হারিয়ে যাওয়া মুক্তো
শারঈ সম্পাদনা : শায়খ ড.আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
মোট পৃষ্ঠা : ১৬০
একসময় মুসলিমরা ছিল সবার ওপরে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, যে সময়ে আমরা আল্লাহর কিতাব ও রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ আঁকড়ে ধরেছিলাম, সে সময়ে আল্লাহ তা‘আলা আমাদের সম্মানিত করেছেন। আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজেছি, রাসূলের ﷺ সুন্নাহর চেয়ে অন্য কিছুকে শ্রেষ্ঠ ভেবেছি, তখন পদে পদে লাঞ্ছিত হয়েছি।
.
রাসূল ﷺ বলেছেন, সামনে তোমাদের জন্য রয়েছে ধৈর্য্যের সময়। সে সময় ধৈর্য্য অবলম্বন করা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতোই কঠিন হবে। (সে সময়ে) যারা ভালো কাজ করবে, তারা পঞ্চাশজনের সমপরিমাণ পুরস্কার পাবে।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তাদের পঞ্চাশজনের সমপরিমাণ?’ রাসূল ﷺ বললেন, ‘তোমাদের পঞ্চাশজনের সমপরিমাণ।’ (আবু দাউদ, হাদিস নংঃ ৪৩৪১)
কোনো কোনো বর্ণনায় এসেছে, ‘তারা হচ্ছে সেসব ব্যক্তি, যারা আমার সুন্নাহকে জীবিত করবে এবং মানুষকে তা শেখাবে’।” `
.
একজন মুসলিম হিসেবে তাই আমাদের সবার কাছে সুন্নাহর গুরুত্ব স্পষ্ট। রাসূলের ﷺ হাদিসের মাধ্যমে আমরা এটাও বুঝতে পেরেছি; ফিতনার সময়ে সুন্নাহকে আঁকড়ে ধরা, মানুষকে ভুলে যাওয়া সুন্নাহ স্মরণ করিয়ে দেয়া এবং হারানো সুন্নাহকে জীবিত করার মর্যাদা কতোখানি। ঈমানের দাবীদার কোনো মুসলিমই এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না। রাসূলের ﷺ হারানো সুন্নাহকে পুনরুজ্জীবিত করার তাড়না থেকেই ‘হারিয়ে যাওয়া মুক্তো’ বইটির জন্ম।
আশা করব, এ বইটি পড়ে সবাই সুন্নাহকে অন্যভাবে দেখতে শিখবেন। ভালোবাসতে শিখবেন। তারা বুঝতে শিখবেন, সুন্নাহ মানে শুধু যোহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়। সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। কোথাও পরিষ্কার মাটি দেখলে খালি পায়ে হাঁটা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।
-
-
hotআস-সুন্নাহ প্যাকেজ (৩টি বই একত্রে)
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স1,290 ৳756 ৳উস্তাদ মুহাম্মাদ হুবলস বলেন, "আমরা রসূল ...
-
hotরাসূলের চোখে দুনিয়া (কিতাবুয যুহদ) (হার্ড কভার)
লেখক : ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)প্রকাশনী : মাকতাবাতুল বায়ান275 ৳203 ৳দুনিয়া এক রহস্যঘেরা জায়গা। এখানে মানুষ ...
-
save offকুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স300 ৳180 ৳পৃষ্ঠা: ৩৬৮ কভার: হার্ড কভার 'সতর' এর সংজ্ঞা ...
-
hotআল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড)
প্রকাশনী : পথিক প্রকাশন1,000 ৳580 ৳তাহকিক: শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ. ও শাইখ শুআইব ...
-
hotরাগ নিয়ন্ত্রণে রাখুন
লেখক : আবু যারীফপ্রকাশনী : পথিক প্রকাশন280 ৳160 ৳একটি বই শুধু তথ্য দেয় না, ...
-
save offএহইয়াউস সুনান
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স540 ৳324 ৳পৃষ্ঠা: ৫৭৬ কাগজ: অফসেট হোয়াইট কভার: হার্ড কভার সাহাবী ...
-
hotEnjoy Your Life- জীবন উপভোগ করুন
প্রকাশনী : হুদহুদ প্রকাশন500 ৳290 ৳নবী করীম ﷺ- এর জীবনীতে রয়েছে ...
-
hotরাগ করবেন না-হাত বাড়ালেই জান্নাত
প্রকাশনী : কালান্তর প্রকাশনী50 ৳36 ৳কোন বিষয়ে বই রচনা যখন করা ...
-
hotনবীজির পদাঙ্ক অনুসরণ
লেখক : ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ)প্রকাশনী : সীরাত পাবলিকেশন250 ৳187 ৳অনুবাদ ও সম্পাদনাঃ সীরাত অনুবাদক টিম পৃষ্ঠাঃ ...
-
Sultana Razia – :
raihan770786 – :
“এ বইটি পড়ে সবাই সুন্নাহকে অন্যভাবে দেখতে শিখবেন। ভালোবাসতে শিখবেন। তারা বুঝতে শিখবেন, সুন্নাহ মানে শুধু যোহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়। সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। কোথাও পরিষ্কার মাটি দেখলে খালি পায়ে হাঁটা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।”
#একসময় মুসলিমরা ছিল সবার ওপরে। ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে, যে সময়ে আমরা আল্লাহর কিতাব ও রাসূল(সাঃ)-এর সুন্নাহ আঁকড়ে ধরেছিলাম, সে সময়ে আল্লাহ তা‘আলা আমাদের সম্মানিত করেছেন। আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজেছি, রাসূল(সাঃ) -এর সুন্নাহর চেয়ে অন্য কিছুকে শ্রেষ্ঠ ভেবেছি, তখন পদে পদে লাঞ্ছিত হয়েছি।
#কেন আমাদের সুন্নাহ অনুসরণ করতে হবে?
