এক দিঘল দিনে নবিজি ﷺ
এই তো খেজুর গাছের শহর। প্রাণচঞ্চল হৃদয়গুলোর শহর। এখানেই তাঁর হৃদয়ের বসত। যখন এসেছিলেন দীপ্তিময় হয়ে উঠেছিল শহরের প্রতিটি কোণ। এই শহর, শহরের মানুষ আর প্রকৃতি তাকে জড়িয়ে নিয়েছিল নিবিড় করে। খানিক দূরে ব্যথার স্মৃতিমোড়া সেই উহুদ পাহাড়, কত ভালোবাসার টান এর সঙ্গে। শহরপুরীর প্রতিটা অলিগলির কাছে অতি আপন তাঁর পায়ের চিহ্ন। অনতিকাল পর এখানেই গড়ে উঠবে তাঁর মাসজিদ, সঙ্গে লাগোয়া ছোট্ট একটি কুটির। এই মাসজিদের আঙিনাতে তাকে ঘিরে জড়ো হবে সেই মহান একদল মানুষ, যারা তাঁর অনুসরণে উদগ্রীব। তিনি হবেন তাদের ছায়াসঙ্গী। তবে সবচেয়ে মধুর সম্পর্কটি হবে আল্লাহর সঙ্গে।
.
আমরা আজ নবিজি ﷺ-এর সাথে কাটাব সকাল থেকে সন্ধ্যা। দেখব তাঁর প্রতিটি নিমেষ। চোখ মেলে অবলোকন করব তাঁর মহৎ অথচ সাদাসিধে জীবন। তাঁর ব্যস্তময় দিনমানে ছড়িয়ে আছে স্বতঃস্ফূর্ততা। সবকিছুর মাঝে আছে ঐকতান। কত খোরাক ছড়িয়ে আছে সেথায় আমাদের জন্য।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳234 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotআর রাহীকুল মাখতূম
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স750 ৳525 ৳আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। ...
-
hotনবি জীবনের গল্প
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন245 ৳171 ৳আরিফ আজাদের নতুন বই 'নবি জীবনের ...
-
hotরাসূলের চোখে দুনিয়া (কিতাবুয যুহদ) (হার্ড কভার)
লেখক : ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)প্রকাশনী : মাকতাবাতুল বায়ান275 ৳201 ৳দুনিয়া এক রহস্যঘেরা জায়গা। এখানে মানুষ ...
-
hotআস-সুন্নাহ প্যাকেজ (৩টি বই একত্রে)
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স1,290 ৳903 ৳উস্তাদ মুহাম্মাদ হুবলস বলেন, "আমরা রসূল ...
-
featureপ্রোডাক্টিভ মুসলিম
লেখক : মোহাম্মাদ ফারিসপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স280 ৳‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির ...
-
hotতিনিই আমার রব
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন290 ৳212 ৳প্রকাশকের কথা: বইটির রচয়িতা শায়খ আলী জাবের ...
-
save offকুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স360 ৳252 ৳পৃষ্ঠা: ৩৬৮ কভার: হার্ড কভার 'সতর' এর সংজ্ঞা ...
-
omarsunny6 – :
বইটি পড়তে আমার বেশ কিছুদিন সময় নিয়ে নিয়ে পড়তে হয়েছে। তবে যখনই পড়তে বসতাম তখনই মনে হত চলে গেছি সেই সাড়ে চৌদ্দশ বছর আগে সেই নবিজি মুহাম্মাদ (স.) এর কাছাকাছি। লেখক অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সেই ঘটনা গুলো এই বইটিতে, যা সকলের জন্য মনে এক শান্তির ছায়া ফেলবে। কখনও কখনও চোখের কোনে পানিও চলে আসবে নিজের অজান্তেই। বইটি পড়তে পড়তেই বুঝে যাবেন আপনি কতটা ভালোবাসেন প্রিয় নবী হযরতম মুহাম্মাদ (স.) কে। মহান আল্লাহ লেখক আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরি এবং অনুবাদক মাসুদ শরীফ ভাইকে এর উত্তম প্রতিদান দান করুন। আমিন
Md. Mainul Arefeen – :
মনে হচ্ছিল সারাদিন নবীজি(সাঃ)র সাথে মদিনার অলিতে গলিতে হেটে বেড়াচ্ছি। এক সময় বইয়ের পৃষ্ঠা শেষ হয়ে আসছিল তাই মন খারাপ হচ্ছিল। যদি এভাবে নবীজির সাথে অনন্তকাল থাকতে পারতাম!
