ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল
আমরা প্রায়শই বলে থাকি, “আজকের শিশু আগামীর ভবিষ্যত”। আসলে আমরা খুব সহজে এই কথাটি বলে থাকি। তবে এর বাস্তবতা অনেকটাই কঠিন। আমরা আমাদের শিশুদেরকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলার জন্য কতটুকু চেষ্টা করেছি? কয়টা পরিবার-ই বা আছে, যে তারা শিশুদেরকে আগামীর উপযোগী করে গড়ে তুলতে সঠিক পন্থায় পরিচর্যা করছে?
খোঁজ করলে দেখা যাবে এর সংখ্যা খুবই কম। একেবারেই নগণ্য। আমরা আমাদের ক্ষেত-খামার বা গাছ-পালা যতটা গুরুত্বের সাথে পরিচর্যা করি; আমাদের সন্তানদেরকে এর এক সিকিভাগও পরিচর্যা করি না। যার ফলে সন্তান ছোট থেকেই অবহেলা আর অনাদরে বেড়ে ওঠে। অভদ্রতার জীবন যাপন করে। অথচ কুরআনে বর্ণিত হয়েছে,হযরত যাকারিয়া আ. আল্লাহর কাছে দোয়া করেছেন, “হে আল্লাহ! আমাদের স্ত্রী ও সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন”। (সূরা ফুরকান: ৭৪)
আরেক আয়াতে এসেছে,” হে প্রভু! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন”। (সূরা আলে ইমরান: ৩৮)
আর রাসূলুল্লাহ সা. বলেছেন, “কোনো মানুষ গত হওয়ার পর তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়। আর সেগুলো হলো-সদকায়ে জারিয়াহ, উপকারী ইলম ও সুসন্তান (যে তাদের জন্য দোয়া করে)। (মুসলিম)
তাছাড়া কথায় আছে, জন্মদাতা হওয়া খুবই সহজ। আদর্শ পিতা-মাতা হওয়া অত্যন্ত কঠিন। আদর্শ পিতা-মাতা সুসন্তান গড়ে তোলার পিছনে অনেক বড় ভূমিকা রাখে। কারণ আদর্শ পিতা-মাতার সঙ্গ সন্তানের হৃদয়-ক্ষেতে পানি সিঞ্চনের কাজ করে। আদর্শ সন্তান গড়ে তুলতে হলে ইসলামিক দিকনির্দেশনা অনুসরণ করা ছাড়া বিকল্প কোন পথ নেই। তার অভ্যাসগুলোকে নববী আদর্শে রূপায়ন করতে হবে। ছোট থেকেই তাকে সুশিক্ষায় মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পরিশুদ্ধ চিন্তার বীজ তার মধ্যে বপন করতে হবে। কারণ সুস্থ চিন্তা মানসিক চেতনার বিকাশ ঘটায়।জীবন গড়ার উদ্দম-উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগায়।আমরা যদি আমাদের সন্তানদেরকে ভ্রূণ খেকেই সঠিক পন্থায় পরিচর্যা করি, এই সন্তানই একদিন সুবাসিত ফুল হয়ে জগদ্বাসীকে মোহিত করবে।
-
-
hotকুররাতু আইয়ুন (যে জীবন জুড়ায় নয়ন)
লেখক : ডা. শামসুল আরেফীনপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ195 ৳144 ৳এই লেখা শুধুমাত্র যারা ইসলাম অনুযায়ী ...
-
hotসন্তান গড়ার কৌশল
লেখক : জামিলা হোপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন150 ৳111 ৳সম্পাদক- ডা. শামসুল আরেফীন বাগানে ফুল ফুটুক, ...
-
hotপ্যারেন্টিং
প্রকাশনী : ইনস্টিটিউট অব ফ্যামিলি ডেভেলপমেন্ট270 ৳202 ৳আমাদের দেশে কোনো কোনো পিতা-মাতা সন্তানের ...
-
hotশিশুমনে ঈমানের পরিচর্যা
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন300 ৳222 ৳অনুবাদ: আবু আব্দুল্লাহ সম্পাদনা- সাজিদ ইসলাম মোট পৃষ্ঠা ...
-
hotপারিবারিক বিপর্যয়ের কারণ
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : রুহামা পাবলিকেশন80 ৳58 ৳অনুবাদক : আব্দুল্লাহ ইউসুফ সম্পাদক : মুফতি ...
