মেন্যু
hey amar chele

হে আমার ছেলে

প্রকাশনী : হুদহুদ প্রকাশন
পরিমাণ

35  70 (50% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

3 রিভিউ এবং রেটিং - হে আমার ছেলে

5.0
Based on 3 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
Showing 3 of 3 reviews (5 star). See all 3 reviews
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    Hasnain Islam Emon:

    ❀বিসমিল্লাহির রহমানির রহীম।

    ❝(হে রাসূল!) আপনি বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর যুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।❞ (সুরা যুমার : আয়াত ৫৩)

    আল্লাহ তাআলার দরবারে যুবক বয়সের ইবাদত-বন্দেগির মর্যাদা ও গুরুত্ব অনেক বেশি। কারণ যৌবনের টগবগে সময়ে একজন তরুণের মাঝে এক ধরনের কামনা, বাসনা, উত্তেজনা আবার চরম হতাশা কাজ করে। আর তাতে সে ইবাদত-বন্দেগি তথা আল্লাহর ভয় থেকে গাফেল হয়ে যায়।যারা বয়ঃসন্ধিক্ষণে যৌবনের উম্মাদনা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই সফলকাম। এ কারণেই যৌবনে নিজেকে নির্মল, সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলতে কুরআন ও হাদিসে জোর তাগিদ দেয়া হয়েছে।

    যুবক বয়সের অধিকাংশ নারী-পুরুষই দুনিয়া অর্জন তথা ধন-সম্পদ, বাড়ী-গাড়ী ও চাকচিক্যময় জীবন-যাপন নিয়েই ব্যস্ত থাকে। পরকালে কথা বেমালুম ভুলে থাকে। আল্লাহর বিধান ও পরকালের সীমাহীন জীবনের সুখ-শান্তির কথা মনে থাকে না।যুবকরা দিনকে দিন দ্বীনের পথ থেকে বিচ্যুত হচ্ছে, নফসের দাসত্ব এবং নারীকেন্দ্রিক ফিতনায় জড়িয়ে যাচ্ছে।

    যুবকদেরকে এই ফিতনা থেকে বাঁচাতে হুদহুদ প্রকাশনী এবং লেখক শাইখ আলী তানতাভী আমাদের জন্য আয়োজন করেছেন ❝ হে আমার ছেলে ❞ নামক বইটি।আমাদের আজকের আলোচনা এই বইটিকে ঘিরেই।

    ♦বইটিতে যা যা রয়েছেঃ

    নন্দিত আরবী কথাসাহিত্যিক ড. আলী তানতাবীর অনবদ্য রচনা ইয়া ইবনী এর বাংলা অনুবাদ হলো
    হে আমার ছেলে বইটি।

    বইটির মূল প্রতিপাদ্য বিষয়- যৌবনের তাড়নায় কর্তব্যবিমূঢ় এক যুবকের প্রতি প্রজ্ঞাবান এক আলেমের মহামূল্যবান পরামর্শ।

    এক টগবগে যুবক যে কিনা ইউনিভার্সিটিতে পড়ত। অন্যদের মতো যৌবনের তাড়না তাকেও বিমূঢ় করে দিয়েছিল এবং তার চারিদিকে ছিলো হারামের হাতছানি অথচ, কুরআনের কড়া নিষেধাজ্ঞা।

    আচানক তার মাথায় বুদ্ধি এলো, এমনসময় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। কাগজ-কলম হাতে নিল সে। বেসামাল তাড়নার কথা লিখে পাঠিয়ে দিলো আরবী কথাসাহিত্যিক ড. আলী তানতাবীর কাছে। ড. আলী তানতাবী চিঠিখানা পড়লেন এবং যুবককে নিজের ছেলের পর্যায়ে ভাবলেন।তারপর নিজের প্রজ্ঞা আর শরীয়তের নির্দেশনার সারনির্যাসের আলোকে লিখছেন সেই চিঠির উত্তর।
    সেই চিঠির উত্তরই আজকের এই
    ❝ হে আমার ছেলে ❞ বইটি।

