গল্পগুলো হৃদয়ছোয়া ২
অনুবাদক : আবদুন নুর সিরাজি
সম্পাদক : সালমান মোহাম্মদ
পৃষ্ঠা : ১৬০
মানুষ গল্পপ্রিয়। এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। গল্প পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বয়ান বক্তৃতায় যদি থাকে গল্পের রস, তাহলে তো কথাই নেই! সকল শ্রোতা নড়ে-চড়ে বসে। একেবারে মজে যায়। হারিয়ে যায় গল্পের মাঝে। এ কথা অনস্বীকার্য যে, বিষয়বস্তু শ্রোতাদের অন্তরে গভীরভাবে গেঁথে দেওয়া ও আকর্ষণ সৃষ্টির ব্যাপারে গল্পের ছলে নসিহত ও কাহিনির অবতারণা বড়ই ক্রিয়াশীল। আর গল্পগুলো যদি হয় সাহাবাজীবনের, তাহালে তো সোনায় সোহাগা। . কেননা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনতেকালের পর সারা পৃথিবীতে যারা ইসলামের আদর্শ ও আলো ছড়িয়ে দিয়েছেন, যাদের রক্ত, ঘাম, শ্রম ও বিপুল ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তারাই হলেন রাসুলের প্রিয় সাহাবি রাদিয়াল্লাহু আনহুম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর তাদের জীবনে ও কর্মে ইসলামের প্রায়োগিক রূপ মূর্ত হয়ে উঠেছিল। তাই ইসলামকে বুঝতে ও জানতে হলে সাহাবিগণের জীবনাদর্শ, তাদের জীবনের গল্প ও নসিহতের কোনো বিকল্প নেই। . এই গ্রন্থে আরবের পাঠকনন্দিত লেখক ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফি গল্পের ভাষায় সাহাবি ও তাবেয়ি-জীবনের নানান চিত্র তুলে ধরেছেন। ছোট ছোট গল্পঘটনার মাধ্যমে লেখক তুলে ধরেছেন সোনালি মানুষের দিনযাপন। সাহাবিদের জীবনের চিত্তাকর্ষক হীরাখণ্ডগুলো ছড়িয়ে দিয়েছেন এই বইয়ের পাতায় পাতায়। জীবনের পরতে পরতে বিশুদ্ধতার ছোঁয়া পৌঁছে দেবার এবং জীবন বদলে দেওয়ার গল্পভাষ্যই হলো-গল্পগুলো হৃদয়ছোঁয়া।
-
-
hotআর রাহীকুল মাখতূম
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স620 ৳434 ৳আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। ...
-
hotনবি জীবনের গল্প
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন245 ৳176 ৳আরিফ আজাদের নতুন বই 'নবি জীবনের ...
-
save offউসওয়াতুল লিল আলামিন
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান980 ৳568 ৳অনুবাদ: শামিম আহমেদ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...
-
hotমহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লেখক : মাজিদা রিফাপ্রকাশনী : রাহবার535 ৳401 ৳পরিবেশক : মাকতাবাতুল আযহার নবীজি (ﷺ)-এর জীবনী ...
-
মাআল মুস্তফা (সিরাতে রাসূলের সুরভিত পাঠ)
লেখক : ড. সালমান আল আওদাহপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স125 ৳অনুবাদক: ফারুক আজম নবিজির জীবনী আমাদের কাছে ...
-
hotসীরাত বিশ্বকোষ (১১ খণ্ড)
প্রকাশনী : মাকতাবাতুল আযহার11,000 ৳5,940 ৳মোট খণ্ড ১১ এবং পৃষ্ঠাসংখ্যা : ...
-
তোমাকে ভালবাসি হে নবী
লেখক : গুরুদত্ত সিংপ্রকাশনী : দারুল কলম70 ৳ইতিহাসের মানদন্ডে এর চেয়ে উচ্চস্তরের গ্রন্থ ...
-
hotকে উনি?
লেখক : মোহাম্মদ তোয়াহা আকবরপ্রকাশনী : সমকালীন প্রকাশন172 ৳127 ৳এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই ...
-
save offযেমন ছিলেন তিনি ﷺ (দুই খণ্ড)
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন1,340 ৳992 ৳অনুবাদ: আব্দুল্লাহ ইউসুফ সম্পাদনা: মুফতি তারেকুজ্জামান পৃষ্ঠা: ১১৪৬ ...
