গুনাহ থেকে ফিরে আসুন (গুনাহের আলামত, তার ক্ষতি এবং মুক্তির পথ)
তাখরিজ- মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি
অনুবাদ- মুহিব্বুল্লাহ খন্দকার
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার তাওহিদের স্বীকারোক্তির জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত ভুলে গুনাহ করে বসি। শয়তানের ধোঁকায় পড়ে তার আনুগত্য করি। আল্লাহর অবাধ্যতা করি। আল্লাহর অবাধ্যতা করলে, গুনাহ করলে অন্তরের মাঝে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে অন্তর এমন হয়ে যায় যে ভাল কাজের খেয়াল অন্তরে আসেই না। আসলেও খারাপের ভীড়ে একটি ভালকাজ করার হিম্মতও হয় না অন্তরে।
সমাজে পাপাচার এতোটাই বেড়ে গিয়েছে যে, গুনাহ নিয়ে বললেও খুব চিন্তা ভাবনা করে বলতে হয়। গুনাহের ব্যাপারে উম্মতের আলেমগণ সতর্ক করেছেন যুগে যুগে। লিখেছেন অনেক পুস্তক ও পুস্তিকা। বয়ান ও বক্তৃতায় উম্মতকে সতর্ক করেছেন গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে। তেমনি একজন মহান ব্যক্তি হলেন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ। উম্মতের ব্যাপারে বড়ই চিন্তিত ছিলেন। তাই তো তার কিতাবের মধ্যে উম্মতদরদির নিশান মিলে। রহিমাহুল্লাহর গুরুত্বপূর্ণ একটি রচনা হল
الجواب الكافي لمن سأل عن الدواء الشافي “আল জাওয়াবুল কাফী লিমান সাআলা আনিদ দাওয়ায়িশ শাফী” অথবা الداء والدواء
“আদ দাউ ওয়াদ দাওয়াউ”। রহিমাহুল্লাহ কিতাবটির মাঝে উম্মতের আভ্যন্তরীন রোগ তথা অন্তরের রোগ ও তার প্রতিকার বর্ণনা করে দিয়েছেন। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তার যুগে লিপিবদ্ধ করে গিয়েছেন কিতাবখানা সেই সময়কার অবস্থার প্রেক্ষাপটে। কিন্তু সেটি আজকের দিনেও যেন নির্দেশ করছে। কেমন যেন তিনি বর্তমানের জন্যই বলছেন। কথাগুলো যেন আমাদের সময়ে আমাদেরকে খেতাব করে বলা হচ্ছে।
আলোচিত কিতাব ‘আদদাউ ওয়াদদাওয়া’ বা আলজাওয়াবুল কাফী এর মাঝে গুনাহের আলামত বা প্রভাব সমূহ নিয়ে আলোকপাত করেছেন। এবং গুনাহের কারণে কী কী ক্ষতি হয় তাও উল্লেখ করেছেন। পাশাপাশি গুনাহ থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছেন।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳238 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳161 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
Kamrun Nahar Mim – :
