গল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আব্দুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথা
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা, ইসলামী সাহিত্য, গল্প-উপন্যাস এবং সফরনামা, পরিবার ও সামাজিক জীবন, বিবিধ বই, মুসলিম সভ্যতা ও সংস্কৃতি
জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ হয়ে যায়। মাঝে মাঝে জীবন রূপকথার চেয়েও বেশি অবিশ্বাস্য হয়ে ওঠে। জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, ঘটনা-প্রতি-ঘটনায় জন্ম নেয় হৃদয়ের আকুতি-মিনতি, প্রেম-ভালোবাসা, সুখ আর দুঃখ। এজন্যেই জীবন দুরন্ত, দুর্বিনীত ও চঞ্চল। এজন্যেই জীবন অন্যরকম। সেই অন্যরকম জীবনে জন্ম নেওয়া একগুচ্ছ গল্প দিয়েই সাজনো ‘গল্পগুলো অন্যরকম’ বইটি।
শেয়ার করুন
save offবাইবেল কুরআন ও বিজ্ঞান
লেখক : ডক্টর মরিস বুকাইলিপ্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ350 ৳192 ৳অনুবাদ: মোহাম্মদ নাছের উদ্দিন , ড. খ ...
save offকুরআন দিয়ে নিজের চিকিৎসা করুন
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স80 ৳72 ৳অনুবাদ: হাফেয মাহমুদুল হাসান পৃষ্ঠা ৯৭ পকেট সাইজ ...
hotকুররাতু আইয়ুন যে জীবন জুড়ায় নয়ন
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ175 ৳122 ৳সম্পাদনা - আব্দুল্লাহ আল মাসউদলেখকের ভাষায়: এই ...
hotহিফজ-যাত্রা (একজন সাধারণ মানুষ যেভাবে ৬ মাসে হাফিজ হবেন)
লেখক : কারি মুবাশ্শির আনওয়ারপ্রকাশনী : ইলহাম ILHAM144 ৳ – 172 ৳অনুবাদ: মাসুদ শরীফ পৃষ্ঠা: ১৬০ম্যানচেস্টারে বেড়ে ওঠা ...
hotজীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন237 ৳161 ৳আরিফ আজাদের নতুন বই 'জীবন যেখানে ...
hotপ্যারেন্টিং
প্রকাশনী : Institute of Family Development250 ৳180 ৳আমাদের দেশে কোনো কোনো পিতা-মাতা সন্তানের ...
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : Ilmhouse Publication190 ৳পৃষ্ঠা - ১৯২'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
save offবিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর
লেখক : মির্জা ইয়াওয়ার বেইগপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন135 ৳92 ৳বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ ...
hotদুআ কবুলের গল্পগুলো
লেখক : রাজিব হাসানপ্রকাশনী : আযান প্রকাশনী280 ৳182 ৳অনুবাদ, সংগ্রহ ও সম্পাদনাঃ রাজিব হাসান দু’আ ...
hotকুররাতু আইয়ুন ২ (যে জীবন জুড়ায় মনন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ247 ৳173 ৳সম্পাদক - আবদুল্লাহ আল মাসউদ পৃষ্ঠা সংখ্যা ...
