্ছুক ছিলেন। অন্যদিকে ইরাক থেকে নেতৃস্থানীয় লোকদের পক্ষ থেকে দ্রুত ইরাকে যাওয়ার জন্য তাঁকে চিঠি দেয়া হচ্ছিলো।
প্রতিনিয়ত চিঠি পাওয়ার কারণে অনেক সাহাবির নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজের ইমানি দায়িত্বকে প্রাধান্য দিয়ে পরিবারসহ ইরাকের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কারবালায় যখন তাকে আক্রমণ করা হয় তখন তাকে সাহায্য করার জন্য ইরাকের মানুষ এগিয়ে আসেনি। ফলে যুদ্ধের প্রস্তুতি ছাড়াই ইরাকে আসার পথে কারবালার ময়দানে আক্রমণের প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে নিহত হন হুসাইন রা.। রচিত হয় মুসলিম ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায়।
বইটিতে যা যা আছে
বইটি ২টি অধ্যায় ও ৩ টি পরিচ্ছেদে সমাপ্ত হয়েছে। প্রথম অধ্যায়ে হুসাইন রা. এর বংশ, বেড়ে ওঠা ও পরিবারের কিছু সদস্যদের নিয়ে আলোচনা করা হয়েছে।
বইটির দ্বিতীয় অধ্যায়ই মূলত বইটি আলাদা রচনা কারণ। কারবালা ও হুসাইন রা. মৃত্যুই আলোচ্য বইয়ের মূল বিষয় বস্তু। কেননা এই কারবালা নিয়েই রচিত হয়েছে হাজার হাজার মিথ। শিয়ারা করে প্রচুর মিথ্যাচার। অনেক মুসলিমও এই ঘটনা নিয়ে দ্বিধায় থাকে।
কিন্তু ড. সাল্লাবি হুসাইন রা. কারবালা পর্যন্ত গমন, এর পিছনের কাহিনি, পরবর্তী কাহিনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, অনেক ভুয়া যুক্তি খন্ডন করেছেন, করেছেন শিয়াদের মতবাদের দলিলসহ সমালোচনা।
হুসাইন রা. কেন কারবালায় গিয়েছিলেন? কোন কোন সাহাবি তার যাওয়ার পক্ষে, কোনো সাহাবি বিপক্ষে ছিলেন? কীভাবে কারবালার যুদ্ধ সংগঠিত হয়েছিলো? কারা কারা হুসাইন রা. এর মৃত্যুর জন্য দায়ী? শিয়ারা কী কী মিথ্যাচার করে কারবালা নিয়ে??
এইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ড. সাল্লাবি রচিত এই বইটিতে। অনেকে ধারণা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত নাকি ইয়াজিদের পক্ষ অবলম্বন করেন কারবালার ঘটনায়। আশা করি আপনারাও জবাব পেয়ে যাবেন৷
ব্যক্তিগত মতামত
ব্যক্তিগত মতামত হলো আমার তৃষ্ণা মিটেছে৷ আমি খুবই খুশি বইয়ের প্রতিটি বিষয়ে। যুক্তিগুলোও সুন্দরভাবে সাজানো হয়েছে। শিয়ারা দীর্ঘ সময় ধরে অনেক অসত্য, ভিত্তিহীন কাহিনি তুলে ধরেছে। অনেকে না জানার কারণে বিভ্রান্ত হয়েছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে। অনেক আলেম তাদের মন্তব্য গ্রহণ করেছেন। অনেকে নিজ থেকে বানিয়ে, বাড়িয়ে বলেছেন।
জেনারেল লাইনের শিক্ষিতদের জন্য বইটি অনুবাদ হওয়া জরুরি ছিলো। কেননা এমনিতেই এই লাইনের শিক্ষার্থীদের জানার সুযোগ খুবই কম তার উপর এত এত ভিত্তিহীন গল্প কাহিনিতে অনেকে বুঝে উঠতে পারে না কোনটি বিশ্বাস করবেন।
অনেকে হুসাইন রা. হত্যার জন্য শুধু ইয়াজিদকে দোষারোপ দিয়ে থাকেন৷ অনেকে মনে করেন মূল পরিকল্পনা তিনিই করেছেন। কিন্তু লেখক বিষয়টি স্পষ্ট করেছেন ইয়াজিদ কোনো পরিকল্পনা করে হুসাইন রা. কে হত্যা করেননি। তবে ইয়াজিদ যেহেতু ব্যবস্থা নেননি তাই তাকে লেখক দোষারোপ করেছেন। বিষয়গুলো খুব সুন্দর করে বিশ্লেষণ করায় বুঝতে সহজ হয়েছে।
বইয়ের অনুবাদ ১০ এ ১০ পাওয়ার মত। বাইন্ডিং ভালো ছিলো৷ কাগজও ভালো মানের৷ সব মিলিয়ে পাঠক হিসেবে আমি সন্তুষ্ট।
মুহাম্মদ আব্দুল্লাহ আল মুনাওয়ার – :
