মেন্যু
hariye jaoa mukto

হারিয়ে যাওয়া মুক্তো

শারঈ সম্পাদনা : শায়খ ড.আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মোট পৃষ্ঠা : ১৬০ একসময় মুসলিমরা ছিল সবার ওপরে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, যে সময়ে আমরা আল্লাহর কিতাব ও রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)... আরো পড়ুন
পরিমাণ

175  240 (27% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

19 রিভিউ এবং রেটিং - হারিয়ে যাওয়া মুক্তো

5.0
Based on 19 reviews
5 star
94%
4 star
5%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    Mahbuba Islam Disha:

    হারিয়ে যাওয়া মুক্তো” বইটা মূলত অন্য কোনো বই থেকে অনুবাদ করা না, এটা একটা লেকচার সিরিজ থেকে নেওয়া। উস্তাদ আলী হাম্মুদার “Daily Revivals” সিরিজ এর অনুবাদ। এখানে তিনি এমন চল্লিশটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবি রাদিআল্লাহু আনহুদের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু এখন হারিয়ে গেছে। এ কারণেরই (সম্ভবত) অনুবাদক বইটির নাম দিয়েছেন “হারিয়ে যাওয়া মুক্তো”।

    ইসলামের প্রথম যুগটা ছিল স্বর্নযুগ। মুসলিমরা ছিলো সবার ওপরে। সে সময়ে আমরা কুরআন ও সুন্নাহকে আকঁড়ে ধরেছিলাম। তাই আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। আর এখন আমরা কুরআন ও সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদের থেকে ধার করা সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি এজন্য আমাদের সম্মানও কমে যাচ্ছে।
    অধুনা এই সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বিকিয়ে দিচ্ছি নিজেদের ঈমান ও আমল।

    আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন, “বল, যদি তোমরা আল্লাহকে ভালবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। পরম দয়ালু।”

    কেন সুন্নাহ অনুসরণ করতে হবে?
    শায়খ সালিহ আল মুনাজ্জিদ এই প্রশ্নের উত্তরে লিখেছেন, ” রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হচ্ছে আমাদের মুক্তির বাহন। নিরাপদ আশ্রয়স্থল।”
    রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাহ অনুসরণ করতে বলেছেন। অবহেলা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন,” তোমরা অবশ্যই আমার ও আমার পরে খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ মেনে চলবে এবং শক্ত করে আঁকড়ে ধরবে। আর (ধর্মের ব্যাপারে) সকল নতুন উদ্ভাবিত বিষয়ে সাবধান। কেননা সকল নব- উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত। আর সকল বিদআত হচ্ছে পথ ভ্রষ্টতা।”

    সাহাবি রাদিআল্লাহু আনহুদের জিবনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে সুন্নাহ পালনের ব্যাপারে তারা কতটা আগ্রহী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো গাছের নিচে বসে বিশ্রাম নিতেন,আব্দুল্লাহ ইবনে উমার রাদিআল্লাহু আনহুও সেই গাছের নিচে বসে বিশ্রাম নিতেন। কতটা ভালবাসা ও শ্রদ্ধা থাকলে এমনটা করা যায়!!!

    চমৎকার এবং গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহ দিয়ে সাজানো বইটা।
    এই বইটাতে যে সুন্নাহ গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে কিছু কিছু হয়তো আমারা অনেকেই জানি কিন্তু মানি না। লেখার ধরণটা ভীষণ সুন্দর, বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো, পড়ার পরে সেই সুন্নাহ গুলো মানার প্রতি আগ্রহ বাড়বে, ইনশাআল্লাহ।

    এই বইটা পড়ে সুন্নাহকে নতুন ভাবে জানতে পেরেছি,আলহামদুলিল্লাহ। আপনারাও পারবেন ইনশাআল্লাহ।
    সুন্নাহ মানে শুধু বসে পানি পান করা না, ঝুম বৃষ্টিতে ভেজাও সুন্নাহ। মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটাও সুন্নাহ, চাঁদনী রাতে প্রিয়তমার সাথে গল্প করতে করতে হাঁটাও সুন্নাহ।

    7 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    mr.tahmid:

