গুনাহ থেকে ফিরে আসুন (গুনাহের আলামত, তার ক্ষতি এবং মুক্তির পথ)
তাখরিজ- মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি
অনুবাদ- মুহিব্বুল্লাহ খন্দকার
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তার তাওহিদের স্বীকারোক্তির জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত ভুলে গুনাহ করে বসি। শয়তানের ধোঁকায় পড়ে তার আনুগত্য করি। আল্লাহর অবাধ্যতা করি। আল্লাহর অবাধ্যতা করলে, গুনাহ করলে অন্তরের মাঝে কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে অন্তর এমন হয়ে যায় যে ভাল কাজের খেয়াল অন্তরে আসেই না। আসলেও খারাপের ভীড়ে একটি ভালকাজ করার হিম্মতও হয় না অন্তরে।
সমাজে পাপাচার এতোটাই বেড়ে গিয়েছে যে, গুনাহ নিয়ে বললেও খুব চিন্তা ভাবনা করে বলতে হয়। গুনাহের ব্যাপারে উম্মতের আলেমগণ সতর্ক করেছেন যুগে যুগে। লিখেছেন অনেক পুস্তক ও পুস্তিকা। বয়ান ও বক্তৃতায় উম্মতকে সতর্ক করেছেন গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে। তেমনি একজন মহান ব্যক্তি হলেন আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ। উম্মতের ব্যাপারে বড়ই চিন্তিত ছিলেন। তাই তো তার কিতাবের মধ্যে উম্মতদরদির নিশান মিলে। রহিমাহুল্লাহর গুরুত্বপূর্ণ একটি রচনা হল
الجواب الكافي لمن سأل عن الدواء الشافي “আল জাওয়াবুল কাফী লিমান সাআলা আনিদ দাওয়ায়িশ শাফী” অথবা الداء والدواء
“আদ দাউ ওয়াদ দাওয়াউ”। রহিমাহুল্লাহ কিতাবটির মাঝে উম্মতের আভ্যন্তরীন রোগ তথা অন্তরের রোগ ও তার প্রতিকার বর্ণনা করে দিয়েছেন। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তার যুগে লিপিবদ্ধ করে গিয়েছেন কিতাবখানা সেই সময়কার অবস্থার প্রেক্ষাপটে। কিন্তু সেটি আজকের দিনেও যেন নির্দেশ করছে। কেমন যেন তিনি বর্তমানের জন্যই বলছেন। কথাগুলো যেন আমাদের সময়ে আমাদেরকে খেতাব করে বলা হচ্ছে।
আলোচিত কিতাব ‘আদদাউ ওয়াদদাওয়া’ বা আলজাওয়াবুল কাফী এর মাঝে গুনাহের আলামত বা প্রভাব সমূহ নিয়ে আলোকপাত করেছেন। এবং গুনাহের কারণে কী কী ক্ষতি হয় তাও উল্লেখ করেছেন। পাশাপাশি গুনাহ থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছেন।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳238 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদারপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳161 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
Abu kahar junaed – :
Afsana Akter – :
” সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়”🥀
📎 আবু বকর(রা)📎
অন্তরের ব্যাধির মধ্যে একটি হলো ‘গুনাহ’।যা দ্বারা প্রতিনিয়ত হাবুডুবু খাচ্ছি আমরা। ক্ষণস্থায়ী দুনিয়ায় শারীরিক রোগের চিকিৎসা মনমতো না করলে মানুষ যেমন সুস্থ হয় না,একইভাবে রাসূলদের আনীত পদ্ধতিতে অন্তর পরিশুদ্ধ না করলে অন্তর সুস্থ হবে না।চলার পথে আমরা অনেকেই জেনে না জেনে গুনাহ করে থাকি। পরে এই গুনাহের সাগরেই ভাসতে ভাসতে একদিন মৃত্যু এসে হাতছানি দিয়ে ডাকবে। তখন কি হবে আমাদের? কিন্তু এরপরেও আমরা চাইলেই আল্লাহ তা’আলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে মাফ পেতে পারি।
