গল্পগুলো ভালোলাগার
সম্পাদনা: ছানা উল্লাহ সিরাজী
তাল পুকুরের চারপাশের ভীড়টা ক্রমশ বাড়ছে, আমি ভেসে ভেসে বেশ দেখতে পাচ্ছি। আমার অনেক লজ্জা লাগছে। কারণ কাপড়চোপড় এলোমেলো হয়ে আছে, ঠিক করতে পারছি না। অথচ আমাকে আগে কেউ এভাবে বেপর্দা অবস্থায় দেখেনি। ভীষণ অস্বস্তি হচ্ছে।
এরই মাঝে দেখলাম আলতাফ চেয়ারম্যান লাঠিয়াল বাহিনী নিয়ে এসেছেন। তাদের দিয়ে ঠ্যাংগিয়েও লোকজন সরাতে পারছেন না। চেয়ারম্যানের নির্দেশে চারজন গাট্টা-গোট্টা লোক পুকুরে নৌকা দিয়ে আমার লাশটাকে টেনে ডাঙ্গার কাছে নিয়ে এলো। সারা শরীর ক্ষতবিক্ষত। কোনো কোনো স্থানে হাড়ও বের হয়ে গেছে। নিজেকে চিনতেই পারছি না। বড় চাদর পেঁচিয়ে আমাকে উঠোনের এক কোণায় জারুল গাছের ছায়ায় বিছানো চাটাইয়ের উপরে রেখে দিয়ে বাড়ির প্রাচীর লাগোয়া গেইট বন্ধ করে দিলো। জনমানবশূন্য উঠোনে লাল শাড়ি পরে খুবলে খাওয়া টাটকা লাশ হয়ে পড়ে আছি। অদূরে কিছু পাইক পেয়াদা কারও নির্দেশের অপেক্ষায় দন্ডায়মান।
বাড়ির ভেতর থেকে একজন বয়স্ক মহিলা নাকে কাপড় চেপে কয়েক মিনিটের জন্য আমার কাছ থেকে ঘুরে গেলেন, চেহারার কাঠিন্য ভাব তখনও বিদ্যমান। ওনার চেহারার নমুনা দেখে আমার ভীষণ হাসি পেল হা হা হা, তার স্বভাবটা বুঝি আর বদলালো না।
এক হাতে জ্বলন্ত আগর বাতি আরেক হাতে গোলাপজলের বোতল নিয়ে কেউ একজন কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। এসেই আমার শরীরে গোলাপজল ছিটিয়ে দিতে লাগল। ওহ আমি তাকে চিনতে পেরেছি তাকে আমি চাচী বলে ডাকি। গোলাপ জলটা অসহ্য লাগছে। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল; প্লিজ গায়ে দিয়ো না, ক্ষতগুলো জ্বলে যাচ্ছে….
-
-
hotকুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন330 ৳231 ৳প্রি-অর্ডার করলেই গিফট! ১. আরিফ আজাদের কথা, ...
-
hotজীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳192 ৳আরিফ আজাদের নতুন বই 'জীবন যেখানে ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
save offফেরা ২
লেখক : বিনতু আদিলপ্রকাশনী : সমকালীন প্রকাশন190 ৳133 ৳জাগতিক নিয়মে, সব পাখি নীড়ে ফেরে। ...
-
hotপ্রদীপ্ত কুটির
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন192 ৳142 ৳মাহির আর লাফিজা। ভার্সিটিতে পড়াবস্থায় দুজনের ...
-
save offদুজন দুজনার
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার240 ৳139 ৳এক ছাদের নিচে একত্রে অনেক বছর ...
-
hotআই লাভ কুরআন
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার600 ৳420 ৳প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই ...
-
hotচার বন্ধুর সমুদ্র অভিযান
লেখক : আলী আবদুল্লাহপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন200 ৳164 ৳ইশকুলের এক বাচ্চাকে পর্ণ দেখা অবস্থায় ...
-
save offজীবন জাগার গল্প ১৩ঃ ওগো শুনছো
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার260 ৳130 ৳বইটি পড়লে অবিবাহিতদের মনে হবে এখনি ...