-
featureসন্তান : স্বপ্নের পরিচর্যা
লেখক : মির্জা ইয়াওয়ার বেইগপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন125 ৳একটি সন্তানকে শুধু খাইয়ে-পরিয়ে বড় করলেই ...
-
featureস্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ (সা)
লেখক : মাসুদ শরীফপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স130 ৳আমাদের রোল মডেল নবিজি। জীবনের প্রতিটি ...
-
hotপরিবার প্যাকেজ
লেখক : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, মুফতী সাঈদ আহমদ পালনপুরী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, আরিফ আজাদ, উম্মে মুসআব, কবীর আহমদ কাসেমি, ফয়সাল বিন আলম, শাইখ ওয়াজদি গুনাইম1,324 ৳967 ৳পরিবার—সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম। পরিবারই হচ্ছে ...
-
hotছোটদের সাথে বড়দের আদব
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন198 ৳147 ৳শিশুদের মন আয়নার মতো স্বচ্ছ। তাতে ...
-
hotসন্তান গড়ার ১১০ টিপস
লেখক : মুজাহিদ মামুন দিরানিয়াহপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ185 ৳137 ৳শিশু-সন্তান হচ্ছে কাদামাটির মতো, আপনি তাকে ...
-
Torikul Islam – :
আল্লাহ বলেন,
‘তিনি যাকে খুশি সন্তান দান করেন এবং যাকে খুশি পুত্রসন্তান দান করেন। যাকে খুশি কন্যা ও পুত্র উভয়টি দান করেন। যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল।’ (সুরা : আশ-শুরা, আয়াত : ৪৯)
সন্তান আল্লাহ তায়ালার পক্ষ থেকে পার্থিব জীবনে দেওয়া অমূল্য উপহার ও নিয়ামত।
যা তিনি সকলকে দেন না। তিনি যাকে ইচ্ছা করেন শুধু তাকেই দেন। সন্তান আল্লাহ সুবহানাহু তা’আলার পক্ষ থেকে দেওয়া শুধু উপহার ও নিয়ামতই নয় । সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার পক্ষ থেকে দেওয়া একটি আমানত। সুতরাং, এ আমানতকে যথাযথভাবে রক্ষা করা ও পরিচর্যা করা প্রত্যেক মানুষের দায়িত্ব এবং এ সম্পর্কে অবশ্যই তাকে জিজ্ঞাসিত হতে হবে। নিম্নোক্ত হাদীসটি লক্ষ করলে এ বিষয়ে আমরা আরও পরিষ্কার ধারণা পাব,,
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘সন্তানকে শিষ্টাচার শিক্ষা দাও। কেননা তুমি এ বিষয়ে জিজ্ঞাসিত হবে। তুমি তাকে কতটা শিষ্টাচার শিখিয়েছ এবং তাকে কী শিক্ষা দিয়েছ? আর সে তোমার প্রতি তার আনুগত্য ও সহযোগিতা বিষয়ে জিজ্ঞাসিত হবে।’ (সুনানে বায়হাকি, হাদিস : ৪৬৯১)
সুতরাং সন্তানের প্রতিপালনে বাবা-মায়ের দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের সুশিক্ষা ও যথাযথ প্রতিপালনের অভাবে অনেক পরিবারকে বিপন্ন হতে দেখা যায়। কোরআনে এ ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে,
‘নিশ্চয় তোমাদের সম্পদ ও সন্তানাদি ফেতনাস্বরূপ। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান।’ (সুরা : তাগাবুন, আয়াত : ১৫)
পাঠক,,,, উপরোক্ত আলোচনা থেকে নিশ্চয়ই তাহলে আপনার এখন জানতে ইচ্ছা হচ্ছে যে, এই আমানতকে সঠিকভাবে পরিচর্যা করার উপায় গুলো কি কি ? ?
