মেন্যু
golmele takdir

গোলমেলে তাকদির

প্রকাশনী : ইলহাম ILHAM
অনুবাদ : ইমরান হেলাল সম্পাদনা: মাসুদ শরীফ পৃষ্ঠা: ১২৪ ‘যেমনি নাচাও তেমনি নাচি’—তাকদির নিয়ে অনেক মানুষের বিশ্বাস এমন৷ সব কিছু আল্লাহ আগেই লিখে রাখলে আমাদের কী দোষ? অনেকে আবার তাকদিরের দোহাই দিয়ে বলেন, কপালে... আরো পড়ুন
Binding Clear
পরিমাণ
পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

2 রিভিউ এবং রেটিং - গোলমেলে তাকদির

4.0
Based on 2 reviews
5 star
0%
4 star
100%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 4 out of 5

    Suraiya Akter:

    বই: গোলমেলে তাকদীর
    লেখক: ড. উমার সুলায়মান আশকার
    .
    তাকদির নিয়ে আমাদের বেশিরভাগের-ই পজিশন বৃত্তের পরিধির উপর। লাইক বৃত্তের একপাশ থেকে শুরু করলাম কম্পাস ঘুরিয়ে আবার সেখানেই এসে ঠেকলাম। যেন কোন খোলাসা ভাব নেই, একরকম কাগজ মোড়ানো অবস্থা!
    .
    বই নির্যাস :
    সমসাময়িক তাকদীর নিয়ে আমাদের মন ও মগজে যেসকল ধরনের প্রশ্ন উদিত হয়, লেখক মূলত তাই নিয়ে সাজিয়েছেন বইটি। কাদর থেকে শুরু করে, আমাদের তাকদীরে বিশ্বাসে লাভ কি, কেন বিশ্বাস করব, তাকদীর বিশ্বাসে আমাদের যুক্তি বুদ্ধি খাটানোর সীমা কতটুকু হত্তয়া উচিত; এইসব বিষয়গুলোর উপর লেখক আলোকপাত করেছেন।

    তাকদীর নিয়ে গোলমেলে তর্ক কারা এবং কোন মতবাদের অনুসারীরা করে, সেক্ষেত্রে তারা কি যুক্তি পেশ করে সেগুলো-ও উঠে এসেছে লেখকের কলমের আঁচড়ে। মা শা আল্লাহ্। তাকদীরে বিশ্বাস করলে আবার আমলের কি দরকার? বিশেষ বিশেষ দিনগুলোতে তাকদীর পুনরায় কিভাবে লেখা হোয়, দুয়া কেন করব? এই প্রশ্নগুলোর-ও পর্যাপ্ত খন্ডায়ন করা হয়েছে।
    .
    পাঠ্যানুভূতি :
    ফার্স্টের দিকে পড়তে গিয়ে মনে হয়েছে আমি সব প্রশ্নের ঘুরেফিরে একই উত্তর পাচ্ছি! কালো মেঘে ছেয়ে গিয়েছিল মন তাই । কিন্তু কয়েক টপিক পড়ার পর আসল ম্যাজিকটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনুবাদকের প্রথম অনুবাদ হলেও পড়ার সময় মনে হয় নি কোন বইয়ের অনুবাদ পড়ছি। আগাগোড়া ভাল লেগেছে, আমার এই ক্ষুদ্র জ্ঞান সীমায় সমালোচনা করার মত কিছু পাই নি।
    .
    বইটি কেন পড়বেন?
    তাকদীর নিয়ে জমাট বাঁধা প্রশ্নের জট কিংবা সংশয় নিরসনে পড়বেন। এই টপিকটা নিয়ে আপনার মস্তিস্কে যে ইকুয়েশন গুলো তৈরি হয়েছে তা সলভ করার জন্য-ই লেখকের তরফ থেকে বইটি আপনার জন্য একটা উপহার। আকারে ছোট হলেও তাকদির রিলেটেড বেইসিক পয়েন্ট গুলো পাবেন আশা করি। ইন শা আল্লাহ্।

    অনুবাদ – ইমরান হেলাল
    সম্পাদনা – মাসুদ শরীফ
    মুদ্রিত মূল্য – ১৬০ (পেপারব্যাক)
    ইলহাম প্রকাশন

    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 4 out of 5

    M. Hasan Sifat:

    তাকদির বিষয়ে আহলুস-সুন্নাহ ওয়াল-জামাতের অনুধাবন নিয়ে চমৎকার একটি বই পড়ে শেষ করলাম, নাম– “গোলমেলে তাকদির” । বইটি লিখেছেন আরব বিশ্বের প্রথিতযশা ও গুণী ব্যক্তিত্ব ড. উমার সুলাইমান আশকার (রহ.) ।

