মেন্যু
gunah theke fire asun gunaher alamot tar khoti ebong muktir poth

গুনাহ থেকে ফিরে আসুন (গুনাহের আলামত, তার ক্ষতি এবং মুক্তির পথ)

প্রকাশনী : আয়ান প্রকাশন
পৃষ্ঠা : 160, কভার : পেপার ব্যাক
তাখরিজ- মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি অনুবাদ- মুহিব্বুল্লাহ খন্দকার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার তাওহিদের স্বীকারোক্তির জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত ভুলে গুনাহ করে বসি। শয়তানের ধোঁকায় পড়ে... আরো পড়ুন
পরিমাণ

150  300 (50% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

32 রিভিউ এবং রেটিং - গুনাহ থেকে ফিরে আসুন (গুনাহের আলামত, তার ক্ষতি এবং মুক্তির পথ)

5.0
Based on 32 reviews
5 star
96%
4 star
3%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    Rahira Rahira:

    বই পরিচিতিঃ
    ____________
    বইঃ গুনাহ থেকে ফিরে আসুন

    মূল লেখকঃ ইমাম ইবনুল কায়্যিম আল জাওযিয়াহ (রাহিমাহুল্লাহ)

    মূল বইয়ের তাখরিজ করেছেনঃ মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানী

    অনুবাদকঃ মহিব্বুল্লাহ খন্দকার

    সম্পাদনাঃ আয়ান টিম

    প্রথম প্রকাশঃ জানুয়ারি ২০২১

    মুদ্রিত মূল্যঃ ২৬০ টাকা

    প্রকাশনায়ঃ আয়ান প্রকাশন – Ayan Prokashan

    বইটির ২৫ পৃষ্ঠার শর্ট পিডিএফ পড়লাম। চমৎকার একটা কাজ মনে হয়েছে। এ বইয়ের যে বিষয়গুলো সত্যিই নজর কেড়েছে –

    [১] প্রথমত, লেখকের উপস্থাপনার সহজবোধ্যতা আমাকে অবাক করেছে। বইটি ইমাম ইবনুল কায়্যিম আল জাওযিয়াহ (রাহিমাহুল্লাহ) এর মতো ব্যক্তিত্বের লেখা যিনি ছিলেন অন্তরের ব্যাধির প্রতি দৃষ্টিপাতকারী ও অন্তরের রোগ সনাক্তকারী।

    [২] দ্বিতীয়ত, মুগ্ধ হয়েছি বইটির অনুবাদের সাবলীলতায়। যথেষ্ট সাবলীল ভাবে বইটিকে অনুবাদ করেছেন শ্রদ্ধেয় অনুবাদক মহিব্বুল্লাহ খন্দকার সাহেব।

    [৩] বইটিতে মূলত –
    🍁গুনাহের কারণ,
    🍁গুনাহের ক্ষতি,
    🍁গুনাহের আলামত,
    🍁গুনাহের শাস্তি,
    🍁গুনাহ থেকে বেঁচে থাকা এবং
    আরো অন্যান্য বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।

    [৪] বইটি ভালো লাগার অন্যতম কারণ হলো, বইটিতে তথ্যাবলি সমৃদ্ধ রেফারেন্সসহ তুলে ধরা হয়েছে।

    এ কিতাবটি ইমাম ইবনুল কায়্যিম আল জাওযিয়াহ (রাহিমাহুল্লাহ) এর “আলজাওয়াবুল কাফী লিমান সাআলা আনিদ দায়িশ শাফি” নামক অত্যন্ত মূল্যবান কিতাব থেকে নেওয়া হয়েছে। কিতাবটি মূলত দুষ্প্রাপ্য এবং অনন্য উপদেশভান্ডারের জন্য সর্বোৎকৃষ্ট নমুনা।

    বড়ই সুসংবাদ হলো এই অসাধারণ কিতাবটিকে বাংলায় রূপান্তর করেছেন #আয়ান_প্রকাশন ।
    ইন শা আল্লাহ, এই কিতাব পড়ার মাধ্যমে পাঠকগণ অন্তরের কঠোরতাকে দূর করে দিয়ে নিজেদেরকে সিরাতে মুসতাকিম তথা সঠিক পথে পরিচালিত করতে পারবেন বলে মনে করি।