    উস্তাদ আলী হাম্মুদার বেশ সুন্দর একটি ভিডিও রিমাইন্ডার নাসীহাহমূলক সিরিজ যা ‘Daily Revivals’ নামে আগে ইউটিউবে পাওয়া যেতো। সে লেকচার সিরিজ অবলম্বনে নোট নিতেন লেখক শিহাব আহমেদ তুহিন। পরে সে অবলম্বনে গুছিয়ে লিখেই সম্ভবত মলাটবদ্ধ হল হারিয়ে যাওয়া মুক্তো নামে। মজার ব্যাপার হচ্ছে, এই বই বাংলায় আগে বের হল, আর মূল লেখক পরে বের করছেন। মানে, মূল লেখক উস্তাদ আলি হাম্মুদা সম্প্রতি উনার লেকচার সিরিজটি বই আকারে রিলিজ করেছেন। অথচ এই লেকচার সিরিজ থেকেই বই এর বাংলায়ন হয়ে গেল আগেই।

    বইটি মূলত দৈনন্দিন জীবনে সহজে আমলযোগ্য কিন্তু বর্তমান আমলে বিলুপ্তপ্রায় এধরনের সুন্নাহ নিয়ে। এধরনের সুন্নাতের উপর আমল করে কীভাবে সহজেই আমরা অল্প পরিশ্রমে অধিক আমল করতে পারি এবং আল্লাহর অধিক প্রিয়ভাজন হয়ে উঠতে পারি তা হাতে-কলমে শিখার একটি গাইড যেন এ বই।

    বইয়ের শুরুতে নিয়ত নিয়ে অসাধারণ সুন্দর একটি প্রবন্ধ আছে। নেক নিয়তের দ্বারা আমাদের জীবনের সাধারণ কাজগুলোও কীভাবে আমরা নেক আমলে রূপান্তরিত করতে পারি তা শিখিয়ে দেয়া হয়েছে। শুধুমাত্র নেক কিছু নিয়ত রাখলে খাওয়া, ঘুমানো এমনকি মুসলিম ভাইয়ের জন্যে দরজা খুলে দেয়াও হতে পারে আমাদের নাযাতের উসিলা।

    জীবনের সবক্ষেত্রেই আল্লাহর নিদর্শন নিয়ে ভাবা, আকাশপানে তাকিয়ে সৃষ্টির বিশালতা অনুভব করে তাফাক্কুর করা বা সাধারণ দুনিয়াবি আড্ডার মাঝেও স্রস্টাকে স্মরণ করা,ইস্তিগফার করা বা অন্তরে আল্লাহকে ভুলে না যাওয়াকে মনে হতে পারে আপাতদৃষ্টিতে খুব সাধারণ আমল, কিন্তু এমন সাধারণ আমলগুলোই যদি আমরা আমাদের জীবনে নিয়মিত করি, তাহলে আমরা হয়ে যেতে পারি স্রস্টার প্রিয় অসাধারণ কিছু বান্দা।

    মন ভালো না থাকলে যে দুয়া পড়তে, বিপদে-ভয়ে পড়তে যে দুয়া রাসূল (স) আমাদের শিখিয়ে দিয়েছেন, ঝুম বৃষ্টিতে যে দুয়া শিখিয়েছেন, মজলিস শেষের দুয়া পাঠের উপকারিতা অথবা উম্মতকে নিয়ে যে দুয়াগুলো নিয়মিত করা উচিত তাও সরল অনুবাদে উঠে এসেছে আলাদা আলাদা প্রবন্ধে, সরল বাংলা অনুবাদে।

    গুনাহের পর সালাতুত তাওবা, প্রতিদিন সালাতুদ দোহা পড়ার গুরুত্ব, খুশীর সংবাদ শুনলে শোকরের সিজদাহ দেয়ার গুরুত্ব, খুব গরম খাবার না খাওয়া, মুসলিম ভাইকে উত্তম ঋণ দেয়া, সুন্নাহ সালাত বাসায় পড়া, ভরপেট না খাওয়া, বাসায় একটি নির্দিষ্ট জায়গা সালাতের জন্য বরাদ্দ রাখা যেখানে বাসার সবাই একসাথে সালাত পড়তে পারে, খালি পায়ে মাঝেমাঝে হাটা, ঘুমানোর আগে উযু করা – একেকটি সুন্নাহ যেন একেকটি মুক্তোসদৃশ।