সন্তানকে প্রকৃত মানুষ ও প্রকৃত মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য পিতা-মাতার করণীয় কি হবে সে সম্পর্কে লেখিকা সাওযান বিনতে মুস্তফা বুখাইত রচিত ” ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল ” বইটি প্রকাশ করেছে আয়ান প্রকাশন ।
📓 বইটির বিষয়বস্তুঃ
বইটির প্রথম দিকে শিশুকে পরিচর্যা করার জন্য কেমন হবে আপনার নিয়ত, শিশুমনে ঈমানের বীজ বপন করার স্তরসমূহ, ঈমানী পরিচর্যা পেয়ে যারা বড় হয়েছেন, শিশুমনে আকিদা বদ্ধমূল করার গুরুত্ব ইত্যাদি বিষয়সমূহ আলোচনা করা হয়েছে।
বইটিকে মোট পাঁচটি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে ।
প্রথম পরিচ্ছেদে এ রয়েছে,
” গর্ভধারণ ও জন্মগ্রহণের প্রাথমিক স্তর”
দ্বিতীয় পরিচ্ছেদে,
” প্রথম দুই বৎসর…. ”
তৃতীয় পরিচ্ছেদে,
শৈশবকাল : দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত…
চতুর্থ পরিচ্ছেদে,
বিদ্যালয় যাওয়ার স্তর ( ছয় থেকে তদুর্ধ্ব )
পঞ্চম পরিচ্ছেদ এ,
শিশুমনে ঈমানের বীজ বপনকারী কিছু বই সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এরপর পরিশিষ্ট অংশে সন্তানকে ইসলাম অনুযায়ী কিভাবে পরিচালনা করতে হবে সে সম্পর্কে লেখিকার সুনিপুণ লিখনশৈলীতে কিছু অমূল্য নসিহত ও উপদেশমালার সন্নিবেশন ঘটেছে।
📓 বইটির বৈশিষ্ট্যঃ
★ বইটিতে শিশুর জন্মের আগেই নেককার সন্তান লাভের জন্য পিতা-মাতার করণীয় কী হবে তা বর্ণিত হয়েছে।
★ সন্তানকে প্রকৃত মানুষ ও প্রকৃত মুসলিম বানানোর জন্য পিতা-মাতার করণীয় কী হবে সে সম্পর্কে সন্তানের বয়স অনুযায়ী ধাপে ধাপে সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে।
★ সন্তানকে প্রাথমিক আকিদা ও তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য করণীয় কি ? সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।
★ বইটিতে প্রাত্যহিক জীবনে সন্তানকে কিভাবে ইসলাম অনুযায়ী পরিচালনা করা যায় সে সম্পর্কে মূল্যবান কিছু নসিহতের সন্নিবেশন ঘটেছে।
📓 বইটির প্রয়োজনীয়তাঃ
মাতা পিতার কাছে সন্তান কত প্রিয় তা বোঝানোর যোগ্যতা সম্ভবত কোনো মানুষের নেই। ভালোবাসার চূড়ান্ত পরিসীমা বুঝাতেই মানুষ সন্তানের ভালোবাসার উপমা দিয়ে থাকে।
এক আরব বেদুঈন কতইনা চমৎকার বলেছে, ‘আমার সন্তান তো আমার নিজের কলিজাটিই, যা বক্ষ থেকে বের হয়ে যমিনে চলাফেরা করছে।’
এই কলিজার টুকরা টির দুনিয়া ও আখিরাত সুন্দর করার জন্য পিতা-মাতাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না।
📓 কারা পড়বেন, কেন পড়বেনঃ
বইটির নাম শুনে মনে হতে পারে যাদের সন্তান আছে বইটি শুধু তারাই পড়বেন । কিন্তু শর্ট পিডিএফ পড়ে আমার কাছে মনে হয়েছে, যুবক,ছাত্র, বিবাহিত, অবিবাহিত
মুসলিম, অমুসলিম প্রত্যেককেই বইটি পড়া উচিত । কেননা, কাউকে সৎ পথে সঠিকভাবে গড়ে তুলতে হলে আগে নিজে সেরকম সৎ ও যোগ্য হতে হবে । আশাকরি বইটি পড়লে আপনার অন্তরে অন্তত এই বোধটুকু জাগ্রত হবে।