পূর্ববর্তী যুগের মানুষ আর আমাদের মাঝের তফাত অনেক। তারা গুনাহ করে অনুতপ্ত হতেন। আর আমরা হারহামেশা গুনাহ করে তা নির্লজ্জতার সাথে প্রকাশ এবং প্রসার করি। হতেও পারে কঠিন এক গুনাহ করে ইসলামের গন্ডি থেকে বের হওয়ার উপক্রম আমাদের, তবুও বেখেয়ালি আমরা। অনেক হয়েছে গুনাহের ব্যাপারে বেখেয়ালিপনা- সময় এসেছে গুনাহের ব্যাপারে সচেতন হওয়ার। আর ঠিক আমাদের এই কাজ কে সহজ করতে আয়ান প্রকাশন নিয়ে আসছে চমৎকার একটি বই “গুনাহ থেকে ফিরে আসুন”। বইটি আলেমে রাব্বানী শাইখুল ইসলাম ছানি, ইমাম ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রাহিমাহুল্লাহ এর ” আল জাওয়াবুল কাফী লিমান সাআলা আনিদ দায়িশ শাফি” কিতাব থেকে নেওয়া হয়েছে।
শর্ট পিডিএফে গুনাহের প্রবেশদ্বার, গুনাহের কারণ এবং গুনাহের উদ্রেককারী বস্তুর আলোচনা স্থান পেয়েছে। অন্যায়,অবাধ্যতার মাঝে বান্দা কিভাবে গুনাহের পথে অগ্রসর হচ্ছে, কিভাবে নিজের ধ্যান-ধ্যারণা আর যুক্তিতর্ক উপস্থাপন করে আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে শয়তানের পথ অনুসরণ করছে সেটার ধারণা দিয়েছে এই বই। অন্তরে যখন সিলমোহর মেরে দেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা, ঠিক তখন বান্দার অন্ধকারে যাত্রা থেকেই শুরু হয় প্রবেশ। কিন্তু এই গুনাহ মানুষ কেন করে? এই যে নারী,
ধনদৌলত, জায়গা-জমির মোহে পড়ে বান্দা ফিতনায় জড়িয়ে যাচ্ছে – সেটুকু সম্পর্কে না জানলে তো নিজের অজান্তেই এসব প্রতিপত্তি হাসিল করতে গুনাহ করে যাব অনবরত। গুনাহের ব্যাপারে উদাসীন বান্দার কি গুনাহ মুছে জীবন অতিবাহিত করার সময় আসেনি? একজন গুনাহগার বান্দা হিসেবেই আমাদের প্রত্যাবর্তন হবে নাকি একজন মুমিন হিসেবে? অজান্তেই কি জান্নাতের সুবাস থেকে বঞ্চিত হব আমরা?
না, একজন মুসলিম হিসেবে আমরা আল্লাহর অবাধ্য বান্দা হয়ে মৃত্যুর দিকে যাত্রা করতে করতে চাইনা অবশ্যই। রব্ব আর আমাদের মাঝে বন্ধন ভেঙে যাক তা আমরা চাইনা। আর ঠিক এইজন্যই আমরা পূর্বের গুনাহ থেকে ফিরে আসব। আর এই বইটি তাই আমাদের প্রত্যেকের জন্যেই জরুরী ভূমিকা রাখতে সহায়ক হবে।
এই বই কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। কারণ আমি, আপনি সবার জীবনেই গুনাহ রয়েছে– তফাত হলো পরিমাণে। গুনাহগারের জীবনে এর বিরুপ প্রভাব কী কী তা জানতে এই বই পড়তে হবে। গুনাহগারের দুনিয়াবী শাস্তি আর পরকালের শাস্তি কেমন তা না জানলে এর ভয়াবহতা জেনে দূরত্ব সৃষ্টি করব কীভাবে? গুনাহে পতিত হওয়ার কারণ জেনে সর্বাবস্থায় যতটুকু সম্ভব গুনাহমুক্ত থাকার প্রয়াসে পড়ুন এই বই।
অনুবাদকের সুন্দর-সাবলীল অনুবাদ বইটি পড়তে সহজ করে দিয়েছে। বইটির শর্ট পিডিএফ এবং সূচিপত্রের চমৎকার সব টাইটেল কিছুটা পড়ে আশা করছি আমরা চমৎকার একটি বই পেতে যাচ্ছি ইন শা আল্লাহ। সংগ্রহ করার নিয়ত আছে ইন শা আল্লাহ। আপনারাও তালিকায় এই বইটি রাখতে পারেন ইন শা আল্লাহ।
বই- গুনাহ থেকে ফিরে আসুন
মূল- আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ রহ.