মারিয়া ফারজানা – :
মুহা. হুসাইন আলী – :
i.k.shuvo – :
Lutfun Nahar Tanni – :
আবু বকর সিদ্দিক – :
এখন আমি বড় হয়েছি। ভালো-মন্দ বুঝতে শিখেছি। তবে এখনো ছাড়তে পারিনি আমার গল্পপাঠের সেই পুরনো অভ্যেসটা। এখনো গল্পের বই হাতে পেলে কালবিলম্ব না করে পড়তে শুরু করি। পড়তে পড়তে হারিয়ে যাই গল্পের ভেতর। ভাবনার ডানা মেলে উড়ে বেড়াই কল্পনার রাজ্যে। ঠিক ছোটোবেলার মতোই।
তবে পার্থক্য তো অবশ্যই হয়েছে। তা হলো— এখন আর সেই “গোপাল ভাঁড়, নাসিরুদ্দিন হোজ্জা কিম্বা ঈশপের গল্প” পড়ি না। এখন পড়ি অন্যকিছু। যা পড়লে আমার হৃদয় প্রশান্তি লাভ করবে। আমার মনে চেতনার উদ্রেক হবে।
“গল্পগুলো অন্যরকম”ও ঠিক তেমনি একটি বই। এতে রয়েছে প্রায় অনেকগুলো গল্প। তবে সেগুলো যে নিছক কোনো গল্প— তা কিন্তু নয়। এই বইয়ের প্রতিটি গল্পই শিক্ষনীয়। প্রতিটি গল্পেরই রয়েছে ভিন্ন ভিন্ন অর্থ। ভিন্ন ভিন্ন শিক্ষা। যা আমাদের বর্তমান প্রজন্মের জন্য বেশ উপকারীই বটে।
আমার পাঠ্য-অনুভূতিঃ—
এ বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আমার মতো একজন গল্প-পাগল মানুষের জন্যে এটি একটি চমৎকার বই। এই বইয়ের বেশ কিছু গল্প একেবারে আমার অন্তরে গিয়ে লেগেছে। আর কোনো কোনো গল্প পড়ে তো আমার চোখ অশ্রুসজল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল— যেন আমিই সেই গল্পের প্রত্যক্ষদর্শী।
সবশেষে আমি পাঠকদেরকে বলবো, আপনারা যারা এখনো এ বইটি পড়েননি, তারা অনতিবিলম্বে বইটি পড়ুন। আমি দৃঢ়বিশ্বাস নিয়ে বলছি, এ বইটি পড়ে কেউ হতাশ হবেন না। বরং, অনেক উপকৃতই হবেন।
Sabiha Jannat – :
———————————————
“গল্প”- গল্প পড়তে ছোট, বড়, বুড়ো-থুড়ো সবাই ই আমরা ভালোবাসি।
কেমন হবে যদি গল্পের কাহিনীগুলো হয় বাস্তবমুখী? কেমন হবে যদি গল্পগুলো হয় ইসলামের সোনালি পরশ বুলানো? যদি গল্পগুলো হয় সাধারণ মানুষগুলোর অসাধারণ অভিজ্ঞতা? যদি গল্পগুলো হয় রবের রহমত প্রাপ্তির ও অলৌকিক সব প্রাপ্তির?
–যখন গল্পের কাহিনীগুলো মোড়ানো হয় রব্বের রহমতের চকচকে খামে, তখনই তো হয় গল্পগুলো অন্যরকম!
❐ বই আলাপনঃ
বইটি “প্যারাডক্সিক্যাল সাজিদ” বই এর জনপ্রিয় তরুণ লেখক “আরিফ আজাদ” সম্পাদিত। যেখানে ১৮ জন বুদ্ধিদীপ্ত তরুণ লেখক- লেখিকার লেখনীগুলো ৩৫ টি অসাধারণ গল্পের আকারে স্থান পেয়েছে বইতে। খোদ আরিফ আজাদেরও কয়েকটি লেখনী পড়ার সৌভাগ্য হবে পাঠকদের।
,
বইয়ের একেকটি গল্প যেন একেকটি জলন্ত শিখা। কিছু গল্প বিদেশি, কিছু গল্প দেশীয়, কিছু গল্প আছে গ্রাম্য আবার আছে শহুরে গল্পও। এখানে রয়েছে ভাইকে দীনে ফেরানোর জন্যে বোনের আকুতি, আছে জীবনের মায়া ত্যাগ করতে চলা, আত্মঘাতী মনোভাবে ফাশিতে ঝোলার সিদ্ধান্ত নেয়া মধ্যবয়সী এক মহিলার কাছে আচমকা ইসলামের সুশীতল আলো নিয়ে আসা এক ফুটফুটে শিশুর গল্প, আছে এমন অনেক রবের পথে ফেরা সন্তানের গল্প, আছে ধৈর্য্যশীল এক মায়ের গল্প….
এরাই করে তুলেছে প্রতিটি গল্পকে অন্যরকম।
,
❐ পাঠ্যাভিমতঃ
লেখনী গুলো এত চমৎকার আর প্রানবন্ত যেন চোখের সামনে ডিজিটাল স্ক্রিনের মতো প্রস্ফুটিত হয়ে উঠে ছবিগুলো, যেন একেকটি ব্লকবাস্টার মুভিকেও হার মানায়।
,
একটি গল্প থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করি…
জীবনের টুইস্ট গুলো অনেকটা এরকম হয় যেন একটি পথ আপাত দৃষ্টিতে হয় কঠিন, অন্যটি হয় তুলনামূলক সহজ। কিন্তু আমরা যদি সহজ আর কঠিন বিচারে পথ নির্বাচন করি তবেই আসে মহাবিপদ। পথ নির্বাচন করতে হবে সহজতা নয় বরং রবের সন্তুষ্টির বিচারে। যেমনঃ হঠাৎ বিপদে মানুষ হায়হুতাশ করাকে আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও ধৈর্য্যতেই রয়েছে আসল স্বস্তি।
,
এমন আরও ঘটনার বর্ণনা দিতে গেলে লেখা অনেক বড় হয়ে যাবে। তাই আমার লেখার চেয়ে নিজে বইটি সংগ্রহ করে পড়লে স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে, ঈন শা আল্লাহ!