পরিশেষে, আশাকরি বইটির মাধ্যমে আপনার সন্তানের অন্তরে ঈমানের সুপ্ত বীজ বপন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এরপর সে বীজ চারা গাছ থেকে দৃঢ় বৃক্ষে পরিণত হয়ে আপনার সন্তানের অন্তরে ঈমানের মজবুত ভিত্তি তৈরি করবে। সে বৃক্ষে যখন ঈমানওয়ালা সুবাসিত ফুল ফুটবে তখন তা জগতকে বিমোহিত করবে ইনশাআল্লাহ।
সিরাজাম বিনতে কামাল – :
🌸 “ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল”- আচ্ছা, একটা ফুল গাছ লাগিয়ে দিলেই কি গাছটা বড় হয়! সেখানে ফুল ফোটে! মোটেও না। এই সাধারণ কথাটা সবাই-ই বুঝে। একটা বীজ বা গাছ বপন বা রোপণ করলেই আমরা ভালো ফুল বা ফলের আশা করতে পারিনা। তার জন্য উত্তম পরিচর্যা, সঠিক ব্যবস্থাপনা এবং চাষী বা মালির আন্তরিক প্রচেষ্টার দরকার রয়েছে। শুধু তাই নয়, বীজ বপন বা চারাগাছ রোপণের আগেই যথার্থ জমি নির্বাচন, জমির পরিচর্যা করার ব্যাপারও রয়েছে।
আচ্ছা, একটা ফুল ফুটাতেই যদি এতো যত্ন, আত্তি আর পরিচর্যার দরকার হয়, তাহলে পৃথিবীর নতুন মেহমান, আপনার ভবিষ্যৎ প্রজম্ম, আপনার আদুরের শিশুকে আদর্শ মানুষে পরিণত করতে হলে কতটুকু পরিচর্যার দরকার হবে!
ঠিক এই বিষয়গুলো নিয়েই আদ্যোপান্ত আলোচনা হয়েছে আয়ানের এবারের বই “ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল”এ।
🌸বই অভ্যন্তরে:
_______________________
একটা শিশু মায়ের গর্ভে আসার পর বা সে ভূমিষ্ট হয়ে পৃথিবীতে আসার পর তার লালনপালন তার পরিচর্যা তার জীবন শুরু হয় না। বরং একটা শিশু জড়িয়ে থাকে তার মা-বাবার সাথে তার পরিবারের সাথে সে মায়ের গর্ভ আর পৃথিবীর আলো দেখারও আগে।
বইটি শুরু হয়েছে অনুবাদকের কথা, পিতা-মাতার প্রতি সন্তানের হক, শিশুকালেই আকীদা, ঈমানের বীজ বপনের গুরুত্ব, আপনার সন্তান নিয়ে আপনার নিয়্যাত- ইত্যাদি কিছু মৌলিক টপিক আলোচনার মাধ্যমে।
প্রথমেই যখন আপনি আপনার সন্তান নিয়ে ভাবতে শুরু করেছেন, তখনই দেখবেন বইয়ের মূল অংশ। অর্থাৎ, বইয়ের পরিচ্ছেদগুলো শুরু হয়েছে। বইটিতে মোট ৫ টি পরিচ্ছেদ রয়েছে।
▪️প্রথম পরিচ্ছেদে রয়েছে: গর্ভধারণ ও জন্মগ্রহণের প্রাথমিক স্তরের আলোচনা।
▪️দ্বিতীয় পরিচ্ছেদ: শিশুর প্রথম দুই বছর
▪️তৃতীয় পরিচ্ছেদ: দুই থেকে ছয় বছরের শিশুর পরিচর্যা
▪️ চতুর্থ পরিচ্ছেদ: শিশুর শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার স্তর
▪️পঞ্চম পরিচ্ছেদ: এই পার্ট খুব ব্যতিক্রম। এখানে শিশুমনে ঈমানের বীজ বপন করার কিছু উত্তম পন্থার কথা বাতলে দেওয়া হয়েছে।
▪️পরিচ্ছেদের আলোচনার পর দেওয়া হয়েছে বইয়ের পরিশিষ্ট। সেখানে শিশুদের সাথে আপনার ব্যবহার, শিশুদের শিক্ষা, তার খেলাধুলা, আল্লাহ ও রাসূলের সা. বিধিনিষেধ শিক্ষা দেওয়া, সুন্নাহের প্রতি আগ্রহী করে তোলা, বর্তমানের ডিভাইসকেন্দিক যুগে ডিভাইস থেকে কীরুপে দূরে রাখবেন অর্থাৎ তার দৈনন্দিন কাজকর্মে আপনার করণীয় কী কী সেগুলো এ টু জেড আলোচনা করা হয়েছে মোট ৫০ টি শিরোনামে। শুধু করনীয়, বর্জনীয়তে সীমাবদ্ধ নয় বইটিতে রয়েছে পূর্ববর্তী উত্তম ব্যক্তিবর্গের নসীহাহ-ও।