    ❒ বইয়ের আলোচ্য বিষয়—
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    বইটিকে লেখক সাতটি অধ্যায়ে সাজিয়েছেন ।
    ► প্রথম অধ্যায়ে তাকদিরে বিশ্বাস করার আবশ্যকতা এবং এটা যে ঈমানের অন্যতম মূলনীতি তা দেখিয়েছেন ।
    ► দ্বিতীয় অধ্যায়ে কাদর বিষয়ক বিভ্রান্তিকর বিশ্বাসের উৎপত্তি ও ইতিহাস নিয়ে কথা বলেছেন ।
    ► তৃতীয় অধ্যায় তাকদিরের পরিচয় ও এর খুঁটিগুলো নিয়ে আলোচনা করেছেন ।
    ► চতুর্থ অধ্যায়ে ব্যাখ্যা করেছেন তাকদিরের ক্ষেত্রে মানব বিবেকবুদ্ধির সীমারেখা, তাকদিরের বিষয়গুলো মনুষ্যজ্ঞান দিয়ে বোঝা সম্ভব কি সম্ভব না সেগুলো ।
    ► পঞ্চম অধ্যায় তাকদিরের ব্যাপারে বিভিন্ন দলের মতামত পর্যালোচনা করেছেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক মতটি তুলে ধরেছেন ।
    ► ষষ্ঠ অধ্যায়ে ব্যাখ্যা করেছেন কাদর বিষয়ে বিভ্রান্ত হওয়ার কারণগুলো ।
    ► আর শেষ অধ্যায়ে উল্লেখ করেছেন কাদরে বিশ্বাসের উপকারিতা সম্পর্কে ।

    ❒ বইটি কেন পড়বেন—
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    আমাদের সমাজে তাকদির নিয়ে অনেক ভ্রান্ত বিশ্বাস রয়েছে । যেমন– অনেকে তাকদিরের দোহাই দিয়ে বলে থাকে, কপালে থাকলে নামাজ পড়বো, ভালো পথে আসব ৷ তাকদির যদি সৃষ্টির শুরুতেই আল্লাহ লিখে রাখেন, তা হলে গর্ভের বাচ্চার যে-তাকদির ফেরেশতারা লেখেন, আবার লাইলাতুল-কাদরে নাকি তাকদির পুনর্লিখন হয়, দুআ করে নাকি আবার তাকদির বদলানো যায় ইত্যাদি, ইত্যাদি । আমাদের সমাজে প্রচলিত এসব ভ্রান্ত বিশ্বাস নিরসনে এবইটি আপনাকে সাহায্য করবে । ‘তাকদিরে বিশ্বাস’ ইসলামি আকিদার প্রধান একটি অংশ । তাই এ বিষয়ে স্পষ্ট ঈমান রাখতে ও বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে বইটি অবশ্যই পড়া উচিত ।

    ❒ ভাল লাগা—
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    বইয়ের শেষ অধ্যায়টি সবচেয়ে বেশি ভাল লেগেছে । শেষ অধ্যায়ে লেখক তাকদিরে বিশ্বাসের উপকারিতা সম্পর্কে আলোচনা করেছেন । এই আলোচনাটুকু উপলব্ধি করতে পারলে একজন মুসলিমের দৈনন্দিন জীবন সত্যিই সহজ হয়ে উঠবে । তাছাড়া বইয়ের অনুবাদও ভাল লেগেছে । অনুবাদ করেছেন ইমরান হেলাল । অনুবাদক পেশায় একজন ডাক্তার । ডাক্তার হয়েও মূল আরবী থেকে বইটির সরল অনুবাদে পারদর্শীতা দেখিয়েছেন ।

    ❒ খারাপ লাগা—
     ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
    বইয়ের খারাপ লাগার দিক হচ্ছে বইয়ের নামটা । বইয়ের নামে একটা সৌন্দর্য থাকে । “গোলমেলে” শব্দটার কারনে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে । তাকদিরের সাথে গোলমেলে শব্দটা মোটেও মানানসই বলে মনে হচ্ছে না । নাম দেখে অনেক সাধারন পাঠকদের মনে বদ্ধমূল ধারনা হতে পারে যে, তাকদীর জিনিসটা হয়তো গোলমেলে । তবে বইটি পড়া শেষে এরকম ধারনা হবে না । বরং পড়া শেষে তাকদীর বিষয়ে ধোঁয়াশা কেটে যাবে । যদিও মূল বইয়ের নামে এই “গোলমেলে” শব্দটা নেই ।

    প্রিয় পাঠক, তাকদির বিষয়ে ঈমানকে মজবুত করতে ও স্পষ্ট ধারনা রাখতে ছোট কলেবরের এবইটা কিছুটা হলেও আপনার তৃষ্ণা দূর করতে সক্ষম হবে ।


    বইটি প্রকাশিত হয়েছে “ইলহাম” পাবলিকেশন থেকে ।
    পৃষ্ঠা সংখ্যা—১২০ ।
    প্রচ্ছদ মূল্য—২০০ টাকা (হার্ডকভার) ।
    2 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top