-
nahanunnesha1978 – :
কিছু কিছু গল্পের বই থাকে যেখান থেকে পাওয়া যায় অমূল্য শিক্ষা। যা জীবন চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তেমনই একটি গল্পের বই হল “গল্পগুলো ভালোলাগার”।
লেখক “আয়ান আরবিন” তাঁর “গল্পগুলো ভালোলাগার” বইটিতে চমৎকার বর্ণনা শৈলীতে অনেকগুলো গল্প লিখেছেন।
বইটিতে মানুষের জীবন থেকে নেওয়া গল্প গুলো তুলে ধরা হয়েছে। বইটির প্রথম গল্পে একজন আদর্শ স্ত্রী কে খুঁজে পাওয়া যায়। সংসার সুখের করে তুলতে স্ত্রীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এ গল্পে তারই প্রমাণ মিলে। একজন নেককার স্ত্রী থাকলে সংসারে টানাপোড়ন থাকা সত্বেও সংসার সুখে ভরপুর থাকতে পারে ইংশাআল্লাহ। এ গল্পে তাই দেখা যায়।
দ্বিতীয় গল্পে তাবিজ সম্পর্কে ভ্রান্ত ধারনা দেখা যায়। তাবিজ আমাদের সমাজে বহুল প্রচলিত। কিন্তু এভাবে তাবিজ ব্যবহার করা কি আদৌ ঠিক!?
অনেক সময় দেখা যায়,কিছু কিছু মানুষের কাছে “বড় হুজুর বা ছোট হুজুর” ধরনের লোকেরা যা বলে তাই অমূল্য কথা হয়। তারা ভুল কিছু বললেও, কোরআন-হাদিস থেকেই বলে এই বিশ্বাসে লোকজন তাদের কথাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করে। এই তাবিজ ব্যবহারের গল্পেও এরকমই একটি ঘটনা উঠে এসেছে।
এমন সব বাস্তবমুখী গল্প নিয়েই বইটি সাজানো।
Mimma Marju – :
কারণ ইসলাম কোন ছোট্ট বাতি নয় যে তাকে ফু দিলে নিভে যাবে বরং তাদের ফু তেই ইসলামের আলো নিভু নিভু থেকে মশালের মতো জ্বলে উঠবে।
আজ যখন বস্তাপঁচা সাহিত্যের ভিড়ে ইসলামিক গল্প গুলো কে দূরে ঠেলে দেয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই লেখক “আয়ান আরবিন” গল্পে গল্পে মানব হৃদয়ে ইসলামের আলো জ্বালানোর জন্য এই বইটি সুন্দর সাবলীল সহজবোধ্য ভাষায় আমাদের সামনে তুলে ধরেছেন।
বইটির প্রথম গল্পে স্ত্রী সম্পর্কে অনেক সুন্দর একটি গল্প আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। গল্পটি থেকেই বোঝা যায়, একজন নেককার স্ত্রী একজন স্বামীর জন্য কতটা অমূল্য সম্পদ।
দ্বিতীয় গল্পে তাবিজ সম্পর্কে লেখা হয়েছে। গল্পটি যেন এই আয়াতের প্রমাণ বহন করে-
অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। সূরা ইউসুফ:106
বইটির প্রচ্ছদ মাশাআল্লাহ অনেক সুন্দর।
মনিরুজ্জামান রাব্বি – :
🔘বই:গল্পগুলো ভালোলাগার
⚫”গল্পগুলো ভালোলাগার ” বইটিতে খুব সুন্দর ভাবে বর্তমান জীবনের গল্পগুলো উপস্থাপন করা হয়েছে। এই গল্প ছিল হাসির, দুঃখের, কান্না।
গল্পগুলো থেকে নেওয়া যায় হাজারও শিক্ষা। গল্পগুলো ছিল ভালোলাগার। গল্পগুলো ফুটে ওঠেছে গ্রামীন জীবনে অত্যন্ত সাদাসিধে ভাবে। এখানে ছিল এক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস।
⬛”গল্পগুলো ভালোলাগার ” বইয়ের প্রথমে স্ত্রী সম্পর্কে অসাধারন একটি কাহিনি বলা হয়েছে। যা ছিল হৃদয়কে নাড়া দেওয়ার মতো। সত্যি সেরকম স্ত্রী পাওয়া বড্ড কঠিন কাজ কিন্তু অসম্ভব নয়। আল্লাহ চাইলে সম্ভব। আর এই গল্প থেকে নেওয়া যায় শিক্ষা।। যা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে।