-
Ahmed Nadif – :
Meherunnesha Khatun (Sanam) – :
redwannabil116 – :
সালাফ। নামটার সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত৷ এর অর্থ পূর্বসরি। তারা ছিলেন ইসলামের জন্য একেকজন নিবেদিত প্রাণ। ইসলামের জন্য তারা যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ইসলাম মিশেছিল আছে তাদের অন্তরে। ইসলামকে এতদূর নিয়ে আসার পিছনে তাদের যে অবদান তা বলে শেষ করা যাবে না। আল্লাহর নৈকট্য অর্জনের জন্যই ইসলামকে ভালোবেসে ছিলেন দুনিয়াবি কোন কারণে নয়।
#বইটি_যা_নিয়ে_লেখাঃ
বইটি সালাফদের জীবনের খন্ডাংশ। বইটিতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবি, তাবেয়ি এবং তাবে-তাবেয়িন জীবনের বিষ্ময়কর কিছু দিক নিয়ে সাজানো। সালাফদের জীবনে ঘটে যাওয়া অসাধারণ সব কাহিনী, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুজিযা এগুলো গল্পের আকারে রূপ দিয়েছেন বিশিষ্ট দাঈ ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফি। তিনি কাহিনীগুলোকে সুন্দর ভাষায় নিজের মত করে সাজিয়েছেন।
#আমার_ধারণাঃ
বইটি পড়ে নিজের ভিতর অন্যরকম একটা অনুভূতি অনুভব করছিলাম। বইটি ইসলাম এবং আমাদের সালাফদের সম্পর্কে জানার পরিধিকে আরও বাড়িয়ে দিয়েছে। বইটি পড়ে নিজের দ্বীন নিয়ে গর্ববোধ হচ্ছিল এবং আল্লাহর নেয়ামতের কথা বারবার স্মরণ হচ্ছিল। বইটি সত্যিই অসাধারণ এক অনুভূতি সৃষ্টি করছে।
আল্লাহ আমাদের ঈমানকে আরও দৃঢ় করে দিক। আমিন।
abdur0rahman99 – :
কেননা এগুলোতে অনর্থক কিচ্ছা-কাহিনী ও অশ্লীলতা থাকে না। সেই সাথে এসব গল্প পড়লে ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জানা যায়। এবং সাহিত্যের প্রকৃত স্বাদও আস্বাদন করা যায়। সেই লক্ষ্য সামনে রেখে প্রখ্যাত লেখক আব্দুর রহমান আরেফি লিখেছেন এক অনন্য কিতাব। যার নাম “কিসাসুল আরিফি”। বিজ্ঞ অনুবাদক আবদুন নূর সিরাজী কতৃক বাংলায় অনুবাদের পর নাম দেয়া হয়েছে “আমাদের সোনালি অতীত”। এটি এমন একটি বই যার নামের মধ্যেই সুপ্ত আগ্রহবোধ লুকিয়ে রয়েছে।
.
▶ সার-সংক্ষেপঃ-
বইটির ১৫৭ পৃষ্টাজুড়ে রয়েছে সোনালি অতীতের ভিন্ন ভিন্ন স্বাদযুক্ত ৫৩ টি শিরোনামের গল্প। তার সাথে প্রত্যেকটা গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন প্লট এবং কাহিনীচিত্র । যার মধ্যে কিছু গল্পের কথা যেন আলাদা করে বলতেই হয়। কারণ প্রতিটি গল্প নিয়ে লিখতে গেলে রিভিউ অনেক বড় হয়ে যাবে। তাই এখানে আমি কয়েকটি গল্প সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ-
বইয়ের প্রথম গল্প “রাসূলের প্রতি জমিনের ভালোবাসা” শিরোনামে উঠে এসেছে খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণকারী এক ব্যক্তির গল্প। সে একসময় রাসূল (স:) এর ওহী লেখকের দায়িত্ব পালন করতো। পরবর্তীতে সে আবার খ্রিস্টান হয়ে রাসূল (স:) এর নামে বিভিন্ন অপবাদ দিতে শুরু করে। এর ফলে রাসূল (স:) তাকে বদ দোয়া করেন। এতে সেই ব্যক্তির মৃত্যুর পর বার বার কবর দেয়া হলেও জমিন তাকে বাইরে ফেলে দিত।
দ্বিতীয় গল্পের নাম “বনু নজিরের গাদ্দারি”। এখানে ফুটে উঠেছে ইহুদি গোত্র বনু নজিরের গাদ্দারি ও ষড়যন্ত্রের কথা। তাদের এই গাদ্দারির কারনে একপর্যায়ে তাদের অবরোধ করে রাখা হয় এবং মদিনা থেকে বহিষ্কার করা হয়।
“আবু হোরায়রার মা” গল্প পড়ে বোঝা যাবে রাসূল (স:) এর দোয়ার ফলে বিশিষ্ট সাহাবী হযরত আবু হোরায়রা (রা:) এর মায়ের ইসলাম গ্রহণের ঘটনা।
