ফ্রম মাই সিস্টার্স লিপস্
মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শুধু দুটো চোখ দেখা যাচ্ছে—পশ্চিমের কোনো দেশের রাস্তায় এই বেশে একজন মুসলিম নারী হেঁটে যাবে আর কিছু মানুষ তীব্র প্রতিক্রিয়া দেখাবে না—এ অস্বাভাবিক। কখনো আতঙ্ক, কখনো ভয়, কখনো বা ভূত দেখে চমকে উঠার মতো পরিস্থিতি খুব স্বাভাবিক। কিন্তু কখনো কি ভাবা হয়েছে পর্দার আড়ালে আসলে সে কে? তার অন্তরালের জীবনটা কেমন? তার চিন্তাভাবনা, আশা, আকাঙ্ক্ষা কি আমার আপনারই মতো, নাকি ভিন্ন কিছু?
ফ্রম মাই সিস্টারস’ লিপস্ বইয়ে নাইমা রবার্ট সবিস্তারে বর্ণনা করেছেন তার ইসলামে আসার গল্প, যেখানে আসাটাই ছিল তার কাছে সবচেয়ে বেশি যৌক্তিক। আর আছে বিগত বছরগুলোয় তার সাথে পরিচয় হওয়া কজন বিস্ময় নারীর গল্প—যারা তার মতোই ইসলামকে স্বেচ্ছাবরণ করে নিয়েছেন। সব মিলিয়ে এ এক হাত ধরাধরি করে পথচলার কাহিনী। বিয়ে থেকে শুরু করে মাতৃত্ব, জীবন, আত্মসমর্পণ, আত্মছবি—সবকিছুর মিশেলে এ হচ্ছে কিছু দৃঢ় আওয়াজ, গর্বিত কণ্ঠস্বর—যা সচরাচর শোনা যায় না।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন315 ৳227 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন156 ৳115 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন330 ৳238 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳160 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স275 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন200 ৳150 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
hotযে আফসোস রয়েই যাবে
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন288 ৳213 ৳একটি অফার! ধরুন, আপনাকে পঞ্চাশ হাজার টাকা ...
-
hotতিনিই আমার রব
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন272 ৳201 ৳অনুবাদক: আব্দুল্লাহ মজুমদার সম্পাদনা: আকরাম হোসাইন সহ-সম্পাদনা: আব্দুল্লাহ ...
-
mrmahmud539 – :
Sabiha Jannat – :
✿লেখিক- নাইমা বি. রবার্ট
∎ বইটি কী নিয়ে লেখা?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
একদল বিদেশি নওমুসলিমা বোনদের হাত ধরাধরি করে ইসলামের পথে আসা এবং এ পথে তাদের নানান বাঁধা বিপত্তি,আশা,হতাশা,নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, প্রথম অভিজ্ঞতা ও ভালোলাগা গুলো নিয়ে শিক্ষনীয় একটি বই–❝ফ্রম মাই সিস্টার্স লিপ্স❞
–
∎ কী কী জানতে পারবেন?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
● নাস্তিকতা,পথভ্রষ্টতা থেকে প্রথম দ্বীনে ফিরে আসাটা আসলে কেমন? তাদের প্রথম সালাত,প্রথম মসজিদে যাওয়ার অভিজ্ঞতা গুলো কেমন হয়?
● নিকাহ ও ওয়ালিমা,বাচ্চা লালনপালনের বিষয় এবং স্বামী স্ত্রীর মধ্যেকার সমস্যাগুলোর ইসলামিক সমাধান কিভাবে করতে হবে?
● ইসলামের দৃষ্টিতে “সিস্টারহুড” আসলে কেমন হওয়া উচিৎ? এসবকিছু জানা যাবে এই বইয়ের মাধ্যমে ঈন শা আল্লাহ!
∎ কাদের জন্যে বইটি?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
● শুধু বোনদের জন্য নয়,দ্বীনকে মজবুত করতে মুসলিম ভাইদের জন্যেও বইটি জলন্ত অনুপ্রেরণা।
● আপনার সংসার আর কাজের মাঝে কিভাবে দ্বীনী ভারসাম্য বজায় রাখবেন তা নিয়ে আপনি দ্বিধা-দ্বন্দে ভুগছেন, তাহলে বইটি অবশ্যই পাঠ্য আপনার জন্যে।
● আপনি জন্মগত ভাবে মুসলিম হয়েও দ্বীনের ব্যাপার উদাসীন, বইটি আপনার জন্যেও।
∎ বেস্ট পার্ট কী?
▔▔▔▔▔▔▔▔▔
জন্মসূত্রে পাওয়া ইসলাম ধর্মটাকে আমরা কতই না অবজ্ঞা করি!— তা কিছু নওমুসলিম বোন তাদের ত্যাগ,আত্মসমর্পণ,ও উপলব্ধির মাধ্যমে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে,ঈন শা আল্লাহ!