শায়খ সালিহ আল মুনাজ্জিদ এই প্রশ্নের উত্তরে লিখেছেন, “রাসূল(সাঃ)-এর সুন্নাহ হচ্ছে আমাদের মুক্তির বাহন। নিরাপদ আশ্রয়স্থল। রাসূল(সাঃ) আমাদের সুন্নাহ অনুসরণ করতে বলেছেন। অবহেলা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন,
‘তোমরা অবশ্যই আমার এবং আমার পরে খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ মেনে চলবে। এগুলো মেনে চলবে এবং শক্ত করে আঁকড়ে ধরবে। আর (ধর্মের ব্যাপারে) সকল নতুন উদ্ভাবিত বিষয়ে সাবধান। কেননা, সকল নব-উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত। আর সকল বিদআত হচ্ছে পথভ্রষ্টতা।
#বইটিকে একচল্লিশটি অধ্যায়ে সাজানো হয়েছে।
#বইয়ের বাইন্ডিং
বইটির বাইন্ডিং নিয়ে বলতে গেলে বইটি পেপারব্যাক। হার্ডকভার হলে আমার মতে ভালো হতো। যদিও একটু মূল্য বৃদ্ধি পেতো হয়তো। তবে দীর্ঘদিন সংরক্ষণে সুবিধা হতো।
#পরিশেষে বলবো বইটি একটি মাস্টারপিস। এটি বাংলাভাষী মুসলিমদের জন্য একটি অমূল্য সম্পদ।
#রাসূল (সাঃ) এর একটি সুন্নাহ যা বিবাহিতরা আজকেই অনুসরণ করতে পারেন-
“ক্লান্ত দিন শেষে একদিন রাতের বেলা চেষ্টা করেই দেখুন না। টিভিটা বন্ধ করুন, মোবাইলটাও না হয় বাসাতেই রাখুন। প্রিয়তমাকে নিয়ে একটু হাঁটতে বের হোন। তার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলুন। হাতে হাত রেখে হারিয়ে যান দূরে কোথাও।”
(“নিশিতে দুজনে”, হারিয়ে যাওয়া মুক্তো)
anisulislam122 – :
মুর্তজা শাহরিয়ার – :
আলহামদুলিল্লাহ হারিয়ে যাওয়া মুক্তো বইটিতে রসুলুল্লাহ (স) এর অনেক সুন্নাহ সম্পর্কে জানতে পেরেছি যা প্রচলিত সমাজে সেভাবে আর অনুসরণ করা হয় না যদিও সেগুলার গুরুত্ব কোনো অংশেই কম না।
বইটি সবার ই পড়া উচিৎ। যিনি কিয়ামতের দিন তার উম্মাতের জন্য আল্লাহর কাছের সুপারিশ করবেন তাঁর হারিয়ে যাওয়া সুন্নাহকে একটু হলেও জানা এবং মানার চেষ্টা করা সকল মুসলিমের ই প্রয়োজন বলে আমি মনে করি।
Marium Rakib – :
বইটিতে এমন সব সুন্নাহর কথা বলা হয়েছে, যা পালন করা খুবই সহজ, কিন্তু আমলের দিক থেকে খুবই ভারী। যেমন- কাজের শুরুতে নিয়ত করা, মজলুম মুসলিমদের জন্য দুয়া করা, বৃষ্টিতে ভেজা, হালাল খাবারের দোষ না ধরা, খাবার ঠান্ডা করে খাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পড়া, কবরস্থানে যাওয়া, ফিতনা থেকে দূরে থাকা, খালি পায়ে হাটা, সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহন করা, অসীয়ত করা। এই বইটি এমন সব ভুলে যাওয়া সুন্নাহকে নতুন করে মনে করিয়ে দিয়েছে, যেগুলো আগে আমার জানা ছিল না, অথবা জানলেও সেগুলোর গুরুত্ব বুঝতে পারিনি।
আকাশ সংস্কৃতির এই যুগে, ভরপুর ফিতনার সময়ে আমাদের নবীজির সুন্নাহগুলো হল মুক্তার মত। একমাত্র মুক্তাগুলোই এই নোংরা পৃথিবীতে আমাদেরকে পথ চলতে সাহায্য করতে পারে। সুন্নাহর ব্যাপারে আমাদের মনের মধ্যে যে বোরিং একটা চিত্র আছে, তা পাল্টে ফেলতে সাহায্য করবে এই বইটি। সুন্নাহ মানে শুধু যোহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়। সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।
বইটি কেন ভালো লেগেছে?
১. বইটিতে লেখার ভাষা খুবই প্রাঞ্জল।
২. বইটিতে প্রত্যেকটি হাদীসের রেফারেন্স দেয়া হয়েছে।
বইটি কাদের জন্য?
বইটি প্রত্যেক মুসলিমের পড়া উচিত বলে আমার মনে হয়।
বইটির কভার, বাইন্ডিং, পেজ মেকাপ খুব সুন্দর হয়েছে।
আল্লাহ সুবহানাহু তা’য়ালা আমাদের জীবনটাকে সুন্নাহ দিয়ে সাজানোর তৌফিক দান করুন। ফিতনাকে পাশ কাটিয়ে সরল পথে চলার তৌফিক দান করুন।