গল্পগুলো হৃদয়ছোঁয়া
অনুবাদ: আবদুন নুর সিরাজি
সম্পাদনা: জাবির মুহাম্মদ হাবিব
বানান সমন্বয়: মুহাম্মাদ হাফিজুর রহমান
পৃষ্ঠা: ১৬০
মানুষ গল্পপ্রিয়। এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। গল্প পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বয়ান বক্তৃতায় যদি থাকে গল্পের রস, তাহলে তো কথাই নেই! সকল শ্রোতা নড়ে-চড়ে বসে। একেবারে মজে যায়। হারিয়ে যায় গল্পের মাঝে। এ কথা অনস্বীকার্য যে, বিষয়বস্তু শ্রোতাদের অন্তরে গভীরভাবে গেঁথে দেওয়া ও আকর্ষণ সৃষ্টির ব্যাপারে গল্পের ছলে নসিহত ও কাহিনির অবতারণা বড়ই ক্রিয়াশীল। আর গল্পগুলো যদি হয় সাহাবাজীবনের, তাহালে তো সোনায় সোহাগা।
কেননা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনতেকালের পর সারা পৃথিবীতে যারা ইসলামের আদর্শ ও আলো ছড়িয়ে দিয়েছেন, যাদের রক্ত, ঘাম, শ্রম ও বিপুল ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তারাই হলেন রাসুলের প্রিয় সাহাবি রাদিয়াল্লাহু আনহুম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর তাদের জীবনে ও কর্মে ইসলামের প্রায়োগিক রূপ মূর্ত হয়ে উঠেছিল। তাই ইসলামকে বুঝতে ও জানতে হলে সাহাবিগণের জীবনাদর্শ, তাদের জীবনের গল্প ও নসিহতের কোনো বিকল্প নেই।
এই গ্রন্থে আরবের পাঠকনন্দিত লেখক ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফি গল্পের ভাষায় সাহাবি ও তাবেয়ি-জীবনের নানান চিত্র তুলে ধরেছেন। ছোট ছোট গল্পঘটনার মাধ্যমে লেখক তুলে ধরেছেন সোনালি মানুষের দিনযাপন। সাহাবিদের জীবনের চিত্তাকর্ষক হীরাখণ্ডগুলো ছড়িয়ে দিয়েছেন এই বইয়ের পাতায় পাতায়। জীবনের পরতে পরতে বিশুদ্ধতার ছোঁয়া পৌঁছে দেবার এবং জীবন বদলে দেওয়ার গল্পভাষ্যই হলো-গল্পগুলো হৃদয়ছোঁয়া।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন315 ৳230 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন156 ৳115 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন330 ৳231 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳160 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স275 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন200 ৳150 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
hotযে আফসোস রয়েই যাবে
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন288 ৳213 ৳একটি অফার! ধরুন, আপনাকে পঞ্চাশ হাজার টাকা ...
-
hotতিনিই আমার রব
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন272 ৳201 ৳প্রকাশকের কথা: বইটির রচয়িতা শায়খ আলী জাবের ...
-
Meherunnesha Khatun (Sanam) – :
বইটির একদিকে যেমন প্রস্ফুটিত হয়েছে সৎকাজের দীপ্তিমান শিখা, তেমনি অন্যত্র বর্ণিত হয়েছে গুনাহের বিরুপতা। কোথাও রয়েছে সুফলপ্রদ কাজের পুরষ্কারের কথা, তো কোথাও পাপাচারের শাস্তিপ্রদানের কথা। একপৃষ্ঠায় আছে বিশ্বাসঘাতকতা ও প্রবঞ্চনার উচিত শিক্ষা, তো অন্যপৃষ্ঠায় রয়েছে ন্যায়পরায়ণতার যোগ্য সওগাতের। এককথায় অসাধারণ মাস্টারপিস একটি বই।
মুহাম্মাদ আনাস – :
মুহাম্মদ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত “গল্পগুলো হৃদয়ছোঁয়া” বইটি এমনই এক গল্পভান্ডার। মানব-ইতিহাসের শ্রেষ্ঠ জামাত সাহাবায়ে কেরাম রা:দের কিছু গল্পমালা। যা তাদের জীবনসমুদ্র থেকে আহরিত কিছু মণি-মুক্তা দিয়ে বোনা হয়েছে। যা আমাদেরকে সাময়িক বিনোদন দিয়েই ক্ষান্ত থাকে না। সৎ পথের সন্ধান দেয়। ইসলাম শিক্ষা দেয়। ইসলামের প্রতি অনুপ্রানিত করে।