∎ কিছু সমালোচনা–
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বইতে হঠাৎ হঠাৎ একজনের বক্তব্যের মাঝে অন্যজনের বক্তব্য চলে এসেছে যা প্রথমে বুঝতে একটু ঝামেলা হয়েছে যে কার উক্তি কোনটা, তবে পড়তে পড়তে আয়ত্তে চলে আসবে।
∎ মন্তব্য
▔▔▔▔▔
আল্লাহকে কিভাবে ভালোবেসে দ্বীনকে সবার আগে রাখতে হয় তা এই বোনদের পথচলাগুলো আমাদের উপলব্ধি করতে শেখাবে ঈন শা আল্লাহ। বই এর প্রচ্ছদের কালার কম্বিনেশন আমার কাছে এতটাই চমৎকার লেগেছে যে মাঝে মধ্যেই প্রচ্ছদের সৌন্দর্যে মুগ্ধ হতে হয়েছে।
বই এর লিংক-https://www.wafilife.com/shop/books/from-my-sister%27s-lip/
Sumaya Tabassum – :
লেখিকা নাইমা বি.রবার্ট। তার আন্তরিকতা আমার অন্তরকে ছুঁয়ে গেছে।তিনি এমনকি ব্যক্তিগত জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ও এ বইতে আলোচনা করেছেন।হয়তো কেউ শিখবে এ বই থেকে।
তিনি অন্য অনেকের মতোই গতানুগতিক জীবন যাপন করছিলেন। একবার কনসার্ট করতে মিশর গিয়েছিলেন। সেখানে এক হিজাব করা মহিলাকে দেখে মুগ্ধ হয়েছিলেন। এত বেশি মুগ্ধ হয়েছিলেন যে কথা বলতে ভুলে যাচ্ছিলেন।নাইমা তাকে প্রশ্ন করলেন,”তুমি নিজেকে ঢেকে রাখো কেন?তুমি তো খুব সুন্দরী। ”
সে উত্তর দিল, ”কারণ আমি চাই আমি যা বলি এবং যা করি,তা দিয়ে মানুষ আমাকে বিচার করুক-আমি দেখতে কেমন, তা দিয়ে নয়।”
এ ঘটনার পর,নাইমা নিজেকে প্রশ্ন করলেন যে সৌন্দর্য ছাড়া শুধুমাত্র নিজের ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস তার আছে কি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সাহস দিয়েছেন।
এ বইতে নাইমা নিজের পাশাপাশি আরও কিছু বোনের কথা উল্লেখ করেছেন যাদের সাথে তিনি হাত ধরাধরি করে পথ চলেছেন। এখনো চলছেন।মুসলিমারা যে পরস্পর বোন-এ বিষয়টা খুব ভালোভাবে উঠে এসেছে তার লেখায়।তিনি কীভাবে মুসলিম হলেন,এ জন্য তাকে কত খোঁজখবর নিতে হয়েছে, কত পড়াশোনা করতে হয়েছে সেগুলো উঠে এসেছে।প্রাসঙ্গিক উঠে এসেছে স্বামী নির্বাচন, বিয়ে,সংসার-দায়িত্ব,কর্তব্য, অধিকার, ক্যারিয়ার,প্রায়োরিটি,বাচ্চাদের প্রতি যত্ন- সবকিছুই।
এছাড়াও, সবকিছু ছাপিয়ে আপনি ‘জীবন সম্পর্কে’ একজন মুসলিমার দৃষ্টিভঙ্গি জানতে পারবেন।জন্মগতভাবে মুসলিম হওয়া আর প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলা এক না।
আত্মসমর্পণের ধাপে ধাপে রয়েছে ‘মানুষ কী ভাববে’-এসব চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার মানসিকতা।এই ধাপগুলো নওমুসলিম ঐ বোনদের জন্য সহজ ছিলনা।কিন্তু তারা হাল ছেড়ে দেননি। তারা তাদের পরিবারকে ছেড়েছেন, ছেড়েছেন বন্ধু -বান্ধব,খ্যাতি, তথাকথিত সামাজিকতা।
পূর্বের উচ্ছৃঙ্খল,অশান্ত জীবনের সাথে বর্তমানের প্রশান্তিময় জীবনের তুলনা করলেই তারা বুঝতে পারেন -দীন ইসলাম তাদেরকে আসলে কী দিয়েছে,তারা কত বেশি ভালো আছেন।
আপনি আরও জানতে পারবেন, ইসলামে ‘সিস্টারহুড’ আসলে কত আন্তরিক একটা সম্পর্ক। অন্যকে কটাক্ষ করা,ছোট করা,আড়ালে সমালোচনা করা,অন্যকে ছাড়িয়ে যাওয়া,অপমানিত করা,অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবা-এগুলোর কোনো স্থানই নেই দীন ইসলামে।সম্পর্কটা একদম আন্তরিক। এখানে,বোনেরা নিজের চেয়ে অপর বোনকে বেশি প্রাধান্য দেন।আমার প্রয়োজন সত্ত্বেও অন্যকে দিয়ে দেওয়ার যে মানসিকতা -তা শুধুমাত্র ‘ইসলামি সিস্টারহুডেই’ পাওয়া সম্ভব।একটা নিঃস্বার্থ সম্পর্ক। শুধুই আল্লাহর জন্য ভালোবাসা। একসাথে হাত ধরাধরি করে আল্লাহর দিকে ছুটে চলা।
যারা দীনে ফিরতে চাচ্ছেন, তাদের জন্য ধাপে ধাপে সাহায্য করবে এই বইটা।লেখিকার আন্তরিকতা আপনার অন্তরে আঘাত করবেই-ইন শা আল্লাহ।