ফিতনার যুগে করণীয়
প্রকাশনী : ইহসান পাবলিকেশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা
পৃষ্ঠা : 200, কভার : পেপার ব্যাক
ঘনীভূত মেঘের মতো ক্রমাগত ধেয়ে আসা ফিতনা; গভীর অন্ধকার রাতের মতো কিংবা গায়ে গায়ে ধাক্কা লাগা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, অন্ধ ও বধিরের মতো সবার ওপর চড়াও হওয়া ফিতনা; যাতে পড়ে মানুষের জ্ঞান লোপ পায় এবং অন্তর মরে যায়— এসব ফিতনা থেকে কেবল সে-ই বাঁচতে পারে, যাকে মহা মহিয়ান আল্লাহ রক্ষা করেন।
ফিতনা থেকে বাঁচতে ফিতনা সম্পর্কে জানতে হবে, জ্ঞান ও প্রজ্ঞায় সজ্জিত হতে হবে। আমল ও সাধনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। যাতে করে যেকোনো ফিতনা ধেয়ে আসলে সেটি থেকে নিজেকে রক্ষা থাকা যায়। এইসব বিষয়ে দিকনির্দেশনা পেতে বাংলাভাষী পাঠকদের জন্য ‘ফিতনার যুগে করণীয়’ বইটি হবে অনন্য ও অসাধারণ।
ঘনীভূত মেঘের মতো ক্রমাগত ধেয়ে আসা ফিতনা; গভীর অন্ধকার রাতের মতো কিংবা গায়ে গায়ে ধাক্কা লাগা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, অন্ধ ও বধিরের মতো সবার ওপর চড়াও হওয়া ফিতনা; যাতে... আরো পড়ুন
-
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotআল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়াপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন175 ৳129 ৳জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳314 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
save offসাইকোলজি ইসলামি দৃষ্টিকোণ
লেখক : ড. আইশা হামদানপ্রকাশনী : সীরাত পাবলিকেশন334 ৳250 ৳অনুবাদ: সিফাত-ঈ-মুহাম্মদ সম্পাদনা: ডা. শামসুল আরেফীন পৃষ্ঠা সংখ্যা: ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳245 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
hotহিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাতপ্রকাশনী : নাশাত220 ৳154 ৳সম্পাদক : মুহাম্মাদ আফসারুদ্দীন পৃষ্ঠাসংখ্যা : ১৬০ বাঁধাই ...
-
save offশয়তান যেভাবে ধোঁকা দেয় (তালবিসে ইবলিস)
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : দারুল আরকাম700 ৳350 ৳ভাষান্তর : মুফতি আবু সাআদ পৃষ্ঠা : ৪৮০ দ্বিতীয় ...
-
hotজিন ও শয়তানের জগৎ
লেখক : ড. উমার সুলায়মান আল আশকারপ্রকাশনী : সীরাত পাবলিকেশন280 ৳210 ৳জিন, শয়তান—এই দুটো বিষয় নিয়ে আমাদের ...
-
hotতিনিই আমার রব (২য় খণ্ড)
লেখক : শাইখ ড. রাতিব আন-নাবুলুসিপ্রকাশনী : সমকালীন প্রকাশন260 ৳182 ৳সম্পাদনা : উস্তায আবুল হাসানাত কাসিম, ...
-
Sheikh Israt – :
একের পর এক ফিতনা আসতেই থাকবে।
ফিতনার ব্যাপারে স্বয়ং আল্লাহ তায়ালা বলেন,
আর ফিতনা হত্যার চেয়েও বড়’।
( সূরা বাকারা: ২১৭)
আর বিশ্বনবী (স.) এই ফিতনার ব্যাপারে আমাদের বার বার সতর্ক করেছেন। তিনি ফিতনাকে কবরের চেয়ে ভয়ংকার বলেছেন। কবরে ঈমান হারা হওয়ার ভয় নেই কিন্তু ফিতনায় ঈমান হারা হওয়ার ভয় আছে।
আর যে তোমাদের মধ্য থেকে তাঁর দীন থেকে ফিরে যাবে, অতঃপর কাফির অবস্থায় মৃত্যু বরণ করবে, বস্তুত এদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে এবং তারাই আগুনের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে।
( সূরা বাকারা : ২১৭)
এই আয়াত দ্বারা আল্লাহ তায়ালা ফিতনার কথা বুঝিয়েছেন।
আর উম্মাতে মুহাম্মাদির ওপর ফিতনা সংঘটিত হবেই বৃষ্টির ন্যায় যেমনটি হাদিসে আছে,
উসামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (স.) মদিনার কোন একটি পাথর নির্মিত গৃহের উপর আরোহণ করে বললেনঃ আমি যা দেখি তোমরা কি তা দেখতে পাচ্ছ? (তিনি বললেন) বৃষ্টি বিন্দু পতিত হওয়ার স্থানসমূহের মত আমি তোমাদের গৃহসমূহের মাঝে ফিতনার স্থানসমূহ দেখতে পাচ্ছি।
( সহিহ বুখারী:১৮৭৮)
ইমাম নববি (রহ.) বলেন,
‘ ফিতনা ঘটার স্থানসমূহকে বৃষ্টি পড়ার স্থানসমূহের সাথে মিলিয়ে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে,ফিতনা অনেক হবে এবং অধিক ব্যাপক হবে।
হুজাইফা (রা.) বলেন,
‘ ফিতনা থেকে সাবধান থেকো।তোমাদের কেউ যেন ফিতনার নিকটবর্তী না হয়। আল্লাহর শপথ,তোমাদের যে ব্যাক্তি ফিতনার কাছে যাবে, ফিতনা তাকে গ্রাস করবে,সেইভাবে যেভাবে প্রবল ঢল ঘরবাড়িকে ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে ফেলে। ফিতনা আবির্ভাবকালে সংশয়পূর্ণ হবে।
তাই আমাদের ফিতনা থেকে বাচঁতে ফিতনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। ফিতনা সম্পর্কে জানতে হবে, শুধু ফিতনা সম্পর্কে জানায় যথেষ্ট নয় ফিতনার যুগে আমাদের কি করণীয় তা জানাও জরুরি।
‘ ফিতনার যুগে করণীয় ‘ বইটি যে কারণে পড়া উচিত:
বইটিতে লেখক সুন্দর ভাবে ফিতনা ব্যাপারে উল্লেখ করেছেন..।
তন্মধ্যে কিছু টপিক উল্লেখ করা হলোঃ
ফিতনার পরিচয়
ফিতনা আসবেই
ফিতনার দিনে সবর
ফিতনায় স্থিরতার উপায়
ফিতনা থেকে বাঁচার পদ্ধুতি/উপায়।
ফিতনাকালে নেক আমল
এছাড়াও,
নবীজীর সতর্কবাণী
কুরআন সুন্নাহর অনুসরণ
সংযত জবানসহ আরো টপিক আছে যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ফিতনা ওতঁ পেতে বসে আছে।
যেমন কুরআনে বর্ণিত আছে,
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো তোমাদের জন্য ফিতনাস্বরুপ..।
( সূরা তাগ্বাবুন:১৫)
. – :