    দুনিয়াবি মুগ্ধতায় কী পড়বেন, বাসা থেকে বের হওয়ার আগে দুরাকাত সালাত ও দোয়ার উপকারিতা, সফরে যাওয়ার আগে প্রিয়জনকে আল্লাহর ভরসায় রেখে যাওয়া, স্ত্রীকে নিয়ে রাতে হাটা, বৃষ্টিতে ভেজা, আমি জানিনা বলতে পারা, মুসলিম ভাইদের খোঁজখবর রাখা, মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে করণীয় সুন্নাহ, বাদ ফজর তিলাওয়াত,যিকির ও দিন পরিকল্পনা করা, সফর শেষে বাড়ীতে ফেরার আগে মসজিদে গিয়ে দুরাকাত নফল সালাত – বইটি পড়বেন আর মনে হবে কতশত এমন অনিন্দ্য সুন্দর সুন্নাত আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আমরা জানিও না।, খোঁজও রাখিনা। কীভাবে এগুলো সহজেই পালন করা যায় তাও এ বইয়ে শিখিয়ে দেয়া হয়েছে।

    অসিয়ত করে যাওয়ার গুরুত্ব, নমুনা অসীয়তনামা এবং সুন্দর ঈমানের উপরে মৃত্যুর দুয়া করাও শিখিয়ে দেয়া হয়েছে এ বইয়ে।মৃত্যুর পরেও যে আয় থেকে যায় তা শিখতেও এ বই পড়ুন। গুনাহরাশি সমুদ্রের ফেনার মত হলেও সারাদিনে কোন কোন আমল/দুয়ায় তা মুছিয়ে ফেলা যাইয় তাও বর্ণিত আছে অসাধারণ এ বইটিতে।

    বইটি পেপারব্যাকে পাওয়া যাচ্ছে। সমর্পণ প্রকাশনীর প্রচ্ছদ, পেজ কোয়ালিটি, অফ হোয়াইট পেপার, পৃষ্ঠাসজ্জা ইত্যাদির ব্যাপারে পাঠকমাত্রই অবগত যে প্রকাশনীর পক্ষ থেকে সবসময় সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়, যা এখানেও বিদ্যমান। বইয়ের লেখনী চমৎকার
    ও সহজবোধ্য। শারঈ সম্পাদনা এত ভালো আর কোন বইতে দেখিনি বলা যায়। অত্যন্ত যত্নের সাথে করা হয়েছে। বইয়ের ফুটনোট অধ্যায়টিও যেন ইলমের আরেক খনি। প্রয়োজনীয় আয়াত-হাদীসগুলো এখানে আছে, আছে দরকারী ব্যাখ্যা, নিউজ বা আর্টিকেলের লিংকও বাদ যায়নি। কাউকে উপহার দেয়ার মত একটি বই এটি।

    যেসব কারণে বইটি ভালো লেগেছেঃ
    ক) বইটি হারানো সুন্নাহর দিকে আহবান করে লেখা বই। বইতে এমন কিছু আমলের কথা লেখা হয়েছে যা পালনে আমরা আরো ভাল মুসলিমে পরিণত হতে পারি।

    খ) সম্পূর্ণ বইয়ে যত্নের ছোয়া ছিল। কোন ভুল চোখে পড়েনি।

    আরেকটি উপকারী শিক্ষা পেয়েছি বইটি পড়ে। আমরা প্রায়ই লেকচার শুনি, তারপর ভুলে যাই। অথচ সুন্দর করে নোট করে করে নিয়মমত শুনলে আমরা নিজেরাও যেমন তা থেকে আমল করে উপকৃত হতাম, তেমনি প্রচার করে দাওয়াহর কাজেও অগ্রসর হতে পারতাম, যেমনটি লেখক করেছেন।

    6 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Tayeen Ahmed:

    খুব ভালো একটি বই।
    Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    মাসুদ:

    এই আকাশ সংস্কৃতির যুগে, ভরপুর ফিতনায় মানুষকে সুন্নাহমুখী করার এই প্রয়াস সত্যিই অসাধারন। এই বই এর সাথে সংস্লিস্ট সকলকে আল্লাহ উভয় জাহানে উত্তম প্রতিদান দিন।
    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    muhammad mokhlesur rahman:

    অনেক অনেক চমৎকার একটি বই। আমাদের আলেম সমাজ আমাদের সামনে সুন্নতের এক ভয়াবহ এবং অতি বোরিং একটি চিত্র ফুটিয়ে তুলেছেন। তাই আমরা আসলে জানিই না যে সুন্নতি জীবন কত কত মজাদার হতে পারে। এটি পড়ার সময় আপনি নিশ্চিত ভাবে সুন্নত সম্পর্কে নতুন ভাবে ভাববেন।
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top