ফুল হয়ে ফোটো
প্রকাশনী : পথিক প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
ভাষান্তর : মুহসিন আব্দুল্লাহ ও কায়সার আহমাদ
পৃষ্ঠা ২৪০
হার্ড কভার
‘ফুল হয়ে ফোটো’। একটি ফুল এমনি এমনি ফোটে উঠে না। তা এমনি ঘ্রাণ ছড়ায় না, মেলে ধরে না রঙ-বেরঙের পাপড়ি। প্রয়োজন পড়ে অভিজ্ঞ মালীর নিবিড় পরিচর্যার। ইসলামের বটবৃক্ষে বড় হওয়া আমাদেরও প্রয়োজন অভিজ্ঞ ও মমতাময়ী মালীর—যাদের দক্ষ হাতের পরশে, নসিহতে আমরা ফুল হয়ে ফোটব। হয়ে উঠবো সুন্দর মানুষ, মু’মিন; পাপ পঙ্কিলতার পথ ছেড়ে সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দিব। এমনি দু’জন দাঈ-র মূল্যবান নসিহত দিয়ে সাজানো হয়েছে আপনার হাতে থাকা বইটি। এই বইটিও যেন একটি ফুল, এরও রয়েছে নানারঙের পাপড়ি, ভিন্ন ভিন্ন সুবাস। উল্টে দেখুন আর ফুল হয়ে ফোটতে প্রবেশ করুন গ্রন্থের রাজ্যে।
ভাষান্তর : মুহসিন আব্দুল্লাহ ও কায়সার আহমাদ
পৃষ্ঠা ২৪০
হার্ড কভার
'ফুল হয়ে ফোটো'। একটি ফুল এমনি এমনি ফোটে উঠে না। তা এমনি ঘ্রাণ ছড়ায় না, মেলে ধরে না রঙ-বেরঙের পাপড়ি। প্রয়োজন পড়ে... আরো পড়ুন
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳218 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳221 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদারপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳161 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
Umme Taspia Afaz – :
লেখক বইটিতে তার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা,কিছু মানুষের সাথে কথোপকথন তুলে ধরেছেন,আরো তুলে ধরেছেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ কিছু মানুষের গল্প যা আপনাকে আপনার ঈমান নিয়ে আরেকবার ভাবাতে শুরু করবে।
ফুল হতে চাইলে ইসলামকে আঁকড়ে ধরতে হবে।
M. Hasan Sifat – :
–
❒ বইটির আলোচ্য বিষয়—
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
মৃত্যু, দুনিয়া, আখিরাত এবং জীবনের লক্ষ্য-উদ্দেশ্যের আলোচনাই বইয়ের মূল বিষয়বস্তু । মূল্যবান কিছু কথামালায় উজ্জ্বল পদরেখা অঙ্কিত হয়েছে বইয়ে । উস্তাদ মোহাম্মদ হোবলস-এর আলোচনাগুলো প্রচন্ডভাবে দ্বীনভোলা মানুষগুলোর জন্য উপকারী । যেন ছোট ছোট অনেকগুলো মুক্তো । আলোচনায় উঠে এসেছে তাঁর নিজেরই প্রত্যাবর্তনের ঘটনা । আছে কিভাবে দুনিয়াকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে হয়, কিভাবে সাহাবীদের মতো করে জীবন সাজাতে হয়- সেসব কথা । মোট কথা তাঁর আলোচনাগুলোতে মানুষকে জাহিলিয়াত থেকে দ্বীনের পথে আহবান করা হয়েছে ।
আর শাইখ মুসা জিবরিলের আলোচনাগুলোতে উঠে এসেছে ঈমান, আকিদা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু পাঠ । আরো উঠে এসেছে আমাদের মাজলুম ভাই-বোনদের কথা । শাইখের আলোচনাগুলো অত্যন্ত ভারী এবং গুরুত্বপূর্ণ ।
বিষয়বস্তুর দিক থেকে বইটি সত্যিই অনেক উপকারী । প্রতিটি আলোচনাই যেন অন্তরাত্মা কাঁপিয়ে তোলার মতো ।
–
❒ পাঠ্যানুভূতি—
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
বইটি পড়ার পর বইটিকে একটি ফুল মনে হয়েছে । বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন সেই ফুলের পাঁপড়ি । প্রতিটি পৃষ্ঠা থেকে যেন আলাদা আলাদা সুবাস বেরিয়েছে । বইয়ের প্রথম ৩০টি অনুচ্ছেদ হলো উস্তাদ মোহাম্মদ হোবলস-এর লেকচার থেকে । ছোট ছোট আলোচনা হওয়ায় প্রতিটি অনুচ্ছেদ খুব দ্রুত শেষ হয়ে গেছে । কিন্তু শাইখ মুসা জিবরীলের আলোচনাগুলো বেশ দীর্ঘ । ফলে এই অংশে এসে দ্রুত শেষ করে পড়ার ছন্দে কিছুটা ব্যাঘাত ঘটেছে । তাছাড়া টাইপিং মিস্টেকও চোখে পড়েছে । বলতে গেলে প্রায় প্রতি পৃষ্ঠাতেই কিছু না কিছু ভুল রয়ে গিয়েছে । এই ব্যাপারটি অনেক জায়গায় মনোযোগের ব্যাঘাত ঘটিয়েছে । এটুকু বাদ দিলে বইটা সত্যিই অসাধারন । বইটি হার্ডকভার । অনুবাদও সহজ ও সাবলীল । ৩ জন অনুবাদকের ছোঁয়ায় বইটি হয়ে উঠেছে সুখপাঠ্য ।
–
❒ বইটি কাদের জন্য—
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
নয়টা থেকে পাঁচটা একটা যান্ত্রিক জীবনের চাকায় যারা ঘুরপাক খাচ্ছে বইটা তাদের জন্য । দ্বীনকে ভুলে,আখিরাতকে ভুলে যারা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, জীবনের আসল উদ্দেশ্য ছেড়ে মরীচিকার পেছনে ছুটে বেড়াচ্ছে এই বইটা তাদের জন্য ।
–
❒ কেন পড়বেন—
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
চোখ ধাঁধানো আলোর শহরে উদ্দেশ্যহীন জীবনগুলোতে সম্বিৎ ফিরে পেতে মাঝে মধ্যে কিছু ঝাঁকুনির দরকার । এই বইটা আপনাকে সেই ঝাঁকুনিটাই দেবে । বইয়ের প্রতিটি লেখা আপনাকে আপনার জীবন সম্পর্কে নতুন করে ভাবাতে বাধ্য করবে । নতুন নতুন দিক উন্মোচিত করবে আপনার দৃষ্টিপটে । অন্তরকে বিগলিত করতে, মনকে আখিরাতমুখী করতে আর ঈমান-আমলে দৃঢ়তা বজায় রাখতে বইটি অবশ্যই পড়া উচিত ।
–
═════════════════════════
বইটি প্রকাশিত হয়েছে “পথিক প্রকাশন” থেকে ।
প্রচ্ছদ মূল্য— ৪০০ টাকা ।
পৃষ্ঠা সংখ্যা— ২৪০