🌸শর্ট পিডিএফ পড়ে অনুভূতি:
____________________________________
▪️শর্ট পিডিএফে সামান্যই দেওয়া হয়েছে। কিন্তু বইয়ের সূচি দেখে বইটি ঋদ্ধ এবং উপকারী মনে হয়েছে।
▪️বইয়ের অনুবাদ সহজ, ঝরঝরে হয়েছে। বইয়ের পৃষ্ঠাসজ্জা এবং শব্দবিন্যাস-ও গোছানো। চোখে বিরক্তির কোনো কারণ মনে হয়নি।
▪️যতটুকু দেখলাম বইটিতে কুরআন, হাদীসের রেফারেন্স যুক্ত করে দেওয়া হয়েছে। যা বইয়ের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়।
▪️বইটির মূল লেখিকা সাওযান বিনতে মুস্তফা বুখাইত। লেখিকা পরিচিতি খুঁজেছি। পিডিএফে তো যুক্ত করা হয়নি। আশা করি বইয়ে থাকবে।
▪️প্যারেন্টিং নিয়ে আয়ানের বোধহয় এটাই প্রথম কাজ। আল্লাহ কাজটুকু কবুল করে নিন।
🌸পরিশেষে:
_________________
সবমিলিয়ে বইটি ভালো মনে হয়েছে, আলহামদুলিল্লাহ! সন্তানের মা-বাবারা তো বইটি সংগ্রহে রাখতে পারেন। ইন শা আল্লাহ! আমরাও আমাদের সন্তানসম্ভবা প্রিয়জনদের বইটি হাদিয়া দিতে পারি। নিজেরাও পড়তে পারি। ইন শা আল্লাহ! জ্ঞান তো আর ফেলনা নয়। তা মননে, মগজে আজীবন রইয়েই যাবে। ইন শা আল্লাহ!
একজন উত্তম সন্তান হতে পারে আপনার আখেরাতের পাথেয়। সে হতে পারে আপনার জন্য সাদাকায়ে জারিয়াহ। নববী আদর্শে, আল্লাহর উত্তম বান্দা হিসেবে নিজ সন্তানকে গড়তে চাইলে বইটি আপনার জন্য গাইডলাইন হবে। ইন শা আল্লাহ! বই সংশ্লিষ্ট সকলের উত্তম প্রতিদান কামনা করছি।
Shahidul Islam – :
একটি মানব সন্তান যখন জন্মগ্রহণ করে, তখন সে প্রাথমিক পর্যায়ে শিশু, পর্যায়ক্রমে কিশোর, তরুণ-যুবক এবং সবশেষে বৃদ্ধে পরিণত হয়। তবে শৈশব-কৈশোরের শিক্ষা, উপদেশ, অভিজ্ঞতা ইত্যাদি জীবনের বাকি সময়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে এই সময়ে শিশুদের মানসিক বিকাশ, স্বাভাবিক বিবেক-বুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধনে গুরুত্বারোপ করা প্রত্যেক সচেতন বাবা-মায়ের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
📗 বই পরিচিতি :
আয়ান প্রকাশন থেকে প্রকাশের অপেক্ষায় থাকা শাইখ সাওযান বিনতে মুস্তফা বুখাইত রচিত এবং মারগুব ইরফান অনুদিত ‘ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল’ এমনই একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বই। লেখক বইটিতে প্যারেন্টিং বিষয়ক গুরুত্বপূর্ণ মোট ছয়টি পরিচ্ছেদ সহজ সাবলীলভাবে আলোচনা করেছেন।
