গোলমেলে তাকদির
লেখক : ড. উমার সুলায়মান আল আশকার
প্রকাশনী : ইলহাম ILHAM
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা
অনুবাদ : ইমরান হেলাল
সম্পাদনা: মাসুদ শরীফ
পৃষ্ঠা: ১২৪
‘যেমনি নাচাও তেমনি নাচি’—তাকদির নিয়ে অনেক মানুষের বিশ্বাস এমন৷ সব কিছু আল্লাহ আগেই লিখে রাখলে আমাদের কী দোষ?
অনেকে আবার তাকদিরের দোহাই দিয়ে বলেন, কপালে থাকলে নামাজ করব, ভালো পথে আসব৷
তাকদির যদি সৃষ্টির শুরুতেই আল্লাহ লিখে রাখেন, তা হলে গর্ভের বাচ্চার যে-তাকদির ফেরেশতারা লেখেন, আবার লাইলাতুল-কাদরে নাকি তাকদির পুনর্লিখন হয়, আবার দুআ করে নাকি তাকদির বদলানো যায়—তাকদির বিষয়ে গোলমালের শেষ নেই৷
তাকদিরের সেই আপাত গোলমেলে প্যাঁচ ছোটাতে বক্ষ্যমাণ গ্রন্থটি।
অনুবাদ : ইমরান হেলাল
সম্পাদনা: মাসুদ শরীফ
পৃষ্ঠা: ১২৪
‘যেমনি নাচাও তেমনি নাচি’—তাকদির নিয়ে অনেক মানুষের বিশ্বাস এমন৷ সব কিছু আল্লাহ আগেই লিখে রাখলে আমাদের কী দোষ?
অনেকে আবার তাকদিরের দোহাই দিয়ে বলেন, কপালে... আরো পড়ুন
-
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳314 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
hotহিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : নাশাত220 ৳154 ৳সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন পৃষ্ঠাসংখ্যা : ১৬০ বাঁধাই ...
-
save offসাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন350 ৳259 ৳অনুবাদ: সিফাত-ঈ-মুহাম্মদ সম্পাদনা: ডা. শামসুল আরেফীন পৃষ্ঠা সংখ্যা: ...
-
save offশয়তান যেভাবে ধোঁকা দেয় (তালবিসে ইবলিস)
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : দারুল আরকাম700 ৳350 ৳ভাষান্তর : মুফতি আবু সাআদ পৃষ্ঠা : ৪৮০ দ্বিতীয় ...
-
hotজিন ও শয়তানের জগৎ
লেখক : ড. উমার সুলায়মান আল আশকারপ্রকাশনী : সীরাত পাবলিকেশন280 ৳210 ৳জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের ...
-
hotতিনিই আমার রব (২য় খণ্ড)
লেখক : শাইখ ড. রাতিব আন-নাবুলুসিপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳201 ৳সম্পাদনা : উস্তায আবুল হাসানাত কাসিম, ...
-
Suraiya Akter – :
লেখক: ড. উমার সুলায়মান আশকার
.
তাকদির নিয়ে আমাদের বেশিরভাগের-ই পজিশন বৃত্তের পরিধির উপর। লাইক বৃত্তের একপাশ থেকে শুরু করলাম কম্পাস ঘুরিয়ে আবার সেখানেই এসে ঠেকলাম। যেন কোন খোলাসা ভাব নেই, একরকম কাগজ মোড়ানো অবস্থা!
.
বই নির্যাস :
সমসাময়িক তাকদীর নিয়ে আমাদের মন ও মগজে যেসকল ধরনের প্রশ্ন উদিত হয়, লেখক মূলত তাই নিয়ে সাজিয়েছেন বইটি। কাদর থেকে শুরু করে, আমাদের তাকদীরে বিশ্বাসে লাভ কি, কেন বিশ্বাস করব, তাকদীর বিশ্বাসে আমাদের যুক্তি বুদ্ধি খাটানোর সীমা কতটুকু হত্তয়া উচিত; এইসব বিষয়গুলোর উপর লেখক আলোকপাত করেছেন।
তাকদীর নিয়ে গোলমেলে তর্ক কারা এবং কোন মতবাদের অনুসারীরা করে, সেক্ষেত্রে তারা কি যুক্তি পেশ করে সেগুলো-ও উঠে এসেছে লেখকের কলমের আঁচড়ে। মা শা আল্লাহ্। তাকদীরে বিশ্বাস করলে আবার আমলের কি দরকার? বিশেষ বিশেষ দিনগুলোতে তাকদীর পুনরায় কিভাবে লেখা হোয়, দুয়া কেন করব? এই প্রশ্নগুলোর-ও পর্যাপ্ত খন্ডায়ন করা হয়েছে।
.
পাঠ্যানুভূতি :
ফার্স্টের দিকে পড়তে গিয়ে মনে হয়েছে আমি সব প্রশ্নের ঘুরেফিরে একই উত্তর পাচ্ছি! কালো মেঘে ছেয়ে গিয়েছিল মন তাই । কিন্তু কয়েক টপিক পড়ার পর আসল ম্যাজিকটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনুবাদকের প্রথম অনুবাদ হলেও পড়ার সময় মনে হয় নি কোন বইয়ের অনুবাদ পড়ছি। আগাগোড়া ভাল লেগেছে, আমার এই ক্ষুদ্র জ্ঞান সীমায় সমালোচনা করার মত কিছু পাই নি।
.
বইটি কেন পড়বেন?