ফাবিহা বিনতে কাশেম – :
গল্পগুলো রাসূলের একনিষ্ঠ পদাঙ্ক অনুসরণকারী সাহাবায়ে কেরামদের। রাসূলের ওফাতের পর এই জাহানের বুকে তাঁর আদর্শকে ছড়িয়ে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন তারা।নিজেদের জানমাল সর্বস্ব বিলিয়ে সেই আদর্শকে সমুন্নত রাখতে দৃঢ়সংকল্প ছিলেন। মাতৃভাষায় ভাষান্তর করে সেই হৃদয়ছোঁয়া গল্পগুলো পাঠকের টেবিলে পৌঁছে দিয়েছে মুহাম্মদ পাবলিকেশন।
গল্পের ভাষায় সোনালী মানুষদের দিনযাপন আমাদেরকে দেবে গুরুত্বপূর্ণ নাসীহা আর হবে অবসরের উত্তম সাথী,ইনশাল্লাহ।
রাকিবুল ইসলাম – :
প্রথমত সার্ভিসের কথা বলতে গেলে যা ছিল অসাধারণ মা-শা-আল্লাহ।
পোস্ট অফিসের মাধ্যমে অর্ডার করে বলা যায় একদম ঘরের মধ্য থেকেই বইগুলো সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
বইয়ের প্রথম দিকে রয়েছে সাহাবেয়ে কেরামদের জীবনী থেকে বিভিন্ন শিক্ষা আর শেষের দিকে রয়েছে ব্যক্তি জীবনে ইসলামিক শিক্ষা।
সব মিলিয়ে ইসলামিক শিক্ষার এক অসাধারণ বই হচ্ছে গল্পগুলো হ্রদয়ছোঁয়া।❤
আব্দুর রহমান – :
সেই লক্ষ্য সামনে রেখে প্রখ্যাত লেখক আব্দুর রহমান আরেফি লিখেছেন এক অনন্য কিতাব। যার নাম “কিসাসুল আরিফি”। বিজ্ঞ অনুবাদক আবদুন নূর সিরাজী কতৃক বাংলায় অনুবাদের পর নাম দেয়া হয়েছে “গল্পগুলো হৃদয়ছোয়া”।
.
▶ লেখক পরিচিতিঃ-
ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী। তিনি একাধারে একজন বর্তমান একজন বিশিষ্ট আলেম, সুবক্তা ও লেখক। এই লক্ষে তিনি সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে বক্তৃতা করে থাকেন। তার লিখিত বইয়ের সংখ্যা ২৫ এরও অধিক। বাংলায় অনূদিত তার কিছু বইয়ের মধ্যে অন্যতম হলো জীবন উপভোগ করুন, ইউনিভার্সিটির ক্যান্টিনে, মহাপ্রলয়, পরকাল, জীবনের সফর, আপনি কি জব খুজছেন ইত্যাদি।
.
▶ সার-সংক্ষেপঃ-
বইয়ের ১৬০ পৃষ্টাজুড়ে রয়েছে সাহাবায়ে কেরাম ও তাবেঈগণের ভিন্ন ভিন্ন স্বাদযুক্ত ৪৩ টি গল্প। যার প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন প্লট এবং কাহিনীচিত্র। যা পড়লে অন্তরে বয়ে যায় প্রশান্তির বাতাস। সাহাবায়ে কেরাম ও তাবেঈগণের অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা সৎকর্মে একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। রাসূল (স:) এর ওফাতের পর তাদের জীবন ও কর্মসহ সবকিছুই কিভাবে রাসূল (স) এর জীবনাদর্শ কেন্দ্রিক হয়ে উঠেছিল। এসবই ফুটে উঠেছে গল্পগুলোতে।
গল্পগুলোর নামকরণও করা হয়েছে আকর্ষণীয় শব্দে। যেমন- সত্যিকারের হিরো, যোগ্য উত্তরসূরি, আকাশের সংবর্ধনা, বিপদের সাথি আল্লাহ, অটল ঈমান, দাম্পত্য সুখ ইত্যাদি।
.
▶ যা কিছু ভালো লেগেছেঃ-
– আকর্ষণীয় প্রচ্ছদ।
– সাবলীল ও বোধগম্য অনুবাদ।
– সহজ, সরল ও উপযোগী শব্দচয়ন।
– উপযুক্ত শব্দে গল্পগুলোর নামকরণ করা।
.
▶ ব্যক্তিগত অনূভুতিঃ-
বইয়ের গল্পগুলোর বর্ণনার ধারা ও ভাষাশৈলী বেশ ভালো লেগেছে। বইয়ের অনূবাদেও কোন জড়তা পরিলক্ষিত হয়নি। বরং একজন দক্ষ সাহিত্যিকের লেখা বলেই মনে হয়েছে। বইয়ের সবগুলো গল্পই ছিল মন ছুঁয়ে যাওয়ার মত এবং শান্তির সঞ্চারক। প্রত্যেকটি গল্পই যেন আলাদা বৈশিষ্ট্য ও ভিন্ন মাত্রার স্বাদে ভরপুর। এসব গল্পে ছোটগল্পের মত হয়তো শেষে কোন টুইস্ট নেই। কিন্তু প্রতিটি গল্পেই রয়েছে শিক্ষণীয় উপাদান।
তাই বাংলাভাষী সকলের প্রতি অনুরোধ “গল্পগুলো হৃদয়ছোয়া” বইটি একবার হলেও পড়ুন সেই সাথে নিজের প্রিয় মানুষটিকেও পড়তে দিন। সোনালি অতীতের সেসব কল্যাণময় গল্প থেকে বাস্তব জীবনে শিক্ষাগ্রহণ করুন।