👉”অন্তরসমূহ যদি পরিশুদ্ধ হয় তাহলে আল্লাহর গ্রন্থ কুরআনুল কারীমে তাদের তৃষ্ণা কখনো সম্পূর্ণ মিটবে না।”👈
_________<<<__________<<<________
⭕বইয়ের লেখক নিয়ে কিছু অভিমতঃ
ইবনুল কায়্যিম (রহিমাহুল্লাহ) ছিলেন একজন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী। ওনার একটি বিখ্যাত কিতাব থেকে "গুনাহ থেকে ফিরে আসুন" পুস্তটিকা নেওয়া হয়েছে। কিতাবটি তাখরিজ করেছেন মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি। অনুবাদক হলেনঃ মুহিবুল্লাহ খন্দকার।
__________<<<________<<<________
⭕বইটির শিরোনাম ও সূচিপত্রঃ
বইটির শিরোনাম ও সূচি পড়লে স্পষ্টত বুঝা যায় বিষয়বস্তু সম্পর্কে। 'গুনাহ'। যার সাথে হরহামেশায় জড়িত আমরা। নিম্নে সূচির সংক্ষেপিত সিরিয়াল👇
★মানুষ ধীরে ধীরে কিভাবে গুনাহের জগতে প্রবেশ করে;
★গুনাহ করার ফলের পরিণতি(শাস্তি);
★ছোট এক গুনাহ থেকে কিভাবে বড় গুনাহের পথ উন্মোচিত হয়;
★আর মানুষ কেনই বা গুনাহ করে?
★কিভাবে শয়তানের ধোকায় পড়ে গুনাহের জগত বেচেঁ নেওয়া হয় এবং গুনাহের ফলে অন্তরকে কলুষিত করা হয়;
★ গুনাহের বিভিন্ন স্তর।
★সর্বশেষ কিভাবে গুনাহের জগত থেকে ফিরে আসা ও তার মুক্তির পথ খোজে পাওয়ার উপায়।
____<<<__________<<<_________
⭕সর্টপিডিএফ থেকে বইটির প্রিভিউঃ
কি কারণে মানুষ গুনাহ করে বা তা থেকে বেঁচে থাকা যায়? শয়তান কিভাবে মানুষকে ধোঁকায় ফেলে গুনাহকে সুসজ্জিতভাবে পেশ করে? বর্তমান সমাজের অবস্থা আগেরকার সময় থেকে বহুগুণ বেশি খারাপ হয়ে গেছে। মানুষজন প্রকাশ্যেই লোকচক্ষুর সামনেই গুনাহ করে বেড়ায়।কিন্তু আল্লাহ বলেছেন—-
♻️" বান্দার লুকিয়ে গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন; এজন্য নিজেদের গুনাহের কথা কখনো প্রকাশ করা উচিত হয়"।♻️
👉 কয়েকটি প্রধান কারণে গুনাহের জন্ম হয়ঃ যথা-
▪️নারী
▪️ধন-দৌলত
▪️জায়গা-জমি
👉উপরিক্ত আলোচনা ছাড়াও বইটিতে যা আছেঃ
নিজের গুনাহের ব্যাপারে ঠুনকো দলিল,বেহায়াপনা জীবন-যাপন, লজ্জা-সরম না থাকা,দুনিয়ার ব্যাপারে অতিমাত্রায় লোভ-লালসা,দৃষ্টির হেফাজত না করা,গীবত ও মিথ্যাচারের পরিমাণ বেশি হওয়া, সুদ ও ঘোষের কারণে গুনাহ,গুনাহকারীদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি, বলা যায়– "প্রতিটি পাপ আরো অনেক পাপের জন্ম দেয়, একটি পাপ আরেকটি পাপের দিকে নিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই পাপরাশি মানুষটিকে এমনভাবে কাবু করে ফেলে যে কৃত পাপগুলোর জন্য তওবা করাকে তার কাছে কঠিন বলে মনে না হয়।"📎
এমনকি দীর্ঘআশা,মূর্খতা,শয়তান ইত্যাদি গোনাহের সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।
____<<<________<<<____________
⭕বইটি কেন সকলে পড়া উচিতঃ
গুনাহের পরিণতি(আলামত) প্রতিকার ও মুক্তির পথ খোঁজে পাওয়ার মতো উত্তম একটি বই।মাশাআল্লাহ♻️