অনুবাদ- মুহিব্বুল্লাহ খন্দকার
তাখরিজ- মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি
পৃষ্ঠা সংখ্যা- ১৬০
মুদ্রিত মূল্য- ২৬০৳
প্রকাশনী- আয়ান প্রকাশন
লাইবা আলম – :
•গুনাহ্ করার কারণ:
গুনাহ্ করার আগে চিন্তাভাবনা না করা গুনাহ্ এর সবথেকে ভয়ানক কারণ। এছাড়াও তিনটি কারণে মানুষ গুনাহ্ এর দিকে ধাবিত হয়:
১)নারী: নারীকে নিজের করে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের পাপ কাজে নিয়োজিত হয় মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য নারীদেরকে ফিতনাস্বরূপ বলে আশঙ্কা করে গিয়েছেন।
২)ধন-দৌলত: মানুষের ধর্মই হলো যা আছে তা নিয়ে সন্তুষ্ট না থাকা। মানুষের এই স্বভাবের কারণেই অনেক পাপকার্য সম্পন্ন হয়। বেশি পাওয়ার লোভ মানুষকে অন্যের হক মারতে উৎসাহিত করে। এছাড়াও জন্ম হয় সুদ, ঘুষ, চুরি, ডাকাতির মত পাপ কাজের।
৩)জায়গা-জমি: নিজেকে প্রভাবশালী করে দুনিয়ার সামনে দেখানোর লালসা মানুষকে জমিজমার প্রতি আকৃষ্ট করে। এই লোভ এত ভয়াবহ যে তা হত্যার মত নিকৃষ্ট পাপে পরিণতি পায়।
•গুনাহ্ এর ক্ষতি:
গুনাহ্ এর ফলে মানুষ ইলম থেকে বঞ্চিত হয়, রিযিক থেকে বঞ্চিত হয়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়, ইমানদারদের সাথে সম্পর্ক থাকে না, অন্তর অন্ধকারে ছেয়ে যায়, আল্লাহর দৃষ্টিতে তুচ্ছ ও নগণ্য হয়ে যাওয়াসহ অসংখ্য ক্ষতি হয়। এছাড়াও সবথেকে ভয়াবহ যে ক্ষতি তা হলো জাহান্নামী হওয়া!
•গুনাহ্ থেকে ফিরে আসার উপায়:
গুনাহ্ থেকে বেঁচে থাকার অন্যতম প্রধান উপায়গুলো হলো:
১)আল্লাহর জিকিরে মশগুল থাকা
২)নফসের হিসাবনিকাশ নেওয়া
৩)সালাত এর প্রতি ভালোবাসা তৈরি করা
৪)ইখলাস এর প্রতিষ্ঠা
৫)যেসব কারণ গুনাহ্ এর দিকে পরিচালিত করে তা থেকে দূরে থাকা
উপরিউক্ত সকল বিষয় এর বিস্তর বিবরণ বইটিতে রয়েছে। আমরা সবাই গুনাহগার। কারো গুনাহ্ এর পরিমাণ বেশি তো কারো কম। উম্মতের প্রত্যেক গুনাহগার বান্দার জন্য নিঃসন্দেহে এটি একটি উত্তম বই। গুনাহ্ থেকে ফিরে আসার জন্য এবং নিজের অন্তরে গুনাহ্ থেকে মুক্তি পাওয়ার তাগিদ তৈরির জন্য গুনাহ্ এর কারণ ও ক্ষতিকর দিক জানা জরুরি। আর এসবকিছুই আপনি এই বইটিতে পাবেন। তাই যদি নিজেকে গুনাহগার মনে করে থাকেন আর গুনাহ্ থেকে পরিত্রাণ এর পথ খুঁজে থাকেন অবশ্যই আপনার জন্যই এই বইটি।
MD Sazol – :
দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে, কিংবা শয়তানের ধোকায় পড়ে আমরা বিভিন্ন সময়,বিভিন্নভাবে, বিভিন্ন রকম গুনাহ করে ফেলি। নবী রাসুল ছড়া আমরা সবাই কম বেশি গুনাহে লিপ্ত।কেউ কেউ গুনাহ করে আল্লাহর নিকট তওবা করে;আাবার কেউ কেউ গুনাহ করে তার উপর অটল থাকে।
আমাদের কাপড়ে যদি ময়লা হয়,আমরা কিন্তু তা ফেলে দিইনা।বরং তা ধুয়ে পরিস্কার করি, কিন্তু গুনাহ করে ফেললে আমরা মনে করি, এর থেকে আর রেহাই নেই।
কিন্তু নবী করীম (:স)বলেন:کل بنی ادم خطاء و خیر الخطا ءین التوابون
(প্রত্যেক আদম সন্তান গুনাহগার।আর এদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তাওবাকারীগন—(সুনানে ইবনে মাজাহ:৪২৫১)
যাই হউক, প্রিয় পাঠাক এই ছোট্ট ভূমিকা টানলাম সদ্য প্রকাশিত হতে যাওয়া একটি বই সম্পর্কে কিছু ধারনা দেওয়ার জন্য। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান বইয়ের কিয়দাংশ উন্মুক্ত করেছে। যা পড়ে আমি আপনাদের সামনে বইয়ের প্রিভিউ তুলে ধরতে কিবোর্ড টিপা শুরু করলাম। চলুন তবে বই সম্পর্কে কিছু আলোচনা করা যাক।
.