⬛দ্বিতীয় গল্পটিতে তাবিজ সম্পর্কে বলা হয়েছে। কী করে একজন নামাজী মানুষ তাবিজ ঝুলিয়ে শির্ক করে। এ কারনে আল্লাহ তায়ালা বলেন :”তারা অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু শিরক রত অবস্হায় “। এটি হল আমাদের বর্তমান অবস্থা।।
⚫ আলহামদুলিল্লাহ্ । বইয়ে খুব সুন্দর ভাবে লেখক গল্পগুলো লিখেছেন। যা আমাদের মনকে ছুয়ে যায়। এর থেকে চাইলেই আমরা শিক্ষা গ্রহন করতে পারি।। জাজাকাল্লাহু খাইরান।
সংক্ষেপ:
❖ বই: গল্পগুলো ভালোলাগার
❖ লেখক: আয়ান আরবিন
❖ প্রকাশন: আয়ান প্রকাশন
❖ মলাট মূল্য: ২০০/
সাদ্দাম হোসেন – :
❖ লেখক: আয়ান আরবিন
❖❖
গল্প। শিশু-কিশোরদের আত্মার খোরাক। শিশু-কিশোর বয়সে আমরা ঘুমিয়ে পড়তাম গল্প শোনে শোনে। আর তা যদি ইসলামি গল্প হয়? তা হলে তো কথায় নেই। ইসলাম আমাদের শেকড়, আত্মা আমাদের অনুভূতি। যুতসই। আলহামদুলিল্লাহ। ঠিক এরকম ঊনত্রিশটি ইসলামি গল্প নিয়ে লিখা হয়েছে ‘গল্পগুলো ভালোলাগার’ গ্রন্থটি। যে গল্পগুলোর পরতে পরতে হেসে ওঠে নিয়মিত কাজকর্মের ফিরিস্তি সমূহের ইসলামি বয়ান বা কুরআন-হাদিসের সুন্দর সুন্দর শিক্ষাসমূহ। মা শা আল্লাহ। লিখেছেন ইতোমধ্যে সুনাম অর্জনে এগিয়ে থাকা প্রিয় আয়ান আরবিন। প্রকাশনী আয়ান প্রকাশন।
বইয়ের ভেতর কী?
গল্প। গল্প। গল্প। ইসলামি গল্প। ঠিক ঠিক ঊনত্রিশটি ইসলামি গল্প। জীবনের অলিগলি সেঁচে আত্মাকে প্রশান্তি দিতে কুরআন-হাদিসের সামিয়ানা উত্তোলন করে গল্পগুলো বের করেছেন লেখক। মা শা আল্লাহ। আল্লাহ বারাকাহ দান করুক। আমিন। সুম্মা আমিন।
বইটি যেমন হলো:
গল্প নিয়ে বেশি কথা বলতে নেই। পড়ার আগে স্বাদ চলে যায়। তাই পড়ুন, পড়ুন, পড়ুন। শুনোন তবু একটু কথা—
🔘 হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ পড়তে পড়তে নৈতিক নেরেটিভ যখন ধ্বংসপ্রায়, ঠিক সে মুহুর্তে গল্পগুলো আমাদের হৃদয়কে সোজা করে তুলতে ভূমিকা রাখবে।
🔘 গল্পগুলোর পরতে পরতে কুরআন ও হাদিসের অমীয় সুধা পান করাতে চেষ্টা করেছেন লেখক। মা শা আল্লাহ। যা আমাদের মন মগজকে রিপ্রেজেন্টেশন করতে কাজ দিবে।
🔘 সহজে ধারণা করা যায়, প্রতিটি গল্প আমাদের জন্য অনুপ্রেরণার এবং শিক্ষণীয়। বিশেষকরে শিশু-কিশোরদের জন্য বেশ আলোকিত ধারার বলা যায়।
বইটি পড়বেন কেন?
শুনেন, ‘আত্মাকে ইসলামের আলোয় আলোকিত করতে এবং তৃষ্ণা মিটাতে’।
আরো যা যা ভালো:
ঝকঝকে সোনালি প্রচ্ছদ বেশ ভাল্লাগা। ভাষাশৈলি ও গল্পগুলোর বর্ণনাশৈলি বেশ সহজবোধ্য। মা শা আল্লাহ। আর লেখার সেটাপ বেশ প্রশংসনীয়। সবিশেষ, বইটির প্রতি আমার ধারণা পজিটিভ। জাজাকাল্লাহ খাইরান।
❖❖
বই সংক্ষেপ:
❖ বই: গল্পগুলো ভালোলাগার
❖ লেখক: আয়ান আরবিন
❖ প্রকাশন: আয়ান প্রকাশন
❖ মলাট মূল্য: ২০০/-
MD Sazol – :
মানুষের এই লালিত স্বপ্নগুলো কখনো বাস্তবায়িত হয় আবার কখনো কাঁচের মত ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ জীবনকে কল্পনার মত করে সাজাতে চায়। কেউ জীবনকে কাল্পনিকভাবে সাজাতে সক্ষম হয় আবার কেউ হয় না।
এমন কিছু বাস্তব ও অবাস্তব গল্প এবং ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে এনে জীবন কে সুন্দর করে সাজানো যায় এমন কিছু গল্প এনে সমৃদ্ধ করা হয়েছে “গল্পগুলো ভালোলাগার” বইটিতে আশা করি বইটি পড়ে পাঠকের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ..!!!