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    সিরাজুম মুনীরা:

    আল্লাহ তা’য়ালা যাকে ইচ্ছা সরল- সঠিক পথের সন্ধান দেন, তাকে ভ্রষ্ট পথে কেউ নিতে পারে না। যদিও শয়তান সর্বদিক দিয়ে কূমন্ত্রণা দিয়ে পাপের পথকে সুপ্রশস্ত করে দেয়। পাপ হলো শিকলের মত, যা পাপকারীকে আটকে রাখে, যেন সে তাওহীদের বিশাল বাগানে বিচরণ করতে এবং সেখানকার ফল সৎকর্ম সমূহকে সংগ্রহ করতে না পারে। ফলশ্রুতিতে সে জ্ঞান,বুদ্ধি ও বিবেকের পরিবর্তে আত্ম প্রবৃত্তিকে প্রাধান্য দেয়।
    কোন জাতি তাদের কর্মের দ্বারা মান-সম্মানের উচ্চ আসনে আসীন হলেও আল্লাহর হুকুম অমান্য করার কারণে অতল গহবরে নিক্ষিপ্ত হয়। যার উদাহরণ অতীতের বড় বড় জাতিগুলোর আযাবের মধ্যে নিপতিত হওয়া।
    বর্তমানে আমরা সভ্য সমাজে বাস করছি। সভ্যতা, সংস্কৃতি এবং বিজ্ঞানের সুফল ভোগও করছি। আল্লাহর বিধানকে ভুলে শয়তানের পদাংক অনুসরণ করাকে”গর্বের কারণ” বলে মনে করছি। এমনকি পাশ্চাত্য অশ্লীল সংস্কৃতির স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি। অথচ এগুলোকে গুনাহ বলে ভাবছি না। আর আমাদের গুনাহের কাজকে তরাণ্বিত করতে সাহায্য করে ৩টি জিনিস।
    [১]নারী
    [২]ধন-দৌলত
    [৩]জায়গা-জমি।
    এগুলো পার্থিব জিনিস অজনের জন্য আমরা জীবনের প্রায় সবটুকু সময়-সামর্থ ব্যয় করি। অনেক ক্ষেত্রে বৈধতার পাশাপাশি অবৈধ পন্থাও অবলম্বন করি।। আল্লাহ তায়ালা মানব জাতির জীবনকে সৌন্দর্য্যমন্ডিত করার জন্য ৬ টি জিনিস( সুরা আলে ইমরান-১৪) প্রদান করেছেন। কিন্তু মানবজাতি এসবের মোহ পড়ে আল্লাহর হুকুম লংঘন করে গুনাহে লিপ্ত হয়।
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 4 out of 5

    habibunnahar19:

    বই: গুনাহ থেকে ফিরে আসুন
    লেখক: আল্লামা হাফিজ ইবনুল কায়্যিম আল জাওযী
    প্রকাশন: আয়ান প্রকাশন
    মূল্য: ১৫৬৳
    বিষয়: মৌলিক ইসলাম

    মাশাআল্লাহ! “গুনাহ থেকে ফিরে আসুন” বইটির প্রিভিউ পড়ে মনে হলো বইটিতে গুনাহের অত্যন্ত উপকারী বর্ণনাসমূহ আলোচনা করা হয়েছে। গুনাহ সম্পর্কে আমাদের ভাসাভাসা জ্ঞানকে কুরআন-হাদিসের নির্ভরযোগ্য দলিল দ্বারা বিশ্লেষণ করা হয়েছে। গুনাহ থেকে বেঁচে থাকতে বইটি একটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে আশা করি।

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    আজমিন আক্তার ইভা:

    #ইসলামিক_বই_পরিচিতি_প্রিভিউ_প্রতিযোগতা

    ❀ ||প্রিভিউ|| ❀

    ‘গুনাহ্’! যার সাথে মানব জাতি উতপ্রোতভাবে জড়িত। অথচ আমরা সেই গুনাহ্ সম্পর্কে উদাসীন। বইটির শিরোনাম ও সূচি পড়লে স্পষ্ট আঁচ করা যায় বইটির বিষয়বস্তু সম্পর্কে।