    ♦আমার অনুভূতিঃ

    আলহামদুলিল্লাহ। এবারের অনুভূতি একদমই অন্যরকম। লেখক বইটি যেহেতু যুবকদেরকে কেন্দ্র করে লিখেছেন, তাই বইটি পড়ার সময় আমার মনে হচ্ছিল লেখক যেনো বইয়ের প্রত্যেকটি কথা, যেনো তার একেকটি পরামর্শ হিসেবে আমাকে বলছেন। এযেনো আমারই জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান।
    একজন যুবক ১৪/১৫ বছর বয়সেই তার যৌবনের উত্তেজনা অনুভব করেন,যেটা খুবই স্বাভাবিক এবং পুরুষের যথার্থ লক্ষন কিন্তু নিজের পায়ে দাঁড়ানো এবং সমাজব্যবস্থার জন্য বিয়ে করতে করতে একজন যুবকের ২৪/২৫ বছর বয়স হয়েছে যার।

    তাহলে মাঝখানে বাকি সময়ের যে জার্নিটা,এই সময়টা একটা যুবক কিভাবে পার করবেন এবং সামর্থ্য থাকলে বিয়ে করবেন অথবা আত্মনিয়ন্ত্রণ করবেন সে বিষয়ক পরামর্শ নিয়েই লেখক সাজিয়েছেন এই বইকে। যখনই সে বিয়ে করতে পারছে না তখনই সে জড়িয়ে পড়তে হারাম রিলেশনশিপে,পর্নগ্রাফী,হস্তমৈথুন, কেউ কেউ যৌনপল্লীতে গিয়ে শারীরিক চাহিদা মেটান,যা সম্পূর্ণ হারাম।লেখক অল্প বয়সে বিয়েকেই সকল হারাম কাজ,ফিতনার চিকিৎসা হিসেবে পরামর্শ দিয়েছেন,আর যারা বিয়ে করতে সামর্থ্যবান নয় তাদেরকে আল্লাহর ভয়,ইবাদাত ও পড়াশোনায় আত্মনিয়োগ এবং গবেষনামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে পরামর্শ দিয়েছেন।

    লেখক যেনো বইটার মাধ্যমে আমাকে যুবকদের সকল সমস্যার সমাধানের নতুন এক জগতে ঘুরিয়ে আনলেন।আমি বইটির লেখায় মুগ্ধ হয়ে বইটির নাম দিলাম
    ❝ যুবকদের সকল সমস্যার পার্মানেন্ট ঔষধ ❞।
    যুবকদের জন্য একটি টনিক হিসেবে কাজ করছে বইটি।

    ♦যে কারনে বইটি পড়া জরুরিঃ

    বর্তমানে যুবকদের অধিকাংশ
    কলেজ,বিশ্ববিদ্যালয়,চাকরি প্রতিষ্ঠানে অধ্যায়নরত কিংবা কর্মরত অবস্থায় আছেন। পাশ্চাত্য সম্ভতা যেভাবে আমাদের মুসলিম সমাজের ঘরে ঘরে পৌছে গেছে নোংরা সিনেমা,স্টেজ শো,পর্নগ্রাফীর মাধ্যমে সেখানে যুবকদের বিপরীতলিঙ্গের প্রতি প্রবল আকর্ষন থাকাটাই স্বাভাবিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানেও আজকাল নারী পুরুষ,শিক্ষক অবাদ মেলামেশা। অনেক পিতামাতাও প্রতারিত হচ্ছেন, তারা নিজেদের সম্ভ্রম হারাচ্ছে, শুধু নিজেরা আধুনিক এবং সভ্য বলে পরিচিতি পাওয়ার জন্য।

    যুবকদেরকে আধুনিক অর্থ্যাৎ পাশ্চাত্য সভ্যতার হাত থেকে বাঁচাতে একটি পার্মানেন্ট প্রতিষেধকের অবশ্যই দরকার। যুবকরা যাতে হইকাল পরকাল দুটোই না হারায় সেজন্য লেখক শাইখ আলী তানতাভীর লেখা ❝ হে আমার ছেলে ❞ বইটি উত্তম সহায়ক হিসেবে কাজ করবে।আমার যদি সামর্থ্য থাকতো তাহলে দুনিয়ার সকল মুসলিম যুবককে বইটি পড়ার সুযোগ করে দিতাম।বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে মহান রব্বুল আলামীন কবুল করুক আমিন!