দরুদ ও সালাম প্রিয় নবীজির(সাঃ) এর সানে।
Tasnim Sanzida – :
বিষয়বস্তুঃ
বইটিতে মদীনাতে নবীজির নিত্যদিনের ঘটনা সম্পর্কে বলা হয়েছে। বইটি অনেকটা ডায়েরির মত, তিনি সারাদিন কি কি করে সময় কাটাতেন তার বর্ণনা দেয়া আছে। এমন ভাবে বলা হয়েছে যাতে করে পাঠক খুব সহজ ভাবে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবীদের মানসপটে ভাসিয়ে নিতে পারেন আর সেই সাথে খুব সহজে সুন্নাতগুলো আদায় করতে পারেন। নিত্যদিনের কিছু দোয়ার কথাও বলা হয়েছে বইটিতে।
কী পাব বইটিতেঃ
খুব স্বতঃস্ফূর্ত এবং সাদাসিধা ছিল নবিজীর জীবন। তিনি আনন্দ ভাগাভাগি করে নিতে পছন্দ করতেন, সাহাবীদের সাথে খুবই ঘনিষ্ঠভাবে মিশতেন। তাঁর মত পরোপকারী, নিরহংকারী, সৎ নেতা পাওয়া মুশকিল। তাঁর কাজেকর্মে অন্য রকম একটা ভারসাম্য ছিল। দীনের দাওয়াত, ইবাদাত, দায়িত্ব পালন, পরিবারের দেখাশোনা, সাহাবী লদের দেখভাল, নিজের খেয়াল—- সবকিছুতে একটা ভারসাম্য রেখেছেন। শিশুদেরকে খুব ভালবাসতেন তিনি, নবজাতক শিশুকে কোলে তুলে নিয়েছেন, অনেকের নাম রেখেছেন, বাচ্চাদের ধূলিমাখা চেহারা মুছে দিয়েছেন। যার সাথেই দেখা হতো–মুখের কোণায় হাসি লেগেই থাকত!
সাহাবীদের জীবনে ছিল তাঁর প্রাণোচ্ছল উপস্থিতি। প্রায় প্রতিটি সাহাবীর জীবনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কোনো না কোনো স্মরণীয় ঘটনা রয়েছে! সঅব সময় তাঁদের খোঁজ খবর রাখতেন। অসুস্থ দের দেখতে যেতেন, তাঁর বরকতময় হাতের ছোঁয়ায় সুস্থ হয়ে উঠতেন তাঁরা। কেউ মারা গেলে তাঁর জানাযায় অংশ নিতেন।
নবিজির আচার আচরণ এমন ছিল যে তিনি সবার জন্য আদর্শ স্বরূপ ছিলেন। স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন নি, খুব সুন্দর মধুর সম্পর্ক বজায় রেখেছেন তাঁদের সাথে। নবিজির কাছাকাছি থাকার কারণে তাঁরা অন্যান্য মহিলাদের জিজ্ঞাসা তাঁর কাছ থেকে শুনে নিতে পারতেন।
খুবই একনিষ্ঠ ভাবে তিনি সালাত আদায় করতেন। জামাতে সালাত খুব বেশি বড় না করলেও একা সালাত আদায়ের সময় তা খুবই দীর্ঘ করতেন।
তাঁর কোনো গুনাহ ছিল না, তাও তিনি আল্লাহ রব্বুল আ’লামীনের কাছে বারবার মাফ চাইতেন। সবার জন্য দোয়া করতেন। সাহাবীরা কখনো গুনে দেখেছেন, একই মজলিসে সব মিলিয়ে একশত বার পড়েছেনঃ
“প্রভু, আমায় ক্ষমা করুন। আমার অনুশোচনা কবুল করুন। কেবল আপনিই তাওবা কবুল করেন। সবাইকে মাফ করেন।”
আমার অনুভূতিঃ
নবিজি সম্পর্কে যত বেশি জানা যায়, ভালবাসা তত যেন বেড়ে যায়। বইটি পড়ে যেন তাঁকে চোখের সামনেই দেখতে পাচ্ছি। মসজিদে নববিতে বসে সাহাবীদের সাথে কথা বলছেন, পরামর্শ করছেন, কোনো অসুস্থকে দেখতে গেছেন, হাসান (রা) কে কোলে নিয়ে আদর করছেন, রাতে আবার ইবাদাতে মশগুল হয়েছেন।
কতই না সৌভাগ্যবান তাঁরা ছিলেন, যাঁরা নবিজির সান্নিধ্য পেয়েছিলেন! আমাদের সেই সৌভাগ্য না হলেও তাঁর উম্মাত হওয়াটা ত কম কথা নয়! তাই তাঁর জীবনে তিনি যেই দৃষ্টান্ত রেখে গেছেন তা থেকে শিখতে হবে অনেক কিছু। শেষ বিচারের দিনে তিনি যেন গর্ব করে বলতে পারেন, “এরা আমার উম্মত!”
আল্লাহ এই বইটির লেখককে, অনুবাদককে এবং প্রকাশককে উত্তম প্রতিদান দিন, আমিন।
রাকিন – :
omarsunny6 – :