    পাঠপ্রতিক্রিয়াঃ-
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    সর্ট পিডিএফ পড়ে মন চাচ্ছে একনাগাড়ে পুরোটা পড়ার জন্য। বইয়ের বিষয়বস্তু অনুযায়ী বইটিকে খুবই সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা নানাপ্রকার ছোট-বড় বিভিন্ন ধরণের গুনাহের মধ্যে ডুবে আছি- স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। বইটি আমাদের গুনাহ্ সম্পর্কে সচেতন করে তুলতে সক্ষম হবে বলেই আমার বিশ্বাস। বর্তমানের এই ফেত্নার যুগে বইটি গুনাহর ভয়াবহতা, কারণ ও এর প্রতিকারের মহা ঔষধ হিশেবে কাজ করবে। বইটি আমাদের চলমান ফিতনার যুগে তরুণ প্রজন্মের কাছে স্বীয় রবের নিকট প্রত্যাবর্তনের মাধ্যম হবে এবং নিজ রূহকে মহান রবের অশেষ রহমতের জন্যে শোকর জ্ঞাপনে উৎসাহিত করবে ইনশা আল্লাহ। প্রতিটা পাঠকের অবশ্যই বইটা পড়া উচিত।

    বই পরিচিতিঃ-
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    ছোট-বড় বেশ কয়েকটি শিরোনামে সাজানো চমৎকার একটি বই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহর গুরুত্বপূর্ণ কিতাব
    الجواب الكافي لمن سأل عن الدواء الشافي “আল জাওয়াবুল কাফী লিমান সাআলা আনিদ দাওয়ায়িশ শাফী” অথবা الداء والدواء
    “আদ দাউ ওয়াদ দাওয়াউ”। রহিমাহুল্লাহ কিতাবটি অনুবাদ করে আমাদের মুহিবুল্লাহ খন্দকার ভাই।অনুবাদ বেশ সাবলীল।

    সর্টপিডিএফ থেকে যা জানতে পারিঃ-
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    ◉গুনাহের প্রবেশদ্বার
    ◉মানুষ গুনাহ কেন করে?
    ◉গুনাহের সাধারণ তিনটি উদ্রেককারী বস্তু
    যা আমাদের গুনাহের কাজকে তরাণ্বিত করতে সাহায্য করে তা হলোঃ
    ১.নারী
    ২. ধন-দৌলত
    ৩. জায়গা-জমি

    এছাড়াও বইটিতে যা আছেঃ-
    দুনিয়ার ধন সম্পদের আসল হাকিকত নিয়ে, নিজের গুনাহের ব্যাপারে সাফাই দেওয়ার জন্য কমজোর ও ঠুনকো দলিল, লজ্জা সরম না থাকা, খারাপ সঙ্গ, গুনাহের মুল, গুনাহের আলামত, গুনাগারের জন্য জাহান্নামের ভয়াবহতা, সুদ ও যেনার মতো গুনাহ, অন্তরের ভেতরে গুনাহের আলামত, গুনাহের ক্ষতি, গুনাহ প্রতিত হওয়ার কারণ সমূহ, প্রবৃত্তির অনুসরণ, মূর্খতা, শয়তান, উদাসীনতা, দীর্ঘ আশা করা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা।

    শিক্ষাঃ
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    ১. আমরা জানতে পারি কীভাবে আমরা ধীরে ধীরে গুনাহে লিপ্ত হচ্ছি।
    ২. প্রতিনিয়ত গুনাহ কিভাবে আমাদের আত্মাকে কলুষিত করছে।
    ৩. গুনাহের স্তর কি কি।
    ৪. অন্যকে কিভাবে গুনাহ থেকে বাঁচাতে পারবো।
    ৪. গুনাহের কারণে মানুষের কি কি ক্ষতি হয়।
    ৪. সর্বজনীন গুনাহ থেকে পরিত্রাণের উপায়।