    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    mmhmahody:

    বইকথন : ‘হে আমার ছেলে’ একটি নসীহামূলক বই।বইটিতে লেখকের নিকট পাঠানো একজন যুবকের(যৌবনের তাড়নায় কিংকর্তব্যবিমূঢ়) চিঠির উত্তর দেওয়া হয়েছে।বিষয়গত দিক থেকে বইটিকে দুই ভাগে ভাগ করা যায়।প্রথমভাগে,লেখক, যুবকেরা তাদের সহজাত বৈশিষ্ট্যের(নারীর প্রতি আলাদা ঝোঁক) কারণে যেসব সমস্যার সম্মুখীন হয় তা নিয়ে আলোচনা করেছেন।পাশাপাশি, এ সমস্যাগুলোর ফলে যুবকেরা যে ভবিষ্যত ক্ষতির সম্মুখীন হয়,তাও লেখক ব্যক্ত করেছেন। দ্বিতীয়ভাগে,এ সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছেন।এছাড়াও বইয়ের শেষের দিকে, লেখক বর্তমান সময়ের বিবেচনায় কিছু কার্যকরী উপদেশ দিয়েছেন।

    পাঠ্যনুভূতি : আমিও একজন যুবক হওয়ায়,বইটি পড়ে বেশ ফলদায়ক বলে মনে হয়েছে।বইটিতে লেখক উপর্যুক্ত সমস্যা ও তার সমাধান অল্প-কথায় যেভাবে ব্যাখ্যা করেছেন,তা এক কথায় ‘অসাধারণ’। এছাড়াও, বইটিতে লেখক যেভাবে প্রতিটি যুবককে আহ্বান করেছেন,তা পাঠকের হৃদয়ে নাড়া দিবেই।সর্বপরি,বিষয়বস্তু বিবেচনায়, প্রতিটি যুবকেরই বইটি পড়া উচিত বলে আমি মনে করি।

    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Azmin Akther Eva:

    #ওয়াফিলাইফ_পাঠকের_ভাল_লাগা_জুন_২০২০

    বই রিভিউ (২)

    বই- হে আমার ছেলে
    মূল- ড. আলী তানতাবী
    অনূদিত- মাওলানা মুহাম্মদ আবদুল আলীম
    হুদহুদ প্রকাশন

    রাসুল সাঃ বলেন, যে নিজেকে বড় ভাবে এবং সদম্ভে চলাফেরা করে আল্লাহর সাথে সাক্ষাত করে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন।
    বইটি যেমন সুন্দর তেমনি পড়তে গিয়ে প্রতিটি পৃষ্ঠায় গন্ধ নিয়েছি। নতুন বইয়ের গন্ধ এমনিতেই আমার খুব ভালো লাগে। বইটিতে আছে টগবগে যুবকদের প্রতি দেওয়া কিছু উপদেশ মূলক পরামর্শ।

    ❏ বই কথনঃ-
    ———————————–
    এক টগবগে যুবক ইউনিভারসিটিতে পড়তো। অন্যদের মতো যৌবনের তাড়নায় তাকেও বিমুগ্ধ করে ফেলেছিল। চারদিকে হারাম হাতছানি অথচ কুরআনের করা নিষিদ্ধ করতে পারছিল না। আচানক তার মাথায় বুদ্ধি এল এমন সময় বিশেষজ্ঞের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়। কাগজ কলম হাতে নিল সে। বেসামাল তাড়নার কথা লিখে পাঠিয়ে দিল ডঃ আলী তানতাবী কাছে। তানতাবী আধুনিক জ্ঞান বিজ্ঞানের আকড়, ইসলামী শরীয়তের প্রজ্ঞাবান আলেম। তানতাবী চিঠি পড়লেন। যুবককে নিজের ছেলের পর্যায়ে ভাবলেন তারপর নিজের প্রজ্ঞা আর শরীয়তের নির্দেশনার নির্ধারক লিখলেন সেই চিঠির উত্তর।
    যদি সেই উত্তর জানতে চান তবে অবশ্যই বইটি পড়েতে হবে।
    তানতাবী সেই উত্তরপত্র সাহিত্যপত্রের অন্যান্য সংযোজন যুগের পর যুগ সংরক্ষিত থাকবে যুবককে দেবে সঠিক পথের দিশা। বাংলা ভাষাভাষী টগবগে যুবকদের জন্য পত্র টি অনুবাদ করে উপহার দিয়েছেন মাওলানা মুহাম্মদ আবদুল আলীম।

