3 রিভিউ এবং রেটিং - এটা সালাফগণের মানহাজ নয়!
Showing 3 of 3 reviews (5 star). See all 3 reviews
▢ সাইজ: ৫.৫ X ৮.৫ ইঞ্চি।
▢ কাগজের ধরন : উন্নতমানের অফসেট ৮০ গ্রাম (ক্রিম কালার)
‘এটাই সালাফগণের মানহাজ’-এই বুলি বর্তমানে সবাই আওড়ায়। আসলে তারা নিজেদের স্বার্থ ও পছন্দনীয় মত রক্ষার্থে নিজেদের মানহাজকে ‘সালাফগণের মানহাজ’ বলে চালিয়ে দিচ্ছে। এরূপ ভেজাল, বিভ্রান্ত মানহাজে বাজার সয়লাব। বিভ্রান্তির এই বাজারে প্রকৃত ‘সালাফগণের মানহাজ’-এর সন্ধান দিতেই বইটি সাজানো হয়েছে। এতে ৫৪টি পয়েন্টে প্রমাণসহ প্রাঞ্জলভাবে ‘এটা সালাফগণের মানহাজ নয়’ বর্ণনা করা হয়েছে।
Wafilife is a leading book shop in Bangladesh. We offer thousands of islamic, general and academic books at a discounted price. We provide good packaging with low shipping cost all over the Bangladesh.
habibayeasmintonni – :
★ফিতনার এই জামনায় সবাই বিভ্রান্ত হয় এত দল, মত,ফিরকা এর মধ্যে কোন টি সেই নাজাত প্রাপ্ত দল।
❝রাসুল (সঃ) বলেছেন,,বনী ইসরাঈল ৭২ মিল্লাতে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ মিল্লাতে বিভক্ত হয়ে যাবে, তাদের সবগুলোই জাহান্নামে যাবে, কেবল একটি মিল্লাত ছাড়া।সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসুল,সেই একটি মিল্লাত কারা?তখন রাসুল (সঃ) বললেন, ‘যার উপর আমি আছি ও আমার সাহাবিরা আছে।’❞(তিরমিজি)।
সেই নাজাত প্রাপ্ত দলের অনুসারী হওয়ার জন্য আমাদের সালাফ দের পথ তাথা মানহাজকে খুজতে হবে।’সালাফে সালেহিন’ অর্থ: পুণ্যবান পূর্বসূরি। আর সালাফে সালেহিন বা সালাফ দ্বারা উদ্দেশ্য হল, ইসলামের প্রথম তিন শতাব্দীর ঐ সকল পুণ্যবান ব্যক্তিবর্গ যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই উম্মতের ‘শ্রেষ্ঠ মানুষ’ হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন।যারা মানহাজ সম্পর্কে জানে না, তারা সবার পিছনেই দৌড়াতে থাকে।যে-ই কোরআন হাদীসের নাম নেয় এরা তাদের কথায় মেনে নেয়, যদিও তারা কোরআন ও হাদীসকে নিজের মতো করে ব্যাখ্যা করে। এসব ফির্কা সালাফদের বিশুদ্ধ মানহাজ থেকে দূরে যেতে যেতে একেবারে দ্বীন থেকে বেরিয়ে গিয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়।
নাজাত প্রাপ্ত দলকে পেতে হলে অবশ্যই সালাফদের মানহাজ সম্পর্কে ইলম অর্জন করতে হবে। এর জন্য ❝এটা সালাফা গনের মানহাজ নয় ❞বইটি অপরিহার্য।
✍️আত্ম অভিমতঃ
বইটি না পড়লে হয়তে জানতামই না সালাফ কি মানহাজ কি?ফিরকা পূর্ণ এই সময় বইটা প্রত্যেক জেনারেল পড়ুয়া মানুষের জন্য অধিক প্রয়োজনীয়। মানহাজ সম্পর্কে জ্ঞান না থাকলে মানুষ সহজেই যেকোনো ফিরকা নিপতিত হয়ে যেতে পারে। এই বইটির গুরুত্ব মূল্যায়ন করার যোগ্যতা আমাদের নেই।
quazirashik9 – :
সঠিক মেথডলজি নিয়ে জানতে, ধর্মীয় গোঁড়ামি, উগ্রতা, এবং পথ ভ্রষ্টতা রোধ করতে খুবই সময় উপযোগী একটি বই।
hm.official163 – :