    বইটি কেন সকলের পড়া উচিতঃ-
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    বইটি গুনাহর পরিনতি, কারন , ভয়াবহতা এবং এ থেকে ফিরে আসার জন্য শক্তিশালী রিমাইন্ডার হিসেবে কাজ করবে ইনশা আল্লাহ। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বইটিতে যা পড়লে আমাদের আল্লাহ ভীতি বাড়বে, গুনাহের আজাব থেকে বাঁচার ইচ্ছে জাগবে। যার কারনে গুনাহ থেকে ফিরে আসা আরো সহজ হবে ইনশা আল্লাহ। তাই বইটি সকলের একবার হলেও পাঠ করা উচিত।

    ভালোলাগাঃ-
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
    বইয়ের নামকরণের সাথে প্রচ্ছদ টা খুব মানিয়েছে যা আমার খুব ভালো লেগেছে। এবং বিষয়বস্তু অত্যন্ত চমৎকার। অনুবাদকের অনুবাদনশৈলি, ভাষার মেলবন্ধন, ভাবের গাম্ভীর্যতা বইটিকে এক অনন্য মাত্রা দান করেছে।

    মন্তব্যঃ-
    ▔▔▔▔▔▔▔▔▔▔▔
    সর্বোপরি লেখক, অনুবাদক, প্রকাশক সহ সকলের জন্য অন্তরের অন্তস্থল থেকে দো’য়া ও ভালোবাসা। আল্লাহ যেন সকলকে তার রাস্তায় কবুল করে নেন। বইটিকে তাদের জান্নাতের উসিলা বানিয়ে দিন। আর ইসলামিক বই পরিচিতি গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রিভিউ প্রতিযোগিতা আয়োজনের জন্য। জাজাকাল্লাহ খাইরান। মহান আল্লাহ আমাদের সকল ধরনের গুনাহ্ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমীন।
    ◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉

    বই :গুনাহ থেকে ফিরে আসুন (গুনাহের আলামত, তার ক্ষতি এবং মুক্তির পথ)
    মূল :আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ রহ.
    মুল কিতাবের তাখরিজ করেছেন- মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি
    অনুবাদ : মুহিবুল্লাহ খন্দকার
    প্রচ্ছদ : ফেরদাউস মিক্বদাদ
    বাইন্ডিং : পেপারব্যাক
    পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
    মুদ্রিত মূল্য : ২৬০/-
    মূল্য : ১৩০ টাকা।
    প্রকাশনায় : আয়ান প্রকাশন

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    সুরাইয়া শারমিন সিফা:

    “হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন; আর বিস্তার করেছেন তাদের দু,জন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা একে অপরের নিকট যাচঞা করে থাক এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। – সূরা আন নিসা (১)

    #পাঠ_উপলব্ধিঃ
    মহান আল্লাহ তায়ালা মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার তাওহিদের স্বীকারোক্তির জন্য। কিন্তু আমরা আল্লাহ তায়ালার ইবাদত করা ভুলে গুনাহ করে বসি। শয়তানের ধোঁকায় পড়ে তার আনুগত্য অস্বীকার করি। আল্লাহর অবাধ্যতা করি। যার ফলে অন্তরে গুনাহের কালো দাগ পড়ে যায়।
    সমাজে পাপাচার আর গুনাহের চর্চা এত বেড়ে গেছে যে, কোনটা গুনাহ আর কোনটা পুন্য সেটা নিয়ে কারো খেয়ালই নেই। কোনটা পাপ কোনটা পুন্য সে হিসাবও কারো নেই। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের সকলকে এই গুনাহের হিসাব অবশ্যই দিতে হবে।
    গুনাহের ব্যাপারে উম্মতের আলেমগণ সতর্ক করেছেন যুগে যুগে। বয়ান ও বক্তৃতায় উম্মতকে সতর্ক করেছেন গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে। তেমনি একজন মহান ব্যাক্তি হলেন আল্লাম ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ রহিমাতুল্লাহ। উম্মতের ব্যাপারে বড়ই চিন্তিত ছিলেন। তাই তো তার কিতাবের মধ্যে উম্মতদের নুশান মিলে। উম্মতের অভ্যন্তরীণ রোগ তথা অন্তরের রোগ ও তার প্রতিকার বর্ণনা করে দিয়েছেন। ইবনুল কায়্যিম রহিমাতুল্লাহ তার যুগে লিপিবদ্ধ করে গিয়েছেন কিতাবখানা সেই সময়কার অসহায় প্রেক্ষাপটে। কিন্তু সেটি আজকের দিনেও যেন নির্দেশ করছে। কেমন যেন তিনি বর্তমানের জন্যই বলেছেন। কথাগুলো যেন আমাদের সময়ে আমাদেরকে খেতাব করে বলা হয়েছে।