কালেমা পড়েই মুসলিম হওয়া যায় না আরো তা থেকে নতুন ভবিষ্য দিক উন্মোচিত হয়। তার জন্য অবশ্যই প্রত্যেক মুসলিম ও মুমিন ব্যক্তিকে গুনাহ থেকে বেঁচে থাকার পথ অবলম্বন করতে হবে। আর যা "গুনাহ থেকে ফিরে আসুন"গ্রন্থটি সুন্দর সরল পথ দেখাবে।ইনশাআল্লাহ।
👉" যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন কাজে আসবে না; সে দিন উপকৃত হবে শুধু সে,যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্ত:করণ নিয়ে।"(কুরআন ২৬ঃ৮৮-৮৯)👈
_______<<<________<<<_________
⭕ভালোলাগার কারণঃ
বইয়ের নামকরণ দেখেই হৃদয় স্পর্শ হয়ে যায়। মন তখন বলে উঠলো এইতো সেই বই যার জন্য আমরা অপেক্ষায় আছি। আবার বইটির কাভার নামকরণের সাথে খুব সুন্দর মানিয়েছে। মাশাআল্লাহ♻️। আলহামদুলিল্লাহ এটিও আমার খুব ভালো লেগেছে।বইটিতে মহান আল্লাহর প্রশংসাসহ আল্লাহর বাণী সুন্দরভাবে উল্লেখ আছে। অনুবাদক সহজ ও সাবলীল ভাষায় মুগ্ধ করার মত উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ ♻️।
⭕পছন্দের উক্তি বা শিক্ষাঃ
★দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করাকেই বিদআত বলে। প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা এবং ভ্রষ্টতার ফলস্বরুপ ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে।
★ তোমাদের ওপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তেমাদেরকে অনেক গুনাহ ক্ষমা করে দেন।
______<<<_________<<<_______
⭕সর্বশেষঃলেখক,প্রকাশনী ও অনুবাদক সবার প্রতি দোয়া রইলো। আল্লাহ উত্তম জাযা দান করুক এবং দ্বীনি কলমি শক্তিতে বরকত দান করুক।অসাধারণ একটি বই।মাশাআল্লাহ। জীবনে একবার হলেও প্রত্যেকের বইটি পড়া উচিত বলে মনে করছি। মোটকথা🍂
" আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে
যে গোনাহ থেকে ফিরে
সেদিন তাকেও হাসতে দেখা যাবে
জান্নাতীদের ভিড়ে"
👀একনজরে বইটিঃ👀
▪️বইঃগুনাহ থেকে ফিরে আসুন
🖋️লেখকঃ ইমাম ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ(রহিমাহুল্লাহ)
▪️কিতাবটি তাখরিজ করেছেনঃ মাওলানা তাহের নাক্কাশ পাকিস্তানি
▪️অনুবাদঃ মুহিবুল্লাহ খন্দকার
▪️প্রকাশনায়ঃ আয়ান প্রকাশন – Ayan Prokashan
▪️সম্পাদনাঃআয়ান টিম
▪️ধরণঃ পেপারব্যাক
▪️মুদ্রিত মূল্যঃ ২৬০৳
✍️Ak Afsana Akter
Mukrima Sultana – :
ইমাম ইবনুল কায়্যিম (রহ) যিনি অন্তরের রোগ সনাক্তকারী ছিলেন, তাঁর রচিত কিতাব “আলজাওয়াবুল কাফী লিমান সা’আলা আনিদ দায়ীশ শাফী” বইয়ের অনুদিত রুপই হলো “গুনাহ থেকে ফিরে আসুন”। অনুবাদ করেছেন ‘মুহিব্বুল্লাহ খন্দকার’।
সরবরাহকৃত শর্ট পিডিএফ থেকে বইটি সম্পর্কে অল্প-বিস্তর ধারনা লাভ করা সুযোগ হয়েছে। বইটির সূচিপত্র দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর আর বর্তমানের তরুন প্রজন্মের জন্য কতোটা কার্যকরী হবে! বইটিতে এমন কিছু বিষয় ফুটে উঠেছে যেগুলো আমাদেরকে গুনাহ বিমুখ করে দিবে ইনশাআল্লাহ।
শর্ট পিডিএফ অংশে বর্নিত হয়েছে, যে তিনটি কারনে মানুষ সাধারণত গুনাহে লিপ্ত হয়! সেগুলো হলো…….