প্রথম পরিচ্ছেদে গর্ভধারণ ও জন্মগ্রহণের প্রাথমিক স্তর, দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছেদে যথাক্রমে সন্তানের প্রথম দুই বছর ও দুই বছর থেকে ছয় বছর বয়স পর্যন্ত আলোচনা করা হয়েছে। এরপর চতুর্থ ও পঞ্চম পরিচ্ছেদে বিদ্যালয়ে যাওয়ার স্তর ও শিশুমনে ঈমানের বীজ বপনকারী কিছু বই এবং সবশেষে পরিশিষ্ট অধ্যায়ে সন্তান প্রতিপালন নিয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কিছু বিষয় তুলে ধরা হয়েছে। এককথায় বইটি বর্তমান সমাজ এবং সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী হবে ইনশাআল্লাহ।
📗 বইটির প্রয়োজনীয়তা :
বর্তমান সময়ে অধিকাংশ মা-বাবাই নিজেদের ক্যারিয়ার, কর্মক্ষেত্র, সাংসারিক বিভিন্ন ব্যস্ততার দরুন শিশুদের সময় দিতে পারেন না, যা একটি শিশুর মানসিক বিকাশ ও স্বাভাবিক বিবেক-বুদ্ধি প্রসারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমন নাজুক একটি মুহুর্তে বইটি প্রত্যেক বাবা-মাকে তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করিয়ে দিবে এবং ইহকাল ও পরকালের পাথেয় সংগ্রহে অন্যতম সহায়ক হবে।
📗 পরিশেষে :
পৃথিবীর প্রত্যেক মা-বাবারই স্বপ্ন থাকে নিজেদের সন্তানদেরকে নীতি-আদর্শে শ্রেষ্ঠ ও উত্তম হিসেবে গড়ে তোলা। তবে সেই অনুযায়ী কে কতটুকু ইচ্ছা ও চেষ্টার সমন্বয় ঘটান, সে ব্যাপারটা প্রশ্ন সাপেক্ষ। বইটি প্রত্যেক বাবা-মায়ের ইচ্ছা ও চেষ্টার সমন্বয়ের পথে অন্যতম সহায়ক হোক। আল্লাহ তাআলা বইটিকে কবুল করুন, সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন।
sazzadais – :
বইয়ের বিষয়বস্তু ও বইটি কেন পড়া দরকারঃ
বইটি মূলত পাঁচটি পরিচ্ছদে বিভক্ত। নেককার সন্তান পেতে হলে তার প্রস্তুতি মূলত বিয়ের পূর্ব থেকেই শুরু করতে হয়। পিতা-মাতা সৎ হলে আশা করা যায় তাদের সন্তানও সৎ ও নেককার হবে। তাই নিজেকে নেককার হিসেবে তৈরি ও নেককার স্ত্রী সন্ধান করা নেককার সন্তানের পূর্ব শর্ত ও অধিকারও বটে। নেককার সঙ্গী নির্বাচন, স্ত্রীর সাথে মিলনের আদব, সন্তান জন্মের আগের পরিচর্যা, ভূমিষ্ট সন্তানের পরিচর্যা ও আযান দেয়া তার কানে, আকিকা করা, নাম রাখা – এসব কিছুই পিতা-মাতার দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্বগুলোকে তিন ভাগে বিভক্ত করে উপস্থাপনা করা হয়েছে – প্রথম দুই বছর,দুই থেকে ছয় বছর,ছয় থেকে তদুর্ধ বয়স পর্যন্ত কি কি করতে হয় উদাহরণসহ খুব প্রাঞ্জলভাবে উপস্থাপিত হয়েছে এই বইয়ে। তারপর শিশুমনে ঈমানের বীজবপনের কিছু উপায়ের সাথে সাথে কিছু সহায়ক ও উপকারী বইয়ের নামের তালিকাও চলে এসেছে বইয়ে।
বইয়ের অন্যতম আকর্ষণীয় অংশ হল এর পরিশিষ্ট অংশ। এখানে বাস্তবতার নিরিখে বেশ কতক পরিস্থিরিতে কি করণীয় সেসব তুলে ধরা হয়েছে। এটা আশা করি বুঝতে সবার জন্য খুব সহায়ক হবে।
বইটি কাদের জন্যঃ
এক কথায় বলতে গেলে যারা অবিবাহিত, বিবাহিত, সন্তান রয়েছে, সন্তান সম্ভাবনা, কেবল বিয়ে করেছেন বা খুব তাড়াতাড়ি করবেন – এমন সকলের জন্যই অবশ্য পাঠ একটি বই। সন্তান প্রতিপালন বিষয়ে বেশ সবিস্তারিত আলোচনায় উপকৃত হবে পাঠকগণ ইনশাআল্লাহ্।
বইয়ের উল্লেখযোগ্য কয়েকটি দিকঃ