    #সংক্ষিপ্ত_পিডিএফ_পড়ে_যা_জানলামঃ
    বইটির পিডিএফ পড়া মাত্রই বিভিন্ন গুনাহের পরিচয়, গুনাহের কারণসমূহ, গুনাহ পরিত্যাক করতে ইচ্ছুককে শয়তান যেভাবে ওয়াসোয়াসা দেয়, শয়তান কিভাবে মানুষকে গুনাহপূর্ণ জীবনকে সুন্দর ও সুশোভিত করে দেখায়, গুনাহের কারণে হওয়া ক্ষতি সমূহ, গুনাহের আলামত, গুনাহের সাজা, গুনাহের মূল, গুনাহগারের জন্য জাহান্নামের ভয়াবহতা, গুনাহের অপরাধের নির্মম শাস্তি এছাড়া আদমসন্তানের গুনাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা সম্পর্কে জানা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা জানা যায় তা হলো- গুনাহ থেকে বেঁচে থাকার উপায়। গুনাহ্র কারণে বান্দা রবের কাছে নগন্য ও তুচ্ছ হয়ে যায়। গুনাহ করতে করতে একসময় বান্দার দৃষ্টিতে গুনাহ করার ছোট ও মামুলি ব্যাপার হয়ে যায়। গুনাহের খারাবি ও অনিষ্টতার কারণে সাধারণ মানুষ ও প্রানীদের কষ্ট হয়।

    এই বইটি পড়লে গুনাহের বিভিন্ন দিক সম্পর্কে জানা যাবে। এছাড়াও গুনাহ করার ফলে মানুষের কি কি ক্ষতি হতে পারে তা সম্পর্কে জানা যাবে। বইটি আমাদের গুনাহ্ সম্পর্কে সচেতন করে তুলতে পারবে বলেই আমার বিশ্বাস।

    #বইটিতে_যা_যা_রয়েছেঃ
    সর্বোপরি বইটি পড়ে গুনাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সমন্ধে ধারণা লাভ করা যায়। কেন গুনাহের দিকে মানুষ ধাবিত হয়, কিভাবে ধাবিত হয়, কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব- এ সকল প্রশ্নের উত্তর আল্লাহ তায়ালা কুরআনে এবং রাসুলুল্লাহ (সাঃ) হাদিসে ইরশাদ করেছেন। আর বইয়ের লেখক ইমাম ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ (রাঃ) সে অনুযায়ী স্বীয় মানবজাতিকে অভিজ্ঞতার আলোকে গুনাহ থেকে পরিত্রান পাওয়ার উপায় সম্পর্কে উপদেশ দিয়েছেন। আমাদের মতো গুনাহ-গারদের কথা মাথায় রেখে এসকল কুরআন হাদিসে বর্ণিত বানী গুলোকে একত্র করে এক বইয়ের মধ্যে আনার চেষ্টা করেছেন অন্তরের চিকিৎসক আল্লামা ইবনুল কায়্যিম রাহিঃ।
    শর্ট পিডিএফ পড়ে এর বেশি কিছু বিষয় তুলে আনা সম্ভব নয়। তবে একটু খেয়াল করে দেখলেই, এই স্বল্প কথাগুলোতেই খুব সুস্পষ্টভাবে বইটির ভাবার্থ আপনার আয়ত্তে চলে আসবে।
    মূল কথা এটি একটি আত্নশুদ্ধিমূলক বই। যারা এই বইটি সত্যিকার অর্থে গুনাহ থেকে ফিরে আসার জন্য পড়তে চাইবে, তাদের জন্য বইটি বাস্তবজীবনে ব্যাপক কাজে আসবে।