১. নারী
২. ধন-দৌলত
৩. জায়গা-জমি
এই বিষয়গুলোর বিস্তর বর্ননা আমরা দেখতে পায়। পাশাপাশি কুরআনের ভাষায় অন্যায় কাজে লিপ্ত হওয়ার কিছু কারনের কথাও ফুটে উঠেছে।
ইমাম ইবনুল কায়্যিম (রহ) যদিও বইটি লিখেছিলেন তাঁর সময়ের সমাজের প্রেক্ষাপটের উপরে। কিন্তু তা সত্ত্বেও বইটিতে বর্নিত বিষয়াদিগুলো আমাদের বর্তমান সমাজের সাথে সম্পুর্ন মিলে যায়। সেই সময় সমাজে গুনাহ আর ফিতনার ব্যাপকতা এতো বেশি ছিল যে, যার ভয়ে অন্তর সবসময়ই আতংকিত থাকত। বর্তমান সময়েও আমরা ঠিক সেই সমাজব্যবস্থাটাই দেখতে পাচ্ছি।
বইটির সরবরাহকৃত এই অল্প অংশটুকু পড়ে শুধু মনে হচ্ছিল,প্রতিটা কথাই যেন আমার নিজের জন্য লেখা। সূচিপত্র থেকে শিরনামগুলো দেখে পুরো বইটা পড়ার জন্য অস্থিরতা কাজ করছে। বইয়ের সাবলীল ভাষাগুলো বইটাকে আরো বেশি হৃদয়গ্রাহী করে তুলেছে। আশা করছি বইটা আমাদের সকলের জন্য অনেক বেশি কার্যকরী হবে ইনশাআল্লাহ।
বইঃ গুনাহ থেকে ফিরে আসুন (গুনাহের আলামত, তার ক্ষতি এবং মুক্তির পথ)
লেখকঃ আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ(রহ)
অনুবাদঃ মুহিব্বুল্লাহ খন্দকার
বাইন্ডিংঃ পেপারব্যাক
পৃষ্টা সংখ্যাঃ ১৭৬
মূল্যঃ ১৩০
সাদ্দাম হোসেন – :
লেখক: ইমাম ইবনুল কায়্যিম আল জাওযিয়্যাহ
_____________________________________©
♣♣
“সাধারণত গুনাহের প্রতি ধাবিতকারী
জিনিস তিনটি—যথা, (১) নারী, (২) ধন-
দৌলত, (৩) জায়গা-জমি।”
বইটির শিরোনাম ও সূচি পড়লে স্পষ্টত আঁচ করা যায় বিষয়বস্তু সম্পর্কে। ‘গুনাহ্’। যার সাথে সমস্ত মানব জাতি উতপ্রোতভাবে জড়িত। যার সতত কারণ ও প্রতিকার তথা ফিরে আসা সম্পর্কে উক্ত বইটি লিখেছেন শাইখুল হাদিস ইবনে তাইমিয়ার রহিমাহুল্লাহর ছাত্র ইবনুল কায়্যিম জাওযিয়্যা। এ থেকে বুঝা যায় বইটির অথেনটিক মান কত। জাজাকাল্লাহ।
🔘 পাতায় পাতায় যেসব বুলি:
প্রকাশিত Short PDF এর সূচিপত্র পড়লেই বইটির বুলিগুলো হাজির হয়ে যায় হাজেরান মজলিশের সামনে। গুনাহের রকমারি ফিরিস্তির কারণসমূহ-সহ তার থেকে ফিরে আসার এজমালি দলিল নিয়ে হাজির হয়েছেন লেখক। ছোট-বড় বেশ কয়েকটি আর্টিকেলে সাজানো চমৎকার বই হতে যাচ্ছে।
🔘 আশায় আশায় দু’ কলম:
Short PDF পড়েছি। এবার উদ্ধার করা যেতে পারে আশার যেসব খুশির বাণী, কেমন হতে পারে বক্ষ্যমাণ গ্রন্থটি—
(১) শর্ট PDF পড়ে মনে হচ্ছে বক্ষ্যমাণ বইটি গুনাহের কারণ ও ফিরে আসার প্যারাডাইম নিয়ে অথেনটিক বই হতে যাচ্ছে।
(২) অল্প পড়ে মনে হলো বইটির পরতে পরতে কুরআন, হাদিস ও মুজতাহিদ আলেমগণের মত সুনিপুণভাবে বয়ান করা হয়েছে গুনাহ্ বিষয়ে। আশা করছি সংগ্রহ করার মতো হচ্ছে।