বিস্তারিত দালিলিক ও প্রক্ষাপট উপযুক্ত উদাহরণ সমৃদ্ধ আলোচনা খুব ভাল লেগেছে।
শর্টপিডিএফ পড়ে মন্তব্যঃ
শর্টপিডিএফ এ ২০টি পৃষ্ঠা দেয়া আছে। এতে খুব ভাল করে যে কেউ একটা প্রাথমিক ধারণা পেয়ে যায় কি আছে বইয়ে, আর কি নেই। এটা পুরো বইটা পড়ার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এককথায় অসাধারণ একটি বই। সূচিপত্রই বলে দিচ্ছে কি কি বিষয় আছে আর কেমন হতে পারে আলোচনা। প্রতিটি পয়েন্টে যেখানে সাবপয়েন্ট দরকার, সূচিপত্র বলে দিচ্ছে সেটা আছে। তবে একটা আলোচনা শুরু করে সেটার শেষ না করে নতুন অন্য আলোচনা নিয়ে আসা হয়েছে। এটা ভাল লাগেনি শর্টপিডিএফ এ। যেটা আনা হয়েছে সেটার পুরোটা থাকলে ঐ অংশের পুরো একটা ধারণা পাওয়া যেত।
salma akther – :
সন্তান হলো মা-বাবার কাছে পবিত্র আমানত। সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা মা-বাবার দায়িত্ব। আর এর সঠিক সময় হচ্ছে শিশু কাল।কেননা তখন তাদের মন থাকে কাঁদা মাটির মতো। তাদেরকে এই সময় ইচ্ছা মত গড়ে তুলা যায়।তাদের যদি ইসলামি শিক্ষা ও নববী আদর্শে গড়ে তুলা যায় তাহলে সেই সন্তান হবে সুসন্তান। যে হবে মা বাবার নাজাতের কারণ। আর তার জন্য দরকার উপযুক্ত গাইড লাইন।সেই গাইড লাইন হিসেবে কাজ করবে “সাওযান বিনতে মুস্তফা বুখাইত” রচিত “ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল ” বইটি।
“ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল ” একটি প্যারেন্টিং বিষয়ক বই।বইটিতে পাঁচটি পরিচ্ছেদ ও একটি পরিশিষ্ট অধ্যয়ে সন্তান লালন-পালের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কুরআন হাদীসের আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বইটি পাঠের মাধ্যমে পাঠক যা জানতে পারবে, সন্তানকে প্রথম দুই বছর কী শেখাবে, দুই থেকে ছয় বছর পযর্ন্ত কী কী শেখাবে ও ছয় থেকে পরবর্তী বছর গুলোতে কী শেখাবে তা লেখক ক্রমান্বয়ে আলোচনা করেছেন। এছাড়াও যা জানতে পারবে তা হলো পিতা মাতার প্রতি সন্তানের হক, শিশু মনে ঈমানের বীজ বপন করার স্তর সমূহ,শিশুকে তাওহীদের শিক্ষা,কুরআন শিক্ষা,মাসনূন দোয়া,দোয়া করার মাধ্যমে শিশুকে উৎসাহ প্রধান, ইবাদতের প্রতি উদ্বুদ্ধকরা,শরয়িইলম শিক্ষা, ভিডিও গেমস ও গান বাজনা থেকে দূরে রাখার পদ্ধতি সহ নবিজি ﷺ
কেমন করে শিশুদের আদর করতে ও কেমন করে শিশুদের লালন-পালনের আদেশ প্রদান করেছে সেই সব সহ আরো অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ।
আদর্শ সন্তান গড়ে তুলতে হলে ইসলামিক দিকনির্দেশনা মেনে চলতে হবে।তাদের অভ্যাস গুলোকে রূপায়ন করতে হবে নবী আদর্শে।সন্তানকে ইসলামি মনা করে গড়ে তুলতে কেমন হবে মা বাবার পদক্ষেপ, শিক্ষা,কেমন হবে তাদের আচরন এই সব জানতে প্রত্যেক মা-বাবার এই বইটি পড়া প্রয়োজন বলে আমি মনে করি।
বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ্ কবুল করুন।