তাকদীর নিয়ে জমাট বাঁধা প্রশ্নের জট কিংবা সংশয় নিরসনে পড়বেন। এই টপিকটা নিয়ে আপনার মস্তিস্কে যে ইকুয়েশন গুলো তৈরি হয়েছে তা সলভ করার জন্য-ই লেখকের তরফ থেকে বইটি আপনার জন্য একটা উপহার। আকারে ছোট হলেও তাকদির রিলেটেড বেইসিক পয়েন্ট গুলো পাবেন আশা করি। ইন শা আল্লাহ্।
অনুবাদ – ইমরান হেলাল
সম্পাদনা – মাসুদ শরীফ
মুদ্রিত মূল্য – ১৬০ (পেপারব্যাক)
ইলহাম প্রকাশন
M. Hasan Sifat – :
–
❒ বইয়ের আলোচ্য বিষয়—
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
বইটিকে লেখক সাতটি অধ্যায়ে সাজিয়েছেন ।
► প্রথম অধ্যায়ে তাকদিরে বিশ্বাস করার আবশ্যকতা এবং এটা যে ঈমানের অন্যতম মূলনীতি তা দেখিয়েছেন ।
► দ্বিতীয় অধ্যায়ে কাদর বিষয়ক বিভ্রান্তিকর বিশ্বাসের উৎপত্তি ও ইতিহাস নিয়ে কথা বলেছেন ।
► তৃতীয় অধ্যায় তাকদিরের পরিচয় ও এর খুঁটিগুলো নিয়ে আলোচনা করেছেন ।
► চতুর্থ অধ্যায়ে ব্যাখ্যা করেছেন তাকদিরের ক্ষেত্রে মানব বিবেকবুদ্ধির সীমারেখা, তাকদিরের বিষয়গুলো মনুষ্যজ্ঞান দিয়ে বোঝা সম্ভব কি সম্ভব না সেগুলো ।
► পঞ্চম অধ্যায় তাকদিরের ব্যাপারে বিভিন্ন দলের মতামত পর্যালোচনা করেছেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক মতটি তুলে ধরেছেন ।
► ষষ্ঠ অধ্যায়ে ব্যাখ্যা করেছেন কাদর বিষয়ে বিভ্রান্ত হওয়ার কারণগুলো ।
► আর শেষ অধ্যায়ে উল্লেখ করেছেন কাদরে বিশ্বাসের উপকারিতা সম্পর্কে ।
–
❒ বইটি কেন পড়বেন—
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
আমাদের সমাজে তাকদির নিয়ে অনেক ভ্রান্ত বিশ্বাস রয়েছে । যেমন– অনেকে তাকদিরের দোহাই দিয়ে বলে থাকে, কপালে থাকলে নামাজ পড়বো, ভালো পথে আসব ৷ তাকদির যদি সৃষ্টির শুরুতেই আল্লাহ লিখে রাখেন, তা হলে গর্ভের বাচ্চার যে-তাকদির ফেরেশতারা লেখেন, আবার লাইলাতুল-কাদরে নাকি তাকদির পুনর্লিখন হয়, দুআ করে নাকি আবার তাকদির বদলানো যায় ইত্যাদি, ইত্যাদি । আমাদের সমাজে প্রচলিত এসব ভ্রান্ত বিশ্বাস নিরসনে এবইটি আপনাকে সাহায্য করবে । ‘তাকদিরে বিশ্বাস’ ইসলামি আকিদার প্রধান একটি অংশ । তাই এ বিষয়ে স্পষ্ট ঈমান রাখতে ও বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে বইটি অবশ্যই পড়া উচিত ।
–
❒ ভাল লাগা—
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
বইয়ের শেষ অধ্যায়টি সবচেয়ে বেশি ভাল লেগেছে । শেষ অধ্যায়ে লেখক তাকদিরে বিশ্বাসের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন । এই আলোচনাটুকু উপলব্ধি করতে পারলে একজন মুসলিমের দৈনন্দিন জীবন সত্যিই সহজ হয়ে উঠবে । তাছাড়া বইয়ের অনুবাদও ভাল লেগেছে । অনুবাদ করেছেন ইমরান হেলাল । অনুবাদক পেশায় একজন ডাক্তার । ডাক্তার হয়েও মূল আরবী থেকে বইটির সরল অনুবাদে পারদর্শীতা দেখিয়েছেন ।
–
❒ খারাপ লাগা—
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
বইয়ের খারাপ লাগার দিক হচ্ছে বইয়ের নামটা । বইয়ের নামে একটা সৌন্দর্য থাকে । “গোলমেলে” শব্দটার কারনে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে । তাকদিরের সাথে গোলমেলে শব্দটা মোটেও মানানসই বলে মনে হচ্ছে না । নাম দেখে অনেক সাধারন পাঠকদের মনে বদ্ধমূল ধারনা হতে পারে যে, তাকদীর জিনিসটা হয়তো গোলমেলে । তবে বইটি পড়া শেষে এরকম ধারনা হবে না । বরং পড়া শেষে তাকদীর বিষয়ে ধোঁয়াশা কেটে যাবে । যদিও মূল বইয়ের নামে এই “গোলমেলে” শব্দটা নেই ।
–
প্রিয় পাঠক, তাকদির বিষয়ে ঈমানকে মজবুত করতে ও স্পষ্ট ধারনা রাখতে ছোট কলেবরের এবইটা কিছুটা হলেও আপনার তৃষ্ণা দূর করতে সক্ষম হবে ।
–
–
বইটি প্রকাশিত হয়েছে “ইলহাম” পাবলিকেশন থেকে ।
পৃষ্ঠা সংখ্যা—১২০ ।
প্রচ্ছদ মূল্য—২০০ টাকা (হার্ডকভার) ।