বুক লিংক- https://www.wafilife.com/shop/books/golpo-gulo-onno-rokom/
redwannabil116 – :
#বইঃ গল্পগুলো অন্যরকম।
#বইটিতে_কী_আছে_?
বইটি কয়েকজন লেখক-লেখিকার সমন্বয়ে লেখা। বইটি বিভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো হয়েছে। গল্পগুলো কোন রূপকথা নয় রবং সত্যি। সত্যিই গল্পগুলো অন্যসব গল্প থেকে অন্যরকম৷ বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে সুখ-দুঃখ, অনাচার, অনিয়ম, অবিচার ইত্যাদি বিষয়। কিছু বিদেশি গল্পও অনুবাদ করে দেয়া আছে বইটিতে।
#বইটির_শিক্ষনীয়_বিষয়ঃ
গল্পগুলো নিজেকে নিয়ে নতুনভাবে ভাবতে শিখাবে। জীবনের উদ্দেশ্য নতুন করে শিখতে পারব। গল্পগুলো বিভিন্ন বিষয় নিয়ে সাজানো তাই অল্প পড়েই অনেক কিছু শিখার আছে। আমাদের জীবনের অনেক ভুল সুধরাতে সাহায্য করবে৷ বিশেষ করে নিজেকে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে গড়তে প্রভাবিত করবে।
#আমার_ভালোলাগাঃ
বইটির প্রায় সবগুলো গল্পই আমার কাছে ভালো লেগেছে। কিছু গল্প পড়তে গিয়ে অশ্রুশিক্ত হয়েছি। কিছু গল্পের মাধ্যমে জীবনের উদ্দেশ্যকে নতুনভাবে আবিষ্কার করতে পারি। মোটকথা প্রত্যেকটি গল্পেই কিছু না কিছু শিক্ষনীয় বিষয় আছে। কয়েকজন লেখক-লেখিকার লেখা হওয়ায় প্রত্যেকটি গল্পে ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছি৷
মুনতাহা – :
থাকে সেটা হল এই বইটি |বইটি পড়ে অনেক কিছু জানতে পেরেছি |
ধন্যবাদ wafilife কে |
rafiqulislamratul18 – :
“সফলকাম তো তারাই – যারা এক ফোঁটা জলের বিনিময়ে পুরো সমুদ্র কিনে নিয়েছিলেন”
অবাধ্য এক ছেলের মায়ের বুকে ফিরে যাওয়ার গল্প রয়েছে বই টি তে ।আরও রয়েছে একজন নার্সের গল্প, যিনি একজন নওমুসলিম বৃদ্ধের চিকিৎসা করতে গিয়েই ইসলামের ছায়াতলে চলে এসেছে।
বই টি তে রয়েছে আরিফুল ইসলাম , জাকারিয়া মাসুদ ভাইয়ের লেখা গল্প ।
বই টি যাদের জন্য
যারা মানসিক কষ্ঠে আছেন, বিভিন্ন বিপদে আছেন অথবা যারা আল্লাহর রহমতে সুখে আছেন – সকলের জন্য সমান উপকারে আসতে পারে বইটি। যিনি কষ্টে আছেন তিনি ইনশাআল্লাহ এখান থেকে এমন কিছু পাথেয় অর্জন করতে পারবেন যাতে তার কষ্ট লাঘব হয়। ধৈর্য ধরা যেন সহজ হয় এমন কিছু উপাদান এই বইতে পাওয়া যাবে অনেকগুলো গল্পে। আর যিনি সুখে আছেন, তিনি আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞ হওয়ার শিক্ষা পাবেন ইনশাআল্লাহ।
বইটির বিশেষত্ব –
বইটির নামের সাথে প্রতি টি গল্পের ই মিল রয়েছে ।
বই টি তে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে । আমার মতে বই টি সবার ই পরা উচিত ।
Jk Esha – :
মাসুদুর রহমান – :
Safwat Ahmed Wasy – :
reazul – :