বইয়ের লেখক অসাধারণ ভাবে ড. আলি সাল্লাবি পুরু ইতিহাস তুলে ধরেছেন,এবং অনুবাদক আতাউল কারীম মাকসুদ সুন্দর ভাবে অনুবাদ করেছেন।কালান্তর প্রকাশনী এই ব্যবস্থা করেছে তাদের ধন্যবাদ জানাই।কারণ তাদের কারণে অজানা বহু ইতিহাস জানতে পেরেছি। হুসাইন রাঃ এর জীবনী নিয়ে আমি অনেক কিছু জানতাম না। এবং পাশাপাশি অনেক বিভ্রান্তি ছিলো আল্লাহতালা অশেষ রহমতে জানতে পেরেছি,আর জানার ব্যবস্থা আল্লাহতালা করেছেন ড.আলী সাল্লাবি, আতাউল কারীম মাকসুদ,এবং কালান্তর প্রকাশনী এর মাধ্যমে,আল্লাহতালার কাছে শুকরিয়া জানাই সুক্ষ ইতিহাস জানার জন্য।অনুবাদ যিনি করেছেন আতাউল কারীম মাকসুদ অত্যন্ত সুন্দর ভাবে আলাদা আলাদা ভাবে বিষয়গুলো তুলে ধরেছেন, আর যদি বলি প্রছদ তাতো বলারই দরকার নেই কারণ সবাই জানে কালান্তর প্রকাশনীর বইয়ের প্রচ্ছদের কথা, এরপরও না বলে থাকতে পারছি না অন্যরকম একটি প্রচ্ছদ। আর মুল্য, তাতো সর্বোচ্চ ছাড় যে তারা দেয় তা তারা রাজকীয় অফার দিয়ে পুরো পাঠক মহলকে জানিয়েই দিয়েছে।আর ড. আলী সালাবি উনাকে আল্লাহতালা জাযা-খায়ের দান করুক। উনি ইতিহাস আমাদের জানিয়েছে, এবং আতাউল কারীম মাকসুদ উনি এবং উনার মতো যারা ইতিহাস অনুবাদ করে আমাদের জন্য জানার সুযোগ করে দিয়েছে,এবং সর্বশেষ কালান্তর প্রকাশনী ও আবুল কালাম আজাদ ভাইকে আল্লাহতালা জাযা-খায়ের দান করুক, তাদের মাধ্যমে বইগুলো প্রকাশিত হয় পাঠক মহলে ছড়ে আমাদের পর্যন্ত আসে। আল্লাহতালা সবাইকে হেদায়েত দান করুন, এবং সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুন।আমিন ইয়া রব্বাল আলামিন।
মো: ফয়সাল আহমেদ – :
ভালোবাসার তাজমহল। শ্রদ্ধার রাজপুত্র। নাম শুনলেই অন্তরে ভালোবাসার জোয়ার ওঠে। সাইয়িদুল ইনসি ওয়াল জান নবি মুহাম্মাদ (সা.) এর দৌহিত্র। জান্নাতি মহিলাগণের সর্দার মা ফাতিমা (রা.) এর কলিজার টুকরো সন্তান।
ইসলামের এজন্য তিনি শহিদ হয়েছেন করবালার প্রান্তরে। মর্মান্তিক সে দৃশ্য। জালিম শাসকের কবল থেকে উম্মাহকে উদ্ধার করতে ছুটে গিয়েছিলেন প্রায় ২ হাজার কিলোমিটার দূরত্বে। লক্ষ্য শুধু একটিই, প্রিয় নানার আনিত দীনের হেফাজত ও খিলা ফত রক্ষা করা। কিন্তু কুফাবাসীর ওয়াদা ভঙ্গ, সেখানকার গভর্নরের উদ্যতপূর্ণ আচরণ ও ইয়াজিদ ইবনু মুয়াবিয়ার নিষ্ক্রয় অবস্থানের কারনে তিনি সেদিন হয়ে যান জান্নাতের সবুজ পাখি।
আমাদের সমাজে প্রচলিত কিছু কথা আছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেগুলো মূলত শিয়া সম্প্রদায় ও বিষাদসিন্ধু থেকে আগত। শিয়াদের বিশ্বাস হলো খ্রিষ্টানদের মতো। খ্রিষ্টানরা যেমন ঈসা (আ.) এর প্রাণবিসর্জনকে পবিত্র মনে করে, তেমনি শিয়ারাও হুসাইন (রা.) এর শহিদ হওয়াকে পবিত্র মনে করে। এই ঘনার আগ পর্যন্ত তারা একটি রাজনৈতিক দল হিসেবেই ছিল, পরবর্তীতে এটি তাদের আকিদা-বিশ্বাসে রূপ নেয়।
বিভিন্ন ওয়াজ মাহফিলে মূলত শিয়াদের প্রচার করা মতবাদ ও শহিদ হওয়ার সময়ের ঘটনাবলিই বলা হয়, যার কোন ঐতিহাসিক সত্যতা নেই। আর বিষাদসিন্ধু নামক উপন্যাস দ্বারাও বর্তমানের মুসলিম তরুন-তরুণীরা প্রভাবিত। এর প্রধান করান, কলেজ পর্যায়ের বাংলা বইয়ে একটি গল্প আছে বিষাদসিন্ধু অবলম্বনে। আমাদের এসব থেকে সাবধান হতে হবে।
বইটিতে হুসাইন (রা.) এর শাহাদতের প্রেক্ষাপট ও পরবর্তী ঘটনাবলী এবং তাঁর ফজিলত সম্পর্কিত হাদিস আলোচিত হয়েছে। সমাজে প্রচলিত ভ্রান্ত ধারনা থেকে পাঠক উপকৃত হবেন ইনশাআল্লাহ।
beer.khan009 – :