.
♦️ বইটির বিষয়বস্তু —
প্রিয় পাঠক, শর্ট পিডিএফ পড়ে মনে হয়েছে,
বইটির লেখক ইমাম ইবনুল কায়্যিম (রহ) এর যুগেও ছিল বর্তমান জমানার মত ফিতনা ফ্যাসাদের রাজত্ব। তাই তাঁর লেখনীতে বাস্তব চিত্রের অবলোকন ঘটেছে দারুণভাবে।
আর বইটিতে থাকছে ৫৮ টি পরিচ্ছদ এর বিস্তর আলোচনা ।
বইটি পড়লে আমরা গুনাহের কারণ ও ক্ষতি এবং তার ভয়াবহতার ব্যাপারে জানতে পারবো ইন শা আল্লাহ ।
আমাদের সমাজে একটি অন্যতম বড় ফিতনা হলো জাস্ট, গুড, বেস্ট ফ্রেন্ড,হাতাহাতি, নামক ফিতনা।
ইসলামে ছেলেমেয়েদের মধ্যে বন্ধুত্ব কে নিষিদ্ধ করেছে। কেননা, এক পর্যায়ে এই বন্ধুত্ব নামক সম্পর্ক থেকেই ধীরে ধীরে সেটি বেহায়াপনা এমনকি ব্যাভিচার ও যিনার কারণ হয়ে দাড়ায়।
যেখানে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তাদের মাহরাম ব্যতীত অন্য লোকদের সাথে দেখা সাক্ষাৎ নিষিদ্ধ ,সেখানে ছেলেমেয়েদের মধ্যে (নন মাহরাম) বন্ধুত্ব অসম্ভব।
সমাজের এসব বেহায়াপনা,গুনাহ নামক অন্তরের ব্যাধি এবং শয়তানের ধোঁকা সম্পর্কে মানুষকে অবহিত করতে বইটি সবার জন্য অপরিহার্য,বলতে গেলে সেল্ফ রিমাইন্ডার হিসেবে কাজ করবে।
এছাড়া সূচিপত্র থেকে বুঝা যায় লেখক বইটিতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন তা বেশ গুরুত্বপূর্ণ। যে সকল টপিকে বইটি লেখা হয়েছে তা হলো —
➡️ গুনাহের কারণসমূহ
➡️গুনাহের আলামত
➡️গুনাহের ক্ষতি এবং
➡️গুনাহ থেকে মুক্তির পথ
গুনাহের প্রধান কারণ সম্পর্কে তিনটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে তা হল-
☑️নারী
☑️ ধন-দৌলত
☑️জায়গা-জমি
গুনাহ কিভাবে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়,গুনাহ কিভাবে মানুষকে হতাশ করে,গুনাহ কিভাবে রিজিককে সংকুচিত করে এবং তার ভয়াবহতা কিভাবে আখেরাত বিনষ্টকারী তার যথার্থ হৃদয়স্পর্শী বর্ণনা ফুটে উঠেছে কোরআন ও হাদীসের আলোকে।
.
.
♦️ বইটি কি আপনার জন্য ?
আদম সন্তান মাত্রই গুনাহগার, তার মধ্যে সেই উত্তম যে অধিক তওবাকারী।
মানুষের শুষ্ক অন্তর অনুশোচনায় বিগলিত হবে যখন তার হৃদয়ে আখেরাতের ভয় থাকবে।
গুনাহের ভয়াবহতা দুনিয়া ও আখেরাতকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দেয় সে সম্পর্কে অবগত হলে রবের সম্মুখে জবাবদিহিতার ভয় জাগ্রত হবে যা মানুষকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে একনিষ্ঠ দ্বীনের প্রতি।
নফসের অন্ধকার থেকে প্রত্যাবর্তন করবে সীরাতুল মুস্তাকিমে।
.