(৩) অনুবাদ বেশ সাবলীল। Short PDF পড়ে মন চাচ্ছে একনাগাড়ে পুরোটা পড়ার জন্য। আয়ান প্রকাশন হিসেবে আশা করতে পারি পুরো বইটি Short PDF যেরকম সেরকমই হতে যাচ্ছে। ইন শা আল্লাহ। প্রচ্ছদও মনকাড়া।
🔘 যাদের জন্য বইটি:
সকলে পড়ার মতো। আমাদের বর্তমান সময়ে গুনাহের যে বিস্তর আঞ্জাম তার থেকে ফিরে আসতে বইটি ভূমিকা রাখবে বলে মনে করি। তাই সকলের পড়া উচিত। আশা করছি, প্রকাশের পর প্রত্যেকে সংগ্রহ করবেন। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি।
🔘 একনজরে বইটিঃ
বই: গুনাহ্ থেকে ফিরে আসুন
লেখক: ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ
অনুবাদক: মুহিব্বুল্লাহ খন্দকার
প্রকাশন: আয়ান প্রকাশন
মুদ্রিত মূল্য: ২৬০/-
সর্বোপরি, লেখক, অনুবাদক, প্রকাশক সকলের জন্য অন্তরের অন্তস্থল থেকে দো’য়া ও ভালোবাসা। আর ইসলামিক বই পরিচিতি গ্রুপের প্রতি কৃতজ্ঞতা ও দো’য়া সুন্দর এই প্রিভিউ প্রতিযোগিতা আয়োজনের জন্য। জাজাকাল্লাহ খাইরান।
____________________________________©
সাদ্দাম হোসেন।
চকরিয়া, কক্সবাজার।
mahrashed17 – :
ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ হৃদয়ের ব্যাধি আর আত্মশুদ্ধি বিষয়ে বহু গ্রন্থ লিখেছেন,শক্ত,পাথর হয়ে যাওয়া হৃদয়কে নরম, কোমল,আল্লাহর প্রতি অনুরক্ত করতে যেগুলোর জুড়ি নেই।ফিতনার এই দিনে, অন্তরের ব্যাধির মহামারীর এই সময়ে উনার বইগুলো পড়লে মনে হয় আমাদের কথা ভেবেই যেনো লিখেছিলেন।
আলোচ্য বইটির ‘গুনাহ থেকে ফিরে আসুন’ শর্ট পিডিএফ টি পড়লাম।
হায়!!কিয়ামতের দিন আসমান সমান গুনাহ নিয়ে কীভাবে হাঁটবো,কেমন করে?
বইটিতে আদম সন্তানের গুনাহ করার কারণ,গুনাহের প্রভাব,গুনাহের শাস্তি, গুনাহের প্রতিকার,বেঁচে থাকার উপায় সবই আলোচিত হয়েছে বড়ই দরদমাখা কথামালায়।
অনুবাদ ও যথেষ্ট সাবলীল,তাখরীজ ও হয়েছে চমৎকার। শব্দচয়ন ও ভাষাশৈলী যথেষ্টই সাবলীল।পড়া যাচ্ছে ক্লান্ত না হয়েই।
উপদেশ গ্রহণের মতো বহু উপদেশের এক অনন্য সংকলন হতে যাচ্ছে বইটি।
কালামুল্লাহ, হাদিসে নববী আর সালাফের কওলে কওলে এগিয়ে চলা বইটির কথামালা ভিতরে আলোড়ন তুলতে যথেষ্ট।
দুনিয়ার মোহগ্রস্ত, পাপাচারী ক্বলবের জন্য এই বই শিফার কাজ করবে।
কেন পড়বেন বইটি?
ডিটারজেন্ট ব্যবহার করে কাপড়ের দাগ তো তুলেন,নিজের ক্বলবের দাগ কী তুলবেন না?
গুনাহের দাগে আলকাতরার থেকে ও কালো হয়ে যাওয়া এই ক্বলব কে পরিস্কার করবেন না?
আসুন অবগাহন করি বইটিতে, ফিরে আসি নিজের গাফিলতি থেকে।প্রত্যাবর্তনের সুন্দর সুন্দর গল্প রচনা করি।