মেন্যু
ekti lal notebook

একটি লাল নোটবুক

কভার : পেপার ব্যাক

একটি লাল নোটবুক’ একজন মাদ্রাসাপড়ুয়া সহজ-সরল ছেলে এবং তার লেখা নোটবুকটিকে ঘিরে। যেটিকে কেন্দ্র করে ঘটতে থাকে অনেক ঘটনা।

পরিমাণ

120  240 (50% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

11 রিভিউ এবং রেটিং - একটি লাল নোটবুক

4.8
Based on 11 reviews
5 star
90%
4 star
0%
3 star
9%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    Azmin Akther Eva:

    #ওয়াফিলাইফ_পাঠকের_ভাল_লাগা_মে_২০২০

    রিভিউ নং-১

    বইঃ একটি লাল নোটবুক
    লেখকঃ Mahin Mahmud
    প্রকাশনীঃ Maktabatul Hasan
    মূল্যঃ ২০০ টাকা

    ★বই কেনার গল্পঃ-
    —————————
    এই বইয়ে আছে আমার প্রথম বই কেনা শুরুর গল্প। মাকতাবাতুল হাসান প্রকশনার সদস্যদের ভালো ব্যবহার আমাকে মুগ্ধ করে। বই মেলায় শেষ দিন। উনাদের স্টলের এক সদস্য আমার হাত তিনটা বই ধরিয়ে বলে কিনতে হবে না, পড়ে দেখেন। ভালো লাগলে নিয়ে যান। বিষয়টি অবাক করে। ভাবছিলাম ফ্রি তে দিবে নাকি!! বইগুলো বেশ ভালো লাগায় কিনে নিলাম। উনারা হাদিয়া স্বরূপ দুইটা নোট বুক দিয়েছিলেন আমাকে এবং আমার ছোট ভাইকে।

    ★বইটি কি নিয়ে লেখাঃ-
    ————————————
    উপন্যাসও যে ইসলাম প্রচারের ভাল একটি মাধ্যম হতে পারে তা মাহিন মাহমুদ তাঁর “একটি লাল নোটবুক” এ তুলে এনেছেন। অসাধারণ লেগেছে বইটি।ইসলামি ভাবগাম্ভীর্যপূর্ণ খুব সুন্দর এই উপন্যাসটি। সকল ভাই-বোনদের এটি পড়া উচিত।
    এটি একটি উপন্যাস। ব্লগার হত্যার দায়ে ফেঁসে যায় এক মাদ্রাসার ছাত্র। সব প্রমাণ ছাত্রটির বিরুদ্ধে। সি সি ক্যামেরার ফুটেজে তাকেই দেখা গেছে। পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়ায় সে। তাকে এবং তার লেখা লাল নোটবুকটি খুঁজতে থাকে পুলিশ। কী আছে সেই নোটবুকে? কে-ই বা প্রকৃত হত্যাকারী? কি ঘটে শেষ পর্যন্ত?

    ★যা আছে বইটি তেঃ-
    ———————————-
    বইটি অনেক ভালো লেগেছে। বইটি পড়তে গিয়ে একটুও বিরক্তি লাগেনি। লেখক মাহিন মাহমুদ তার উপন্যাসটি খুব সুন্দরভাবে সাজিয়েছেন। শুধু মাত্র একটি নোটবুক পড়ে নাবিলা পরিবর্তন হয়ে যায়। এমনকি মারুফ সালাউদ্দিনের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজেকে বিসর্জন দেন। নাবিলার এই পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। উপন্যাসটিতে প্রেমের কোন ছোঁয়া নেই কিন্তু ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। এক পর্যায়ে নাবিলা মারুফ সালাউদ্দিনের গুণে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলে।
    আমি বইটি শেষ না করা অব্ধি শান্তি পাচ্ছিলাম না। কেননা, তখনো প্রকৃত খুনী কে? তা জানতে পারিনি। লেখক একদম শেষে ব্লগার হত্যার খুনীর পরিচয় দিয়েছেন। কিন্তু তখনো যেনো ঘোর কাটেনি কি করে সম্ভব এই লোকের দ্বারা একজন ব্লগার হত্যা করা।

    ★বইটি যাদের জন্যঃ-
    ——————————–
    যারা উপন্যাস পড়তে অভ্যস্ত না তারা বইটি পড়লে অভ্যাস হবে৷ উপন্যাসটি এমন যে পড়তে পড়তে ই প্রশ্নই তৈরি করবে পাঠকের মনে। অদ্ভুত এক আকর্ষণ পাঠককে টেনে নিয়ে যাবে বইটির শেষ পর্যন্ত।

    ★ভালো লাগাঃ-
    ———————————–
    সহজ গল্প ভাষ্য, সরল শব্দ ব্যঞ্জনায় একটি মৌলিক গল্প কে অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে এই বইয়ে। একজন আদর্শ মাদ্রাসা ছাত্র ‘মারুফ’র। ইলম-আমল, আদব-লেহাজ কোন দিকেই তার কমতি নেই। এমন একটি ছাত্র কে নিয়ে শিক্ষকরা স্বপ্ন দেখেন একদিন সে বড় আলেমে দ্বীন হবে, তাঁর চমৎকার বাগ্মীতায় পথ খুঁজে পাবে হাজারো পথ হারা মুসলিম।

    উপন্যাসের মারুফের চরিত্র টা আমার খুব বেশি ভালো লেগেছে। ভালো গেলেছে তার দেওয়া নাবিলার নাম টি ” চুলবৃষ্টি”। উপন্যাসের প্রতিটা লাইন ই আমার মন কে নাড়া দিয়েছে।