Moumita Mim – :
লেখক: আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ।
প্রকাশনী: আয়ান প্রকাশন
মহান আল্লাহর ইবাদত ঠিক মত না করে দিন দিন জেনে না জেনে নানা গুনাহে আমরা জড়িয়ে পড়ছি। গুনাহকেও গুনাহ না মনে করেই আমরা গুনাহ করে যাচ্ছি। কতটা অবুঝ বান্দা আমরা। গুন্নাহের আলামত, তার ক্ষতি ও মুক্তির পথ নিয়ে আলোচনার মাধ্যমে গুনাহ থেকে ফিরে আসার আহবান সহ সুন্দর একটি পথপ্রদর্শক মূলক বই এটি আলহামদুলিল্লাহ্ । সকলের পড়া উচিত বলে মনে করি।
Robin Islam – :
বই – গুনাহ থেকে ফিরে আসুন।
লেখক- ইমাম ইবনুল ক্যায়িম আল জাওযিয়্যাহ্।
প্রাকশনায়- আয়ান প্রকাশনি
বইটির শিরোনাম দেখলেয় বোঝা যায় বইটি “গুনাহ থেকে ফিরে আসা” সম্পর্কে।
গুনাহ্
আর যার সাথে মানব সমজা বর্তমানে আস্টে পিস্টে জড়িয়ে রয়েছে।
দিন থেকে রাত,রাত থেকে দিন প্রতিটি মূহুর্ত জেনে, না জেনে বুঝে না বুঝে গোনাহ্ করে চলেছি।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের কি এই পৃথিবী তে গোনাহ্ করতে পাঠিয়েছেন?
তার নাফারমানি করতে পাঠিয়েছেন??
না পাঠায় নি,
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের পাঠিয়েছেন তার এবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার আদেশ মানা এবং রাসূল (সাঃ) এর দেখানো পথে চলার জন্য।
কিন্তু আমরা আজ তা করছি নাহ্ শয়তানের কবলে পড়ে প্রতি নিয়ত গোনাহ্ তে লিপ্ত হয়ে যাচ্ছি।
আমাদের যে ফিরে আসতে হবে, নীড়ে বেলা ফুরাবার আগে, সেই বিষয়ে ভাবছি না এটা কি ঠিক হচ্ছে?
না হচ্ছে না, কারন এই দুনিয়া তো দুই দিন এর আপনি এখানে গোনাহ্ করে বেঁচে যাচ্ছেন মাত্র কয় বছর কিন্তু অনন্ত্য একটি জীবন রয়েছে।
সেই বিষয়ে কি চিন্তা ভাবনা করা লাগবে না??
গুনাহ তে জড়িয়ে পরার আর একটি বিষয় না জানা।
ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকা।
ইলম অর্জন করুন বিভ্রান্তি থেকে বাঁচুন
“তিনি যথাযথ ভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা। সূর্য ও চন্দ্রকে তিনি করিয়াছেন নিয়মাধীন। প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জানিয়া রাখ, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।”
(সূরা আল-যুমার : ০৫)
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ক্ষমাশীল দয়াবান তার দয়ার শেষ নেই।
আমাদের তার কাছে চাওয়ার মত চাইতে হবে।
আর আয়ান প্রকাশনির প্রকাশিতব্য বই “গুনাহ থেকে ফিরে আসুন”
যার মাধ্যমে গোনাহ থেকে ফিরে আসার উপকারী মাধ্যম গুলো প্রকাশ করা হয়েছে ইনশা আল্লাহ।
ইনশা আল্লাহ যুব সমাজ সহ সকল বয়সের জন্য উপকারী একটি বই গোনাহ থেকে ফিরে আসুন।
বেশি বেশি ইসলামিক বই পরুন দ্বীনি জ্ঞান বৃদ্ধি করুন, ইলম অর্জন করুন বিভ্রান্তি থেকে বাঁচুন।
জাযাকাল্লাহু খাইরান।