    ❏বইটিতে কিছু প্রতিজ্ঞার উল্লেখ আছে তা তুলে ধরা হলোঃ-
    ——————————————————————
    ধূমপান করব না, দায়িত্বে অবহেলা করবনা, অসহায়ের সহায় হব, পরিচ্ছন্নতা বজায় রাখবো, ঘুষ দেবনা নেব না, ট্রাফিক সিগন্যাল মেনে চলবো, একগুয়েমি করবো না, অপরের মতামতকে মূল্যায়ন করবো, মেয়েদের বিরক্ত করবো না, ক্ষমাশীল হব, ইতিবাচক মনোভাবী হব, মিথ্যা বলব না।

    ❏কিছু নিত্যদিনের সহজ সাধ্য ভালো কাজেরঃ-
    ————————————————————————
    দোহার সালাত, সাদকা প্রদান (এক টাকা হলেও), মীমাংসা স্থাপন, পানি দান, খাদ্য দান, অসুস্থের শুশ্রূষা, আগে সালাম প্রদান, অসদাচারীকে ক্ষমা, সুবাসনা প্রচার।

    ❏ বইটি কেন অন্যদের পড়তে উৎসাহিত করবেন?
    —————————————————————————
    বইটিতে যুবক ছেলেদের উদ্দেশ্য একটা প্রশ্নের উত্তর এবং কিছু উপদেশ দিয়ে সাজানো৷ যা প্রতিটি ছেলের ই জানা খুব প্রয়োজন। যদি আল্লাহ হেদায়েত দেন তবে বইটি পড়ে তারা হারাম থেকে ফিরে আসবে, ইনশা আল্লাহ্। সেই সাথে তার প্রতিটি কাজের সওয়াবের ভাগিদার হবেন আপনিও।

    ❏ অনুভূতিঃ-
    ————————-
    বইটি তে আছে, যৌবনের তাড়নায় কর্তব্যবিমূঢ় একযুবকের প্রতি, প্রজ্ঞাবান এক আলেমের মহামূল্যবান পরামর্শ। পরামর্শ গুলো ছিলো অসাধারণ। বইয়ের সাজসজ্জা, শব্দ চয়ন মাশাআল্লাহ চমৎকার ছিল। ছোট্ট একটা বই। ভিতরে রঙিন পৃষ্ঠা এবং সুন্দর সাজে সজ্জিত। বইয়ের পরিসর ছোট হলেও প্রয়োজনীয় কথাগুলো দিয়ে বইটি লেখা। বইটি পড়ার সময় ইচ্ছা করছিলো বাংলাদেশের সকল যুবকদের এবং তাদের বাবা-মা কে যদি বইটি পড়ানো যেত তবে খুব উপকার হতো। এর আগেও শোনো হে যুবক বইটি পড়ে এমন মনে হয়েছিলো। তারা যেন বইটি পড়ে এবং তাদের সমস্যা সমাধান খুঁজে নেয়। আমার যুবক ভাইদের বলি আপনারা বই দুইটি একবার হলেও পড়ে দেখবেন। আপুদের বলছি ভাইদের বইটি পড়তে দেন। তারা সর্তক হবে, ইনশা আল্লাহ্। যারা বই পড়তে চাই না তাদের পড়িয়ে শোনান। তাদের বোঝায় হাদিস কোরআনের আলোকে।

    ❏ শেষ কথা:-
    ————————
    ছোট এই বইটি একবারের জন্য হলেও পড়ার অনুরোধ রইলো ভাইদের প্রতি। হয়তো রবের অনুগ্রহে, বইটির মাধ্যমে পাল্টে যেতে পারে আপনার জীবন। হতাশাময় জীবনে পেয়ে যেতে পারেন আশার আলো। ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে সাহায্য করবেন।

    https://www.wafilife.com/shop/books/hey-amar-chele/

    7 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top