আকিদা যে শুধুমাত্র মুখে আওড়ানো বা লিখে হেফাজত করার মত জিনিস নয় বরং বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাতে হবে। এ কথাই বুঝানো হয়েছে “সুন্দর চরিত্র” গল্পে।
রাসূল (সা:) এর নিকট যখন প্রথম ওহী অবতরণ হয় তখন তিনি খুব ভীত হয়ে পড়েন। এরপর খাদিজা (রা:) তাকে নিয়ে ওয়ারাকা বিন নওফেল এর কাছে জান। ওয়ারাকা বিন নওফেল তাকে সর্বশেষ নবী হওয়ার সুসংবাদ দেন। এসবকিছু জানা যাবে “উম্মুল মোমেনিন খাদিজার গল্প শিরোনামে।
বিশিষ্ট সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল (সা:) এর জন্য মাত্র একটি বকরির গোশত ও সামান্য রুটি তৈরি করে খাবারের আয়োজন করলেন। সেইটুকু খাবারে রাসূল (সা:) এর দোয়ার বরকতে এক হাজার পরিখা খননকারী সাহাবী তৃপ্তি সহকারে খেলেন। এমন তথ্যই জানতে পারবেন “এত খাবার” গল্পে।
“পূর্বসূরিদের রমজান” শিরোনামে বর্ণিত হয়েছে অন্তরে গেথে যাওয়ার মত কিছু তথ্য । এটা পড়ে পাঠক বুঝতে পারবেন পূর্বসূরিগণ রোজার প্রতি কি পরিমাণ যত্নবান থাকতেন এবং এটাকেই জান্নাতের পাথেয় বানাতেন।
হযরত হাবিব বিন জায়েদ (রা:)। যাকে রাসূল (স:) ভন্ডনবী মুসায়লামাতুল কাজ্জাব এর নিকট চিঠি দিতে পাঠিয়েছিলেন। কিন্তু ভন্ডনবী মুসায়লামা তাকে বন্দি করে। শত নির্যাতন করে একসময় হাবিব বিন জায়েদ (রা:) তাকে হত্যা করলেও মুসায়লামা তার কাছ থেকে নিজের স্বীকৃতি আদায় করতে পারেনি। এমন তথ্যই জানা যাবে “মুসায়লামাতুল কাজ্জাব” গল্পে।
বইয়ের সর্বশেষ গল্প “কা’নাবির তাওবা” । এখানে উঠে এসেছে বিশিষ্ট ইমাম ও মুহাদ্দিস কা’নাবি (রহ:) এর ঘটনা। একসময় যিনি মদ, গল্পগুজব সহ বিভিন্ন হারাম কাজে লিপ্ত ছিলেন। একসময় তিনি মালেক বিন আনাসের সান্নিধ্যে এসে তার কাছ থেকে হাদিস হিফজ শুরু করেন এবং একজন বড় আলেম হিসেবে গণ্য হন।
এছাড়া বইতে আরো রয়েছে চিরস্থায়ী সৌভাগ্য, রোগের শিফা, বিনোদন ছাড়ুন, এত দুধ, নীরব নিবেদক, হায় মিসকিন! ইত্যাদি সহ অসাধারন শিরোনামের সব গল্প।
.
▶ ব্যক্তিগত অনূভুতিঃ-
ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। দামের দিক থেকেও সাশ্রয়ী। প্রতিটি পাতায় রয়েছে লেখকের কঠোর পরিশ্রমের ছোয়া। বই এর বিষয়সমূহের ধারা বর্ণনা ও ভাষাশৈলী দেখে মনে হয় না এটা কোন অনুবাদ গ্রন্থ। বরং একজন দক্ষ সাহিত্যিকের লেখা বলেই মনে হয়েছে । সুখপাঠ্য গদ্য ও অভিনব উপস্থাপন কৌশল পাঠককে আকৃষ্ট করে রাখবে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত।
সবগুলো গল্প মন ছুঁয়ে যাওয়ার মত এবং শান্তির সঞ্চারক। প্রত্যেকটি গল্পই আলাদা বৈশিষ্ট্য ও ভিন্ন মাত্রার স্বাদে ভরপুর। এসব গল্পে ছোটগল্পের মত কোন শেষে কোন টুইস্ট নেই।কিন্তু প্রতিটি গল্পেই রয়েছে শিক্ষণীয় উপাদান।
বইটি পড়ে আপনি সোনালী অতীতের বেশকিছু ঘটনা গল্পের মাধ্যমে পারবেন। যা আপনাকে আরো গভীরভাবে ইসলামের প্রতি আনুগত্য করতে অনুপ্রেরণা যোগাবে। কিছু কিছু বিষয় নতুনভাবে উপলদ্ধি করতে শেখাবে। অন্তরে এনে দেবে অনাবিল প্রশান্তি।
সব মিলিয়ে বইটি খুবই ভালো এবং উপকারী। তাই বাংলাভাষী সকলের প্রতি অনুরোধ ” আমাদের সোনালী অতীত” বইটি একবার হলেও পড়ুন সেই সাথে নিজের প্রিয় মানুষটিকেও পড়তে দিন। সোনালি অতীতের সেসব কল্যাণময় গল্প থেকে বাস্তব জীবনে শিক্ষাগ্রহণ করুন। ছোট বাচ্চাদের মানহীন ও রুপকথার সব অসত্য গল্প না শুনিয়ে এসব গল্প শোনানোর চেষ্টা করুন। এতে ছোট অবস্থাতেই তার নৈতিকতা ভিত্তি মজবুত হবে। দেখবেন দুনিয়ার জীবনে আপনিই হবেন সবচেয়ে সুন্দর ও সুখময় জীবনের অধিকারী, ইনশাআল্লাহ।
হারুন – :