    #বইয়ের_মধ্যে_আমার_যে_বিষয়গুলো_ভালো_লেগেছেঃ
    বইটিতে সর্বোপরি গুনাহের বিভিন্ন দিক এবং গুনাহ থেকে হতে পারে এমন ক্ষতিকর দিকগুলো ও গুনাহ থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে উপদেশ দেওয়া হয়েছে, আর এটাই হলো বর্তমানে একজন ব্যাক্তির জীবনে সবথেকে আলোচিত বিষয়গুলো মধ্যে একটি। বইটি সম্পূর্ণ পড়লে ইনশাআল্লাহ গুনাহের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে যা আমাদের ব্যাক্তিগত জীবনে অনেক কাজে দিবে। যা থেকে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে সক্ষম হবো।
    এছাড়াও রচনাটির অনুবাদ সাবলীল ও সহজবোধ্য হিসেবে আমার মনে হয়েছে। এবং সাধারণ মানুষের বইটি অনেক উপকারে আসবে বলেই আমার বিশ্বাস।

    #ব্যক্তিগত_মতামতঃ
    আজ আমাদের চোখের সামনে ঘটে যাওয়া সীমাহিন পাপাচার দেখে মনে হয়- মানুষ এখন এসব নিয়ে কোনো চিন্তায় করে না! কোনটা পাপ কোনটা পূণ্য সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যাথাই নেই! কিন্তু এখন আমাদের গুনাহ নিয়ে কোনো হিসাব নিকাশ না থাকলেও কিয়ামতের দিন আল্লাহর কাছে সকল পাপের হিসাব দিতে হবে। সুতরাং আমাদের উচিত গুনাহ থেকে ফিরে এসে নৈতিকতার সাথে জীবন পরিচালনা করা। ‘জীবন অনেক সুন্দর’- এই বিষয়টি আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি পাপমুক্ত জীবন পরিচালনা করতে সক্ষম হবেন। তাই আমাদের উচিত গুনাহ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে সকল গুনাহের ক্ষমা চেয়ে সত্যের পথে চলা, আল্লাহ ও রাসূল আমাদের যে পথ দেখিয়েছেন সে পথে চলা।

    পরিশেষে আমি সকলের উদ্দেশ্য একটা কথায় বলতে চাই, তা হলো আমরা নিজ নিজ জীবন নিয়ে সবাই ব্যাস্ত, সবাই নিজ নিজ আমোদফুর্তিতে মেতে আছি। কিন্তু দিনশেষে আমরা আল্লাহর কথা কতবার স্মরণ করছি?? কতবার নিজের আত্মার খোরাকের কথা চিন্তা করছি?? অন্তত এই বইটির মাধ্যমে আমরা এই সকল বিষয়ে জ্ঞান লাভ করব ইনশাআল্লাহ। বইয়ের নামলিপিটা খুব ভালো লেগেছে। বিষয়বস্তু অত্যন্ত চমৎকার মনে হয়েছে। অনুবাদ সাবলীল এবং যথাসম্ভব নির্ভুল মনে হয়েছে আমার কাছে।
    সর্বোপরি লেখক, অনুবাদক, প্রকাশক, সকলের জন্য আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবং #ইসলামিক_বই_পরিচিতি গ্রুপের এডমিন প্যানেলদের জানায় কৃতজ্ঞতা, এত সুন্দর প্রিভিউ প্রতিযোগিতা আয়োজনের জন্য। আল্লাহ আপনাদের কাজে বারাকাহ দান করুক। জাজাকুমুল্লাহ খাইরান ইয়া উখতি 🖤

    এক নজরে বইটি সম্পর্কে-
    নাম:গুনাহ থেকে ফিরে আসুন(গুনাহের আলামত,তার ক্ষতি এবং মুক্তির পথ)
    লেখক:আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ
    তাখরিজ করেছেন:মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি
    অনুবাদ:মুহিবুল্লাহ খন্দকার
    পৃষ্ঠা সংখ্যা:১৭৬
    বাইন্ডিং:পেপারব্যাক
    মূল্য:১৩০ টাকা
    প্রকাশনা:আয়ান প্রকাশনী

    Was this review helpful to you?
    Yes
    No
Top