    ★পাঠ অনুভূতিঃ-
    —————————
    অনেক কিছু জানতে পেরেছি এই বইটিতে, পেয়েছি কিছু অজানা প্রশ্নের উত্তর। সব কিছু মিলিয়ে চমৎকার এই বইটি। আশা করি ভালো লাগবে সবার।
    অনুভূতি প্রকাশের আর কোন ভাষা পাচ্ছি না
    যে লিখব! তবে খুব ভালো লেগেছিল বইটি।

    ★শিক্ষনীয় দিকঃ-
    —————————-
    আমার কাছে এই উপন্যাসের শিক্ষানীয় দিক হলো,, মাদ্রাসায় পড়লেই কেউ জঙ্গিবাদী হয় না। তবে সমাজে দাড়ি, টুপি, পান্জাবী আর নামাজ-কালাম ঠিক ভাবে পড়লেই জঙ্গি বলে আখ্যা দেওয়া হয়। ইসলামের পক্ষ নিয়ে সামান্য প্রতিবাদ করলে ত সিয়োর ভাবে ধরে নেওয়া হয় জঙ্গি।
    .
    ★লেখক পরিচিতঃ-
    ——————————-
    জনপ্রিয় তরুণ লেখক মাহিন মাহমুদ ইসলামি সাহিত্য অঙ্গনে উপন্যাসকে নতুনভাবে উপস্থাপন করে যাচ্ছেন । সামজিক, পারিবারিক চিত্রের পিঠে রহস্য আর গল্পের ধারাবাহিকতা তার প্রতিটি উপন্যাস পাঠকপ্রিয়তা লাভ করেছে।

    11 out of 11 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    abdur0rahman99:

    মানুষ হিসেবে আমরা গল্পপ্রিয়। গল্প পড়তে ভালোবাসি। কিন্তু পড়ার সময় খেয়াল করিনা যে গল্প আমি পড়লাম তার থেকে কি বুঝলাম বা শিক্ষনীয় কি। কিন্তু এর বিপরীতে আমরা যদি আমাদের গল্পের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে পড়তে ও শিখতে পারতাম তাহলে কতইনা উত্তম হতো?
    সেই সাথে সাহিত্যের প্রকৃত স্বাদও আস্বাদন করা যেত । সেই লক্ষ্য সামনে রেখে প্রখ্যাত লেখক মাহিন মাহমুদ লিখেছেন এক অনন্য উপন্যাস। যার নাম “আধার মানবী” কিতাব। এটি এমন একটি উপন্যাসের বই যার নামের মধ্যেই সুপ্ত আগ্রহবোধ লুকিয়ে রয়েছে।
    ,
    সার-সংক্ষেপ:-
    তাবলীগে মেহনত করা ভদ্র ছেলে মারুফ। মারুফ বন্ধুদের সাথে মিলে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। সবাইকে ইসলামের দাওয়াত বেড়ান।
    ঘটনাক্রমে এক ব্লগার হত্যার দায়ে ফেঁসে যায় যায় মারুফ। সি সি ক্যামেরায় মারুফকে একটি লাল নোটবুক হাতে সেই ব্লগারের বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে। লাল রঙের নোটবুকটিকে কেন্দ্রকরে ঘটে যায় নানান ঘটনা। কি লেখা আছে সেই নোটবুকে? মারুফ কি তাহলে আসলেই খুনি?
    এদিকে উপন্যাসের নায়িকা নাবিলা। বাসের পাশাপাশি সিটে যেতে যেতে মারুফের সাথে তার পরিচয়। শেষ পর্যন্ত কি ঘটে নাবিলা ও মারুফের ভাগ্যে ? জানতে হলে পড়ুন একটি লাল নোটবুক।
    ,
    ব্যাক্তিগত অনূভুতি:-
    বইটির কভার, প্রচ্ছদ, বাইন্ডিং বেশ ভালো।  সহজ, সাবলীল ও বোধগম্য ভাষায় রচিত। সকলের বোধগম্য করে বলতে পারাটা লেখকের একটি বিশেষ গুন।  বইতে বাস্তবতা ও সুন্দর উপস্থাপনার এক অপূর্ব মিশেল। সকলের জন্যই রয়েছে চিন্তার খোরাক। এছাড়াও উপন্যাসের শেষে রয়েছে আকর্ষণীয় টুইস্ট। যা পড়ার পর অনেকেই অবাক করবে।
    তাই সকলের নিকট অনুরোধ একটি লাল নোটবুক উপন্যাসটি একবার হলেও পড়ুন।
    5 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Muhammad Abdul Wares:

    উপন্যাসও যে ইসলাম প্রচারের ভাল একটি মাধ্যম হতে পারে তা মাহিন মাহমুদ তাঁর “একটি লাল নোটবুক” এ তুলে এনেছেন। অসাধারণ লেগেছে বইটি, তবে ছোট গল্পের মত শেষ হয়েছে।
    3 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    muslimahrazia:

    মাশা’আল্লাহ…।। অসাধারণ একটি বই। প্রথম এই ধরণের একটি ইসলামিক থ্রিলারমূলক উপন্যাস পড়লাম । একটাই অনুযোগ… বইটি আরও একটু বিশদভাবে লেখা হলে খুশি লাগতো অনেক… কারণ পড়া শেষ করতেই মন চাচ্ছিল না।
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 3 out of 5

    mdazum99:

    সুন্দর সাবলিল এবং সহজ ভাষায় লেখা থ্রিলার মূলক কাহিনী, তবে কিছু কমতি লক্ষ করেছি ।
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top